![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম পর্ব
প্রথম পর্বে আপনাদের সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। এখন আমাদের কি করা উচিত সে ব্যাপারে মুল্যবান পরামর্শ চাইছি।
প্রথমেই মাথায় রাখতে হবে যে, সামুকে এগিয়ে নিয়ে গিয়ে আরো সমৃদ্ধ করাটাই অগ্রাধিকার পাওয়া উচিত বলে আমি মনে করি। তাই এমন কিছু করা উচিত না, যা সামুর নীতিমালা লংঘনের পর্যায়ে পড়ে। কিংবা সামুর স্থিতিশীলতা নষ্ট হয় এমন পরিস্থিতি তৈরি করা।
আমার সামান্য বুদ্ধিতে যা কুলালো তার উপর ভিত্তি করে কিছু করনীয় তুলে ধরলাম। আপনাদের মুল্যবান মতামত পেলে যোগ করে দিবো।
১) যে বিষয়ই লিখুন না কেন, যথাযথ গুরুত্ব দিয়েই লিখবেন। এক্ষেত্রে একটু সময় নিয়ে লিখলে পোস্ট ভালো হয়। তাছাড়া অবশ্যই একে অন্যের পোস্টে নিয়মিত যাবেন। উৎসাহ এবং গঠনমুলক সমালোচনা করে পোস্টদাতাকে আরো ভালো লিখবার প্রেরণা দেবেন।
২) কোন জাতিয়বাদিবাদি অন্যায় আক্রমনের শিকার হলে, ভদ্র ভাষায় প্রতিবাদ করবেন। এবং একই সাথে ট্যাগ/গালিবাজের বিরুদ্ধে রিপোর্ট করবেন। রিপোর্টে কাজ না হলে ফিডব্যাকে জানাবেন। প্রয়োজনে কর্তৃপক্ষ্যের সাথে সরাসরি যোগাযোগ করে বিষয়টি তুলে ধরা যেতে পারে।
৩) সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসা করতেও কার্পণ্য করবেন না।
৪) দলিয় আদর্শের অন্ধত্ব থেকে মুক্ত হয়ে বিএনপির ভালো কাজের প্রশংসা এবং মন্দ কাজের জন্যও সমালোচনা করবেন।
৫) দলিয় আদর্শমুক্ত এবং দেশের বৃহত্তর স্বার্থ সংক্লিষ্ট পোস্টগুলিতেও ব্যাপক সংখ্যায় উপস্থিত হয়ে পোস্টদাতাকে অভিনন্দন জানাবেন।
৬) বঙ্গবন্ধু, জিয়াউর রহমান ইনাদের মত দেশবরেণ্য প্রয়াত নেতাদের নিয়ে অশ্লিল কুৎসামুলক লেখায় নিন্দা জ্ঞাপনের পাশাপাশি পোস্টটি রিপোট করবেন।
৭) ব্যাক্তিগত নাম উল্লেখ ছাড়াও বিরুদ্ধবাদি বা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লেখা সম্ভব।
৮) জাতিয়তাবাদিদের নিজেদের মধ্যেকার ব্যাক্তিগত দন্দকে সমঝোতার মাধ্যমেই দূর করতে হবে। এজন্য প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সমঝোতার মানসিকতা।
৯) বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং যুদ্ধকে বিন্দুমাত্র বিতর্কিত করার প্রয়াশের বিরুদ্ধে সবার এক সাথে ঝাপিয়ে পড়তে হবে। তাছাড়া চিহ্নিত যুদ্ধপরাধীদের সাফাই গাওয়া যে কোন পোস্টে প্রতিবাদ করা সহ রিপোর্ট করতে হবে।
১০) বলিউড ডিজুস এই ধরণের অপসংস্কৃতি প্রচার প্রসার সংক্রান্ত যে কোন পোস্টে নিন্দা জ্ঞাপন করতে হবে। এবং ঐ পোস্টদাতাকে নিরুৎসাহিত করতে হবে।
১১) দেশীয় পণ্য ব্যাবহারে উৎসাহ প্রদান করতে হবে (সৌজন্যে ব্লগার বাশ বাগান)
আপনাদের আর পরামর্শ সম্মানের সাথে গ্রহন করা হবে।
একদল ফ্যাসিস্ট মনবৃত্তিক ব্লগার ইতিমধ্যেই আমার প্রথম পোস্টটিকে কেন্দ্র করে সামুর পরিবেশ নষ্ট এবং জাতিয়বাদিদের উত্তেজিত করার ব্যার্থ চেস্টা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল যে, জাতিয়তাবাদিরা উত্তেজিত হয়ে গালাগাল করলেই, সেটা কর্তৃপক্ষ্যের নজরে এনে শাস্তিমুলক ব্যাবস্থা গ্রহন করানো।
আপনাদের ধন্যবাদ যে এই নোংরা পাতানো ফাদে কেউ পা দেননি।
নতুন করে মনে করিয়ে দেবার প্রয়োজন এই যে, সামুকে ধবংসের জন্য আরেকটি ব্লগের কর্ণধাররা মুখিয়েই আছে। তাদেরই পোষা চ্যালা চামুন্ডারা মাঝে মাঝেই সামুর পরিবেশ নষ্ট করার চেস্টায় রত।
দেশপ্রেমিক হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে সামুকে ওই ফ্যাসিস্ট ব্লগের ষড়যন্ত্র থেকে রক্ষা করা। সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভ ব্লগিং। অনেক ধন্যবাদ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৭
ধীবর বলেছেন: জানি সে জন্য রাগ হতেই পারে। তবে কোপাকোপিটা সমাধান নয়। উপযুক্ত তথ্য প্রমান দিয়ে ওদের মিথ্যাবাদি প্রমান করাটাই কোপাকোপির চেয়েও বেশি এফেক্টিভ হবে। অনেক ধন্যবাদ ভিটামিন ভাই।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৬
*কুনোব্যাঙ* বলেছেন: ৩, ৪, ৬, ৯, ১০ নং পয়েন্ট খুবই ভালো লাগল ধীবর ভাই। যেহেতু ব্লগে যারা আসে তারা সবাই শিক্ষিত এবং সচেতন সেহেতু অন্তত ব্লগের সব দলে এইটুকু রাজনৈতিক চর্চাটা যদি হয় তাহলেই হয়তো দেশের অনেক কিছু বদলে দেয়া সম্ভব।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৮
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ কুনোব্যাঙ ভাই। আপনার মন্তব্য মতে সবাই সচেতন হলে কমেন্ট সর্বস্ব টাইপিস্টরা এমনিতেই ঠুটো হয়ে যাবে।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৪
রাফসান রাফী বলেছেন: সুন্দর প্রস্তাব, ধন্যবাদ পোস্টের জন্য!
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৯
ধীবর বলেছেন: ধন্যবাদ রাফী ভাই। আপনাকে প্রথম পোস্টে দেখলাম না যে !
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৮
বিডি ফুল বলেছেন: বি এন পি একটা যুদ্ধাপরাধীদের দল আপনি তা মেনে নিয়েছেন সেই জন্য ধন্যবাদ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১১
ধীবর বলেছেন: বি ডি fool নামটা সার্থক ! আপনি জাতিয়বাদি না হলে এখানে আসার দরকার নেই। মাথামোটা অকর্মা।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০২
ইন২বাংলা বলেছেন: ধন্যবাদ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১১
ধীবর বলেছেন: ধন্যবাদ ইন২বাংলা ভাই।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৫
চাঁপাডাঙার চান্দু বলেছেন: সুন্দর প্রস্তাবগুলোর জন্য ধীবর ভাইকে অনেক ধন্যবাদ। সকল বিএনপি ব্লগারদের প্রতি অনুরোধ রইল, আপনারা জামাত শিবির সম্পর্কে যে কোন ধরণের ইতিবাচক কথা বলা হতে বিরত থাকুন। হয়তো ভাববেন যে তারা তো এখন দেশের কোন ক্ষতি করছেনা, কিন্তু ভাই ওরা কোন সময়ই কারও প্রকৃত বন্ধু হতে পারেনা। বিশ্বাস না হলে কয়দিন আগে তরিকুল ইসলাম যখন বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশে জামাত শিবির নিষিদ্ধ করলেন, তখন তাদের পেজগুলোতে কি ধরণের আজে বাজে কথা বলেছিল একটু গিয়ে দেখে আসুন।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১২
ধীবর বলেছেন: পুর্ণ সহমত। এই জন্যই আমার দেয়া প্রস্তাবে খুব স্পস্ট করেই বলেছি। অনেক ধন্যবাদ চান্দু ভাই।
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২২
ইন২বাংলা বলেছেন: হাম্বালীগের দৃষ্টিতে জামাত হইলো তাদের ভাড়া করা মেয়ে মানুষ। রাতে তারা জামাতের সাথে শুইবে, দিনে ঝাড়ু দিয়া পিটাবে। কিন্তু অন্য কেউ শুইলেও দোষ, পিটাইলেও দোষ.....
