![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন টন খুবই খারাপ। কেনি বা হবে না। সেই কবে থেকে ও এস ডি হয়ে বসে আছি। এদিকে দেশে খবরের তো কোন অভাব নেই। আমাদের পত্রিকার বাকি সব সাংবাদিকের দম ফেলার সময় নেই। একবার এইদিকে আরেকবার ওইদিকে দৌড়াচ্ছে। আর দৌড়াবেই না কেন? ওয়াহিদ ভাই (পত্রিকার মালিক) তো বলেই দিয়েছেন, সেই রকম খবরের জন্য অতিরিক্ত বোনাস দেবেন।
আর এই সময়ে বোনাস অর্জন তো দুরের কথা, ঘরে বসে মাছি তাড়াই। এই সময় আমাদের বার্তা সম্পাদকের ফোন এলো।
" আরে বাইচ্যু ভাই, আন্নের তো কপাল খুলি গেলো ! "
বলে কি ব্যাটা? তার মানে আমি আবার রেগুলার ডিউটিতে ফিরে যাচ্ছি?
"খুলে বলেন ভাই, কি করে কপাল খুললো।"
"আরে জলদি অফিসে ছলি আসেন। খুলি কমু নে সব কতা।"
অফিসে চলে আসেন বলেই তো খালাস ! আমি যাই কি করে? যা দিন কাল, হয় শিবিরের হাতে নাইলে পুলিশের হাতে প্রাণটা যায় যায় অবস্থা চারিদিকে। সাংবাদিকদের কপালই খারাপ। সবার হাতেই প্যাদানি খেতে হয়।
কিন্তু ও এস ডি থাকার চেয়ে অফিসে যাওয়াই শ্রেয়। তাই পৈতৃক প্রাণটা হাতে নিয়েই বের হলাম।
ঢাকা শহরে থম থম অবস্থা ! তাও নিতান্ত পেটের দায়ে অনেকেই বেড়িয়েছেন। পুলিশ র্যাব তেমন দেখিনি। পিকেটার বা হরতাল বিরোধীদের টিকিটাও দেখা যায়নি।
যাই হোক, রিক্সায় অফিসে পৌছালাম।
"হুনেন বাইচ্যু ভাই। আন্নেরে মতিঝিল যাইতে হইবো।"
হম্মম্মম মতিঝিল। নিশ্চয় ওখানে বিশাল কিছু। কৃতজ্ঞতায় তাকে ধন্যবাদ দেবার আগেই বার্তা সম্পাদক মুখ খুললেন।
"বাংলাদেশ ব্যাংকের লগ দি, বুইজলেননি, যে চিপা গলি আছে, তার মইধ্যে আর তালতো ভাই, দুকান দিছে। বুইজলেননি? হেতে বিশাল বিজনেসম্যান। আন্নে হের একটা ইন্টারভিউ করি আনবেন।"
ব্যাটা বলে কি? এত কিছু থাকতে, এই ঢামাঢোল এর মধ্যে তার তালতো ভাইয়ের ইন্টারভিউ করতে হবে?
ঠিকানা পকেটে ভরে রওয়ানা দিলাম। আবার সেই নিরাপতার শংকা।
বিশাল বিজনেসম্যানই বটে ! চারটা বাশের খুটি দেয়া সামিয়ানা টাঙ্গানো টং ঘর। সস্তা টেবিল ক্লথে ঢাকা একটা টেবিল। ওপাশে একজনই। বর্ণনা শুনে বুঝেই ফেললাম ইনিই সেই তালতো ভাই। তবে দোকানের নাম শুনে বেশ কৌতুহল হলো
ভিসা ফর্ম সেন্টার। এই খানে সব দেশের ভিসা ফর্ম সুলভে পাওয়া যায়।
এতদিন জানতাম বৃটিশরা বেনিয়ার জাত। সেই রকম মেধাবি যে আমাদের মধ্যেও বিদ্যমান কে জানতো। দেশে সাধারণ মানুষ যেখানে কায়মন বাক্যে শান্তির প্রার্থনায় রত, তখন ইনি দেশ থেকে লোক ভাগানোর উস্কানি দিচ্ছে !
বেশ চিকন গলাতেই মাঝে মাঝেই "শ্লোগান" দিচ্ছেন দেইখা লন বাইচ্ছ্যা লন ভসা ফরম, ভিসা ফরম।
আমাকে দেখেই উনি খুশি হলেন।
"আরে বাইজান, আই পড়েন। খালি কই দ্যান কোন দ্যাশের ফরম লাগবো। একদম হস্তা দাম। টাইম থাকতেই ফরম লন ভিসা লাগান।"
নিজের পরিচয় দিলাম। খুব অখুশি হলেন না। এই ডামাডলে এই চিপায় কে আসবে? কথা বলারও তো লোক লাগে।
"আরে ওই মুশাররফ, জলদি চা আর হুরি লই আই।"
"আচ্ছা আপনি এতো ব্যাবসা থাকতে এই ব্যাবসায় নামলেন কেন?"
"আরে বাইজান, এই যে এত্ত হিডাহিডি শুরু হই গ্যাছে। এক দল তো জিত্তই নাকি? যারা হারি যাইবো, হেগো হিডের ছামড়া রাইতোনি? তো বিদেশ পলাই যাইতে হইবো ন? আর বিদেশ যাইতে হইলে ভিসা লাইগবো। আর ভিসার লাই ফরম লাগবো।"
অকাট্য যুক্তি। ফর্ম ছাড়া ভিসা লাগবে কি করে?
"তো কোন কোন দেশের ফরম আছে?"
"আর কাছে খালি হাকিস্থানের ছাড়া আর সব দ্যাশের ফরম আছে।"
"পাকিস্থানের ফর্ম নাই কেন?"
"আরে কি কমু বাইজান। শাহাবাগের আন্দোলনের ফরেই বেবাক ফর্ম বিক্রি হই গেছে গই।"
"ওহ আচ্ছা। আপনার ফর্ম এর দাম কি রকম?"
" এই ধরেন গিয়া, ইন্ডিয়ার ফর্ম হইলো ১ লাখ টিয়া। সিরিয়ার ফর্ম হইলো ১০০ টাকা। আর বার্মার ফরম হইলো ৫০ টিয়া"
"বলেন কি? ইন্ডীয়ার ভিসার এত দাম? কেন?"
"আরে আন্নে কি হাগল নি কুন? এই হিডাহিডির মইধ্যে যদি আওয়ামি লিগ হারি যায়, তাইলে ব্যাবাক ন্যাতা হ্যাতা বিবি বাচ্চা লই, খ্যাতা বালিশ লই বর্ডারে দৌড় লাগাইবো । আর বর্ডার পার হইলেই তো খানা দানা, থাকন সব ফ্রি। তো হেতিরা এত সুখ কইরবো, তো দাম দিবো না?"
হুম। তাও তো কথা।
"আচ্ছা জার্মানির ফর্ম এর দাম কেমন?"
আমার প্রশ্ন শুনে তিনি প্রবল সন্দেহে আমার দিকে তাকালেন।
"আন্নে কি ব্লগার নি কুনো? আন্নে কি আল্লা খোদা লই তামশা করেননি?"
" নাহ তো। আর ব্লগার আল্লাহ খোদা নিয়ে তামাশা, এর সাথে জার্মানির কি সম্পর্ক?"
"আন্নে কিয়ের সাংবাদিক হইছেন? কুনো খবরও তো রাখেন্না। আরেহ জার্মান সরকার কই দিছে। ইসলাম রে গাইল দিলেই জার্মানির ভিসা ফিরি। একজন তো শুইয়া বইসায় পাইয়া গেছে। বাকি আট দশ ও লাইনে আছে।"
কি জানি হবে হয়তো। দোকানের ফর্ম গুলিতে চোখ বুলালাম। মাশাল্লাহ। গাম্বিয়ার ভিসা ফর্ম ও আছে। কয়েকটা ছবিও তুললাম। অফিসের ফোটোগ্রাফাররাও সাংঘাতিক ব্যাস্ত। তাই আমাকে জুতা পালিশ থেকে চন্ডি পাঠ সবই করতে হচ্ছে।
"আচ্ছা, আপনার সাথে আলাপ করে অনেক খুশি হলাম। আমি রিপোর্টটা বানিয়ে দেবো আজকেই। কালকে পেপারে আসবে যদি আপনার তালতো ভাই চান আর কি ! "
"আন্নে কস্ট করি রিস্ক লই আইছেন, অনেক খুশি হইছি বাইজান। আন্নের ফরম দরকার হইলে খবর দিইয়েন। সস্তায় ছাড়ি দিমু আন্নের লাই।"
এই সময় মোশারফ চা আর পুরি নিয়ে হাজির। এই দেখে ভদ্রলোক চরম রাগ করলেন।
"গোলামের পুত গোলাম। তুর এত্তক্ষনে আওনের সময় হইলো। এই বাইজান চলি গেলে, হের কাছে আর মান সম্মান থাইকতোনি?"
গরম চা পুরির লোভে না বসলেই মনে হয় ভালো হতো। পুরি শেষ করে মাত্র চায়ের চুমুক দেবো। এর মধ্যেই দেখি গলি এক পাশ থেকে পিকেটার বের হচ্ছে। শরীরের ভাষা দেখেই বুঝতে পারছি, সামনে যাকেই পাবে ছাতু বানাবে।
ভাগ্য দুর্ভোগ লেখা থাকলে, খন্ডাবে কে? ভাবছিলাম ওরা আসার আগেই গলির অন্য প্রান্ত থেকে বের হয়ে যাবো। কিসে কি? সেখান থেকে দেখি পুরা ব্যাটল গিয়ারে পুলিশ আসছে। আজ খবরই আছে।
পিকেটারদের দলের প্রথম সারির কয়েকজন সামনে আসতেই শুধু বলেছি ভাই, আমি সাংবাদিক। আর কথা নেই, শুরু হয়ে গেলো আমার উপর।
এই দেখে অন্য প্রান্তের পুলিশদের গতি বেড়ে গেলো। তাদের মুখে শুনি ধর ধর রাজাকার ধর বুলি।
ওদের তাড়া খেয়ে পিকেটাররা তো পালালো। ততক্ষণে আমার যা হবার হয়ে গিয়েছে। ভাবছিলাম পুলিশ হয়তো চলে যাবে। কিসের কি? দেখলাম ওরা আমাকে ছেড়ে দিয়ে ওই দোকানের মালিককে ধরে পিটাচ্ছে।
"হালার পো হালা। দোকান দিয়া ভেক ধরছোস? শালা রাজাকার । তোরে আইজকা ক্রস ফায়ারেই দিমু।"
রাজাকার? ওহ ভদ্রলোকের মুখে দাড়ি, পরণে পাঞ্জাবি আর মাথায় টুপি দেখে পুলিশ ধরেই নিয়েছে ইনি জামাতি। পিটানি খেয়ে আমার তো মুখের ভাষা পর্যন্ত শেষ। হাসপাতাল পর্যন্ত পৌছাতে পারবো কিনা, সেটাও চরম সন্দেহ। আর এই ভদ্রলোকের কি হবে জানি না। তবে ওই মোশারফ ছোড়াটা বেঈমান বটে ! মালিককে এভাবে ছেড়ে পিকেটারদের সাথে মিশে হাওয়া হয়ে গেলো?
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬
ধীবর বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
২| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬
ফারজানা শিরিন বলেছেন: ঘটনা কি সত্যি ?????????????
