নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

ধীবর

সাংবাদিক কলামিস্ট

ধীবর › বিস্তারিত পোস্টঃ

ঐ সব লিস্ট ফিস্ট করে জাতিয়তাবাদি ব্লগারদের দমানো যাবে না।

০৩ রা মে, ২০১৩ ভোর ৬:২৭

(ক্রমাগত ঘটনাপ্রবাহ এবং বেশ কিছুদিন সামু বন্ধ থাকার কারণে, সম্মানিত পাঠকদের মন্তব্যের উত্তর দিতে দেরি হলো। এজন্য একান্ত দুঃখিত)





ব্যাক্তিগত ব্যাস্ততার কারণে খুব একটা আশা হয় না। তাছাড়া সাভার ট্রাজেডির কারণেও মন খারাপ ছিল। খুব হতাশার মধ্যে ছিলাম।



এই ঘটনায় দোষ আমি সবাইকেই দেবো। মালিক-প্রকৌশলি-সরকার-রাজনৈতিক দল - রাজউক - ইউ এন ও - বিজিএমই সবার দোষ আছে। দোষটা হলো এরা সবাই টাকার জন্য নিজের বিবেককে বিক্রি করে ফেলেছেন। একারণেই সামান্য ভাত কাপড়ের আশায় দিন রাত পরিশ্রম করা শ্রমিকরা বাধ্য হয়েই জীবনের ঝুকি নিয়ে কাজ করে চলেছিলেন।



যদিও কথাটা শুনতে খারাপ শোনাবে, তাও বলতে হয় যে আমাদের মধ্যে চলমান অনৈক্য কেবলমাত্র ঐক্যে বদল হয় প্রাণ ঝরে যাবার পরেই। আগে নয়।



স্বাধীন বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বা মনুষ্য সৃস্ট দুর্যোগে যখন অনেক প্রাণহানির ঘটনা ঘটে তখনই দেখা যায় দল মত নির্বিশেষ সবাই কাধে কাধ মিলিয়ে আর্ত মানবতার সেবায় নিয়োজিত।



আমাদের ঐক্যেবদ্ধ হবার জন্য প্রাণহানি ঘটার উপলক্ষ্যের শর্তখানি ভীষন দুর্ভাগ্যজনক।



তবে সশ্রদ্ধ সালাম জানাই সেই সব দেশে বা প্রবাসি মানুষদের, যারা সাভার ট্রাজেডির পেছনে শ্রম অর্থ সময়, সব কিছু নির্স্বার্থভাবে দান করেছেন। যারা ব্লগে বা ফেইসবুকে নিয়মিত সাহায্য চেয়ে আপডেট দিয়েছেন, তারাই আসল মানুষ, আসল ব্লগার। তাদের রাজনৈতিক আদর্শ যাই হোক, আমি তাদের বাংলা মায়ের সর্বোত্তম সন্তান হিসাবেই সালাম করছি।



তবে দেশের শোকের আবহ না কাটতেই আবার নোংরামি শুরু হয়ে গিয়েছে।



দেশের মানুষদের ধর্মানুভুতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে সরকার থেকে ইসলাম বা ধর্মবিদ্বেষি ব্লগারদের তালিকা চেয়ে আহবান করা হয়েছিল। তাতে কতটা আন্তরিকতা ছিল বা আছে, সেই তর্কে যাবো না। তবে অন্তত একটা চিহ্নিত (মগাচিপ বলে কুখ্যাত) এখন গারদে। এটা সুস্থ পরিবেশের জন্য খুবই দরকার ছিল।



যদিও প্রাথমিকভাবে তাকে সরকারিভাবেই পাহারা দিয়ে রাখা হয়েছিল। পরে আমার দেশ পত্রিকা থলের বিড়াল বের করে দেওয়াতে সরকার আন্তরিকভাবে হোক কিংবা লোক দেখানো, তাকে সহ বেশ কিছুকে গারদে পুরেছে।



অবশ্য জানা গিয়েছে যে, ইসলাম বিরুদ্ধে কোন কথা না লিখেই দুই একজন একই অভিযোগে গ্রেফতার হয়েছেন। তাদের বড় দোষ ছিল যে তারা সরকার বিরোধী কিছু লেখা লিখেছিলেন। বিশেষ করে শাহাবাগ আন্দোলনকে হাইজ্যাক করার বিরুদ্ধে এরা সরব ছিলেন।।