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৬
ধীবর বলেছেন: ওদেরটা ওরা বুঝুক। যা খুশি হোক। কিন্ত বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কিছু বললে, আমরা ছেড়ে দিবো না।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২
Admiral General আলাদীন বলেছেন: আম্লিগারদের মতে আম্লিগ আর জামাত ছাড়া আর কোন দলের ব্লগার থাকতে পারে না। অথচ দেশের এতবড় একটা দলের সমর্থক ব্লগার থাকবে না তা কি করে হয়?
নিয়মগুলো মেনেচলার চেষ্টা করব। সুন্দর প্রস্তাবগুলোর জন্য ধন্যবাদ।
আর আপনার এই ঘোষনা দিয়ে একত্রিত হওয়াটা ওদের খুব গায়ে লেগেছে।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
ধীবর বলেছেন: ধন্যবাদ আলাদীন ভাই। গায়ে লাগাই স্বাভাবিক। কেননা আওয়ামি ফ্যাসিস্টরা কোনদিনই ভিন মত কে সহ্য করতে পারে না।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০০
কালা মনের ধলা মানুষ বলেছেন: সহমত।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ কালা মনের ধলা মানুষ ভাই।
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
ক্ষুধিত পাষাণ বলেছেন: জাতিয়তাবাদীর সম্বল সু শিক্ষা, সৌজন্যতা, ভদ্রতা, দেশ প্রেম-ইনশাল্লা আমরা সফল হবোই।
প্লাস।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
ধীবর বলেছেন: আাপনি যে সব বললেন, সে গুলিই আমদের শক্তি, দুর্বলতা নয়। অনেক ধন্যবাদ ক্ষুধিত পাষান ভাই।
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮
মুহাম্মাদ আলী বলেছেন: উপযুক্ত প্রস্তাব।পূর্ণ সহমত
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ মুহাম্মাদ আলী ভাই।
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০
মাথা খারপ মানুষ বলেছেন: ভাই ২ নং পয়েন্টটা কার্যকর করা মনে হয় সম্ভব না।
বাকিটায় সাথে আছি
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
ধীবর বলেছেন: অন্তত চেস্টা তো করা যেতে পারে মাথা খারাপ মানুষ ভাই। নইলে আঙ্গুল বাকা করতে কতক্ষন?
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২২
অন্তরপুর বলেছেন: আমাদের অঞ্চলে বর্তমানে আওয়ামিলীগ কথাটি গালি হিসাবে ব্যবহৃত হয়। অনেকেই কথার প্রেক্ষিতে বলে "এ মানুষ না আওয়ামিলীগ"
এসব আওয়ামিলীগ নামের প্রানীদের সাথে আপোষ করতে মন চায় না।
বি.এন.পি বর্তমানে যে সহনশীল রাজনীতির প্রচলন করেছে তা আওয়ামিলীগ বি.এন.পির দুর্বলতা হিসাবে মনে করে। তারা চায় তাদের মত বি.এন.পিও আন্দোলনের নামে চাপাতি দিয়ে কুপিয়ে, লগি বৈঠা দিয়ে নৃত্যের তালে তালে খুচিয়ে, যাত্রী ভর্তি বাসে গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে মেরে গন বিচ্ছিন্ন হয়ে যাক।
আমরা যারা জাতীয়তাবাদী শক্তির ছায়াতলে আছি তারা এমন রাজনীতি ঘৃনা করি। আমাদের নিকট সবার আগে দেশ বড়, দেশের চেয়ে দেশের মানুষ বড়।
ধন্যবাদ ধীবর ভাই, আপনার সাথে আমি সম্পুর্ন্ একমত।
এই বিষয়ে আপনার পুর্ববর্তী পোষ্টের লিংকগুলি প্রতিটি নুতন পোষ্টের সাথে সংযুক্ত করে দিবেন ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
ধীবর বলেছেন: অন্তরপুর ভাই, আপনার অনুরোধ অবশ্যই রাখবো। বাস্তবের মত ব্লগেও বাকশালি সন্ত্রাসি লীগ চায় আমরা ওদের স্তরে নেমে ওদের মত জঙ্গি আচরণ করি। যাতে সেটার অযুহাতে ওরা জাতিয়বাদ মনস্কদের ব্যান করাতে পারে (কর্তৃপক্ষকে হুমকি ধমকি দিয়ে)
ওই ফাদে পা দেয়া যাবে না। কেননা শিক্ষিত মানুষ স্বাভাবিক অবস্থায় অত নীচু স্তরে নামতে পারে না। আপনার মন্তব্য ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১
wrongbaaz বলেছেন: ট্যাগভিত্তিক ব্লগিং শুরু করা হোক (যেমন রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, বিনোদন, ইতিহাস, প্রবন্ধ ইত্যাদি। প্রথম পাতায় টাইলস আকারে শুধু ট্যাগগুলোই প্রদর্শিত হবে, এছাড়া অনুসারিত ব্লগ নামের একটি টাইল থাকতে পারে।), যেকোন ব্লগের শুধু শিরোনাম প্রদর্শিত হবে, মন্তব্য সং্খ্যা ও পঠিত সং্খ্যা ও প্রদর্শিত হবে, ব্লগের লিখা পড়তে হলে ব্লগে ঢুকতে হবে। একজন ব্লগার দিনে একটির বেশি ব্লগ পোষ্ট করতে পারবে নাহ। অন্য ধর্মের বিষোদগার মূলক পোষ্ট মডারেটর মুছে ফেলবেন ও ব্লগারকে সতর্ক করবেন, ব্লগার পূনরায় একি কাজ করলে নির্দিষ্ট সময়ের জন্য ব্যান ও পূনঃপূনঃ একি কাজ করলে স্থায়ী ব্যান করতে হবে। প্রত্যেক ব্লগারের জন্য কার্যকরি নোটিফিকেশন ব্যবস্থা থাকতে হবে। মোবাইল থেকে ব্লগ লিখা ও কমেন্ট রিপ্লাই করার ব্যবস্থা থাকলে ভালো হত।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
ধীবর বলেছেন: আপনার প্রস্তাবনা গুলি খুবই চমৎকার রংবাজ ভাই। তবে সেটা সামগ্রিক ব্লগীয় নীতিমালায় যুক্ত করার জন্য খুবই উপযুক্ত। ব্লগের জাতিয়বাদিদের করণীয় নিয়ে কিছু সাজেশন দিলে খুব ভালো হতো। আপনাকে অনেক ধন্যবাদ।
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: ২নাম্বার টায় কোন লাভ নেই.......শর্ষের ভিতরেই ভূত।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫
ধীবর বলেছেন: অন্তত চেস্টা তো করি ডেনিশ ভাই। নইলে সব অপশনই খোলা আছে।
১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
প্রকৌশলী আতিক বলেছেন: আমার ভার্সিটি লাইফে যে উপলদ্ধিটা হয়েছিল, সেটা, "মেধাবীরা বিএনপি কে সাপোর্ট করে, আর মেধহীন পেশীধারিরা লীগের সাপোর্ট করে।"
কিছু কিছু ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করতে পারিনা। যেমন পোষ্টে যদি অতিরিক্ত বলদামি ফুটে উঠে, আমার মাথায় ঢুকেনা, মানুষ কেমনে এত বলদ হয়।
সুন্দর একটা পোষ্ট, মেনে চলার চেষ্টা করব এখন থেকে।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
ধীবর বলেছেন: )ঠিকই বলেছেন আতিক ভাই। জামাত আর আওয়ামি লিগের মধ্যে অনেক গুলি মিল আছে। দুটার সমর্থকরাই ব্রেণ ওয়াশড। আপনার কোন সাজেশন থাকলে আমাদের উদ্দেশ্যে দিন। খুব ভালো হয় তাহলে। অনেক ধন্যবাদ আপনাকে।