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮
ধীবর বলেছেন: ভাই, এক কাজ করেন। মেডিকেলে ১৪ নম্বর ওয়ার্ডের ৫ নং বিছানায় এসে আমাকে দেখে যান। আর খালি হাতে আসবেন না। মিস্টি, ফল, হরলিক্স আর এক প্যাকেট বিরিয়ানিও আনবেন। সকালে ওই দুটা পুরি ছাড়া আর কিছু খাওয়া হয়নি এখনো।
৩| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫
নিয়েল ( হিমু ) বলেছেন: লিখছেন ভাল । হাসলাম খুব ।
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০
ধীবর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:০৭
ফারজানা শিরিন বলেছেন: বুধবার পর্যন্ত থাকেন।
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১
ধীবর বলেছেন: বুধবার এর আগে কি আপনি বেতন পাবেন না? আর এতদিন না খেয়ে আমার মত মার খাওয়া এক সাংবাদিক কি বাচতে পারবে?
৫| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১২
যাইম জাকেরীন বলেছেন: ারুন লিখেছেন। কাল লিগ দালাল নাইমুলে অয়েবে দেখলাম ইন্ডিয়া যাওয়ার হিড়ীক পড়েছে সিমান্তবর্তি এলাকায়। রম্য আনন্দিত হয়েছি, তাওবে এটাই বাস্তবতা হয়ে যাচ্ছে
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২
ধীবর বলেছেন: (ওই ব্যাটা যখন মার খাচ্ছিল, তখন ইন্ডিয়ার কয়েক টা ভিসা ফর্ম আমি পকেটে পুরেছিলাম। ভাবছি নিজেই ব্যাবসাটা শুরু করে দিবো কি না !
৬| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬
হাবিব০৪২০০২ বলেছেন: আমাদের সময়ে একটা নিউজ দেখলাম টাইমস্ অব ইন্ডিয়ার উদ্ধৃতি দিছে
গল্পের নায়কের আশঙ্কাই ওই নিউজে প্রতিফলিত হয়েছে
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩
ধীবর বলেছেন: বাস্তবতা থেকেই গল্পের রসদ আসে।
৭| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০
রাসেল ভাই বলেছেন: বাহ! ব্যবছাত চমতকার । ভাই এই ব্যবসা করতি হলি কি কি যোগ্যতা থাকা লাগবি ? আমি ক'লাম পুলিশের মার খাতি চাইনা ।
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪
ধীবর বলেছেন: শুধু বুদ্ধি থাকা নাইগবে। বুইজতে পেইরেছেন রাসেল ভাই?
৮| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪
মনজুরুল হাসান বলেছেন: প্রিয়তে!
০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০
ধীবর বলেছেন: ধন্যবাদ মঞ্জুর ভাই।
৯| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
প্রকৌশলী আতিক বলেছেন: আহারে বেডায় বাইচা থাকলে, একটা জার্মানির ফর্ম নিতাম।
ভূল করছেন, সাংবাদিক কওয়া ঠিক হয়নাই। পিকেটার দেখলে, পাগলের অভিনয় করা লাগব। রাস্তার মধ্যে পইরা, হামাগুরি দিলেই সই।
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৩১
ধীবর বলেছেন: আরে ধর্মকারিতে লেখা শুরু করে দেন। যত গালাগালি আর কামশাস্ত্রিয় উপমা প্রয়োগ করবেন, তত ভালো। তখন আপনাকেই জার্মান ভিসা খুজে নিবে।
হামাগুড়ির আইডিয়াটা আগে দিবেন না? হাহাপগে অনেক ধন্যবাদ আতিক ভাই।
১০| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
সাকিল ০১১৪ বলেছেন: ভাই আই লাভ নয়াখাইল্লা লেঙ্গুয়েজ
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৩২
ধীবর বলেছেন: অ্যান্ড আই লাভ নোয়াখালি
১১| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০
নেয়ামূল হক বলেছেন: প্লাস প্রিয় দুটাই। এই হরতালে ভালো থাকবেন।
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৩৩
ধীবর বলেছেন: শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ নেয়ামুল ভাই।
১২| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
ঘুমকাতুর বলেছেন:
মোশরফ হারামজাদারে এক বান চটকনা দিতেন তাইলে খুশি হইতাম
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৩৪
ধীবর বলেছেন: মিয়া আপ্নারো যেমন কথা ! পিকেটাররা আমারে পিটিয়ে কাঠাল বানিয়ে দিয়েছিলো। আমার পক্ষ্যে তো আঙ্গুল উচানোরও সামর্থ্য ছিল না। আর ছোটলোকের গায়ে হাত দেয়া কি ঠিক হবে? মান সম্মানের প্রশ্ন।
১৩| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
মনসুর-উল-হাকিম বলেছেন: আহা . . . খুবই চমৎকার !!
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৩৫
ধীবর বলেছেন: ধন্যবাদ মনসুর ভাই।
১৪| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
ইকবাল পারভেজ বলেছেন: "আরে আন্নে কি হাগল নি কুন? এই হিডাহিডির মইধ্যে যদি আওয়ামি লিগ হারি যায়, তাইলে ব্যাবাক ন্যাতা হ্যাতা বিবি বাচ্চা লই, খ্যাতা বালিশ লই বর্ডারে দৌড় লাগাইবো । আর বর্ডার পার হইলেই তো খানা দানা, থাকন সব ফ্রি। তো হেতিরা এত সুখ কইরবো, তো দাম দিবো না?"
"আন্নে কিয়ের সাংবাদিক হইছেন? কুনো খবরও তো রাখেন্না। আরেহ জার্মান সরকার কই দিছে। ইসলাম রে গাইল দিলেই জার্মানির ভিসা ফিরি। একজন তো শুইয়া বইসায় পাইয়া গেছে। বাকি আট দশ ও লাইনে আছে।"
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৩৭
ধীবর বলেছেন: ইকবাল ভাই হাসাহাসি বাদ দিয়ে, আমার ওষুধ পত্রের ব্যাবস্থা করেন জলদি।
১৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪৪
মোঃমোজাম হক বলেছেন: প্রকৌশলী আতিক বলেছেন:
ভূল করছেন, সাংবাদিক কওয়া ঠিক হয়নাই। পিকেটার দেখলে, পাগলের অভিনয় করা লাগব। রাস্তার মধ্যে পইরা, হামাগুরি দিলেই সই।
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৩৮
ধীবর বলেছেন: হাহাপগে। অনেক ধন্যবাদ মোজাম ভাই।
১৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কোলকাতার বাবুরা যখন এভাবে সংহতি প্রকাশ করছে তখন কিছু একটাতো..........
+++
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৩৯
ধীবর বলেছেন: কোলকাতা নিয়ে কিছু বলবেন না। স্বর্ণা মানে আপনাদের হবু ভাবি কিন্তু কোলকাতার। আমার হবু শালারা ভালু লুক।
১৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তোরা যে যাই বলিস ভাই,
আমি হাসিনা পুনরায় ক্ষমতায় এসে পদ্মা সেতু নির্মাণ করতে চাই
ছবির কপিরাইট রবি জল
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৪০
ধীবর বলেছেন: আমিও চাই বুবু আবার ক্ষমতায় আসুক। তাইলে আমি ফ্রি তে বিদেশ ভ্রমন করতে পারবো
১৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বাকশালী ও ভারতের দালালরা নাকি খুব ফাপরে আছে;
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায়
মানুষ পালিয়ে যাচ্ছে ভারতে
Click This Link
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৪২
ধীবর বলেছেন: আওয়ামি ইদুররা এমনই। অল্প কিছু হলেই ইন্ডীয়া তে দৌড়ায়। ৭১ এ , ২১শে আগস্ট এর পরে, আর ইদানিং। এরাই নাকি আবার চেতনাধারি। থুথু দেই এদের।
১৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:২৮
রবি_জল বলেছেন: ধীবর ভাই , মেলা দিন হাসি নাই , আজ ১ টু হাইসা লই
মোশাররফ শালায় কি কোন ভিসা ফর্ম লইয়া ভাগছিলো পিকেটারগো লগে??
বাজি ভাই ধইন্না ।
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৪৪
ধীবর বলেছেন: রবি ভাই, আপনারা কি শুরু করলেন। মার খেলাম আমি। কই খাওয়া দাওয়া ওষুধ পত্রের ব্যাবস্থা করবেন, নিন্দা প্রস্তাব আনবেন, তা না করে সবাই দেখি হাসাহাসি শুরু করে দিলেন। কারো আপন হইতে পারলি না অন্তর ।
অনেক ধন্যবাদ।
২০| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
ভুল উচ্ছাস বলেছেন: ধীবর ভাই ফাটাইয়া দিছেন দেহি, হেতিগো এম্নে ল্যাজে গোবোরে অবস্থা এই পুষ্ট না হরলে তো জাইন্তে হারতাম ন।
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৪৫
ধীবর বলেছেন: শুনছি এই রকম দোকান নাকি বি বি এভেনিউ এর বিশেষ অফিসেও চালু হয়েছে। অনেক ধন্যবাদ ভুল উচ্ছাস ভাই।
২১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৫৯
ঘুমকাতুর বলেছেন: রবি_জল বলেছেন: মোশাররফ শালায় কি কোন ভিসা ফর্ম লইয়া ভাগছিলো পিকেটারগো লগে??
কঠিন প্রশ্ন
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৪৬
ধীবর বলেছেন: চায়ের পয়সা যখন চুরি করার অভ্যাস, তখন ফর্ম চুরি যে করবে না, তার গ্যারান্টি নাই।
২২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:১৩
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: ফাডা ফাডি লিখছেনদি মিয়া বাই চরম খারাপ সময় কিছুটা বিনদিত হৈলাম ,,, পিলাচ গ্রহনকরিয়া আমারে ধৈন্না করেন
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৪৭
ধীবর বলেছেন: খালি প্লাস? ওষুধ পত্র খাওয়া দাওয়া এগুলি কে দিবে? ভাই আপ্নারা খুব নিষ্ঠুর।
২৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৩৬
আমি-টর্নেডো বলেছেন: ২৯১ হালা গরিব ব্লগার।বাপের নাম নিয়া যদি একটু হিট হইবার পারতি।যা বুজলাম আমি তোর বাপ।আমার নাম নিয়া পোস্ট করিস মাগার তোর মতো ছাগুরে নিয়া আমার টাইম কোনোদিন নস্ট করুম না।
আই এম দ্য বস রাইট নাউ
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৫৪
ধীবর বলেছেন: এই রম্য রচনায়, তো জ্বলার কথা পাকিস্থান পন্থি রাজাকারদের। তুই রাজাকার। এই জন্য তোর জ্বলে। বার বার নিক বদলালেও ল্যাঞ্জা ইজ রিয়েলি ডিফিকাল্ট টু হাইড। কমেন্টটা রেখে দিলাম। যাতে ছুপাল্যাঞ্জা চিনতে সাধারণ মানুষদের আর কোন সমস্যা না হয়। আর তোরে বিশাল গদাম দিয়া খোয়াড়ে ঢুকালাম।
২৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: লন ভাই , আপনার জন্য কিছু ফল আনছি
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৮
ধীবর বলেছেন: আসামী ভাই আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এত্ত ফল ত একলা খেতে পারবো না। ভাবছি কিছু ফল রাস্তায় বসে বিক্রি করে ফেলবো
২৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:২৯
জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার স্যাটায়ার লিখছেন ভাই।
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৯
ধীবর বলেছেন: অসংখ্য ধন্যবাদ জাকারিয়া ভাই।
২৬| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫০
ইকবাল পারভেজ বলেছেন: ধীবর ভাই, ডাক্তার কইছে মাইরের উপর কোন ওষুধ নাই; হের লাইগা আপনারও কোন ওষুধ লাগবো না। জাস্ট হুইতা হুইতা রেস্ট নেন
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২১
ধীবর বলেছেন: আচ্ছা তাই নাকি? ঠিক আছে, রেস্ট নেই। কিন্ত খাওয়া দাওয়া? ওইটা তো সাপ্লাই করেন অন্তত?
