![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাধারণত লেখা শুরু করার আগে খানিকটা ভুমিকা দিয়ে থাকি। কিন্তু এই লেখাটিতে সেটি সংগত কারণেই সেটি এড়িয়ে গেলাম।
ইদানিং দেখা যাচ্ছে সামুকে অস্থিতিশীল করার জন্য একই গোষ্ঠির মাল্টি এবং ছাইয়া নিক থেকে একের পর এক পোস্ট দেয়া হচ্ছে।
সামু থেকে কট্টর আওয়ামিপন্থি কিছু ব্লগার চলে যাবার পর পরই তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্ররোচনায় একই আদর্শের ধ্বজাধারিরা প্রায় সময়েই এমন আচরণ করে থাকে। শুধু তাই না। দল ক্ষমতায় থাকার সুবাদে তারা অনেক সময়ই প্রশাসনের সাহায্যও নিয়ে থাকে।
একথা তো মিথ্যে নয় যে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে পরমতে সব চেয়ে অসহিষ্ণু দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামি লিগ। কি সরকারি দলে কি বিরোধী দলে, তাদের হ্যা তে হ্যা না মেলালেই চলে কুৎসিত আক্রমন।
সেই রাজনৈতিক ধারার অনুসারিরা ব্লগেও একই ধারা চালু রেখেছে। গোলটা সেখান থেকেই শুরু।
ইদানিং যে ব্যাপারে এরা জল ঘোলা করার চেস্টা করছে সেটা হলো আমার লেখা দুটি নির্দোষ পোস্ট। যেখানে খুব স্পস্ট করেই এর উদ্দেশ্য নিয়ে লেখা আছে।
সামুতে এক সময় মহান স্বাধীনতা যুদ্ধ এবং ইতিহাসকে অপমান করে একের পর এক পোস্ট আসতো। এবং তার বিরুদ্ধে প্রচন্ড প্রতিবাদের জন্য গঠিত হয় এটিম নামে রাজাকার বিরোধী একটি সিন্ডিকেট । যাদের সফল প্রতিবাদের কারণেই জামাত শিবির এবং রাজাকার বান্ধব ব্লগাররা সামু ছাড়তে বাধ্য হয়েছিল।
সামু কর্তৃপক্ষ তাদের নীতিমালাতেও রাজাকার বিরোধী নীতি কঠোরভাবে পালন করে আসছে।
তবে সমস্যা হচ্ছে অন্য যায়গায়। তাদের তৎপরতায় ছাগু নিধন হয়েছে বটে, কিন্ত তারা ছাগু ফাইটিং করতে করতে তাদের মধ্যে ফাইটিং অভ্যাসটা জেকে বসেছে।
ছাগু নিধন শেষ করে, এখন তাদের নজর ভিন্ন রাজনৈতিক মতালম্বিদের উপর। অস্র তাদের একটাই। ট্যাগিং।
অনেক অনেক দিন ধরেই দেখছি, আওয়ামি মতের বাইরে গেলেই নিরীহ সাধারণ ব্লগারদের ধরে অশ্লিল কুৎসিত ভাষায় গালাগালি এবং ট্যাগিং।
ভাবখানা এমন যে, প্রধানমন্ত্রির উপদেস্টের অর্থায়নে লালিত পালিত অন্য একটি ব্লগের কর্ণধারদের হ্যা তে হ্যা আর না তে না মেলালে, সবাইকেই তারা শত্রু জ্ঞান করে আক্রমন করা হচ্ছিল।
এমন অবস্থায় সমমনা অত্যাচারিত ব্লগারদের এক মঞ্চে আহবান করার উদ্দেশ্যেই সেই পোস্টটি দেয়া হয়েছিল। সেখানে অনেকেই তাদের মনের জমিয়ে রাখা দুঃখ শেয়ার করেছিলেন।
এই একতার কারণে, ব্লগে পেশিশক্তি প্রদর্শনকারি কিছু লোকের মানসিক অশান্তির কারণ ঘটেছিল। কেননা, ব্লগে দলিয় লেজুড়বৃত্তি কিংবা হুজুগ তোলা অথবা দিল বেধে মাল্টি সহ ট্যাগিং করে যাদের অভ্যাস খারাপ হয়েছিল, তাদের মানসিক শান্তি বিঘ্নিত হয়েছিল।
এদের এজেন্ডায় ছিল, যে কোন মুল্যে অন্য একটি ব্লগকে জনপ্রিয় করতে সামুর ধবংস সাধন। আপনারা জেনে অবাক হবেন যে, যে কয়টি নিক থেকে ইসলাম ও নবীর অবমাননা করে পোস্ট দেয়া হতো, তার মুল হোতাদের অনেকেই সেই অন্য ব্লগের পৃষ্ঠপোষকতা পেতো।
আর সামুকে রাজাকারদের দোসর বানাতে, বিডিনিউজ২৪, আমার ব্লগের প্রধান একজন অমি রহমান পিয়ালের উদ্ধৃতি দিয়ে যে মিথ্যাচার শুরু করেছিল, সে সমন্ধে আপনারা সবাই অবগত আছেন।
অর্থাৎ সব রসুনের গোড়া একই।
সেই দুঃসময়ে আবারও সেই আলোচ্য পোস্টের দ্বিতীয়টি দিতে বাধ্য হই। উদ্দেশ্য ছিল সামুর প্রতি আমাদের নিঃশর্ত ভালোবাসা প্রকাশ।
অন্য ব্লগের আদর্শের ধারক ও বাহকরা এতে আরো ব্যাকফুটে পড়ে যায়। একে তো তাদের ষড়যন্ত্র একের পর এক বিফল হচ্ছিল। অন্যদিকে সাধারণ ব্লগার এবং আওয়ামি আদর্শের বাইরের ব্লগারদের উপর চোটপাট করার সুযোগ হারানো।
এই দুই কারণেই সেই একই গোষ্টি এখন উন্মত্ত হয়ে উঠেছে। এবং তারা রেফারেন্স টানছে আমার সেই দুটি পোস্টকে।
অথচ সেই পোস্টে যাদের নাম আছে, তাদের বেশির ভাগই আলাদা পোস্ট দেন না। শ্রেফ কমেন্ট করেন। আর যারা পোস্ট দেন, তারা কালে ভদ্রে লিখে থাকেন। তাদের কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে, কর্তৃপক্ষকে জানালেই কিন্ত সমস্যা থাকে না।
কিন্ত না। ক্যাচাল করা, অশান্তি করা, পেশি শক্তি দেখানো যাদের মজ্জাগত অভ্যাস, তারা নিয়মতান্ত্রিক পথে হাটবেন কেন?