যাদের স্বভাব নোংরা, তারা এই অজুহাতটা লুফে নিয়ে সুযোগের সদব্যাবহারের অপচেস্টা করেছে। ইসলাম বিদ্বেষি এই রকম অভিযোগ বানিয়ে ডিবির কাছে ব্লগারদের একটা তালিকা দিয়েছে, যে তালিকার মধ্যে প্রধান বেশিরভাগ নিকই জাতিয়তাবাদি বলে বহুল প্রচলিত।





যেমন দাসত্ব, জুলভার্ণ, চাপাডাঙ্গার চান্দু, বিডি আইডল, জাতির নানা, ঘুমকাতুর, ভুল উচ্ছাস, নস্ট শয়তান, কবি ও কাব্য, বাংলার হাসান, আবু শিথি, কায়সার সামিল, সীমানা পেরিয়ে, ধ্রুব মহাকাল



সামুর সাধারণ ব্লগাররা খুব ভালো করেই এদের লেখা এবং আদর্শের সাথে পরিচিত। আরো যারা আছেন, তারা নবীন হলেও ইতিমধ্যেই তাদের ক্ষুরধার লেখনির মাধ্যমে ব্লগে নিজেদের মেধার পরিচয় প্রতিষ্ঠিত করে ফেলেছে।





(নিজের নিকটা ইচ্ছা করেই উহ্য রাখলাম। কারণ আমি খুবই সাধারণ মানের একজন সাধারণ ব্লগার। তবে লিস্টে নাম আছে।)





ইসলাম বিদ্বেষ তো অনেক দুরের কথা, কেবলমাত্র সরকারের কর্মকান্ডের যৌক্তিক বিরোধীতা ছাড়া এদের অন্য কোন দোষ ধরা বাতুলতা মাত্র।



মিডিয়া গ্রাস করে এখন অন্তর্জালে মিথ্যা প্রচারণা চালানোতে নিয়োজিত পেইড আওয়ামি ব্লগারদের পথের কাটা হওয়াতেই জাতিয়তাবাদি আদর্শের ব্লগারদের বিরুদ্ধে এমন ঘৃণ্য পথ বেছে নিয়েছে নোংরা কিছু লোকজন।



কারণ এই জাতিয়তাবাদি ব্লগাররাই একের পর এক মিথ্যার বেসাতি করা, স্বাধীনতার চেতনা নিয়ে ব্যাবসা করে আওয়ামি লিগ আর তার পোষ্য ব্লগারদের মিথ্যা প্রতিষ্ঠার পথে দেয়াল হয়ে দাড়িয়েছিল।



শুধু বিরোধীতার খাতিরে নয়, বরং তথ্য প্রমান আর ইতিহাস ঘেটেই এই সব আওয়ামি মিথ্যাচারের উপযুক্ত জবাব দেওয়াতেই, আওয়ামি পন্থিদের চক্ষুশুল হতে হয়েছে।



এর আগে ব্লগে ছাগু ফাইটিং এর নামে আওয়ামি বিরোধী বিশেষ করে জাতিয়তাবাদি ব্লগারদের ট্যাগিং করে কোনঠাসা করার হীন পন্থাটি মাঠে মারা যাবার কারণে, এরা এই নোংরা পথ ধরেছে।



বাংলাদেশ একটা ছোট দেশ। তাই এখানে কে কোথায় কি করছে, সেই খবর বের করে আনা খুব দুরুহ ব্যাপার তো নয়। শ্রেফ আদর্শিক বিরোধী বলেই লিস্টি বানিয়ে একাধিক ব্লগারদের জীবন দুর্বিসহ করার ষড়যন্ত্রকারিদের পরিচয়ও উন্মুক্ত হচ্ছে।



এই হীন ষড়যন্ত্রের কারণে উপরে উল্লেখিত অন্তত একজন ব্লগারকে আত্মগোপন করতে হয়েছে।





এই ষড়যন্ত্রকারিদের মধ্যে অন্তত দুইজন সামুতেই দিন নেই রাত নেই পড়ে থাকে। আত্মসম্মানবোধহীন , নিম্ন রুচির স্থুল মগজের দলিয় প্রচারণা চালানো এই দুইজন সারা দিন ভবঘুরের মত বিভিন্ন পোস্টে ঘুরে বেড়ায়। দলিয় স্তুতিবাজ লেখা সে যত নিম্ন মানেরই হোক, সেখানে গিয়ে এরা হাততালি দেয়। আর আওয়ামি বিরোধি হলে যত যৌক্তিক হোক, সেখানে গিয়ে তার তাদের গোবর ভরা মস্তিকের আবর্জনা উস্কে দেয়। বলাই বাহুল্য, এদের মুল্য কানাকড়িও নয়।



তাই যুক্তি তর্কে বার বার চপেটাঘাত খেয়ে এখন বিরোধী মতানুলম্বি ব্লগারদের অন্য ভাবে শায়েস্তা করার ষড়যন্ত্রে এরা লিপ্ত হয়েছে।



এদের বাইরে অন্তত আরো ৩ জনের কথা শোনা গিয়েছে, যাদের পরিচয় হচ্ছে বাইরে থেকে গুটি চেলে সামুর পরিবেশ নোংরা করে আওয়ামি বাকশাল প্রতিষ্ঠা করা। এদের অন্তত একজনকে শাহাবাগের আন্দোলনের সময় প্রায়ই টক শোতে চাপাবাজি করতে দেখা যেতো।



আর শেকর হচ্ছে সামুর ঘোর বিরোধি বলে পরিচিত গালাগালি আর খিস্তি খেউরের আখড়া বলে পরিচিত আরেকটা ব্লগের কর্ণধার দুইজন। কথিত আছে, এরা হাসিনার উপদেস্টা এইচ টি ইমামের "আশির্বাদপুস্ট" বলে ধরা কে সরা জ্ঞান করে থাকে।



সবচেয়ে দুঃখজনক হচ্ছে সামুর মডারেশনে থাকা একজনের এই ষড়যন্ত্রে সাথী হওয়ার অভিযোগ।



এরা ভুলে গিয়েছে যে সরকার ক্ষমতায় আছে আর মাত্র কয়েকমাস। ইতিমধ্যেই সরকারের বিভিন্ন কর্মকান্ডে সাধারণ মানুষ বিতশৃদ্ধ। এবং নেহায়াত পৃথিবি উলটে না গেলে এই আওয়ামি লিগ সরকার আর ক্ষমতায় থাকছে না।



এমতাবস্থতায় শ্রেফ বিরোধী মতের বলেই হয়রানি করার হীন মানসিকতা থেকে সরকারের এই শেষ সময়ে যে ষড়যন্ত্র করা হয়েছে, সেটির মেয়াদও বেশিদিনের নয়।



এর পর? আওয়ামি লিগ ক্ষমতায় আছে বলেই অন্যায় করেও এখন বুক ফুলে চলছেন। আওয়ামি লিগ ক্ষমতা থেকে যাবার পর, সেই শক্তি কি আপনাদের আর থাকবে?



তখন কি অন্তত একজন ইটের বদলে পাটকেল মারবে না বলে মনে করেছেন? এধরণের ভাবনা যে খুবই ভুল, সেটা সময়েই প্রমানিত হবে।



আপনার নিজ দ্বায়িত্বেই যখন সীমা অতিক্রমের ঝুকি নিয়েছেন, তাহলে সেটা সামলানোর ভারটাও আপনাদেরই।





ব্যাক্তিগত ব্যাস্ততার কারণে খুব একটা আশা হয় না। তাছাড়া সাভার ট্রাজেডির কারণেও মন খারাপ ছিল। খুব হতাশার মধ্যে ছিলাম।



এই ঘটনায় দোষ আমি সবাইকেই দেবো। মালিক-প্রকৌশলি-সরকার-রাজনৈতিক দল - রাজউক - ইউ এন ও - বিজিএমই সবার দোষ আছে। দোষটা হলো এরা সবাই টাকার জন্য নিজের বিবেককে বিক্রি করে ফেলেছেন। একারণেই সামান্য ভাত কাপড়ের আশায় দিন রাত পরিশ্রম করা শ্রমিকরা বাধ্য হয়েই জীবনের ঝুকি নিয়ে কাজ করে চলেছিলেন।



যদিও কথাটা শুনতে খারাপ শোনাবে, তাও বলতে হয় যে আমাদের মধ্যে চলমান অনৈক্য কেবলমাত্র ঐক্যে বদল হয় প্রাণ ঝরে যাবার পরেই। আগে নয়।



স্বাধীন বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বা মনুষ্য সৃস্ট দুর্যোগে যখন অনেক প্রাণহানির ঘটনা ঘটে তখনই দেখা যায় দল মত নির্বিশেষ সবাই কাধে কাধ মিলিয়ে আর্ত মানবতার সেবায় নিয়োজিত।



আমাদের ঐক্যেবদ্ধ হবার জন্য প্রাণহানি ঘটার উপলক্ষ্যের শর্তখানি ভীষন দুর্ভাগ্যজনক।



তবে সশ্রদ্ধ সালাম জানাই সেই সব দেশে বা প্রবাসি মানুষদের, যারা সাভার ট্রাজেডির পেছনে শ্রম অর্থ সময়, সব কিছু নির্স্বার্থভাবে দান করেছেন। যারা ব্লগে বা ফেইসবুকে নিয়মিত সাহায্য চেয়ে আপডেট দিয়েছেন, তারাই আসল মানুষ, আসল ব্লগার। তাদের রাজনৈতিক আদর্শ যাই হোক, আমি তাদের বাংলা মায়ের সর্বোত্তম সন্তান হিসাবেই সালাম করছি।



তবে দেশের শোকের আবহ না কাটতেই আবার নোংরামি শুরু হয়ে গিয়েছে।



দেশের মানুষদের ধর্মানুভুতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে সরকার থেকে ইসলাম বা ধর্মবিদ্বেষি ব্লগারদের তালিকা চেয়ে আহবান করা হয়েছিল। তাতে কতটা আন্তরিকতা ছিল বা আছে, সেই তর্কে যাবো না। তবে অন্তত একটা চিহ্নিত (মগাচিপ বলে কুখ্যাত) এখন গারদে। এটা সুস্থ পরিবেশের জন্য খুবই দরকার ছিল।



যদিও প্রাথমিকভাবে তাকে সরকারিভাবেই পাহারা দিয়ে রাখা হয়েছিল। পরে আমার দেশ পত্রিকা থলের বিড়াল বের করে দেওয়াতে সরকার আন্তরিকভাবে হোক কিংবা লোক দেখানো, তাকে সহ বেশ কিছুকে গারদে পুরেছে।



অবশ্য জানা গিয়েছে যে, ইসলাম বিরুদ্ধে কোন কথা না লিখেই দুই একজন একই অভিযোগে গ্রেফতার হয়েছেন। তাদের বড় দোষ ছিল যে তারা সরকার বিরোধী কিছু লেখা লিখেছিলেন। বিশেষ করে শাহাবাগ আন্দোলনকে হাইজ্যাক করার বিরুদ্ধে এরা সরব ছিলেন।।



যাদের স্বভাব নোংরা, তারা এই অজুহাতটা লুফে নিয়ে সুযোগের সদব্যাবহারের অপচেস্টা করেছে। ইসলাম বিদ্বেষি এই রকম অভিযোগ বানিয়ে ডিবির কাছে ব্লগারদের একটা তালিকা দিয়েছে, যে তালিকার মধ্যে প্রধান বেশিরভাগ নিকই জাতিয়তাবাদি বলে বহুল প্রচলিত।





যেমন দাসত্ব, জুলভার্ণ, চাপাডাঙ্গার চান্দু, বিডি আইডল, জাতির নানা, ঘুমকাতুর, ভুল উচ্ছাস, নস্ট শয়তান, কবি ও কাব্য, বাংলার হাসান, আবু শিথি, কায়সার সামিল, সীমানা পেরিয়ে, ধ্রুব মহাকাল



সামুর সাধারণ ব্লগাররা খুব ভালো করেই এদের লেখা এবং আদর্শের সাথে পরিচিত। আরো যারা আছেন, তারা নবীন হলেও ইতিমধ্যেই তাদের ক্ষুরধার লেখনির মাধ্যমে ব্লগে নিজেদের মেধার পরিচয় প্রতিষ্ঠিত করে ফেলেছে।





(নিজের নিকটা ইচ্ছা করেই উহ্য রাখলাম। কারণ আমি খুবই সাধারণ মানের একজন সাধারণ ব্লগার। তবে লিস্টে নাম আছে।)





ইসলাম বিদ্বেষ তো অনেক দুরের কথা, কেবলমাত্র সরকারের কর্মকান্ডের যৌক্তিক বিরোধীতা ছাড়া এদের অন্য কোন দোষ ধরা বাতুলতা মাত্র।



মিডিয়া গ্রাস করে এখন অন্তর্জালে মিথ্যা প্রচারণা চালানোতে নিয়োজিত পেইড আওয়ামি ব্লগারদের পথের কাটা হওয়াতেই জাতিয়তাবাদি আদর্শের ব্লগারদের বিরুদ্ধে এমন ঘৃণ্য পথ বেছে নিয়েছে নোংরা কিছু লোকজন।



কারণ এই জাতিয়তাবাদি ব্লগাররাই একের পর এক মিথ্যার বেসাতি করা, স্বাধীনতার চেতনা নিয়ে ব্যাবসা করে আওয়ামি লিগ আর তার পোষ্য ব্লগারদের মিথ্যা প্রতিষ্ঠার পথে দেয়াল হয়ে দাড়িয়েছিল।



শুধু বিরোধীতার খাতিরে নয়, বরং তথ্য প্রমান আর ইতিহাস ঘেটেই এই সব আওয়ামি মিথ্যাচারের উপযুক্ত জবাব দেওয়াতেই, আওয়ামি পন্থিদের চক্ষুশুল হতে হয়েছে।



এর আগে ব্লগে ছাগু ফাইটিং এর নামে আওয়ামি বিরোধী বিশেষ করে জাতিয়তাবাদি ব্লগারদের ট্যাগিং করে কোনঠাসা করার হীন পন্থাটি মাঠে মারা যাবার কারণে, এরা এই নোংরা পথ ধরেছে।



বাংলাদেশ একটা ছোট দেশ। তাই এখানে কে কোথায় কি করছে, সেই খবর বের করে আনা খুব দুরুহ ব্যাপার তো নয়। শ্রেফ আদর্শিক বিরোধী বলেই লিস্টি বানিয়ে একাধিক ব্লগারদের জীবন দুর্বিসহ করার ষড়যন্ত্রকারিদের পরিচয়ও উন্মুক্ত হচ্ছে।



এই হীন ষড়যন্ত্রের কারণে উপরে উল্লেখিত অন্তত একজন ব্লগারকে আত্মগোপন করতে হয়েছে।





এই ষড়যন্ত্রকারিদের মধ্যে অন্তত দুইজন সামুতেই দিন নেই রাত নেই পড়ে থাকে। আত্মসম্মানবোধহীন , নিম্ন রুচির স্থুল মগজের দলিয় প্রচারণা চালানো এই দুইজন সারা দিন ভবঘুরের মত বিভিন্ন পোস্টে ঘুরে বেড়ায়। দলিয় স্তুতিবাজ লেখা সে যত নিম্ন মানেরই হোক, সেখানে গিয়ে এরা হাততালি দেয়। আর আওয়ামি বিরোধি হলে যত যৌক্তিক হোক, সেখানে গিয়ে তার তাদের গোবর ভরা মস্তিকের আবর্জনা উস্কে দেয়। বলাই বাহুল্য, এদের মুল্য কানাকড়িও নয়।



তাই যুক্তি তর্কে বার বার চপেটাঘাত খেয়ে এখন বিরোধী মতানুলম্বি ব্লগারদের অন্য ভাবে শায়েস্তা করার ষড়যন্ত্রে এরা লিপ্ত হয়েছে।



এদের বাইরে অন্তত আরো ৩ জনের কথা শোনা গিয়েছে, যাদের পরিচয় হচ্ছে বাইরে থেকে গুটি চেলে সামুর পরিবেশ নোংরা করে আওয়ামি বাকশাল প্রতিষ্ঠা করা। এদের অন্তত একজনকে শাহাবাগের আন্দোলনের সময় প্রায়ই টক শোতে চাপাবাজি করতে দেখা যেতো।



আর শেকর হচ্ছে সামুর ঘোর বিরোধি বলে পরিচিত গালাগালি আর খিস্তি খেউরের আখড়া বলে পরিচিত আরেকটা ব্লগের কর্ণধার দুইজন। কথিত আছে, এরা হাসিনার উপদেস্টা এইচ টি ইমামের "আশির্বাদপুস্ট" বলে ধরা কে সরা জ্ঞান করে থাকে।



সবচেয়ে দুঃখজনক হচ্ছে সামুর মডারেশনে থাকা একজনের এই ষড়যন্ত্রে সাথী হওয়ার অভিযোগ।



