![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখ আমায় করল বিষাক্ত,
দিল জীবনে যন্ত্রণা,
দুঃখ আমায় করল বিশুদ্ধ,
দিল মনে সান্ত্বনা।
দুঃখ আমায় করল নিঃস্ব,
দিল শত লাঞ্ছনা,
দুঃখ আমায় করল সবল,
দিল জয়ের সম্ভাবনা।
দুঃখ আমায় করল সাহসী,
দূর করল ভয়,
দুঃখ দেখে পিছিয়ে যেও না,
দুঃখকে কর জয়।
(collected)
https://www.facebook.com/Limited.Tipu
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৪
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল