নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

ধীবর

সাংবাদিক কলামিস্ট

ধীবর › বিস্তারিত পোস্টঃ

সব কিছু ঠিক ঠাক আছে।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৩

সামুতে ঢুকলেই এক রাশ প্রশান্তি এসে ধরে। নাহ দেশের কোথাও কোন অশান্তি নেই। সব শান্ত। সব চমৎকারভাবে চলছে। হ্যা, মাঝে মাঝে কিছু "রাজাকারের" দোসর সামুতে এসে দেশে শান্তি নেই, গণতন্ত্র নেই, বাকশাল চলছে এই ধরণের অসত্য কথা বলছে বটে ! তবে সেটা কিছুক্ষণের জন্যই। পরক্ষণে সেই অশান্তির বাণী উচ্চারনকারিরা কোথায় যেন হারিয়ে যাচ্ছে।



শুধু কি তাই? দেশ জাতি ও অর্থনীতি বিধবংসি হরতাল ভাংচুর নৈরাজ্য ইত্যাদি করে দেশকে অস্থিতিশীল করার যে মহা চক্রান্ত করা হচ্ছিল, তার হর্তা কর্তাগুলিকেও গতকালই গারদে পোরা হয়েছে। শুধু পালের গোদাটা কেন যে বাইরে বুঝতে পারছি না।



একবার ভেবে দেখুন তো। দেশ যখন মহা শান্তির দিকে আগ্রসর হচ্ছিল, তখনই ককটেল নামে মারাত্মক এক সন্ত্রাসি অস্র জমা করে ব্যাবহার করা হচ্ছিল। তাও একটি নয় দুটি নয়, পুরো দশ দশটি!



এটা জেনে খুব ভালো লাগলো যে, দেশের শান্তির প্রবাহ নিশ্চিত করার জন্য আমাদের মাননীয় সরকার যেভাবে আইন প্রয়োগ করে সফল হচ্ছে, সামুও একদম হুবুহু সেই ধারা এই অন্তর্জালেও অব্যাহত রেখেছে। দেশের শান্তি বজায় রাখতে এই ধরণের টিম ওয়ার্ক অত্যন্ত জরুরি। এই একতাবদ্ধ প্রয়াশে সবার সমান অংশগ্রহন খুবই জরুরি। কেননা মহা শান্তিময় এই পরিবেশকে বাস্তর বা অপরবাস্তব কোন যায়গাতেই কলুষিত করার অবকাশ নেই।



দেশে এই যে শান্তির ফল্গুধারা বইছে, হাতে গোনা দুই তিনটা পত্রিকা ছাড়া, বাকি সবাই এক সুরে সেটা স্বীকার করছে। আর স্যাটেলাইট চ্যানেলগুলি তো এই ব্যাপারে সবাই এক সাথেই নিশ্চিত করেছে। তো কার কথা বিশ্বাস করবো? দুই তিনটা পত্রিকা? নাকি বাকি পত্রিকা এবং অজস্র চ্যানেল গুলিকে?





মাঝে মাঝে অবশ্য ইনি উনি সে খুন হয়েছে টাইপের প্রতিবাদ আসছে। খুনের প্রতিবাদ তো করতেই হবে, নাকি?



তবে পুলিশের প্রতি কিছুটা অভিমান আছে। আরে বাবা ! অন্তর্জাল ঘাটলেই তো অনেক অনেক গোয়েন্দা পাওয়া যাবে। যারা তাদের মহা ধী শক্তি দিয়ে বলে দিবে, খুনের মোটিভ এবং ক্রিমিনালের নাম। খামোখা কালক্ষেপণ না করে, ইনাদের জিজ্ঞেস করলেই তো খুনিকে গ্রেফতার করা সম্ভব।



নিউটন নামে একজন বিজ্ঞানি নাকি তৃতীয় সুত্র নামের কি সব সুত্র আবিস্কার করেছিল। মাত্র ৯ ক্লাসের জন্য ম্যাট্রিক পরীক্ষা বা দেবার কারণে সেটি জানা সম্ভব হয়নি। তাই মাঝে মাঝে খুব আফসোস হয়।

মন্তব্য ৪১ টি রেটিং +২১/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫০

আহসান২০২০ বলেছেন: ভালো লিখেছেন। আর একটু বড় করলেন না কেন?

নিউটন নামে একজন বিজ্ঞানি নাকি তৃতীয় সুত্র নামের কি সব সুত্র আবিস্কার করেছিল।

এই সুত্রের বিষয়ডা যে কি বুঝি না। এইডা মনে হয় এই যুগে আর কাজ করতাছে না।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৪

ধীবর বলেছেন: ধন্যবাদ আহসান ভাই। বড় করে যখন লিখবো, তখন না আবার সামুতে আগুন লেগে যায় ! তৃতীয় সুত্র অলংঘনীয় বলেই বিজ্ঞান মনস্করা মনে করে থাকেন।

২| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৭

হুমায়ুন তোরাব বলেছেন: manusher khela bojha boro dai,newton mosai je ki ek sutro invent korlen ta kisui bujhlam na..
amra shanti priyo abal jati.

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭

ধীবর বলেছেন: ঠিকই বলেছেন হুমায়ুন ভাই। শান্তি প্রিয় আবাল জাতি।

৩| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭

ধৈঞ্চা বলেছেন: ধীবর ভাই, ধন্যবাদ......
কিছুটা রাগ নিয়েই মন্তব্য করছি, কিছু মনে নিয়েন না।
বিএনপিকে ঘরে বসে চুড়ি পড়ে থাকলেই বেশী মানায়, আন্দোলন তাদের মানায় না। এত এত দলীয় কর্মীর সামনে দিয়ে শীর্ষস্থানীয় নেত্রীবৃন্দদের ধরে নিয়ে গেল আর আমরা আঙ্গুল চুষলাম। পুলিশ আজ দানবে পরিনত হয়েছে, দলীয় প্রধান সরাসরি পুলিশ কর্মকর্তাদের কেন থ্রেড করছে না?
নিউটনের ৩য় সূত্র আওয়ামী ক্ষেত্রে কাজ করলেও বিএনপির ক্ষেত্রে করে না। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলেও যদি মখা, কামরুল, হানিফ গংকে ছেড়ে দেয় অবাক হবো না। বিএনপির দলীয় কোন আদর্শ নাই, তারা শুধু পদ, এম্পি ও মন্ত্রী হতে চায়, জনগনের স্বার্থে আন্দোলনের জন্য তাদের কোন গরজ নাই। জনগনের সেন্টিমেন্টও তারা ধরতে পারে না।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯

ধীবর বলেছেন: ধন্যবাদ ধৈঞ্চা ভাই। আপনার সাথে দ্বিমত করার অবকাশ নেই। বাস্তবে হামলা মামলা আর অন্তর্জালে বাকশাল ভালোই প্রভাব বিস্তার করেছে। সরকার বদল হলে যদি এই নপুংশতা অব্যাহত থাকে তাহলে জানবো, বাংলাদেশের মানুষের নাড়ি এতদিনেও বিএনপি বুঝতে পারেনি।

৪| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪

জুল ভার্ন বলেছেন: সামুতে যদিও 'লাশ'এর বাস্তব কোনো কারবার নাই তাই এখানে "হীম শীতল শান্তি" বিরাজ করিতেছে। অবশ্য সামুর বাইরে হীম শীতল শান্তিতে বিঘ্ন ঘটাচ্ছে আওয়ামী পূলিশের গুলির হূহুর্মুহ শব্দ। আওয়ামী জাহেলীয়াতের যুগে মরেও শান্তি নাই!

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫১

ধীবর বলেছেন: আরে জুলভার্ণ ভাই। কি সৌভাগ্য। সুস্বাগতম। কেমন আছেন? হীম শীতল শান্তির আচ পাচ্ছি। বাঘ ও মেষ শাবকের গল্পের পুনরাবৃত্তি চলছে সুশীলতার আড়ালে। অনেক অনেক ধন্যবাদ।

৫| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আগুন লেগে যায় বললেতো হবে না!

যখন অসুরেরা মাতলামি করে, যখন অপ ব্যাখ্যাকারীরা ধূয়া তুলে বিভ্রান্ত করে পুরা জাতিকে তখনো আশংকায় থাকলে হবে? ...

চাই জ্বালাময়ী জ্বালামূখি.. সব বদলে দেবার প্রত্যয়ে....মুষল প্রচেষ্ঠা!!!!

রেন্টুর কথা মনে পড়ে।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩

ধীবর বলেছেন: বিদ্রোহি ভাই, সামান্য স্যাটেয়ারে যাদের শরীরে আগুন জ্বলে এবং নীতি দেখিয়ে ব্যাবস্থা নেয়, সিরিয়াস পোস্ট দিলে তো বাড়িতে ডিবির লোক পাঠিয়ে খুন গুমের ব্যাবস্থা করবে। ডিবির কাছে কে বা কারা আওয়মি ভারত বিরোধীদের ব্যাক্তিগত তথ্য পাচার করে, সেটা জানি। এই জন্যই বললাম। অনেক ধন্যবাদ।

৬| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯

শামিল কায়সার বলেছেন: ঠিক…
সুখী দেশের তালিকায় বাংলাদেশ ১১ তম, (খুব সম্ভবত) বর্তমানের সুদক্ষ আহিন শৃঙ্খলা বাহিনী দেশের সব জায়্গায় শান্তি সুখের নহর বইয়ে দিচ্ছে।
হোপ, আগামী বছর চির কাংখিত শান্তিতে নোবেল পদক বাংলাদেশেই আসবে।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৬

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ কায়সার ভাই। শান্তিতে একবার নোবেল পেয়েই তো ইউনুসের হাতে হারিকেন। ;) বুবু ছাড়া অন্য কেউ নোবেল পেলে কি হবে আল্লায় জানে ।

৭| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩

শিক্ষানবিস বলেছেন: মাননীয় সরকার যেভাবে আইন প্রয়োগ করে সফল হচ্ছে, সামুও একদম হুবুহু সেই ধারা এই অন্তর্জালেও অব্যাহত রেখেছে। দেশের শান্তি বজায় রাখতে এই ধরণের টিম ওয়ার্ক অত্যন্ত জরুরি।[/sb

আপনার সাথে একমত। এ জন্য সামুর প্রশংসা করছি।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৬

ধীবর বলেছেন: আপনার সাথে পুর্ণ সহমত শিক্ষানবিশ ভাই। অনেক ধন্যবাদ

৮| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

কামরুল হাসান শািহ বলেছেন: দেশের এই শান্তির বজায় রাখতে ভিন্নমতের সকলকে বন্দি করে রাখা হোক। সরকারের মত আমাদের সামুও যেভাবে ভিন্নমতকে বন্দি করতাছে তাতে সামুকে সাধুবাদ দিতেই হয়। শন্তির মায়ে মরলেও সমস্যা নাই মূল কথা শন্তিরে বাঁচায়া রাখতে হবে

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৮

ধীবর বলেছেন: দারুণ বলেছেন কামরুল ভাই। কেউ দ্বিমত করতে পারবে না। আমরা সব শান্তিপ্রিয় শান্ত ছেলে/মেয়ে :) অনেক ধন্যবাদ।

৯| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

প্রকৌশলী আতিক বলেছেন: সামুতে ঢুকলেই মনে হয় হিমঘরে ঢুকলাম।

বুকের ভেতরটা শান্তি পায়নারে ভাই। অসস্তিতে আছি।

বহুত দিন, কোনো খবরের কাগজ পড়িনাই, সামুর উপর ভরসা করেই চলেছি। এখন আমি রেগুলার খবরের কাগজ পড়ি, নিউজ দেখি, সামুতে সেই আর দিন নাই।

ভাল থাকবেন।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৯

ধীবর বলেছেন: দোয়া রাখবেন এই হীম শীতল পরিবেশ যেন আগামি গরমের দিনেও বজায় থাকে। আর হ্যা, দুস্টু পত্রিকাগুলি পড়বেন না। তাহলে শান্তি নষ্ট হবে। অনেক অনেক ধন্যবাদ

