![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতি
আমাদের অনেক আদরের বুবু (প্রধানমন্ত্রি)
গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার।
প্রিয় বুবুজান
আশা করি ভালো আছো। ক্ষমতায় আসার পর তুমি এই গরিব সাংবাদিক ছোট ভাইরে ভুলো নাই। আমারে অনেক স্নেহ আদর করে ইরানে, আর নিউইয়র্কে বেড়াইতে নিয়া গেছো। একটুর জন্য নিউইয়র্কে তুমি ভাইয়ের বৌ এর মুখটা দেখতে পারো নাই। তোমার খাস গোয়েন্দা হিসাবে ভাবির সাথে দিল্লি সফর ও করাইছো। এই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানিও বুবু। নাইলে আমার সাধ্য কি দেশ বিদেশ ঘুরতে পারি?
শুন্তেছি, তুমি নাকি ১৯ জন বিশেষ ব্লগারদের বিশেষ নিরাপত্তা দিবার অর্ডার দিছো। খুবই ভালো কথা। কওয়া তো যায় না, কে কোন দিক দিয়া কোন বিপদে পড়ে। যদি পড়ে, তাইলে তো তোমার দুর্নাম করার লোকেরো অভাব নাই।
তো আমি কি দোষ করলাম বুবু? ও এস ডি হইয়া পইড়া আছি। জানোই তো আমার বাসার বেড়া মজবুত না। কে কোন সময় বেড়া ভেঙ্গে তামাম কইরা দেয় ঠিক আছে? তখন তুমারে কেডা মধুর স্বরে বুবু কইয়া ডাকবো? কেডায় তোমার লগে বিদেশে গিয়া নাস্তানাবুদ হইবো?
যাদের নিরাপত্তা দিছো, তা গো চেয়ে আমার দাবি কি কম বুবু?
যেমন ধরো একজন আছে। সে তোমার ডাইন হাতের খাস লোক। মাসে মাসে পয়সা তো পায়ই। তার গালি খাইলে কোন খুনি সন্ত্রাসির সাধ্য কি হাতের ত্রিসীমানায় আসে? তাছাড়া তার সেবা করার জন্য ছাত্রলিগ তো এক পায়ে তো দাড়াইয়াই আছে।
আরেক জনরে দিছো, সে তো জার্মানির ভিসা করাইয়া রাখছে। শুধু তারে সহি সালামতে এয়ারপোর্টে পৌছাইয়া দিলেই নিরাপদ। কানে কানে বলি বুবু। এই লুক এর চরিত্র খুবই খারাপ। মাইয়া কেইস এ কিছুদিন আগেই ডলা খাইছে। আর মাইয়াদের জিন্সি পত্র সে ভাংতে চায়। এর বাইরে আর কিছু খুইলা বলার রুচি হইলো না। এই জঞ্জাল্ল যত তাড়াতাড়ি পারো বিদেশে পাচার করো বুবু।
আরেকজন তো ডরেই নাকি, কোন লেখাই লেখে না অনেকদিন। খালি পেছনে বইসা বইসা ছোট ছোট পোলাপানকে উস্কায়। হের আম্মাজানে নাকি তোমাগো পার্টির নেত্রি। হের আব্বাজানের সাথে নাকি ভাবির পার্টির খুব উঠাবসা। তাইলে তুমি কও এই লুক রে কেডা কি কইবো?
আর ডাক্তার সাব মান্যি গন্যি লোক। ব্লগার না হইছে তো কি হইছে? উনি তো তোমার সব আদেশ ঠিক মতই পালন করতেছে। এই কারণে সাধারণ আন্দোলনকারি অনেকেই নাকি তার উপর বিলা আছে। তয় সেতো তোমারই খাস লোক। আলাদা নিরাপত্তা দেওয়ার কি দরকার আছে?