তাই এখন তারা চরম মিথ্যাচার শুরু করে আবারও সামুকে বিতর্কিত এবং শান্তিময় পরিবেশকে নস্ট করার অপচেস্টা চালাচ্ছে।
আমি দ্ব্যার্থহীনভাবেই বলতে চাই যে, সামু তার আপন মহিমায় এগিয়ে যাবে। বরং তাদেরই পতন হবে যারা, সামুর বিরুদ্ধ ষড়যন্ত্রে আরেকটি ব্লগের হোতাদের সহযোগি।
সাধারণ ব্লগার এবং ব্লগ কর্তৃপক্ষকে এই বলে অনুরোধ করতে চাই যে, যে বা যারা নির্দোষ পোস্ট দুটির বিরুদ্ধে বিশেষ উদ্দেশ্যে জল ঘোলা করতে চাইছে, তাদের অতীত ইতিহাসকে একবার দেখে নিতে।
আর আমরা সব সময় সামুর শুভাকাঙ্খি ছিলাম, আছি এবং থাকবো। বিশেষ শ্রেনীর মত অন্য ব্লগের এজেন্ডা বাস্তবায়নের জন্য কোনদিন আমাদেরকে পাওয়া যাবে না। তাই সামুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হোক, এই কামনাই করি।
ধন্যবাদ।
(পোস্টের মন্তব্যদাতাদের স্বাগতম। তবে রিপ্লাই পেতে দেরি হতে পারে। আর বিশেষ কিছু ক্যাচালকারি নিকদের বলবো, দয়া করে এখানে সাফাই গাইতে আসবেন না। কারণ আপনারা কারো আস্থা, শ্রদ্ধা বা বিশ্বাস অর্জন করতে পারেননি)
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১১
ধীবর বলেছেন: সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।
২| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৪
আই লাভ ইউ, ম্যান বলেছেন: যতই ঘোষনা দিক সামু থেকে কট্টর আওয়ামিপন্থি গালিবাজ ব্লগার কখনই যাবে না। এক নিক বন্ধ করবে ১০টা নিক খুলবে। ছাগুদের থেকে এরাও কম যায় না
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১২
ধীবর বলেছেন: তার চলে যাক, সেটা চাই না। তবে ট্যাগিং আর গালিবাজি ব্লগের বাইরে রেখে আসতে হবে। হাতে গোনা কয়েকজন মিলে পরিবেশ নস্ট করবে, সেটা হতে দেয়া যায় না। সহমত।
৩| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৮
আকাশ চুরি বলেছেন: সামু সব সময় কট্টর আওয়ামিলিগারদের রক্ষা করেছে।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৩
ধীবর বলেছেন: এত জেনারালাইজড করবো না। তবে হ্যা, কিছু কিছু ব্লগারের ব্যাপারে এদের দুর্বলতা হতাশ করে।
৪| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩১
বুনো বলেছেন: সামুতে বেশ জোরে শোরে সিন্ডিকেটের ধোঁয়া তোলা হচ্ছে আমাদের বিরুদ্ধে। এখন বলেন তো, সিন্ডিকেট দিয়ে আমরা কি করেছি?
-দাসত্বের পোষ্টের পাঠক কি ব্লগে নেই? তার পোষ্টে হাজারখানেক হিট কি সিন্ডিকেট তুলে দেয়? ফেসবুকের ৭০০ শেয়ারও কি এই সিন্ডিকেট করে দেয়?
- অন্যতম সিনিয়র জাতীয়তাবাদী ব্লগার কামরুল শাহী পোস্ট দিলে ১২টা কমেন্টও পড়ে না; তখন কোথায় যায় সেই সিন্ডিকেট??
এতো ভয়ঙ্কর আমাদের সিন্ডিকেটের তাহলে এই হাল কেন? আর আমরা সিন্ডিকেট হলে এইটা কি? Click This Link
একটা নতুন মাল্টিকে বরণ করতে বুঝি সব ট্যাগবাজের একত্র হওয়া লাগে? ২ বছর ব্লগে রাজনীতি করে এখন আমাদের ব্লগে সিন্ডিকেটের সংজ্ঞা এই সব হাফ প্যান্ট পড়া ব্লগারদের কাছ থেকে জানতে হবে!!
তারা বলে ছাগু ফাইটার, তাই তারা আমাদের ট্যাগ দিবে আর আমরা বিরোধিতা করতে পারবো না। বেয়াদপগুলোর গুগোলে নাম লিখে সার্চ দিলেও খালি এই জামাত-পাকি-ছাগু এইগুলাই পাওয়া যায়। ব্লগিং কইরা শব্দ এই কয়টাই শিখছে।
বিএনপির নিক রাজনৈতিক পোস্ট দিলে যদি পছন্দ না হয়, তাইলে যুক্তি দিয়া বল নাইলে চুপ কইরা থাক। ট্যাগ দেস কেন বিনা যুক্তিতে??
বহুজনে আবার দেখি সুশীল সাইজা ওদের সাপোর্ট দেয়, স্বাধীনতার পক্ষের শক্তি বানাইয়া দেয়। তাহলে, আমরাও আজ থেকে ব্লগে ট্যাগ দেওয়া শুরু করি। জামাত-শিবিরের পক্ষে ১টা কথা না বইলাও যদি ট্যাগ খাইতে হয় তাহলে সুশীল ব্লগারদের কবিতার পোস্টই বাদ যাবে কেন??