১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
আল ইফরান বলেছেন: ধীবর ভাইকে ধন্যবাদ এতগুলো সুন্দর প্রস্তাবনার জন্য।
অধিকাংশই মেনে চলি, কিন্তু সামনের দিনগুলোতে আরো বেশী সতর্ক থাকার চেস্টা করব ইনশাল্লাহ।
প্রকৌশলী আতিক বলেছেন: আমার ভার্সিটি লাইফে যে উপলদ্ধিটা হয়েছিল, সেটা, "মেধাবীরা বিএনপি কে সাপোর্ট করে, আর মেধহীন পেশীধারিরা লীগের সাপোর্ট করে।"
১০০% সহমত।
গত ৫ বছরে আমার সদ্যবিদায়ী বিশ্ববিদ্যালয়ে আমি ঠিক এই চিত্রটিই দেখে এসেছি।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮
ধীবর বলেছেন: যে কোন শিক্ষায়তনে একই চিত্র দেখবেন ইরফান ভাই। অনেক দ্ধন্যবাদ। আপনার নিজস্ব সাজেশন থাকলে দিন। অনেক ভালো হয়।
১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: আপনি যে প্রস্তাবগুলো দিয়েছেন তা মেনে চললে সামহওয়ার ইন রীতিমত আদর্শ ব্লগ হয়ে যাবে। তবে ব্যাপারগুলো এত সহজ হবে না। আওয়ামী নিক সিন্ডিকেট অচিরেই মাঠে নামবে। সীমাহীন গালাগালি , ইচ্ছে করেই উস্কানিমূলক ট্যাগিং এবং সর্বোপরি সামহওয়ার সহ আওয়ামী সমালোচনামূলক যে কোন ব্লগিং ধ্বংস করার জন্য এরা সব করবে। দেশের অবস্থা ভয়াবহ। বি এন পির এক নেতাকে গতকালই র্যাব তুলে নিয়ে হত্যা করেছে। আওয়ামি সিন্ডিকেট ব্লগেও এই ধারা শুরু করতে পারে। তাছাড়া কর্মহীন, মাদকাসক্ত , বেকার ব্লগার আওয়ামীপন্থীদের প্রচুর। এরা সরকারি পেইড হিসেবে কাজ করতে প্রস্তুত বলে শোনা যাচ্ছে।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
ধীবর বলেছেন: আজকে আওয়ামি সরকার ক্ষমতায় বলে চিরদিন ওরা ক্ষমতায় থাকবে না নিঃসঙ্গ ভাই। সুতরান্নগ সেই জোরে বেশিদিন আর চলার শক্তি ওদের নেই। আমরা ওদের স্তরে নামতে যাবো না। তবে সব অপশন খোলা আছে। আর নিক সিন্ডিকেট মাঠে নামুক, সেটা আমিও চাই। যাতে সামু জঞ্জাল মুক্ত হতে পারে।
অনেক ধন্যবাদ আপনাকে।
১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩
গেদু চাচা বলেছেন: ৯) বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং যুদ্ধকে বিন্দুমাত্র বিতর্কিত করার প্রয়াশের বিরুদ্ধে সবার এক সাথে ঝাপিয়ে পড়তে হবে। তাছাড়া চিহ্নিত যুদ্ধপরাধীদের সাফাই গাওয়া যে কোন পোস্টে প্রতিবাদ করা সহ রিপোর্ট করতে হবে।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২
ধীবর বলেছেন: দেশের স্বার্থে এটা করতেই হবে। সম্ভবত এই ক্ষেত্রে আমরা জাতিয়বাদিরা পেছনে পড়ে আছি।আপনার নিজস্ব কোন সাজেশন?
২০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেউ একজন বলছিল আমরা পাছা মার্কা জাতি, সবকিছুতে দুইভাগ চাই... এখন ব্লগেও!! এই বিভেদই আমাদের কোনদিন এগুতে দিবেনা..... একসাথে ভালো কিছু করতে দিবেনা... এখন আজ কালকার ছেলেরাও যদি প্রবীনদের মত আওয়ামী আর BNP করে দেশের তাইলেই হইছে!
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
ধীবর বলেছেন: দেখুন পথিক ভাই, এখানে বিভক্তির কোন প্রশ্ন নয়। আওয়ামি লীগ ক্ষমতায় আছে বলে অন্যায়ভাবে আওয়ামি বিরোধী মাত্রই গালাগালি ট্যাগিং ইত্যাদি করে কোনঠাসা করার বিরুদ্ধে এটা একটা প্রতিবাদ মাত্র। তাই বিভক্তির দোষ যদি দিতেই হয়, তবে সে দায় আওয়ামি পন্থি ব্লগার/ সিন্ডিকেটের উপরেই বর্তায়।
তাছাড়া যে সব প্রস্তাবনা দেয়া হয়েছে, তাতে কোন কোনটা আপনি মনে করেন বিভক্তি বাড়াচ্ছে? আশা করি উত্তর দিয়ে বাধিত করবেন।
২১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
মুনতাশীর বলেছেন: আপনার সুন্দর প্রস্তাবগুলোকে স্বাগত জানাই এবং মেনে চলায় বিশ্বাসী। আমিও বাংলাদেশী জাতিয়তাবাদি হিসেবে নিজেকে গর্বিত মনে করি। সেই কারনেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাজাকার বা দালাল কারো সাথে গাটছড়া বাধা, অন্তত জাতিয়বাদিরা বিশ্বাস করেন না।
শুভ কামনা।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪
ধীবর বলেছেন: সুস্বাগতম মুনতাশির ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। যেহেতু ব্লগাররা প্রায় সবাই শিক্ষিত এবং বিবেকবান, তাই প্রচলিত রাজনৈতিক ধারা বদলাতে আমাদেরই এগিয়ে আসতে হবে।
২২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
আমি বীরবল বলেছেন: জাতিয়তাবাদী নাহলে এমন সুন্দর প্রস্তাব উপস্তাপন করা সম্ভব হতোনা। ধন্যবাদ পোস্টের জন্য!
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ বীরবল ভাই। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝি লিখলাম। আপনারাও মুল্যবান পরমর্শ দিতে পারেন, যাতে পোস্টটি আরো সমৃদ্ধ হয়।
২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: আপনার উদ্যোগকে স্বাগত জানাই। নিজের দলের জন্য কাজ করছেন, ভালো দায়িত্ববোধ। কিন্তু এটা এক ধরনের সিন্ডিকেটিং এর মধ্যেই পড়ে আমার মতে। ব্লগের স্বাভাবিক গতি নষ্ট করবে এবং অনেক সাধারন ব্লগার ডিসকমফোর্ট ফিল করবে। এভাবে ব্লগে অস্বস্তিকর ও চোখে পড়ে এমন গ্রুপিং এর উদ্যোগ আমি নিরপেক্ষ দৃষ্টিতেও স্বাগত জানাতে পারছি না।
জামাত শিবির ও ধর্মান্ধ কিছু ব্লগার ছাড়া আমার কাছে সব ব্লগারই ভালো। আপনারাও ভালো। আর এটা পাবলিক প্লাটফর্ম। আপনি কাউকে আসতে মানা করলেও সবাই সব পোষ্টে তার মতামত জানানোর অধিকার রাখে। এভাবে কে কমেন্ট করবে কে করবে না, এটাকেও স্বাগত জানাতে পারছি না। দু:খিত।
আশা করব আমার মতামত স্বাভাবিকভাবে নেবেন ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
ধীবর বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনি কতদিন ব্লগিং করেন জানি না, তবে এখানে ৪ বছর ধরে আছি। আওয়ামি ব্লগারদের জন্য কত সাধারন ব্লগার যে ব্লগিং করে পারেনা, আর পারলেও স্বাচ্ছন্দ বোধ করে না, সেই তথ্যটি আমার কাছে আছে।
মতের বাইরে হলেই অলিখিত সিন্ডিকেট করে গলা চেপে ধরার বিরুদ্ধে এটি একটি প্রতিবাদ মাত্র। বরং এটা বলতে পারতেন যে আমার দেয়া প্রস্তাবনায় কোন কোন ধারা সুস্থ ব্লগিং এর পথে অন্তরায় অথবা স্বাচ্ছন্দের ব্যাতয় ঘটাবে?