আর ডাক্তার আমারে বলছে, আপনার নাকি ভিটামিনের প্রবল অভাব। তো কই পাঠাই আপ্নেরে? কুমিল্লা নাকি নয়া পল্টনে?
২৭| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪২
ধৈঞ্চা বলেছেন: দু:খের কথা কি আর বলব, আপনার খবর পেয়েই আমি মেডিক্যালে যেতে চাইছিলাম, কিন্তু হরতাল আর পুলিশের গুলির ভয়ে বাসা থেকে বের হওয়ার সাহস করি নাই, তাই এক সাহসী ব্লগারের কাছে কিছু ফলমূল, হরলিকস ও কয়েক প্যাকেট বিরিয়ানী দিয়ে মেডিক্যালে পাঠালাম আপনারে দিয়া আসতে।
পড়ে জানতে পারলাম ঐ ব্লগার মেডিক্যালে না গিয়া শাহবাগে চলে গেছে। প্রথমে স্বীকার করতে চায় না, অনেক চাপাচাপির পড়ে বলল ফলমূল, হরলিকস ও বিরিয়ানী ছাত্রলীগের পুলাপারে দিছে জাগরন মঞ্চের পাশে কিছু সময় দাড়িয়ে থাকার পারমিশনের জন্য।
আমি মেডিক্যালে যায়নি বলে আপনি কিন্তু আমার উপর রাগ করতে পারবেন না।
পোষ্টের জন্য ধন্যবাদ।
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩০
ধীবর বলেছেন: এত্ত বড় চিটারি করছে আপনার সাথে? হে আল্লাহ, আমার খাওয়া যারা খাইসে, ওরা যেন আগামি ১ মাস খালি বাথরুমে যাওয়া আসা করে। ধৈঞ্চা ভাই, অসুবিধা নাই। হাসপাতালের নার্সরা সব ব্যাবস্থা করে দিয়েছিল
অনেক ধন্যবাদ।
২৮| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৬
ইকবাল পারভেজ বলেছেন: হায় হায় খাওয়া দাওয়া সাপ্লাই করি নাই দেইখা আপনি দেখি আমারে ভিটামিন দেওয়নের ব্যবস্থা করবার লাগছেন । লন ভাই বিরিয়ানী লন
আবার লাগলে সাথে সাথে আওয়াজ দিয়েন। পুরা বিরিয়ানীর দোকান শুদ্ধা পাঠাই দিব। খালি ভাই ভিটামিনের ব্যবস্থা কইরেন না
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩
ধীবর বলেছেন: ভুখে আসেন ইকবাল ভাই। আল্লাহ যেন আপনারে ৪ বিবি ১৬ টা পোলাপান দান করে। এম্নন সাপ্লাই দিতে থাকবেন, তাইলেই এই রকম আরো দোয়া পাবেন।
২৯| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩২
সবুজ ভীমরুল বলেছেন: হা হা হা হা।
তয় এইবার মনে হয় জার্মানির ভিসা আগের চেয়ে বেশী বিক্রি হবে!!
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪
ধীবর বলেছেন: হেহে সবুজ ভীমরুল ভাই। জার্মানি অবশ্য কুফা। এর আগে দেখেন না, লাফিয়ে লাফিয়ে কত্ত শখ করে গিয়ে একজন হুট করে মরে গেলো? এই জন্য অনেকে ভয়ে থাকে। তবে ইন্ডিয়ান ভিসা ফরম সময় থাকতে কিনে ফেলেন। পরে কিন্তু কয়েক লাখ দিলেও পাবেন না।
৩০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:০৮
গেস্টাপো বলেছেন:
ঘটনা কি সত্য নাকি রম্য
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৪
ধীবর বলেছেন: সত্য আবার সত্য না।
৩১| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: তারা কলকাতার হোটেলে থাকা বাইচান্স মুক্তিযোদ্ধাতো!!!!!