দেশপ্রেমিক হইতে আমাগোরও মন চায়। সামুতে তাইলে ট্যাগের খেলাই শুরু করি সবাই মিলে। তাইলে হয়তো 'যেড ফ্রম এ'র দাবী অনুযায়ী ভয়ঙ্কর সিন্ডিকেট হইতে পারবো।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৭
ধীবর বলেছেন: স্বাধীনতার স্বপক্ষ্যের শক্তি কারো বাপের একক সম্পত্তি না। অথচ দেখুন, এরাই স্বাধীনতার চেতনার আড়ালে অকাজ করে বেড়াচ্ছে।
আপনার প্রতিটি বাক্যের সাথে সহমত। কিন্ত ওদের জ্ঞান গম্যি কিংবা বিবেক বুদ্ধির প্রতি আমার আস্থা নেই। তাই আশাও করি না, ওরা বদলাবে। আর যে ব্লগারের নাম বললেন, সিন্ডিকেটবাজি কি জিনিস, সেই ব্লগারের একটি লিংকই তার বড় প্রমান। আমি দেখতে চাই, সামুর নিয়ম ভেঙ্গে করা এই পোস্টটি আর পোস্টদাতা কতদিন শাস্তি ভোগ ছাড়াই সামুতে থাকে।
আপনার মন্তব্যটির প্রতি বিশেষ দৃস্টি দিতে পাঠকদের অনুরোধ করছি। অনেক অনেক ধন্যবাদ বুনো ভাই।
৫| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫২
ইকবাল পারভেজ বলেছেন: ধীবর ভাই আমি প্রচণ্ডরকম হতাশ। আমি বিশ্বাস করতে চাই না সামু যারা প্রমান ছাড়া অশ্লীল ভাষা ও গালিগালাজের মাধ্যমে ট্যাগবাজি করে তাদের লালন পালন করছে; কিন্তু মনে হয় তাই হচ্ছে। প্রচুর অশ্লীল ভাষা ও গালিগালাজে ভরা কমেন্ট আমি বিভিন্ন সময় রিপোর্ট করছি, কিন্তু কখনই কোন কাজ হয়নি। বরং যারা এইসব কুৎসিত কাজ করে তাদের পোস্টে মডারেটরকে যেয়ে মোটামুটি একমত হয়ে কমেন্ট করতে দেখলাম। ঐ পোস্টে পোস্টদাতার বিভিন্ন গালিগালাজ আর অশ্লীল ভাষার প্রচুর প্রমাণও ছিল, কিন্তু মডারেটরকে ঐ পোস্টদাতাকে বিন্দুমাত্র তিরস্কারও করতে দেখলাম না। বরং মনে হল মডারেটরের কমেন্টে পোস্ট দাতা আরও উৎসাহ পেল।
ছাগু ফাইটার নিয়ে আমার বিন্দুমাত্র কোন সমস্যা নাই; কিন্তু ছাগু ফাইটিঙের নামে যারা বিরোধী মতামতের লোক পেলেই প্রমান ছাড়া ট্যাগ দিয়ে অশ্লীল ভাষা আর গালিগালাজের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করে তাদের নিয়ে অবশ্যই সমস্যা আছে। এদের বিরুদ্ধে কিছু বললেই সিন্ডিকেটের কথা বলে, যেন বিরোধী মতের লোকজন মানেই কোন সিন্ডিকেটের অংশ ।
এরা আবার বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দলের প্রধান নেত্রীকে অশ্লীল আক্রমণ করে পোস্ট দেয়; সেই পোস্ট আবার রিপোর্ট করলেও সহজে মোছা হয় না। এই ধরণের ব্লগিংকে এক কথায় উসকানিমূলক ব্লগিং ছাড়া কিছুই বলা যায় না। আর এর বিরুদ্ধে রিপোর্ট করেও যখন কাজ হচ্ছে না, মনে হয় না প্রতিবাদ করলে হবে। সামুর প্রধান মডারেটরদের অবশ্যই বোঝা উচিত অনেকদিন ধরে যখন এইসব অভিযোগ উঠছে তখন এর মধ্যে সত্যতা কিছুটা হলেও আছে; কিন্তু তা না করে তারা এগুলা মোটামুটি উড়িয়েই দিচ্ছেন।
কোন ধরণের সিন্ডিকেট যেমন সাপোর্ট দেই না, তেমনি এইসব ট্যাগবাজ, অশ্লীল ভাষা ব্যবহারকারী ও গালিবাজদেরকেও বিন্দুমাত্র সাপোর্ট করি না। উসকানিমূলক ব্লগিং করে এরাই ব্লগের পরিবেশ নষ্ট করছে।
সামুর এইসব ট্যাগবাজ, অশ্লীল ভাষা ব্যবহারকারী ও গালিবাজদের ব্যাপারে ব্লগনীতিমালার প্রয়োগ দেখতে চাই।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২০
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ইকবাল ভাই। হতাশ হবেন না। দল সরকারে থাকলে, অই দলপন্থিরা কিছু সুযোগ নেবেই। তবে সময়ে সরকার বদল হলে, অনেক কিছুই বদলাবে। আজ সরকারে দল থাকার সুবিধা নিয়ে যারা অন্যায় করছে, একদিন সেই অন্যায়গুলিই বুমেরাং হয়ে দেখা দেবে।
কেউ হতাশ হবেন না, ভেঙ্গে পড়বেন না। আমাদের নামে আজে বাজে কথা যারা ছড়াচ্ছে, তাদের অবস্থা হলো, নিভে যাবার আগে প্রদীপের আরো দপ দপ করে জ্বলে উঠার মত।
৬| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫
কামরুল হাসান শািহ বলেছেন: শুনলাম আমার আন্ডা ছাওয়াল আনেকেই আমারে খোঁজতাছে।
আমি নাকি সিন্ডিকেট করি খুব ভালো খুব ভালো।
সিন্ডিকেট সম্পর্কে কোন ধারণা থাকলে মনে হয়না আবালের এমনটা কইতো।
যারা সিন্ডিকেট করে তারা নিজের পোষ্টে নিজের মেম্বারদের সাথে মন্তব্য মন্তব্য খেলে। এই কাজ মনে হয়না আমি করি। আবালের বলে আপনি ধীবরও আমার সিন্ডিকেটের। অথচ আপনারে আমার পোষ্টে কখন দেখছি বলে মনে পড়ে না।
যারা সিন্ডিকেট করে তারা নির্দিষ্ট গন্ডির বাহিরে মন্তব্য করে না। আমি নিয়মিত যখন ছিলাম তখন প্রায় সবার পোষ্টেই মন্তব্য করতাম। এই কাজ আমার ভালো লাগতো।
যারা সিন্ডিকেট করে তারা নিজেদের মেম্বারদের নেংটা হইয়া সাপোর্ট দেয়। আমার এমন কাজ করছি বলে মনে পড়ে না। যখন যেটা রাইট মনে করছি তারে সাপোর্ট দিছি। আজ যার পক্ষে বলছি কাল সে ভুল করলে তার বিপক্ষেও বলছি।
ব্লগে কিছু পুরান পাপী আছে। এদের আবার আমরে নিয়া ব্যাথাও আছে। ব্যাথা করলে কই ঝান্ডু মলম লাগাইবো তা না আমার নাম ধরে মৎকার করে।
বলি শাহি তোদের এই মৎকার আগেও পুছে নাই এখনও পুছে না। আমারে ভালো না লাগে? দুরে গিয়া মুড়ি খাও।আমার কিচ্ছু করার নাই। বাতাসে তলোয়ার চালাতে গিয়া দেখিও নিজেই না কাটা পড়ো
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৪
ধীবর বলেছেন: হাহাহা, আমিও আপনার সিন্ডিকেটের। কোন বুদ্ধিপ্রতিবন্ধি কথাটা বলেছে জানি না। আর আমি তো মনে করতে পারছি না, আপনার পোস্টে কোনদিন গিয়েছি কি না ! মজার কথা হলো, এই ট্যাগবাজ কিট গুলি ধ্রুব মহাকালকে আমার মাল্টি বলে মনে করে। অথচ এই ভদ্রলোককে আমি আগে দেখিনি।
পোস্ট পছন্দ না হলে মন্তব্য তারা না করলেই পারে। ওই যে বলল্লাম, যাদের ব্যাক্তিগত জীবনে হতাশা অনুশোচনা আছে, তারাই ব্লগে এসে এই ধরণে ক্যাচাল ট্যাগবাজি মিথ্যাচার মাস্তানি এই সব করে বেড়ায়। এদেরকে আমি আপনি সবাই এক যোগে বর্জন করি।
অনেক ধন্যবাদ কামরুল ভাই।
৭| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৩
কামরুল হাসান শািহ বলেছেন: @বুনো এইটা কার লিংক দিলা???
প্রিন্স অফ পার্সিয়ার বেশীর ভাগ মন্তব্যই তো দেখি দিকভ্রান্ত*পথিকের ব্লগে করা!!! এই লোক কি আর কারো ব্লগ বাড়ি চিনে না??
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৭
ধীবর বলেছেন: কামরুল ভাই, আমি যতদুর জানি, এই সব মাল্টি নিকধারি ক্যাচালবাজদের আসল রুপ প্রকাশের জন্য অনেকে কাজ করছেন। এই ছুপা সিন্ডিকেটধারিদের উন্মোচন করে যদি কেউ পোস্ট দেয়, তাহলে ভালো হয়। কে কি না, সেটা তখন সাধারণ ব্লগাররাই বিচার করবেন।
৮| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৭
দমকল৮৬ বলেছেন: ধীবর ভাই,
দেশীমামা/মশিউর মামা এখন থেকে এই নিক ব্যবহার করছে ।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৫
ধীবর বলেছেন: আরে মশিউর মামা, স্বাগতম। কোলাকুলির ইমো হবে। কেমন আছেন? আপনাকে দেখে অনেক অনেক ভালো লাগলো।
৯| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৬
রাসেল ভাই বলেছেন: জনতার সংগ্রাম চলবে.............।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৮
ধীবর বলেছেন: আমরা অপবাদ সইবো না। সামুকে অস্থিতিশীল করার যে কোন আমু ব্লগিয় ষড়যন্ত্রকে প্রতিহত করবোই ইনশাল্লাহ।
১০| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪
আই লাভ ইউ, ম্যান বলেছেন: ৪ নং কমেন্টে সহমত
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪০
ধীবর বলেছেন: ধন্যবাদ
১১| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০
ধীবর বলেছেন: ইকবাল ভাই, দুঃখিত সামুর নীতিমালার বিরুদ্ধে যায় বলে, কোথাকার কোন ব্লগারের নাম সম্বিলিত আপনার মন্তব্যটি মুছে দিলাম। মাইন্ড করবেন না প্লিজ। জানেন ই তো, আমাদের অনেক বদনাম। কোন সময় দেখবেন এটাইকেই ইস্যু করে ক্যাচাল শুরু করেছে। তবে যে তথ্য দিয়েছেন, সেটা সমন্ধে আমরা সবাই অবগত আছি
১২| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩
ক্ষুধিত পাষাণ বলেছেন: ক্যাচালবাজ ব্লগার আর তাদের সহযোগী মডারেশন প্যানেলের ২/৩ জন্য সদস্যের কুমতলব সাধারন ব্লগারদের অজানা নয়। কাজেই আমরা কখনওই "দিক ভ্রান্ত" হবোনা, কখনওই "অন্যমন্সক বসন্ত" হবোনা! +
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৯
ধীবর বলেছেন: যথার্থই বলেছেন ক্ষধিত পাষাণ ভাই। এদের মেধা দেখলে অবাক হতে হয়। কিছু গতবাধা বুলি ছাড়া তারাওন্য কিছু লিখতে পড়তে জানে না। অনেক ধন্যবাদ আপনাকে
১৩| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: জাতিয়তাবাদী এমন অনেক ব্লগার আছে যে কিনা ব্লগ জীবনে একটাও পোষ্ট দেয় নি জিয়া, খালেদা জিয়া, বা তারেক জিয়াকে নিয়ে তার পরেো সেই ব্লগার কে নিয়ে কিছু ইতর খিস্তি খেউর করে।
মাঝে মাঝে ভাবি এই ইতরগুলোর বাবা-মা গুলো কি একই রকম কি না???
জাতীয়তাবাদীরা সিন্ডিকেট করে তাহলে আমার পোষ্টে আপনার মন্তব্য পাই না কেন???
দাসত্বও কোন মন্তব্য করে না???
চান্দুও নাকি সিন্ডিকেট এর সদস্য সেও তো আমার পোষ্টে মন্তব্য করে না।
তাহলে এরা কোন সিন্ডকেটের সদস্য????
কিন্তু কিছু ইতরকে হাম্বা সিন্ডিকেটের প্রতিটি পোষ্টে দেখা যায়। এক শিয়ালে হুক্কা হুয়া করলে সব শিয়ালে হুয়া হুয়া বলে চিল্লাইতে থাকে।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১২
ধীবর বলেছেন: পুর্ণ সহমত পলাশ ভাই। এইভাবে দেখে না কেন? সিন্ডিকেট হলে আমাদের পোস্টে শত শত লাইক, শত শত কমেন্ট পড়তো। অথচ সেটা কি হয়? আর সিন্ডিকেট? হাহাহা। ওদের দরকার ক্যাচাল করার ছুতা। কিন্ত ওদের এই কুটচাল একদিন ওদেরকেই গ্রাস করবে।
অনেক ধন্যবাদ।
১৪| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৭
ব্লাক উড বলেছেন: আপনার পোস্টে দ্বিমত করার কিছুই নাই। তবে যে পোস্টে জাতিয়তাবাদিদের নিক/ নামগুলো উল্লেখ করেছিলেন-সেই ভাবে নামোল্লেখ্যের কোনো প্রয়োজন ছিলনা-যা আমার একান্তই ব্যাক্তিগত ধারনা।
পোস্টে প্লাস।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৩
ধীবর বলেছেন: কেউ খুত বের করতে চাইলে, অতি সামান্য বিষয় নিয়েও ক্যাচাল করতে পারে ব্লাক উড ভাই। তবে ভবিষ্যতে এই ধরণের ত্রুটি যেন এড়িয়ে যাওয়া যায়, তার দিকে খেয়াল রাখবো। অনেক ধন্যবাদ আপনাকে।
১৫| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪২
হাছুইন্যা বলেছেন: কেলান্ত হয়ে গেছি এই ২দিন পুলাপাইনের কান্নাকাটি দেখতে দেখতে
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬
ধীবর বলেছেন: আর বইলেন না হাছুইনা ভাই। দাত না উঠলেই বাছুর সব করে রব। তো কান্না কাটি করবো না তো কি করবো কথায় কথায় দেশপ্রেমের নমুনা তো দেখেন নাই। এই পোস্টে লাস্ট কমেন্ট দেখে আসেন।
Click This Link
হাস্তে হাস্তে মরে যাবেন
১৬| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: ধীবর ভাই ভাবতে অবাক লাগে যে সামুতে যারা চিহ্নিত গালিবাজ , মালটি বাজ তাদের ব্যপারে সামুর কোন পদক্ষেপ নেই অথচ জাতিয়তাবাদিদের উপর দিয়ে যত অবিচার
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭
ধীবর বলেছেন: আসামী ভাই, আমি আশাবাদি। ইতিমধ্যেই বদলের কিছু ছোয়া দেখা যাচ্ছে।
১৭| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫০
জুল ভার্ন বলেছেন: ধীবর ভাই, স্থান-কাল-পাত্র ভেদে কিছু কিছু সময় আসে-যেখানে সত্য খুব বেশী কোনঠাসা হয়ে পরে- সেই দুঃসময় বিরাজ করছে এখন সামুতে,প্রিয় সামুতে এখন সত্য নির্বাষণে। তাই আপনি ভাল কিছু বলতে চাইলেও আপনার বক্তব্যের ব্যাখ্যা হবে ভিন্ন ভাবে। এমতাবস্থায় নিরবতাই শ্রেয়। আমরা সব সময়ই সামুর কল্যাণ চেয়েছি, সামুর সাফল্য চেয়েছি-তাই আমরা সামুর নব্য রক্ষকদের চোখ রাংগানী আর রক্ত চক্ষু দেখেও সামু আকড়ে ধরে আছি, আকড়ে থাকবো-হয়ত সরবে নয়, নিরবে। সামুতে এখন একপক্ষকেই বলতে দিন-দেখুন সামু কতটা এগিয়ে যায়।
শুভ কামনা।
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪
ধীবর বলেছেন: শ্রদ্ধেয় জুলভার্ণ ভাই, আপনার মুল্যবান পরামর্শ সব সময়ই দিক নির্দেশক। আমরা তো চুপ করেই থাকি। আমরা কতজন লিখি বলেন? আর বেশি চুপ করে থাকলে এরা পেয়ে বসে। এই নিঃশ্চুপতার কারণেই লেখালেখির জগতে আপনার নখের যোগ্য নয় এমন কিছু ট্যাগবাজ আপনাকে অপমান করার ধৃস্টতা দেখিয়েছিলো।
আমরা কোন অবস্থাতেই আর এই ঘটনার পুনরাবৃত্তি হতে দিতে পারি না। এই অবস্থানই সামুকে শক্তিশালি করবে। অনেক অনেক ধন্যবাদ।
১৮| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ধীবর ভাই, প্রথমে একটা কথা বলি। আমাদের মাঝেই আমাদের একতা নেই। থাকলে কোন শুয়োরের বাচ্চা এমন আচরন করার সুযোগ পেতনা।
নেই কেন বল্লাম জানেন? হয়ত জানেনও
আপনার পোষ্টে উল্লেখিত পোষ্টে আমার নামও ছিল (যদিও নামটি আমি দেখিনি, পরে কার যেন একটা স্ক্রিন শটে দেখেছিলাম) আপনি সেটা তাদের প্রতিবাদে মুছে দিয়েছিলেন। কেন??? (একপ্রকার জানতে চাওয়ার মতই) এই যে কুকুরগুলোকে একবার লাই দিয়ে দিয়েছেন, তখন কুকুরগুলো বার বার আরো কঠিন কঠিন আবদার করে বসবে, এবং সেটাতেই থেমে থাকবেনা, বিভিন্ন ইস্যু টেনে আপনাকে/আমাদের আক্রমন করতে থাকবে। সুতারাং প্রথমেই তাদের অভিযোগ/আক্রমনে লাত্তি মারা উচিত। না মারার ফল আজ আপনার এই পোষ্ট। আসল কথা আমাদের একতা নেই, সময়ে অন্যের পাশে দাড়াইনা।
আরেকটা বিষয় বলি, মশিউর (বর্তমান দমকল) উনি আমাকে তাদেরই অভিযোগের কারণে আমাকে উনার ব্লগে আশা না কর্লেও উনার সাপোর্টে একটা কথা না বল্লেই নয়। কালকে একটা পোষ্ট দেখলাম উনার, যেটা কোন প্রকারেই সামু নীতিমালা পরিপন্থী হতেই পারেনা। খুবিই জোড়ালো এক্টা পোষ্ট ছিলো সেটা উনার বিরুদ্ধে গালি দেয়ার অভিযোগ খন্ডনে উনাকেই গালি দেয়া কিছু প্রমান সমেত পোষ্ট। কিন্তু সামু সেটা ৫ মিনিটেই মুছে দেন। কেন মুছে দিল জানাপা সেটা????
অথচ তার চাইতে জঘন্য গালিতে ভরা (স্ক্রীনশট ওয়ালা) পোষ্ট তার আগের দিনই দুই তিনটা এসেছে, এবং সেখানে কিন্তু জানাপা খুবিই গুরুত্ব সহকারে কমেন্টও করেছেন। এক পক্ষের পোষ্ট আপনি মুছে দিবেন, আবার অন্য কারো পোস্টে গিয়ে কমেন্ট দিবেন , এই ভিন্ন মূল্যায়নতো ব্লগমাতা হিসেবে কাম্য নয়।
পোস্টে ++
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০৯
ধীবর বলেছেন: ধন্যবাদ বৃস্টিভেজা ভাই। আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, তার স্বপক্ষ্যে কেউ কোন প্রমান উপস্থিত করতে পারেননি। সময়ের অভাবে সেই পোস্টটি আর আপডেট করা হয়নি। তাছাড়া মডারেশন এবং আমাদের একান্ত কিছু সুহৃদ তো এই ভাবে লিস্টি করার বিপক্ষ্যে মতামত দিয়েছিলেন। তাই লিস্টি যেমন ছিলো তেমনই আছে।
এতদিন আমি চেস্টা করেছিলাম, ভদ্রতা এবং সমতা রক্ষার্থে ভিন্ন মতের হলেও কারো কারো অনুরোধ রাখতে। কিন্ত আপনি যেমনটি বলছিলেন যে, তাদের খাই দিন দিন তো বেড়ে যাচ্ছিলই, উপরন্ত আড়ালে আবডালে বদনামই শুধু করে যাচ্ছিল। তাই আমার সিদ্ধান্ত হলো, ওদের কারো অনুরোধ আর রক্ষা করা হবে না।
আপনার মন্তব্য আশা করি আমাদের বোনের দৃস্টি আকর্ষন করতে পেরেছে। অনেক অনেক ধন্যবাদ।
১৯| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আরেক্টা কথা কৈ, জানা আপা রাগ করেন আর যাই করেন, হক কথাই কমু।
জাতীয়বাদীদের নিয়ে সিন্ডিকেট ব্লগিং হচ্ছে বলে কিছু বাললীগের জারজ (মাল্টি) পোষ্ট দিলেই সেখানে আপনি সাফাই গাইতে দৌড় দিতে পারেন, কিন্তু এই পোষ্ট আপনি যে ফিরেও তাকাবেন না তা গ্যারান্টি।
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১০
ধীবর বলেছেন: দেখুন, তার দৃস্টি আকর্ষনের জন্য বেশ কিছু নিয়মতান্ত্রিক উপায় রয়েছে। আমাদের প্রয়োজনে অবশ্যই সেই চ্যানেলে যোগাযোগ করবো।
২০| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০
ইউনুস খান বলেছেন: ধীবর ভাই,
কে কি বললো তাতে কি যায় আসে? আপনার যে ব্লগ পোস্টটিকে উদ্দেশ্য করে যে কয়েকজন মাল্টিনিকধারী ব্লগার ব্লগে অস্হিরতা সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে পাত্তা দেওয়ার কোন দরকার নেই।
অনেকদিনই হয়ে গেলো এইখানে ব্লগিং করি। কিন্তু আজ পর্যন্ত দেখলামনা জাতীয়তাবাদী ব্লগারদের কোন সিন্ডিকেট।
(আলোচনার ইচ্ছে আছে পোস্টে)
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১২
ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ইউনুস খান ভাই। আপনি অনেক পুরানো ব্লগার। আমি অনুরোধ করবো যেন এখানে এই ব্যাপারে আলোচনা করবেন, এবং সাপ্লিমেন্টারি একটি পোস্টও দেবেন। যাদের অপবাদদানকারি ক্যাচালবাজরা কর্তৃপক্ষ কিংবা সাধারণ ব্লগারদের বিভ্রান্ত না করতে পারে।
২১| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০১
জাকারিয়া মুবিন বলেছেন:
রক্ষা পেতে চাই অপরাজনীতির ছোবল থেকে।
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১২
ধীবর বলেছেন: ধন্যবাদ মুবিন ভাই।
২২| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৭
বুনো বলেছেন: ব্লগার ভুল উচ্ছ্বাসের পোস্ট মুছে দিয়ে কি কারণে কমেন্ট ব্যান করা হল জানতে চাই?
জানাকে দেওয়া লোনলিফাইটারের অকথ্য ভাষায় গালি ব্লগে প্রকাশ করা কি তার ভুল ছিল? যাকে কিনা একজন ট্যাগবাজ সাধু সাজিয়ে ব্লগে ফিরিয়ে আনতে চেয়েছিল।
জানাকে দেওয়া গালির প্রমাণের পোস্ট মুছে দেওয়া হয়, আর দিকভ্রান্তের পোস্ট নিজেই রেখে দিতে অনুরোধ করেন। এমন দ্বিমুখী নীতি আর কত!!
যত যাই বলুক, জানা আপার উত্তর পাড়ার সাথে বিশেষ খাতির থাকবেই। আর মডু তো একজন আছেই, যে ভীষণভাবে বিএনপি এবং জিয়া বিদ্বেষী। সামুরে আর কিছু বলেও লাভ নাই।
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৭
ধীবর বলেছেন: আামি মনে হয় একবার গিয়েছি ভুল উচ্ছাসের পোস্টে। অভিজ্ঞতার আলোকে বলতে চাই উনি খুব প্রতিশ্রুতিশীল একজন লেখক। যারা তার কথায় বিভ্রান্ত হয়ে, এই ধরনের প্রতিশ্রুতিশীল নবাগত লেখকদের এইভাবে রাশ টেনে ধরলে, সামুতে নতুন সম্ভাবনা আসবে না। তাতে সামুর ক্ষতি ছাড়া লাভ নেই।
আশা করি ব্লগ কর্তৃপক্ষ এই ব্যাপারটি সহৃদয়তার সাথে বিবেচনা করবেন। একথাও মনে করিয়ে দেয়া অন্যায় নয় যে, সামুর নীতিমালা অনুসারে কারো নামে অহেতুক রিপোর্ট করাটাও শাস্তিযোগ্য।
আমাদের সবার নিজ নিজ রাজনোইতিক অবস্থান থাকবেই। তবে মডারেটর হিসাবে কারোই উচিত হবে না সামুতে তার বহিঃপ্রকাশ ঘটানো । অনেক অনেক ধন্যবাদ বুনো ভাই।
২৩| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৭
ধ্রুব মহাকাল বলেছেন: ব্লগার ভুল উচ্ছাস ভাইকে কমেন্ট ব্যান ও জেনারেল করে দেয়া হইছে ।উনিতো কোন গালিবাজ না তবে কেন এই প্রহসণ ?
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৯
ধীবর বলেছেন: এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে আলাদা পোস্ট দেবো। যে কোন অন্যায় আচরন অংকুরেই ইতি টানা ভালো।
২৪| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সকল অপ রাজনীতি দেশ এবং সামু ব্লগ থেকে নিপাত যাক
চাই সুস্থ, সুন্দর একটি দেশ একটি সামু ব্লগ।
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২১
ধীবর বলেছেন: সহমত কান্ডারিভাই। এ জন্য অপরাজনীতির ধারক বাহকদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।
২৫| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২
আমিনুর রহমান বলেছেন: তবে ভাই দোষ কিন্তু আপনাকে দুই পক্ষেরই কম-বেশি আছে সামুকে অস্থির করার ক্ষেত্রে। সামু বাক-স্বাধীনতার সবচেয়ে বড় প্লাটফর্ম একটু সহনশীল আর নমনীয় হলেই এই প্লাটফর্ম কে সুস্থ ও সুন্দর রাখা যায়। আমরা কেন বুঝি না। আমরা ভিন্ন মতাদর্শের হতে পারি কিন্তু সামুতে আমরা সবাই ব্লগার একই পরিবারের সদস্য। তাহলে কেন এই গালিগালি !!!!!!! বুঝি না
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৫
ধীবর বলেছেন: জ্বি ভাই ঠিকই বলেছেন। বিনা উস্কানিতে শুধুমাত্র আওয়ামি বিরোধী বলেই যে মিথ্যা অপবাদ আর গালাগালি চলছিল, সেটা হজম করলেই ভালো হলো। সমমনারা যে গালি দিয়েছেন, সেটা যেচে পড়ে নয়, বরং অনেক দিন দেখতে দেখতে পালটা প্রতিবাদ হিসাবেই দিয়েছেন। ্কেউকে গালি আর অপবাদ দেবার আগে পালটা ঘাই খাবার হজমশক্তি না থাকলে, গালিগালি আর অপবাদ পরিহার করলেই তো সবার জন্য মঙ্গল হতো।
২৬| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪
ইকবাল পারভেজ বলেছেন: বাহ, কি অসাধারণ!!!! গালির প্রমাণসহ পোস্ট দেওয়াতে একজনের পোস্ট মুছে কমেন্ট ব্লক করে দেওয়া হয়, আর একজনের পোস্ট নিজে যেয়ে পোস্ট রেখে দেওয়ার অনুরোধ করা হয়
চলুক সামু এভাবেই ব্লগনীতির এক চোখা প্রয়োগ করে
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৫
ধীবর বলেছেন: ছবি কথা বলেছে ইকবাল ভাই। এখন সংক্লিস্টদের বিবেক জাগলেই হয়। অনেক অনেক ধন্যবাদ।
২৭| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
লক্ষ্যভেদী বলেছেন: সামুর মডারেশন স্বচ্ছতা নিয়ে কিছু আলোচনা করার চাইতে গু নিয়ে আলোচনা করাও অনেক ছওয়াবের কাজ।
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৭
ধীবর বলেছেন: লক্ষ্যভেদি ভাই, সামু আমাদের সবার। কারো একক সম্পত্তি তো নয়। তাই এর মঙ্গলের জন্যই আমাদের আলোচনা বা সমালোচনা করার অধিকার আমাদের আছে।
২৮| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮
শিপন মোল্লা বলেছেন: সামুতে সিন্ডিকেট অরা মানে বালই প্রথম শুরু করছে এর প্রমান আর দেবো কি সামু নিজেই জানে। অরা আজ আমাদের জাতীয়তাবাদীদের ব্লেম দিচ্ছে অথচ আমার ব্লগ জীবনের এই মাএ কয়দিন আগে থেকেই জাতীয়তাবাদী ব্লগারদের সাথে পরিচয় কথা হয়। আমি নিজেও অদের ব্লগেই বেশি মন্তব্য করেছি আর পড়ছি অদেরই পোস্ট । সিন্ডিকেট করে ব্লগিং করতে হবে আমি বিশ্বাস করিনা। এই মানসিকতা জাতীয়তাবাদী ব্লগারদের মাঝে নেই আর গালাগালিও জাতীয়তাবাদীরা করতে ভাল পারেনা। কিন্ত তারপরও যেহেতু কথা হচ্ছে তাহলে দুশে না হয় দুষিই হই।অকি বলেন ?