এরা ভুলে গিয়েছে যে সরকার ক্ষমতায় আছে আর মাত্র কয়েকমাস। ইতিমধ্যেই সরকারের বিভিন্ন কর্মকান্ডে সাধারণ মানুষ বিতশৃদ্ধ। এবং নেহায়াত পৃথিবি উলটে না গেলে এই আওয়ামি লিগ সরকার আর ক্ষমতায় থাকছে না।



এমতাবস্থতায় শ্রেফ বিরোধী মতের বলেই হয়রানি করার হীন মানসিকতা থেকে সরকারের এই শেষ সময়ে যে ষড়যন্ত্র করা হয়েছে, সেটির মেয়াদও বেশিদিনের নয়।



এর পর? আওয়ামি লিগ ক্ষমতায় আছে বলেই অন্যায় করেও এখন বুক ফুলে চলছেন। আওয়ামি লিগ ক্ষমতা থেকে যাবার পর, সেই শক্তি কি আপনাদের আর থাকবে?



তখন কি অন্তত একজন ইটের বদলে পাটকেল মারবে না বলে মনে করেছেন? এধরণের ভাবনা যে খুবই ভুল, সেটা সময়েই প্রমানিত হবে।



আপনার নিজ দ্বায়িত্বেই যখন সীমা অতিক্রমের ঝুকি নিয়েছেন, তাহলে সেটা সামলানোর ভারটাও আপনাদেরই।



মন্তব্য ৬৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৩ ভোর ৬:৪৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: আমার ব্লগে কোনো বিএনপি বিরোধী লেখা কখনো কেউ খুজে পাবে না। সচেতনতামূলক বা জামাত শিবিরের বিরুদ্ধেই সব লেখা এবং জামাত শিবিররের ব্লগারদের যারা সমর্থন দিতে এসেছে তাদের বিরুদ্ধেই গেছি। আমরা আপনাদের শত্রু- এটা আপনারা বানিয়ে নিয়েছেন।

আপনাদের পুরো ব্লগিং লাইফই কেটেছে আওয়ামী বিরোধী লেখালেখি করে সত্য এবং মিথ্যা যাই হোক সেভাবেই। আর অবসর কাটিয়েছেন যারা জামাত শিবির বিরোধী লেখালেখি বা কমেন্ট করে তাদের অ্যাটাক করে।

বুঝিনা এতে আপনাদের লাভটা কোথায়। বিএনপি বা খালেদা জিয়া আপনাদের কোথায় কোন সুবিধা দেবে বলতে পারেন? বুঝিনা আপনাদের উদ্দেশ্য কি?

বেষ্ট অফ লাক।

০৩ রা মে, ২০১৩ সকাল ৭:০৯

ধীবর বলেছেন: আপনার মন্তব্যটি "ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না" এর মতই লাগছে।

২| ০৩ রা মে, ২০১৩ ভোর ৬:৫১

মরু বালক বলেছেন:



অসত্যের কাছে নত নাহি হবে শির ,
ভয়ে কাঁপে কাপুরুষ
লড়ে যায় বীর।।


০৩ রা মে, ২০১৩ সকাল ৭:১০

ধীবর বলেছেন: পুর্ণ সহমত। ফ্যাসিবাদি আর বাকশালি কর্মকান্ড দিয়ে কন্ঠরোধ করার দিন শেষ। নতুন সুর্যোদয় বেশি দেরি নেই।

৩| ০৩ রা মে, ২০১৩ ভোর ৬:৫৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: মুজিব বাকশাল ও চারটি পত্রিকা রেখে বাকী সব বেশী দিন বন্ধ রাখতে পারেনি। বাংলাদেশে বেশীদিন জনগণ ও গণতান্ত্রিক শক্তিকে পেশী ও বর্বর কায়দায় দমানো যায় না। যখন কোন অসৎ শাসক অন্যায় ভাবে ক্ষমতায় থাকতে চায় তাতে তার দলে অসততা, লোভ, স্বার্থপড়তার জন্ম দেয়। ফলে সেই দলের ভিতরই দ্বন্দ দেখা দেয়। তাতে ভূক্তভোগীদের সংখ্যা বাড়ে বৈ কমে না। এই ভূক্তভোগীরাই মেজরিটি হয়ে গণ-অভ্যুত্থান ঘটায়। সরকার পেটে দানাপানি দিয়ে জনগণের পিঠে দুই এক ঘা দিলে তারা হয়ত সহ্য করে নেয়। কিন্তু বর্তমান সরকার দেশের সাধারণ জনগণের পেটে লাত্থি দিছে, তাই তাদের পায়ের তলে এখন জমি নাই। এর প্রমাণ হাসিনা তার দলের অনেক এমপি ও মধ্যম সারির নেতাদের নিজ জেলা, থানা ও গ্রামে যেয়ে বিরোধী দলকে মোকাবেলার কথা বললেও এরা যাচ্ছে না।