পাব্লিক প্লেস বলেই যেমন শৌচকর্ম করার অনুমতি তো দেয়া যায় না, তেমনি বিশেষ উদ্দেশ্যপ্রসুত বিষয়বস্তু বহির্ভুত মন্তব্যকেও স্বাগত জানানো যায় না।
আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে পদার্পনের জন্য।
২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
কলির কৃষ্ণ বলেছেন: এমন সুন্দর চিন্তা চেতনা আমাদের সকলের মধ্যে জাগ্রত হোক।
ভাল লাগল।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
ধীবর বলেছেন: সুস্থ ধারার ব্লগিং কিঙ্গা রাজনৈতিক সংস্কৃতি গরে তুলর কাজটাআ আমাদের সবাকেই করতে হবে । অনেক ধন্যবাদ কৃষ্ণ ভাই।
২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
নেক্সাস বলেছেন: শুভ কামনা।
জাতিয়তাবাদের বলিষ্ঠ ধারণা ও বিশ্বাস ছাড়া একটা দেশের নাগরিকরা ১০০ ভাগ দেশপ্রেমিক হয়ে উঠতে পারেনা। মহান নেতা জিয়াউর রহমান সেই দর্শনই তুলে ধরার আপ্রাণ চেষ্ঠা করেছিলেন এবং অভূতপূর্বভাবে সফল হয়েছিলেন। বাংলাদেশ জাতিয়তাবাদী দল জিয়াউর রহমানের সেই দর্শনেরই ধারক
খোদ আওয়ামিলীগেও জাতীয়তাবাদ স্বীকৃত। যদিও হালে গজিয়ে উঠা কিছু আওয়ামিলীগ সমর্থক বুঝে না বুঝে জাতিয়তাবাদ শব্দটা শুনলে আঁতকে উঠে এবং ব্যাঙ্গাত্মক ভাষায় জাতিয়তাবাদ কে চিহ্নিত করতে চায়।
বাংলাদেশের সংবিধানেও জাতিয়তাবাদ স্বীকৃত মূলনীতি। যাই হোক আজকে একটা নিউজ দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতারা যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মিছিল করছে এবং সেখানে রাজাকার আবুল কালাম আযাদের নামের মিল থাকায় যুদ্ধাপরাধী হিসেবে ব্যাবহার করা হয়েছে উপমহাদেশের বরণ্য নেতা,ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা, ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের ছবি।
এবার বুঝেন ইতিহাস ও রাষ্ট্র চিন্তায় কতটা গবেট। ঠিক জাতিয়তাবাদের ধারণা বিষয়ে এরা এরকমি ছাগলামী করে। এরা মনে করে জাতীয়তাবাদ কে কটাক্ষ করা মানেই বিএনপি কে গালি দিয়ে নিজেকে যোগ্য আওয়ামিলীগ হিসেবে প্রমাণ করা।
যাই হোক এদের কথায় কান দিয়ে লাভ নাই।
দেশ মাতৃকার স্বার্থে তারুন্যর রক্তে প্রোথিত হোক জাতিয়তাবাদের দৃঢ় বিশ্বাস। জাতিয়তাবাদী ঐক্য সুসংহত হোক।
আপনার সকল পয়েন্টের সাথে একমত।
***খেয়াল রাখতে হবে জাতিয়তাবাদের ছদ্মবেশে কোন ছুপা শিবির যেন সুর না মিলায়।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
ধীবর বলেছেন: আপনার কথা শুন হাহাপগে। অবশ্য কি আর বলবো।। মদ খেয়ে অক্কা পাওয়ার পরেও রাজশাহিতে শুনলাম এক লীগ নেতার নামে শহিদ লাগিয়ে শহিদ মিনার পর্যন্ত বানিয়ে ফেলেছে। এদের দিয়ে আর কি আশা করা যায় বলুন?
জাতিয়বাদিদের মধ্যে ভেজাল ঢুকার বিরুদ্ধে সব জাতিয়বাদিদের সচেতন থাকতে হবে। অনেক ধন্যবাদ নেক্সাস ভাই।
২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
বাংলাদেশী পোলা বলেছেন: ধীবর ভাইয়া, আপনার প্রস্তাবনাগুলো যদি সামুতে বাস্তবায়ন করা যেতো-তাহলে সামু হতো শিক্ষিত স্বজ্জন লোকের আওদর্শ প্লাট ফরম।
কি ফলাফল হবে জানিনা-কিন্তু আপনার উদ্যোগ অবশ্যই সাধুবাদ পেতে পারে।
শুভ কামনা।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০
ধীবর বলেছেন: প্রিয়সামুকে গতিশীল এবং পরিছন্ন করার উদ্দেশ্যেই এই উদ্যোগ। অনেক ধন্যবাদ বাংলাদেশী পোলা ভাই।
২৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: দাতিত্ববান নাগরিকের কথাগুলোর উত্তরে বলতে চাই, আমার মনে হয় না এখানে কোন সিন্ডিকেটিং হচ্ছে। এখানে জাস্ট আদর্শ যাদের এক তাদেরকে একতাবদ্ধ থাকার আহবান জানানো হয়েছে। কিন্তু তার মানে এই না যে জাতীয়তবাদী কারো কোন বক্তব্য ভালো না লাগলেও সবাই চুপ করে সমর্থন দিয়ে যাবে বা সিন্ডিকেটিং করে পোষ্টের গুরুত্ব বাড়াবে। যেই কাজটা কিনা বাংলা ব্লগের শুরু থেকেই আওয়ামী সিন্ডিকেট করে এসেছে। এমনকি ঘোষনা দিয়ে পিয়ালদের এ টীম নামক গালিবাজ টীম ছিলো। যারা নিজেদের কুকর্মের কারনেই ব্লগ জগতের মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে এখন আমার ব্লগ নামক শতভাগ রাজনৈতিক খোয়াড়ে ব্লগিং করে। বাংলা ব্লগ জগতের শুরু থেকে আমি ব্লগের সাথে আছি। সে অভিজ্ঞতা থেকে বলতে পারি জাতীয়তবাদিরা এরকম করবে না, কারন এরকম করার জন্য যে সংগঠিত সিন্ডিকেট এবং পেশাদারি ব্লগার হতে হয় তথা পেইড ব্লগার হতে হয় তা তাদের মধ্যে নাই। এরপর ও আপনার কথায় অনেকখানি সমর্থন জানিয়ে বলতে চাই, এই প্ল্যাটফর্ম টা যাতে আদর্শভিত্তিক ঐক্যবদ্ধ ব্লগিং এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, কোনভাবেই যেন তা এ টিমের মত আরেকটা ব্লগীয় কীটে পরিনত না হয়।
আরেকটা কথা, জামাত-শিবির সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে। বি এন পির রাজনৈতিক মিত্র জামাত সেই চিন্তায় যেন জাতীয়তাবাদীরা কখনোই জামাতের প্রতি কোন সফট মনোভাব না দেখান। জামাত কখনো কারো বন্ধু হতে পারে না।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
ধীবর বলেছেন: চমৎকার বলেছেন নিঃসঙ্গ ঢেউ ভাই। সমস্যা হচ্ছে যযাদের উদ্দেশ্যে বলা তারা বুঝবেন কিনা। আর বুঝলেও ভুল স্বীকার করবেন কি না !
২৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
রাহী আবদুল্লাহ বলেছেন: ধীবর ভাই, চরিত্রগত ভাবেই সামু "কলমা চোর" অবস্থানে আছে। কাজেই সামুকে সামুরমতই থাকতে দিন-আমরাও আমাদের বাংলাদেশী জাতিয়তাবাদ বিশ্বাসে অটল থাকবো।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
ধীবর বলেছেন: সামুর কিছ ব্যাপার জানি বলেই সামুর উপর সব দোষ দিতে পারছিনা। তবে হ্যা, আমাদেরর স্বকীয়তা আমরা বজায় রাখবোই। অনেক ধন্যবাদ রাহী ভাই।
২৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
ধীবর বলেছেন: পরে এসে বাকিদের মন্তব্যে জবাব দিবো। ততক্ষন পর্যন্ত সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ।
৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
ওই চোরা বলেছেন: সহমত পোষ্টে,
সাথেই আছি
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
ধীবর বলেছেন: সুস্বাগতম ওই চোরা ভাই।
৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
তাসবীর আহমাদ বলেছেন: সুন্দর প্রস্তাব। পোস্টের জন্য ধন্যবাদ!
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
ধীবর বলেছেন: আপ্নাকেও অনেক ধন্যবাদ তাসবির ভাই।
৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫
হৃদয় বাংলাদেশ বলেছেন: ভাল প্রস্তাবনা পছন্দ হয়েছে। প্লাস
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
ধীবর বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে।
৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
থার্ড-আই-নেটওয়ার্ক বলেছেন: একটি সিন্ডিকেট গঠনের প্রয়াস দেখতে পাচ্ছি । সিন্ডিকেট সামু মামু মেনে নেবে কিনা তা দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি , কারন এই রকম সিন্ডিকেট তৈরি হলে সাধারন ব্লগার প্রচন্ড ভয় পাবে । যা অতীতে ও হয়েছে , সিন্ডিকেটের লোকেরা সাধারন বা সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কিছু বললে ঝাঁপিয়ে পড়েছে ।
এ সিন্ডিকেট মনে হয় সামু মামু প্রশয় দিবেন না , কারন এর ফলে বিপক্ষ সিন্ডিকেট তৈরি হয়ে ব্লগকে অস্হিতিশীল করা হবে
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬
ধীবর বলেছেন: কেন আপনার মনে হলো যে এটা সিন্ডিকেটিং? অনুগ্রহ করে বলবেন কি?
৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
লুৎফুল কাদের বলেছেন: দেশ মাতৃকার স্বার্থে জাতিয়তাবাদী ঐক্য সুসংহত হোক।
(ধীবর ভাইয়া, আপনার আগের পোস্টে আমার একটি মন্তব্যের ব্যাখ্যা দিয়েছি-আশা করি আপনার নযরে আসবে)
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
ধীবর বলেছেন: হ্যা, নজরে এসেছে। অনেক ধন্যবাদ।
৩৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
ব্লাক উড বলেছেন: এমন সুস্থ্য সুন্দর চেতনা আমাদের সকলের মাঝে জাগ্রত হোক।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
ধীবর বলেছেন: ধন্যবাদ ব্লাক উড ভাই।
৩৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
ইমুব্লগ বলেছেন: ব্লগে যারা আসে তারা সবাই শিক্ষিত এবং সচেতন -তাই আশা করবো আপনার প্রস্তাবগুলো আমরা সবাই মেনে চলবো। শুভ কামনা।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
ধীবর বলেছেন: আমি প্রবল আশাবাদি ইমুব্লগ ভাই। অনেক ধন্যবাদ।
৩৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
নিঃসংগ যোদ্ধা বলেছেন: ২ নং প্রত্যাশা পুরন হবার নয়। +
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
ধীবর বলেছেন: চেস্টা করি। নইলে অপশন ওপেন আছে।
৩৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
নিঃসংগ যোদ্ধা বলেছেন: ২) কোন জাতিয়বাদিবাদি অন্যায় আক্রমনের শিকার হলে, ভদ্র ভাষায় প্রতিবাদ করবেন। এবং একই সাথে ট্যাগ/গালিবাজের বিরুদ্ধে রিপোর্ট করবেন। রিপোর্টে কাজ না হলে ফিডব্যাকে জানাবেন। প্রয়োজনে কর্তৃপক্ষ্যের সাথে সরাসরি যোগাযোগ করে বিষয়টি তুলে ধরা যেতে পারে।
অর্থাৎ সমস্যাটাই "কর্তিপক্ষ"!
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
ধীবর বলেছেন: যথাযথ ভাবে কর্তৃপক্ষ্যের নজরে আনতে পারলে কাজ হয় ভাই।
৩৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
পাব্লিক বলেছেন: সুন্দর প্রস্তাবগুলোর জন্য ধীবর ভাইকে অনেক ধন্যবাদ। ২০ তম ভাল লাগা।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
ধীবর বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ পাব্লিক ভাই।
৪০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
মুক্তির মিছিল বলেছেন: প্রকৌশলী আতিক বলেছেন: আমার ভার্সিটি লাইফে যে উপলদ্ধিটা হয়েছিল, সেটা, "মেধাবীরা বিএনপি কে সাপোর্ট করে, আর মেধহীন পেশীধারিরা লীগের সাপোর্ট করে।" -সহমত
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
ধীবর বলেছেন: ধন্যবাদ ভাই।
৪১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
লক্ষ্যভেদী বলেছেন: গুড পোসট।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ লক্ষ্যভেদি ভাই।
৪২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
wrongbaaz বলেছেন: দুঃখিত, অফটপিক কমেন্ট করার জন্য, আসলে অনটপিক কিছু মাথায় আসছিল না, তাই .................
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
ধীবর বলেছেন: কি জে বলেন ভাই। আপনার প্রস্তাবনা গুলি দুর্দান্ত। আলাদা একটা পোষ্টে দেবার মতই।
৪৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধীবর ভাই, আপনিতো জানেন তাই আবারও সদয় স্মরণ করিয়ে দিতে চাই;
আওয়ামী-বাকশালীদের নৈতিক ভিত্তি খুবই কম। এ কারণেই তারা তথ্য-প্রমাণ ও যুক্তিতে পারে না। তারা দেউলিয়া বিধায় এই গালাগালি সহ নোংরা ট্যাগিং করে।
পক্ষান্তরে ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসীদের নৈতিক ও আদর্শ ভিত অনেক শক্তিশালী। তাই এই পক্ষের তথ্য-প্রমাণ ও যুক্তির অভাব হয় না। আপনি দেখবেন এই পক্ষের লোকজন আগে বিনা কারণে গালি, নোংরা কথা কটাক্ষমূলক ট্যাগিং করে না।
ভাই আমি মনে করি ৭১এর ইতিহাস নিরপেক্ষ ভাবে আলোচিত হউক। তবে সেটা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে অপমানজনক, ঘৃণা ও নোংরা দিকে যেন না যায় এবং এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। যেমন ইন্দিরা গান্ধী ও তার ভারত। তারা কখনই আমাদেরকে আন্তরিক ভাবে নয় নিজেদের মতলবেই সাহায্য করেছিল। এই সমস্ত কিছু বিষয় আপনি তুলে ধরলেই আপনাকে জামাতী ও পাকিস্তানী বানিয়ে দিবে। তারপর নদীর পানি-বন্টন, সীমান্ত, বাণিজ্য এই সমস্ত কথা বললেই আপনি ভারত-বিরোধী...ঐ ঘুরে ফিরে পাকিপন্থী। আপনার নিশ্চয়ই ২০১১তে মনমোহনের কথা মনে আছে যে বাংলাদেশের ভারত বিরোধীরা আসলে পাকিপন্থী। কাজেই এই সমস্ত ষড়যন্ত্র করেই ভারত বাংলাদেশের ঘাড়ে কাঠাল ভেঙে খাচ্ছে!
অনেক ধন্যবাদ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
ধীবর বলেছেন: মনমোহনের প্রতিধবনি করে যারা দেশপ্রেমের বড়াই করে, ওরাই দেশদ্রোহি। আপনার মন্তব্যের সাথে দ্বিমতের সুযোগ নেই। অনেক ধন্যবাদ বা জি ভাই।
৪৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: পোস্টের সাথে পুর্ণ সহমত সহ পিলাচ লাগাইলাম ,,, আশা করি উপরক্ত প্রস্তাব ও দিকনির্দেশনা গুলা সবাই মেনে চলে জাতিয়তাবাদি মতাদর্শী দের ঐক্যবদ্য থাকতে এবং সামুর পরিবেশ পরিস্কার রাখতে সাহায্য করবে ,,,,
ধন্যবাদ ধীবর ভাই ,,,
ভাল থকাবেন ,,
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
ধীবর বলেছেন: যথাযথ পালন করার চেস্টা করে দেখার দরকার। পরিবর্তন এভাবেই হয়। অনেক ধন্যবাদ আসামী ভাই।
৪৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
ইন২বাংলা বলেছেন: সহমত @বাংলাদেশ জিন্দাবাদ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
ধীবর বলেছেন: ধন্যবাদ ভাই।
৪৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৬
মাথা খারপ মানুষ বলেছেন: @দায়িত্ববান নাগরিক সামুতে বর্তমানে যে সকল গ্রুপ বা সিন্ডিকেট আছে তাদের ব্যাপারে বক্তব্য কি? যদি বলেন যে তদের সম্পর্কে জানি না তবে আগে জেনে আসুন। সিপিজি, নাস্তিক গ্রুপ, হাম্বা গ্রুপ,মামা ভাইগ্না গ্রুপ এদের সম্পর্কে আগে জেনে আসুন
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
ধীবর বলেছেন: আশা করি নিরপেক্ষতার স্বার্থে উনি আপনার পরামর্শ গ্রহন কবেন।
৪৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫
ক্ষুধিত পাষাণ বলেছেন: @দায়িত্ববান নাগরি্ সামুতে অনেক সিন্ডিকেট আছে বহু বছর যাবত-যাদের উদ্দেশ্য কোনো সুস্থ্য ধারার নয়। সুস্থ্য ধারার ব্লগিং করতে যদি নতুন কোনো সিন্ডিকেট হয়-তাতে দোষের কিছু নাই।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
ধীবর বলেছেন: উনারা সিন্ডিকেট করেই যতই বলুন, এটা সমমনা ব্লগারদের একটা গেট টু গেদার মাত্র। উনারা কেন এত উদ্বিগ্ন মাথায় ঢুকছে না। অনেক ধন্যবাদ ক্ষুধিত পাষান ভাই।
৪৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
সারথী মন বলেছেন: উদ্দেশ্য সফল হোক বা হোক-একটা সুন্দর প্রচেষ্টার সাথে আছি।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। চেস্টা করতে দোষ কি?
৪৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
ক্যাচালবাজ বলেছেন: থার্ড-আই-নেটওয়ার্ক বলেছেন: একটি সিন্ডিকেট গঠনের প্রয়াস দেখতে পাচ্ছি । সিন্ডিকেট সামু মামু মেনে নেবে কিনা তা দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি , কারন এই রকম সিন্ডিকেট তৈরি হলে সাধারন ব্লগার প্রচন্ড ভয় পাবে । যা অতীতে ও হয়েছে , সিন্ডিকেটের লোকেরা সাধারন বা সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কিছু বললে ঝাঁপিয়ে পড়েছে ।
এ সিন্ডিকেট মনে হয় সামু মামু প্রশয় দিবেন না , কারন এর ফলে বিপক্ষ সিন্ডিকেট তৈরি হয়ে ব্লগকে অস্হিতিশীল করা হবে
সহমত।
এভাবে ঘোষণা দিয়ে সিন্ডিকেট গড়ার চেষ্টা আগে দেখিনি, যেসব সিন্ডিকেটের কথা বলা হয়, সেসবও অঘোষিত। কেউ স্বীকার করে না, এবার হয়তো নতুন ধারা তৈরী হলো।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
ধীবর বলেছেন: এটা সমমনা ব্লগারদের একটা গেট টু গেদার মাত্র। উদ্বিগ্ন তারাই হবে যারা বিনা কারণে ভিন্নমতের টুটি চেপে ধরতে চায়।
৫০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
গিড়ীবাজ বলেছেন: সুন্দর প্রস্তাব, ধন্যবাদ পোস্টের জন্য! +
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
ধীবর বলেছেন: ধন্যবাদ গিড়ীবাজ ভাই।
৫১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
চাঁপাডাঙার চান্দু বলেছেন: একটু ফেসবুকে নজর দিয়েন ভাই।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
ধীবর বলেছেন: দিয়েছি চান্দু ভাই।
৫২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
নষ্টালজিয়া বলেছেন: সহমত এবং পিলাস।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ নস্টালজিয়া ভাই।
৫৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
ফাহীম দেওয়ান বলেছেন: ধীবর ভাই, আপনি কি চান এতো সুন্দর পয়েন্টগুলা শুধু জাতীয়তাবাদীরা (আপনার ভাষায় মনে হচ্ছে বি এন পির সমর্থকেরাই) মেনে চলুক। অন্যরা নয় ?
আমার মনে হয় আপনার উচিৎ হবে সবাইকে এই গুলা মেনে ব্লগিং করতে আহ্ববান করা। ওই টুকু ছাড়া বাকী সবটুকুই আমার ভালো লাগলো।
আমার ভালো লাগায় না লাগায় আপনার কিছু যাবে আসবে না হয়তো, কিন্তু দেশের কথায়, দেশের বিরোধী ষড়যন্তের বেলায়, নীতি/ দুর্নীতির কথায় সব দ্বায়িত্ববানদের এক কাতারে আসতে হবে এটাই চিরন্তন সত্য।
ভালো থাকবেন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
ধীবর বলেছেন: আপনার মুল্যবান মন্তব্যের সাথে দ্বিমত করবো না ফাহীম ভাই। তবে আমি সামান্য মানুষ। আমার কথা সবাই শুনবেন কেন? তবে ভুল বুঝাবুঝি যাতে না হয় এজন্যই জাতিয়তাবাদির সংগা দিয়ে দিয়েছি প্রথম পোস্টেই। এখন কেউ যদি জাতিয়বাদি মানেই বিএনপি বুঝে ভুল করে, তাহলে বলবো সেটা আমার লেখনি শক্তির দুর্বলতা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
৫৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
পঞ্চপাণ্ডব বলেছেন: সুস্থ্য চিন্তা চেতনার সাথে আছি-হোক তা যেকোনো "বাদি"।
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
ধীবর বলেছেন: আপনাকে সুস্বাগতম পঞ্চপান্ডব ভাই।
৫৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
ফাহীম দেওয়ান বলেছেন: ধন্যবাদ ক্লীয়ার করে দেয়ার জন্য।
আমার বিশ্বাস আপনি যেই দলের ই সমর্থক হোন না কেন, যেকোন সুস্থ চিন্তার মানুষ ই ১- ১০ পর্যন্ত সব কয়টা পরামর্শই মেনে নিবে।
সামুকে পরিছন্ন রাখার দ্বায়িত্ব আমাদেরই।
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২
ধীবর বলেছেন: আবারও ধন্যবাদ ফাহীম দেওয়ান ভাই। পুর্ণ সহমত। সামুকে পরিছন্ন রাখতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
আর একটা কথা, কিছু মনে করবেন না। জনৈক কট্টরপন্থি ট্যাগবাজ আওয়ামি লীগ সমর্থকের একটি পোস্টে তার সাথে সহমত জানিয়েছিলেন। যেখানে আমাকে ট্যাগিং করা হয়েছিল।
আমি আশা করবো, সেদিনের সেই সহমত আপনি প্রত্যাহার করে নেবেন।
৫৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
বাঁশ বাগান বলেছেন: বাংলাদেশের (বহুজাতিক কোম্পানী নয়) পন্য ব্যবহারে অধিক মনোযোগী হন।
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মুল্যবান পরামর্শ যুক্ত করে দিচ্ছি।
৫৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
বাকাট্টা বলেছেন: সহমত
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
ধীবর বলেছেন: সুস্বাগতম বাকাট্টা ভাই।
৫৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০১
মোঃ আবদুল হাই বলেছেন:
সুন্দর প্রস্তাবনায় একাত্মতা জানাই।
সামুর জন্য সাধারন ব্লগারদের যত বেশী দরদ -মডারেটর প্যানেলের অবস্থান তার বিপরীত বলেই মনে হয়। জাতিয়তাবাদি ব্লগারগনতো অবশ্যই উনাদের চক্ষুশূল, সাধারন ব্লগারদের প্রতিও উনারা খড়গ হস্ত!
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
ধীবর বলেছেন: জাতিয়বাদিদের উপর এই ধরণের আচরণ যে কোন সভ্য বিচারে অগ্রহনযোগ্য। তাই এই অবস্থা পরিত্রাণে সবার সহযোগিতা কাম্য। অনেক ধন্যবাদ ভাই, সাথে থাকার জন্য।
৫৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০
শিপন মোল্লা বলেছেন: দুঃখজনক মহান মুক্তিযুদ্ধ আমাদের এক করতে পারেনি দেশের প্রতিটি যায়গায় আমরা আজ বিভক্ত। আমিও আপনার মতো আশাবাদী ছিলাম অতান্ত সামুতে সচেতন ব্লগাররা জাতিকে এক করতে কাজটা শুরু করবে কিন্ত সামু আমাদের হতাস করে দিয়েছে। আপনার ইনবক্সে বলবো বাকি কথা।
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
ধীবর বলেছেন: ধন্যবাদ আবুশিথি ভাই।
৬০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১২
আসিফ ইকবাল তােরক বলেছেন: বুদ্ধিদীপ্ত এবং সুন্দর প্রস্তাব। এখন এগুলো মেনে চলতে পারলেই হলো। ভালো থাকবেন।
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
ধীবর বলেছেন: আমরা নিজে রা যার যার মত মেনে চললে, সামস্টিকগত ভাবে সাফল্য আসবেই। অনেক ধন্যবাদ আপনাকে।
৬১| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
ইয়াংিক বলেছেন: কিছু লোক/ব্লগার দেশের চেয়ে দল বা একক ব্যক্তিকে বেশি ভালবাসে। যদিও এরা সংখ্যায় কম কিন্ত্ এদের হৈচৈ য়ে পরিবেশ গরম হয়ে উঠে।এদের কে বুদ্ধি দিয়ে সভ্য ভাবে মোকাবেলা করতে হবে। আপনার সুন্দর প্রস্তাবের সাথে সহমত।
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮
ধীবর বলেছেন: সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
৬২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
কামরুল হাসান শািহ বলেছেন: সহমত এবং পিলাস
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
ধীবর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কামরুল ভাই।
৬৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
রাতুলবিডি২ বলেছেন: যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশী
১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
ধীবর বলেছেন: পুর্ণ সহমত রাতুল ভাই। তবে ব্লগকে গালিব্বাজদের আখড়া বানাতে আমরা দেবো না।
৬৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
সবুজ ভীমরুল বলেছেন: ভাই, দেশের বেশীর ভাগ মানুষই কিন্তু মনে প্রানে জাতীয়তাবাদি। কিন্তু সাধারন মানুষের মনের কথা কিন্তু ম্যাস মিডিয়াতে আসে না। সেখানে, কিছু সুশীল নামধারীদের দালালী মার্কা কথা শুনলেই পিত্তি জ্বলে যায়। সে
আমাদের সেইসব দালালদের সম্মিলিত ভাবে রুখতে হবে।
১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
ধীবর বলেছেন: চমৎকার একটা প্রসঙ্গ এনেছেন ভীমরুল ভাই। এই সুশিল শ্রেণীর কারণেই আমাদের বুদ্ধিভিত্তিক সমাজটা দালালে পুর্ণ হয়ে গিয়েছে। তবে আপনার ডাকে কন্ঠ মিলিয়ে বলতে চাই যে, দালালদের সেই সুদিন আর নেই। থাকবে না। কেননা আমরা এখন থেকে সাদা কে সাদা আর কালো কে কালো বলবো। অনেক ধন্যবাদ।
৬৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
ফাহীম দেওয়ান বলেছেন: লেখক বলেছেন -
আর একটা কথা, কিছু মনে করবেন না। জনৈক কট্টরপন্থি ট্যাগবাজ আওয়ামি লীগ সমর্থকের একটি পোস্টে তার সাথে সহমত জানিয়েছিলেন। যেখানে আমাকে ট্যাগিং করা হয়েছিল।
আমি আশা করবো, সেদিনের সেই সহমত আপনি প্রত্যাহার করে নেবেন।
@ ধীবর - আমি মনে করতে পারছিনা। আমাকে কি লিঙ্কটা দিবেন ?
১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
ধীবর বলেছেন: অবশ্যই ফামীম ভাই নীচে দেখুন
Click This Link
আপনার বিবেক বিবেচনার উপরই সব ছেড়ে দিলাম। অনেক ধন্যবাদ।
৬৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
রাতুলবিডি২ বলেছেন: সবুজ ভীমরুল বলেছেন: ভাই, দেশের বেশীর ভাগ মানুষই কিন্তু মনে প্রানে জাতীয়তাবাদি। কিন্তু সাধারন মানুষের মনের কথা কিন্তু ম্যাস মিডিয়াতে আসে না। একশভাগ স হমত ।
আর ধীবর ভাই, দ্রুততার সাথে অপশক্তিকে রুখতে ও নিজেদের মাঝে যোগাযোগ করতে ফেবুতে একটা " বাংলাদেশী " গ্রুপ থাকলে ভাল হয় । নাম পাওয়া না গেলে, " আমরা বাংলাদেশী " , " বাংলাদেশী আমরা " , " বাংলাদেশী কন্ঠ " , " বাংলাদেশী গ্রুপ ", " আমরা বাংলাদেশী ব্লগার " এসব নামেও হতে পারে ।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮
ধীবর বলেছেন: পুর্ণ সহমত রাতুল ভাই। এ ব্যাপারে আশা করি দ্রুতই একটা প্লাটফর্ম গড়ে তুলা হবে। নিশ্চয় করে আপনাদের মতামত জানতে চেয়ে পোস্ট আসবে।
৬৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
ফাহীম দেওয়ান বলেছেন: মনে পড়েছে। আমি দুঃখিত আপনাকে মনে কষ্ট দেবার জন্য। আসলে আমি ওই লিষ্টে অনেকের নাম পেয়েছি যারা সত্যিকার অর্থে নিজেদেরকে জামাত-শিবিরের মুখপাত্র বা ছাগু হিসেবেই নিজেদের প্রমান করেছে। কিন্তু আমি লিষ্টের সবার ব্যাপারেই বলতে পারবো না বা জানি না। তবে আমার কাছে লিষ্টের অনেক কেই সামঞ্জস্য পূর্ন মনে হয়েছে বলেই আমি অমন মন্তব্য করেছিলাম। তাই বলে আমি ঢালাও ভাবে সবাইকে ছাগু বলে বা ছাগুদের দলে ঠেলে দেবার ও পক্ষপাতি নই।
দুঃখিত ধীবর ভাই। আপানার ব্যাপারে আমি তেমন জানতাম না। তবে আপনার এই লেখাটিতে একমত হবার মতো অনেক কিছু খুজে পেয়েছি। তাই স্বল্প সময়ের মধ্যে আপনার আর একটা লেখা "ব্যাঙ এর ঠ্যাং এবং বানরের পিঠা ভাগ (প্রাপ্ত বয়স্কদের উপযোগি সচিত্র পোস্ট" পড়ে ভালো লেগেছে। অলরেডী আমার শো-কেসে। আমার স্বল্প পরিচয়ে আপনাকে ওই লিষ্টের সাথে মানান সই মনে হয়নি। তবে আর একটা কথা, স্বাধিকার ভাইকে ও দেখেছি ওই ব্লগে সম্মতি দিতে। তাই আমিও আর একটু কনফিডেন্টলি কমেন্ট করেছিলাম। কারন স্বাধিকার ভাই কিন্তু আপনাদের মতাদর্শেরই লোক।
তবুও আমি আপনাকে ওই তালিকায় দেখতে চাই না।
ভালো থাকুন। লেখা চালিয়ে যান।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৬