আরেকজন তো সবাইরে বইলা বেড়ায় যে উনি ভাবির পার্টির লোক। ভাবির পার্টির লুকজনরে গানম্যান দেওয়ার দরকার কি? যার পার্টি করে, তারা দেউক নিরাপত্তা। তুমার দরকার কি এর পিছে খামাখা টাইম নষ্ট করা।
অন্যদিকে আমার অবস্থা টা দেখো। তোমারে বুবু হিসাবে ভালো পাই, এই জন্য তুমার পার্টির আকাম দেখলে দুইটা সমালোচনা করি। তোমার পার্টির লুকজন আমার জানি দুশমন হইয়া গেছে। আর ভাবির পার্টিরেও দুই কথা শুনাই বইলা, ভাবিও বিলা।
আমি গরিব হইলেও ব্লগার তো। ছাইপাশ যাই লিখি ৫ জনে পড়ে। কেউ খুশি হয়, কেউ গালি দেয়। এখন এই চান্সে যদি তুমার বা ভাবির পার্টির কেউ আমারে তামাম কইরা দেয়, তাইলে বুঝো আমার বুড়া বাপ মা এর কি হইবো?
তাছাড়া স্বর্ণাও তো বিয়ার আগে বিধবা হইয়া যাইবো। ইয়ে মানে স্বর্ণা হইলো গিয়া তোমার হবু বৌমা। কলিকাতার। ওই যে ভাবির সাথে দিল্লি গিয়া আলাপ হইছিলো। তখন থেইকাই মহাব্বাত।
তবে তোমার মাথার কসম খাইয়া কই বুবু , আমার আর কোন কিয়া বা পরকিয়া নাই। আমার চরিত্র খুবই ভালো, তুমি নিজেও জানো। তাই ওই কিয়া পরকিয়ার কারণে আমার মার্ডার হওইয়ার চান্স ও নাই। আর আমারে নিয়া মোল্লা মুন্সিরাও সমালোচনা করতে পারবো না।
বুবু আমার জানের জান বুবু, তোমারে পিলিজ লাগে, তোমার আল্লার দোহাই লাগে, আমারে গানম্যান দিয়া নিরাপত্তা দিয়া আমার হায়াত দরাজে ভুমিকা রাখো। আমার জন্য না পারো, তোমার হবু বৌমা আর ভাতিজা ভাতিজির জন্য হইলেও অনুরোধ টুকু রাখো।
ইতি
তোমার হতভাগ্য, নিঃস্ব, দরিদ্র, সব পার্টির চোখের বালি ছোট ভাই
বাচ্চু
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪
ধীবর বলেছেন: বাদ পড়লো কে? এই সুত্র তো বলছে ১৯ জন।
Click This Link
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
এম আর সুমন বলেছেন: লেখাটি উঁচু মানের। বক্তব্যগুলোও সত্য। আমি আপনার লেখার সাথে একমত। আমরারও ব্লগার । আবার নাস্তিকও না। আবার শাহবাগেও যেগছি কয়েকবার। এখন গানম্যান লাগবো। গান গাইমু।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
ধীবর বলেছেন: যারা জীবনে ৪ লাইন না লিখেই ব্লগার হয়ে গিয়েছে অথবা অন্যের লেখা চুরি করে রথি মহারথি হয়ে গিয়েছে, তাদের মুখোশ খুলে দেবার জন্যই এই লেখাটি লেখা হয়েছে। অনেক ধন্যবাদ সুমন ভাই। চলেন গান ধরি, গানম্যান চাই।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
ইমুব্লগ বলেছেন: "ভাগ্যবান উনিশ" জনের মধ্যে কি আমি আছি?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
ধীবর বলেছেন: দেখি খোজ করে, নাহ নাই। কেম্নে থাকবেন? আপনি তো লেখা চোর না চরিত্রহীন ও না। আর চাম্বাজ ও না।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫
নিয়েল ( হিমু ) বলেছেন:
হাহাপগে । দারুন লিখছেন ।
কিন্তু একজন মুক্ত চিন্তার জাতীয়তাবাদী ব্লগার হিসেবে আন্দলনের প্রতি আপনার সংহতি প্রথমে আশা করেছিলাম ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
ধীবর বলেছেন: ধন্যবাদ আপনাকে নিয়েল ভাই। আপনার অনুযোগ মাথায় পেতে নিলাম। কারন আছে বলেই চুপ করে ছিলাম। কেননা তখন মব মেন্টালিটি নিয়ে অনেকেই মাঠে নেমেছিল। উদ্দেশ্য ছিল এক ঢিলে অনেক পাখি মারা। ওদের সেই সুযোগ দিতে চাইনি বলেই ব্লগে ছিলাম না। তবে সমর্থন আগেও ছিলো এখনও আছে। আমার আগের লেখাটা পড়ে দেখা অনুরোধ রইলো।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
ধীবর বলেছেন: এর আগে এক মাত্র আপনাকেই দেখলাম সাহসের সাথে আমু ব্লগে সামুর নামে দেয়া অপবাদের প্রতিবাদ করেছেন। এ জন্য আমার পক্ষ্য থেকে অনেক অভিনন্দন আর ধন্যবাদ গ্রহন করুন।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫
পেস মেকার বলেছেন:
টিক আচে পেলাছ দ্যিয়া ঘেলুম।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
ধীবর বলেছেন: ধন্যবাদ পেস মেকার ভাই। এই যুয়ান বয়সে বিয়া করেন নাই শাদি করেন নাই, কলিজায় মেশিন লাগাইলেন কেমনে"?