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩২
ধীবর বলেছেন: সামুতে সাড়ে চার বছর ধরে আছি। আমি দেখেছি কিভাবে নিজেদের মাৎসন্যায় এ ব্যাঘাত ঘটলে এরা তিলকে তাল বানিয়ে ব্লগে পরিবেশ নষ্ট করে। এই তো অতি সম্প্রতিই, বিশ্বজিত হত্যাকান্ডের পর এই নিয়ে যাতে ব্লগে প্রতিবাদের ঝড় না বইতে পারে, সেকারনে এরা তুচ্ছ বিষয় নিয়ে পোস্ট ড্রাফটের নাটক করেছিল। এটা নতুন কিছু নয়।
জাতিয়তাবাদি যাদের চুলকানি, ওরা আওয়ামি লিগেরও আপন কেউ নয়। কারণ সেই পার্টির সংবিধান অনুযায়ি আওয়ামি লীগ বাঙালি জাতিয়বাদে বিশ্বাস করে। অনেক ধন্যবাদ আবু শিথি ভাই।
২৯| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭
ইমুব্লগ বলেছেন: কোনো শরতবাবু, ভারতবাবু'দিওয়ানাদের চোখ রাংগানীকে কেয়ার করিনা-জাতিয়তাব্দীদের সাথে আছি, সাথেই থাকবো।প্রয়োজনে শরত-দিওয়ানাদের হাতে বারবার শহীদ হবো।
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩
ধীবর বলেছেন: ভদ্রতা নম্রতাকে কেউ দুর্বলতা ভাবলে সেটা হবে মস্ত বড় ভুল। ধন্যবাদ ইমুব্লগ ভাই।
৩০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪
হাছন রাধা করিম বলেছেন: ভালোই বলেছেন। সামুতে দেখছি সদরঘাটের অবস্হা হয়ে গিয়েছে। আর ব্লগমাতা নিজেই দ্বিমুখী নীতি অবলম্বন করা আরম্ভ করেছেন। আফসোস।
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৪
ধীবর বলেছেন: এই অবস্থা উত্তরণে আমাদের সবাইকে এগিয়ে আসলে হবে। কথায় আছে না কাদলে মা-অ বাচ্চাকে দুধ দেয় না। ধন্যবাদ হাছন ভাই।
৩১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: মুজিবতো আর সাধেই বাকশাল ও চারটি পত্রিকা বৈধ করেননি। বর্তমান BALদের মধ্যেও বাকশালী ভাব সুস্পষ্ট। তাদের কথা হল তারা যা ভাবে সেটাই গোটা বাংলাদেশের মানুষকে ভাবতে হবে। এই ব্লগ সকল বাংলাদেশীদের জন্যই উন্মূক্ত যদি সামুর নীতিমালা মেনে চেলে। এই গুলো মেনে যদি নিজস্ব বা দলীয় চিন্তা-চেতনা বা কর্ম শান্তিপূর্ণ ভাবে তুলে ধরে তাহলে সমস্যা কোথায়? ঐ সেই ঘুরে ফিরে বাকশাল। তাই আমি মনে করি খালেদা জিয়ার বিএনপি এবং তাদের জোট কঠোর আন্দোলন চালিয়ে দেশকে বাকশালী প্রেতাত্নার কবল থেকে মূক্ত করুক। তা না হলে সামুতেও অবস্থার পরিবর্তন হবে না। এখন অবস্থা এমন যে আপনি সাতার কাটবেন তবে সেটা হতে হবে হাত পা বেধে।
ধন্যবাদ ভাই।
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৭
ধীবর বলেছেন: ৭৫ আর ২০১৩ সাল এক নয়।। তাই শত চেস্টাতেও বাকশালি প্রেতাত্মাকে আর পুনরুজ্জিবিত করা যাবে না। আমাদের চেস্টা থাকবে, যেন সবার বাকস্বাধীনতাকে সমুন্নত রাখা যায়। তবে বাক স্বাধীনতার নামে দেশ দ্রোহ, স্বেচ্ছাচার অপমান গালাগালি এইসবের বিরুদ্ধে প্রতিবাদ চলবেই। অনেক ধন্যবাদ বা জি ভাই।
৩২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৩
সবুজ ভীমরুল বলেছেন: ধীবর ভাই, আপনি সেই পোস্টে যাদের নাম উল্লেখ করেছিলেন, তারা বেশির ভাগই কমেন্ট করেন, পোস্ট দেন খুবই কম। কিন্তু তারা দেশের ছুপা সুশিলদের মতামতের বি্রোধিতা করেন বলে হঠাৎ সিন্ডিকেট বলে মুখে ফেনা তুলে নাকি কান্না শুরু করেছে। আম জনতার সাপোর্ট না পাবার কারনে তারা নিজেরাই, ব্লগে এসে নোংরা গালিবাজির সিন্ডিকেট খুলে বসেছে।
কোন আম ব্লগার ইসলাম বা তাদের মতামত বিরোধী পোস্ট দিলেই সেখানে নেড়ি কুকুরের মত লেজ নাড়াতে নাড়াতে এসে হাজির হয়ে নোংরামি শুরু করে।
জানা'পা কি বুঝতে পারছেন না? যে, আমরা আম (বা জাতীয়তাবাদিরা) কখনই সামুর বিরোধিতা করব না, সামু যতই আমাদের ইগনোর করুক না কেন, কারন অন্যান্য ব্লগের মত সামু কোন এজেন্ডা বাস্তবায়ন করেনা।
আমি খুব অবাক হয়েছি গালিগালাজের প্রমান পেয়েও জানা'পা কেন সেই ব্লগারের পোস্ট রেখে দেবার অনুরোধ করেছে!!