তাই.. মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত.. তারার দৌড় সোনাগাছি পর্যন্ত
আবার চেতনার ফেরি করে....
কালকে ফেসবুকে দেখলাম জাতির পিতাও মওদুদি সাবের সাথৈ সেইরম আন্তরিকতার ফটুক!!!!!
টাসকি খাই ভাবি- জামাত বিরোধীতা নাটক আজকে নতুন না- হেই নার্সারি থেকে শুরু
আর পারিনা গুরু
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭
ধীবর বলেছেন: আমি কিছু বলবো না। কারণ দেশের এই মহা শান্তিময় মুহুর্তে কোন অশান্তি কাম্য নয় অনেক ধন্যবাদ বিদ্রোহি ভাই। বিশেষ মুহুর্তের স্মৃতি গুলি আপাতত অ্যাঁলবামে লিখে রাখেন। পড়ে কাজে দিবে
৩২| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫
তামিম ইবনে আমান বলেছেন: অনেক কিছুই টাচ করলেন
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯
ধীবর বলেছেন: ধন্যবাদ তামিম ভাই। বুদ্ধিমান মানুষদের জন্যই আসলে স্যাটেয়ার লেখা হয় আমার।
৩৩| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
নিঃসংগ যোদ্ধা বলেছেন: স্যাটেয়ার পোষ্টের জন্য ধন্যবাদ ও প্লাস।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৯
ধীবর বলেছেন: আপনার প্রশংসা ও অনুপ্রেরণার জন্যও অনেক ধন্যবাদ যোদ্ধা ভাই।
৩৪| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৭
কালোপরী বলেছেন: হুম কত কিছু লিখে ফেললেন গল্পে গল্পে
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩০
ধীবর বলেছেন: আপ্নে খালি গল্পই দেখলেন? মার খেয়ে আমার দুরাবস্থাটা দেখলেন না? খাওয়া না পাঠাতে পারেন, একটা শুভেচ্ছা কার্ড দিলেও তো সান্তনা থাকতো। হায়রে দুনিয়া। সবাই বড় কঠিন দিল।
৩৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:০৫
এক আলোকবর্ষ দূরে বলেছেন: মাইর একটাও মনে হয় মাটিতে পরে নাই !!!
হরতালে কোন পক্ষই দেখি আক্রমণাত্নক হতে ছাড়ে না।
এখন কি অবস্থা ভাই?
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭
ধীবর বলেছেন: সে কি আর বলতে? এখন বুঝি কিলিয়ে কাঠাল পাকানো কাকে বলে। আমার এখনকার অবস্থা জানতে এর পরবর্তি লেখাটা পড়তে অনুরোধ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে।
৩৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:১১
মিনেসোটা বলেছেন: আমেরিকাবৃটিশ বাদ গেছে
আগে তো শুনতাম সাম্রাজ্যবাদীরা এইসব দেশের পয়সা নেয়
চীন আর রাশিয়া??
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১
ধীবর বলেছেন: আরে আম্রিকা বৃটিশ চীন রাশিয়া কি ঘরের কথা, যে চাইলেই চলে যাওয়া যাবে? তার চেয়ে পাশের দেশ ঢের সুবিধা। তবে বিশেষ বিশেষ কর্মে সিদ্ধি লাভ হলে, জার্মানি এম্বেসিতে ঢুকার আগেই ভিসা প্রাপ্তি ঘটতে পারে।
অনেক ধন্যবাদ।
৩৭| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৮
বিডি আইডল বলেছেন: উনারা এখন বিডি নিউজের টক শো করেন...আর খালেদাকে তাদের কাছে ক্ষমা চাইবার দাবী করেন
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১১
ধীবর বলেছেন: হাহাহা বলেন কি বিডি দা? কোথায় ফর্ম টর্ম নিয়ে একটু দৌড়াদৌড়ি করবে, তা না করে এখনো টক শো? আল্লাহ এদের মাথায় বুদ্ধি দিবে কবে?
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫
সেলিম মোঃ রুম্মান বলেছেন: ভালুইতো!