১০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

চোখ গেলো বলেছেন: সবকিছু বাল আছে, আমরা বেল বাল আছি। B-) B-) B-) B-) B-) X( X( X( X( X( X( X(

১১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪০

চোখ গেলো বলেছেন: বেশ***

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩০

ধীবর বলেছেন: হেহেহ, ঠিক বলেছেন। হিরকরাজ গন্ধরাজ। বেশি খেলে বাড়ে মেদ, অনাহারে নাহি খেদ। জানার কোন শেষ নাই্‌ জ্ঞানের চেস্টা বৃথা তাই।

১২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫১

মনজুরুল হাসান বলেছেন: কোন কথা নয়!!সব কিছু ঠিক ঠাক আছে!!

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩২

ধীবর বলেছেন: পুর্ণ সহমত মঞ্জুর ভাই। সব ঠিক ঠাক।

১৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: নারায়ণগঞ্জে দুই বছরে একইভাবে চার খুন
Click This Link

এই ইংগিতটা ওসমান পরিবারের দিকে। যার নাম নিতে আলীগ সংসদ সদস্যা কবরীও ভয় পায়;

সন্দেহের তির একটি পরিবারের দিকে
Click This Link

হিন্দুদের মন্দির সহ বিভিন্ন শহীদ মিনারে চোরা গুপ্তা হামলা চালিয়ে ঢালাও ভাবে বিএনপি ও জামাতকে দোষী করা হচ্ছে। যেদিন সাধারণ মানুষ এই বাকশালী শাসনের বিরুদ্ধে ক্ষেপবে তখন সব সোজা হয়ে যাবে।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৩

ধীবর বলেছেন: এত কিছুর পরেও কিছু চঙ্গ চাড়াল ঠিকই নৌকা নৌকা বলে মরবে। চমৎকার তথ্য উপাত্তের জন্য অনেক ধন্যবাদ বা জি ভাই।

১৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯

রবি_জল বলেছেন: সামুতে এখন কেবল হাম্বালীগের পুলিশ পোস্ট দেয় তাই শান্তির বাতায়ন বয়তেছে, কারন পিকেটাররাতো ব্যানই খাইতেছে!!

তবে এই পিকেটাররাই কৈলাম দেশে স্বৈরতন্ত্র থেকে একদিন গনতন্ত্র ফিরাইয়া আনছিলো তাই কৈ এবারও পিকেটাররাই দেশে বাকশাল ভাইঙ্গা গনতন্ত্র ফিরাইয়া আনবে।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৪

ধীবর বলেছেন: জ্বি না ওই দিন আর নাই। এখন শান্তি রক্ষায় পাশের দেশের পুরো আশির্বাদ বর্তমান সরকারের উপর আছে। তেনারা থাকতে শান্তি বিঘ্নের কোন আশংকা নাই :) অনেক ধন্যবাদ রবি ভাই

১৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৫

ইকবাল পারভেজ বলেছেন: চিন্তার কিছু নেই, দেশের সবকিছু এখন শক্ত হাতে নিয়ন্ত্রন করা হচ্ছে। সামুও এর ব্যাতিক্রম না; সামুতেও সবকিছু শক্ত হাতে নিয়ন্ত্রন করা হচ্ছে। সামুতে এখন নিয়ম ভেঙে হালকা আক্রমণাত্মক কথা বললেই বিএনপি পন্থী, আওয়ামি পন্থী, বাম পন্থী সব ব্লগারদেরই ব্যান করা হচ্ছে। যদিও বিএনপি পন্থীদের নিক পার্মানেন্ট ব্যান করা হচ্ছে; আর আওয়ামি পন্থী/বাম পন্থীরা উগ্র গালি দিলে দু তিন দিনের জন্য তাদেরকে ব্যান রেখে আবার স্বাভাবিক অবস্থায় ফেরত আনা হচ্ছে। একটি নির্দিষ্ট গ্রুপ যুদ্ধের দোহাই দিয়ে ডাইরেক্ট উচ্চতর ক্ষমতার লোকদের সাথে যোগাযোগ করে তাদের নিক সচল রাখছে।