জানা'পা কে বলছি আমরা আম ব্লগাররাই কিন্তু সামুকে ভালবেসে সামুর পাশে আছি। যদি ব্লগারদের মধ্যে গনভোট হয় তাহলে সামুই সবচেয়ে বেশী ভোট পাবে, যারা ভোট দেবে তারা বেশীর ভাইগই আম ব্লগার।
আর গালিবাজদের কথা আর কি বলব!! যেদিন এক বিশিষ্ট ব্লগার!!(যিনি টক-শো তে কাইত হইয়া বসেন) বলে বসলেন সামু এখন ছাগুদের খোয়াড়, তখনই ঐসব সুশীলদের মুখোশ খুলে গেছে। আর তার গং সামুতে এসে হুক্কা হুয়া করছে।
অনেক ধন্যবাদ আপনাকে!
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৯
ধীবর বলেছেন: পুর্ণ সহমত সবুজ ভীম্রুল ভাই। আসলে গালাগালি আর মাস্তানিতে বাধা পেয়ে কারো কারো মানসিক অশান্তি চরমে পৌছেছে বলেই এত গাত্রদাহ। আমি দমকল ভাইয়ের একটি পোস্টে যা দেখেছি, তাতে আমি মডু হলে, ওদের মাথা মুড়িয়ে ঘোল ঢেলে ব্লগ থেকে বের করে দিতাম। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
৩৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৬
স্বাধীন শোয়েব বলেছেন: আমু কোন ব্লগ হইলো নাকি। ২ণ্টায় ৩-৪ কমেন্ট ও পড়েনা। অথচ ওই ব্লগ টাই একটা সিন্ডিকেট।
জাতীয়তাবাদীরা সিন্ডিকেট করলে সমস্যা কি? ছাগু রা সিন্ডিকেট করে, হাম্বা রা করে। আমরা করলে কি সমস্যা।
জানা আপাকে ছাগু গালি দিলেও কিছু হয়না। স্টকহোমে ভুগছেন নাকি উনি?
বাকসাল চিরকালের বাকসাল। সামুও বাকশালীদের হাত থেকে রেহাই পাবেনা সময় হলে। লীগের চামচামি করে লাভ নাই।
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৩
ধীবর বলেছেন: বাকশালিদের হাত আগেও ভেঙ্গে দেয়া হইয়েছে। ভবিষ্যতেও ভেঙ্গে দেয়া হবে। আর সিন্ডিকেট বলে যে অপবাদ দেয়া হয়েছে, সেটা নির্দোষ দুটি পোস্টের কারণে। এর বিশদ ব্যাখা আমি এই পোস্টেই দিয়েছি। এখানে জাতিয়তাবাদি কোন সিন্ডিকেটের ব্যাপার নেই। থাকলে, আমাদের এক এক জনের পোস্ট সুপার হিট হয়ে যেতো।
আর জানা আমাদের বোন। আমাদের ক্ষমতা থাকলে, তাদের নিন্দা বা গালি দেয়াদের অক্ষম করে দেয়া হতো। যেহেতু উনি সেই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে সক্ষম, তাই ব্যাপারটা উনিই দেখবেন। তবে ভাই হিসাবে আমরা প্রবল প্রতিবাদ অবশ্যই করবো।
অনেক ধন্যবাদ শোয়েব ভাই।
৩৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:২১
নষ্ট শয়তান বলেছেন: আসসালামুয়ালাইকুম ধীবর ভাই। আমি খুব সামান্য কয়দিন লেখালেখি করছি আমার নিজের বিশ্বাসের ওপর। শুনছিলাম সামু নাকি সব মত প্রকাশে নিরপেক্ষ। এই কি নিরপেক্ষতা?
তা হলে বলে দিন আর লিখব না। আর যা হোক এখানে অপমান হতে আসিনি।
কিভাবে নোংরা গালিবাজগুলো থেকে উচ্ছাসকে ব্যান করা হয়?
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭
ধীবর বলেছেন: ওয়ালিকুম আসসালাম নস্ট শয়তান ভাই। নিরপেক্ষ বলে কিছু আছে বলে জানা নেই। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। আমি শুনেছি এই ধরণের একটা ঘটনা। অবাক হইনি।
৩৫| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭
আমি ভূমিপুত্র বলেছেন: ধীবর ভাই বৃষ্টি ভেজা ছাগুদের পক্ষে মন্তব্য দিতো। গোলাম আযমকে গালি দেওয়া হলে সেও পাল্টা গালি দিতো। এদের সাথে আর ভাল ব্যাবহার করতে যাইয়েন না। সয়ম পেলে আমার ব্লগ বাড়ি ঘুরে আসবেন।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮
ধীবর বলেছেন: ইনশাল্লা আপনার অনুরোধ রক্ষা করার চেস্টা করবো। আর এর আগেও এ ধরণের অভিযোগ এসেছিল। যেহেতু আপনি নতুন ব্লগার, তাই বিশ্বাস করি যে প্রমানগুলি দেখেই আপনি অভিযোগটি করেছেন। সেই প্রমানগুলি শেয়ার করলে কৃতার্থ হবো।
৩৬| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪
রাহী আবদুল্লাহ বলেছেন: জাতীয়তাবাদি সিন্ডিকেট বলে কোনো সিন্ডিকেট নাই। যদি থাকতো-তাহলে দাসত্ব, ধীবর, জুলভার্নদের কেউনা কেউ অন্তত কোনো দিন আমার একটা পোস্টে অন্তত একটা মন্তব্য করতেন। +
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১
ধীবর বলেছেন: ধন্যবাদ রাহী ভাই। আসলে আপনার অভিযোগটিই প্রমান করে, অন্তত আমি একজন সুহৃদ সহব্লগার হতে পারিনি। তবে ইচ্ছাকৃত নয় ভাই। আমি খুব কম সময় নিয়ে ব্লগে থাকি ব্যাক্তিগত ব্যাস্ততার জন্য। তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন আশা করি। আর সিন্ডিকেটের ধুয়া তুলে কাদের স্বার্থ উদ্ধার করা হয়েছে, সেটা দিব্যি দেখতে পারছি।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১২
মদন বলেছেন: সামুতে ট্যাগিং দিন দিন মারাত্বক আকার ধারন করেছে।