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
মিথুন-১ বলেছেন: আমি আপ্নের বুবুর গান্ম্যান চাইনা-সামু মডারেটরের অন্যমন্সক কোপাণল মূক্ত থাকার দোয়া চাই।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
ধীবর বলেছেন: মিথুন ভাই, সামু বড়লোক। আমাদের সমাজে বড়লোকদের কিছু হয় না। যত ঝড় ঝাপ্টা সব আমার মত গরিবের উপর দিয়ে যায়। আর অবস্থা এমন যে, কে কোন সময় কার কোপ খায়, কেউ জানে না অনেক ধন্যবাদ আপনাকে।
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
ইকবাল পারভেজ বলেছেন: ভাইজান আপনার সফরগুলাতে আপনার লুলামির যে পরিচয় পাইলাম, আপনি তো লুল বাদশাহ
কোন চিন্তা নাই গানম্যান পাইয়া যাবেন; লুল বাদশাহদের গানম্যান দেওয়া জায়েজ আছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
ধীবর বলেছেন: ভাই আমারে দুষ দিবেন না। আমি পরিস্থিতির শিকার ছিলাম।
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
নাজির বলেছেন: আপনি বস পাবলিক আপ্নেরে অবশ্যই গানম্যান দেওয়া উচিত। তার উপর জাতির পিতার নাতির মামা...
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
ধীবর বলেছেন: এইবার একদম পয়েন্টে ধরছেন নাজির ভাই। অনেক অনেক ধন্যবাদ
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
আরজু পনি বলেছেন:
হাহাহাহাহা
জোশ লিখছেন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
ধীবর বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? অনেকদিন পর দেখলাম আমার পোস্টে।
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
প্রকৌশলী আতিক বলেছেন:
কি দরকার ছিল? সরাসরি ওনাদের হাতে অস্ত্র সহ ট্রনিং দিয়া দিলেই হইত। অথবা, ছাত্রলীগ কে দায়িত্ব দিলেই কাজ হয়ে যেত।
বুবু চিন্তা করে শুধু শুধু।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯
ধীবর বলেছেন: বুবুজানের হাতে তো এই বিষয়টা নাই। এগুলি ডিসিশনটা হলো আমাদের ইনু-মেনন আর লেলিন ভাইয়ের।
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
বিডি আইডল বলেছেন: নাম গুলাও একটু দিয়ে দিতেন দাদা...তাইলে নাদান ব্লগাররো চিনতো কে কোনজন
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
ধীবর বলেছেন: বিডি দা, চেনা বামুনের পৈতা লাগে না। শুনলাম বি আর টি এর প্রধান চাড়ালটা নাকি আপনার ফেবু হাপিস করেছে। হায় রে বাকশাল।
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: দারুণ হইছে +++
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫
ধীবর বলেছেন: ধন্যবাদ বা জি ভাই।
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
ক্ষুধিত পাষাণ বলেছেন: আমরা ধারনাছিল- রাস্ট্র-সমাজের উচুস্তরের লোকেরাই বেশী আকাম-কুকাম করে তাই জনরোশ থেকে বাঁচার জন্য গান ম্যান আর ব্যাক্তিগত আর্মস ক্যাডার নিয়ে চলে। তা ঐ ১৯ জনেও কি তেমন কিছু করেছে-যার জন্য গান ম্যান লাগবে?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯
ধীবর বলেছেন: হাহাহা, করেছে কি করেনি, সেটা আমরা যারা ব্লগার তা বিলক্ষণ জানি। অনেক ধন্যবাদ ক্ষুধিত পাষাণ ভাই।
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
আমি বীরবল বলেছেন: আবার গান্ম্যান কেন-উনাদের পাশেইতো ছাত্র লীগের আর্মস ক্যাডার ভাইয়েরা সার্বক্ষণিকভাবে আছেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১০
ধীবর বলেছেন: এই সামান্য কথাটাই কোনমতেই বুবুকে বুঝাতে পারছি না।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১০
ধীবর বলেছেন: এই সামান্য কথাটাই কোনমতেই বুবুকে বুঝাতে পারছি না।
১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
কামরুল হাসান শািহ বলেছেন: বুবুরে নিয়া,ধর্ম নিয়া অশ্লীল কথাবার্তা বলার পরও এক আবালরে সুনজরে দেখা হয় আর আমাদের জানানো হয় তোমাদের করা হলো নজরবন্দি। কি তামশা
ধীবর ভাই পোষ্টে প্লাস।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১১
ধীবর বলেছেন: গেচিফ রে বগলে নিয়া, বুবু হুংকার দিছে, ইসলাম বিরোধী কোন কর্মকান্ড সহ্য করা হবে না। হাহাপগে। এলায় কন কি কইবেন?