কিন্তু ব্যাপার সেটা নয়; আসল কথা হল সব রকমের ব্লগারদেরকেই ব্যান করে সামু দেখিয়ে দিয়েছে তাদের কাছে কোন কিছুর ভেদাভেদ নেই। শেষ পর্যন্ত সামু তার নিরপেক্ষতাও প্রমান করতে সক্ষম হয়েছে।

সামু যেন সব সময়ই তার নিরপেক্ষতা বজায় রাখতে পারে, সেই আশাই রাখি। :-<

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫

ধীবর বলেছেন: ধন্যবাদ ইকবাল ভাই। আমিও সেই আশাই করি।

১৬| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩৫

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: শান্তি , চারিদিকে শুধু শান্তি |-) |-) |-)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫

ধীবর বলেছেন: এত শান্তি যে কই রাখি আসামী ভাই? জানলে আওয়াজ দিয়েন। অনেক ধন্যবাদ।

১৭| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩

ইকবাল পারভেজ বলেছেন: ধীবর ভাই আর একটা কথা, বিএনপি পন্থীদের বিভিন্ন পোস্টে এক রকম জোর করে আক্রমণাত্মক হতে বাধ্য করছে কিছু লোক। এর ফলাফল বিএনপি পন্থী ঐ ব্লগার পার্মানেন্ট ব্যান, আর যে আক্রমণাত্মক হতে বাধ্য করছে তাঁকে লোক দেখানো কিছু দিনের ব্যান।

বিএনপি পন্থী ব্লগারদের মনে হয় এখন একটু সতর্ক হয়ে মন্তব্য করা উচিত।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

ধীবর বলেছেন: আমার কথা একটাই। চিহ্নিত মাল্টিবাজ-গালিবাজ-ট্যাগবাজ- এবং আওয়ামি পন্থি বলে কুখ্যাত কারো ব্লগে যাওয়ার দরকার নেই। তারা এসে ত্যানা প্যাচানো শুরু করার সাথে সাথে গদাম দিয়ে কমেন্ট ব্যান। এই রাস্তায় চললে অন্তত বিএনপি পন্থি ব্লগাররা আর কোন ফাদে পা দিতে হবে না। আপনার আইডিয়ার সাথে পুর্ণ সহমত। আর অনেক ধন্যবাদ ইকবাল ভাই।

১৮| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

নিঃসংগ যোদ্ধা বলেছেন: সব কুচ ঠিক হ্যায়-তবে সামুজীর তিনটা কলসীর একটা ফুটা, একটা ফাঁটা আর একটা ভাংগা B-)) B-))

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৬

ধীবর বলেছেন: এখানেই কবি নিরব ;)

১৯| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

রাসেল মেটামোরফোজ বলেছেন: এটা জেনে খুব ভালো লাগলো যে, দেশের শান্তির প্রবাহ নিশ্চিত করার জন্য আমাদের মাননীয় সরকার যেভাবে আইন প্রয়োগ করে সফল হচ্ছে, সামুও একদম হুবুহু সেই ধারা এই অন্তর্জালেও অব্যাহত রেখেছে।

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৭

ধীবর বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই :)

২০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৬

আমি বীরবল বলেছেন: নিঃসংগ যোদ্ধা বলেছেন: সব কুচ ঠিক হ্যায়-তবে সামুজীর তিনটা কলসীর একটা ফুটা, একটা ফাঁটা আর একটা ভাংগা :(( :((

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৭

ধীবর বলেছেন: আরে কাদবেন না বীরবল ভাই। ফেবিকল আছে না? ;) সব ঠিক হয়ে যাবে।

২১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৬

ক্ষুধিত পাষাণ বলেছেন: হাসতে হাসতে ২০ নম্বর।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ক্ষুধিত পাষাণ ভাই। আমার দুর্ভাগ্য যে কোন সময়ই আপনার মন্তব্যের জবাব ঠিক সময়ে দেইয়া হয় না। আন্তরিক দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.