ধীবর বলেছেন: মজার ব্যাপার কি জানেন? ওই পোস্টের পর অনেকেই আমার ব্যাপারে আগ্রহি হয়ে আমার পোস্ট পড়া শুরু করেন। ফলশ্রুতিতে সেই প্রপাগান্ডা আমার জন্য শাপে বর হয়েছে। যেমন স্বাধীকার ভাইকে সহযোদ্ধা হিসাবে পেয়েছি।
দুঃখ লাগে একটাই। যারা ব্লগার, তারা সবাই শিক্ষিত। চিলে কান নিয়েছে, এই কথা শুনে চিলের পেছনে দৌড়ালে শিক্ষার দাম থাক্লো কই? অবশ্য এখানে এক দল আছে, যারা মুলত টাইপিস্ট। এদের কাজই হল, ভিন রাজনৈতিক মতকে চেপে ধরার জন্য ট্যাগিং করে বেড়ায়। গালি দিয়ে দমাতে চায়। আর এদের হুজুগে পড়ে অনেক বিবেকবান ব্লগারকে দেখেছি হুজুগে তাল মেলাতে। সেটাটেই দুঃখ।
আমার সৌভাগ্য যে আপনার মত বুদ্ধিসম্পন্ন এবং বিবেকবান ব্লগারকে আমার পাঠক হিসাবে পেয়েছি। আপনাদের সবার প্রেরনাই আমাকে লিখতে উৎসাহ দেয়।
আর যে পোস্টের কথা বললাম? ওই লিস্টে বাকিদের সাথে আমার খুব চেনাজানা নেই। তবে এক নম্বরে এই জন্য রাখা হয়েছে, কারণ আমি আওয়ামি লীগ বিরোধিতায় খুবই উচ্চ কন্ঠ, একারণে।
আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ফাহীম ভাই।
৬৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
সবুজ সাথী বলেছেন: চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ ধীবর ভাই। জাতীয়তাবাদীদের এক্ত্র করার জন্য আপনার প্রচেস্টা সফল হোক। আপনার উল্লেখিত পয়েন্টগুলোর কয়েকটা আমি যথাসম্ভব চেষ্টা করি। বাকিগুলও সময় পেলে চেষ্টা করার আশা রইল।
১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
ধীবর বলেছেন: আমার পোস্টের একান্ত অনুরাগি একজন শুভাকাংখি হিসাবেই আপনাকে চিনি। এবং এও বিশ্বাস করি যে, ব্লগে আপনার অবস্থান সম্মানিত একজনের মধ্যেই। আপনার শুভকামনার জন্য অনেক ধন্যবাদ আর সুস্বাগতম একজন কমরেড হিসাবে।
৬৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ধীবর ভাই মুখেই শুধু জাতীয়তাবাদ পরিচয় দিলে চলবে না। গ্রাম-বাংলার সেই প্রবাদ "বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়"।
সুতরাং আমাদেরকেও পরিচয় দিতে হবে যে আমরা জিয়ার আদর্শকে শুধু মুখে না মনেও ধরন করি ও দৈনন্দিন জীবনে পালন করি।
৩২ বছর পূর্বে করা জিয়ার সেই বিখ্যাত উক্তি "Money is not a problem" প্রমান করলাম ব্যক্তি উদ্যোগে ৬০০ কম্বল সংগ্রহ ও বিতরনের মাধ্যমে
অন্য ব্লগারের পোষ্টে মন্তব্যের ভাষার মধ্যে শালীনতা ও সম্মান প্রদর্শন করতে হবে।
পোষ্টের প্রস্তাবনাগুলোর সাথে বিনা শর্তে সম্মত।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭
ধীবর বলেছেন: আপনার সমর্থন ও অংশগ্রহনের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন পলাশ ভাই।
৭০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯
রবি_জল বলেছেন: সাথে আছি সব সময়। ++++
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০০
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ রবীজল ভাই। আপনাদের সমর্থনই আমার প্রেরণা। ভালো থাকবেন।
৭১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৫
ধ্রুব মহাকাল বলেছেন: জাতীয়তাবাদী ব্লগার ফেবু গ্রুপ থাকা উচিত্
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩১
ধীবর বলেছেন: একটা ছিল। সরকার বন্ধ করে দিয়েছে। ফ্যাসিস্ট বাকশালিরা নিপাত যাক।
৭২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
রবি_জল বলেছেন: আসতে পারেন।
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩
ধীবর বলেছেন:
৭৩| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৮
বাংলার জেমস বন্ড বলেছেন: সাথে আছি
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৪
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ আর সুস্বাগতম জেমস বন্ড ভাই।
৭৪| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৪
ধৈঞ্চা বলেছেন: আপনার পয়েন্টগুলোর সাথে দ্বিমত করার কোন সুযোগ নাই। আমি বিশ্বাস করি আমরা যদি সবাই চাই এই ব্লগের পরিবেশ সুন্দর করতে তবে তা সম্ভব, কিন্তু ব্লগ কর্তৃপক্ষকেও আন্তরিক হতে হবে। মডুরাই যদি দ্বিমুখী ডবল ষ্ট্যাণ্ডার্ড আচরন করে তাহলে আমাদের করার কিছুই নাই।
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ধৈঞ্চা ভাই। সরকারে বাকশাল বসে থাকলে, তারা বিরোধীমত প্রকাশে নানা বাহানায় বাধা দেয়। এজন্য ১০০ ভাগ দোষ সামুকে দেয়া যাচ্ছে না। বুঝে নেন কি বলতে চাইছি। তবে আমাদের সম্মিলিত ঐক্য অবশ্যই সামুকে রাহুর হাত থেকে রক্ষা করবে।
৭৫| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৫
বাউন্ডুলে রুবেল বলেছেন: ফাহিম ভাই এর কমেন্ট এবং তাকে দেয়া উত্তরে ঝাঁ ঝাঁ।
লেখককেও ধন্যবাদ। সামু দীর্ঘজীবি হোক।
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৯
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ রুবেল ভাই।
৭৬| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সহমত।
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১১
ধীবর বলেছেন: ধন্যবাদ মজিব ভাই।
৭৭| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৫
কাঠুরে বলেছেন: সোজা আঙ্গুলে ঘি উঠে নাই, ঘি উঠানোর জন্য আঙুল ব্যাকা করতেই হইছে। এবং তাতে চমৎকার কাজও হইছে।
আরেকটা পোষ্ট মে বি ড্রাফটে, দেখতে পারলাম না, আফসুস!!
৭৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৪
যুবায়ের বলেছেন: আপনার প্রস্তাবনাগুলিকে স্বাগত জানাচ্ছি।
চমৎকার একটি প্রস্তাবনা।
১০০% সহমত জানাচ্ছি।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৩
ভিটামিন সি বলেছেন: মনে রাখব ধীবর ভাই। কিন্ত কথা হলো ওই জাতের কিছু লোক দেশের ক্ষতিটা, দূর্ণীতিটা দেখেও না দেখার ভান করে আর গলা ফুলিয়ে তার বর্ণনা করে। ভালো যা কিছু অর্জন সবই তাদের বলে দাবী করে। তখন তো মাথা ঠিক থাকে না। মন চায় সামনে পাইলেই কোপাই।