১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
বইয়ের পোকা বলেছেন: দুইজনরে তো চিনলাম, বাকীদের নাম কইতেন, তাইলে চিনতাম। লেখা পুরাই A++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১২
ধীবর বলেছেন: নাম কই, আর আমার নাম ব্যান লিস্টে উঠুক ! আমার নিককে আমি অনেক ভালুবাসি, তাই নাম কমুনা।
১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার+++++++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১২
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ গন্ডমুর্খ ভাই।
১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: দারুণ হইছে +++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৩
ধীবর বলেছেন: অসংখ্য ধন্যবাদ আসামী ভাই।
১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০
হাছন রাধা করিম বলেছেন: আমার আর কোন কিয়া বা পরকিয়া নেই তাই কয়া বা পরকিয়ার কারনে মার্ডার হওয়ার ও চান্স নেই। হাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহহাহাহাহাহ।
জটিল কথা লিখেছেন ধীবর ভাই।
কিন্তু কে শোনবে কার কথা। নিলে আল্লাহ এবং আল্লাহর রাসুলের নাম হয়ে যাবেন ছাগু আর কিয়া পরকিয়ার কারনে মরে গেলে হয়ে যাবেন মুক্ত চিন্তার অধিকারী এবং দেশের জন্য শহীদ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৫
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ হাছন ভাই, আমার নিস্পাপতাকে বিশ্বাস করার জন্য। আমার ভ্রমন কাহিনী পড়ে নাকি আমাকে লুল বাদশা মনে হয়েছে, কারো কারো
তবে ওই রকম শহীদ হয়ে মরে যাওয়ার চেয়ে ভাই, ভিন্ন কায়দায় বেচে থাকাটাই আমার কাছে শ্রেয়
২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩১
টয় বয় বলেছেন:
-
অলৌকিক ভাবে কোন এক রাজ কপাইল্লা বিম্পি ব্লগারও না-কি আপার কৃপা লাভ করিয়াছেন???
একে বারে কালী সিদ্বির মত অলৌকিক কারবার!!
সেই খাঁটি বিম্পি ব্লগার না-কি হাসিনার পাতানো এক দলীয় নির্বাচনে সূধা সদন হইতে বিম্পির নমিনেশন নিয়া এমপি হইবেন
ঘোর কলিকাল !!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৭
ধীবর বলেছেন: আমি যতদুর জানি, সে বিএনপির ধারে কাছে ঘেসতে গেলেও চরম আদর আপ্যায়ন পাবে।
২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭
ঢাকাইয়া০০৭ বলেছেন: জব্বর একখান পোস্ট দিছেন রে ভাই ..................
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০
ধীবর বলেছেন: ধন্যবাদ ঢাকাইয়া ভাই
২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১
সানড্যান্স বলেছেন: হিচিক!!!!!
গানম্যান গনিমতের মাল
কেউ পাবে, কেউ পাবেনা
তা হবে না, তা হবেনা!!
পোস্টে প্লাস!!
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ। আচ্ছা গানম্যানের মধ্যে কি শুধু ম্যান? ওমেন নাই? ওমেন না থাকলে গনিমত বলে বিবেচনা করলে আবার অন্য রকম হয়ে যাবে কিন্তু !
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: আপনার বুবু ১৯ জনকে নয় বরং ১৯ জনের মধ্যে ১৮ জনের জন্য গানম্যান নিয়োগ দিয়েছেন।