০৩ রা মে, ২০১৩ সকাল ৭:১২

ধীবর বলেছেন: ধন্যবাদ বা জি ভাই। সব নস্টেরই অন্ত আছে। আওয়ামি লিগও একই পরিনতির দিকে যাচ্ছে। তবে এরা এতই দৃস্টিভ্রমে পতিত যে, বাস্তবতা দেখার মত চোখ এদের অন্ধ হয়ে গিয়েছে। সারা দেশে প্রতিরোধের যে আগুন জ্বলে উঠেছে, সেটা সহসাই নেভানো যাবে না।

৪| ০৩ রা মে, ২০১৩ সকাল ৭:১৭

দায়িত্ববান নাগরিক বলেছেন:
সবচেয়ে দুঃখজনক হচ্ছে সামুর মডারেশনে থাকা একজনের এই ষড়যন্ত্রে সাথী হওয়া।

—-----**-------------


এটা খেয়াল করি নাই। প্রমাণ ছাড়া এমন গুরুতর অভিযোগ করা ঠিক না। লেখা ঠিক না। তাও আবার সামু ব্লগেই।

০৩ রা মে, ২০১৩ সকাল ৭:২৪

ধীবর বলেছেন: আপনার যায়গায় আমি হলে ব্লগিং বাদ দিয়ে ইয়া নফসি ইয়া নফসি করতাম।

৫| ০৩ রা মে, ২০১৩ সকাল ৭:২০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধীবর ভাই, এই ICT গঠনের পর তথা ৭১এর অপরাধের বিচার নিয়ে খালেদা জিয়ার অবস্থান স্পষ্ট। তিনি বলছেন "এই বিচার আন্তর্জাতিক মানদন্ডে হলে আমাদের আপত্তি নাই। কারণ এই বিচার যেন রাজনৈতিক উদ্দেশ্যে না হয়"। তারপরেও আওয়ামী-বাকশালী জ্ঞান-পাপী দালালরা বলেই চলছে খালেদা ও বিএনপি বিচার চায় না। কত বড় অসভ্য-বর্বর এই আওয়ামীরা। অথচ হাসিনাই আগে বলছে তারা এই বিচার আর্ন্তজাতিক মানদন্ডেই করবে।

০৩ রা মে, ২০১৩ সকাল ৭:২৪

ধীবর বলেছেন: আওয়ামিরা বর্বর ছিল আছে এবং থাকবে চিরদিন।

৬| ০৩ রা মে, ২০১৩ সকাল ৭:৫৩

সরকার৮৪ বলেছেন: প্রথম কথা লিষ্টটা হারামজাদারা আপনের ব্লগ থেকেই নিছে =p~ =p~ =p~
আর এই সব লিষ্ট কইরা কেউ কোন দিন আতকাইতে পারে নাই। আগামীতেও পারবে না।


দায়িত্ববান নাগরিক @ আমুর দালালীর জন্য যে তোরে নিয়োগ দেওয়া হইছে এইটা সবাই জানে নতুন করে জানানুর কিচ্ছু নাই /:)

০৩ রা মে, ২০১৩ সকাল ৮:০১

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ সরকার ভাই। আমার পোস্ট থেকে লিস্ট নিয়েছে, আর রয়ালিটি দেয় নাই। এটা নিয়েও আলাদা কেইস হবে। ;) লিস্ট করে কত কিছু করতে চেয়েছে। লাভ হয়েছে কিছু? এখন ডিবির হাতে যাওয়া লিস্টের পাবলিকগুলি ব্লগের বাইরে এর ফায়সালা করবে বলেই শুনেছি। এখন ঠ্যালা সামলাও।

আমু ব্লগের হর্তাকর্তারা শুনেছি , এক ঠ্যাং দেশের বাইরে দিয়েই রেখেছে। কিন্তু চামচাগুলির কি হবে, ভাবতেই আমার শংকা হচ্ছে :( ইতিমধ্যেই কেউ কেউ ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না বলে এই ষরযন্ত্রে নিজের সম্পৃত্ততার প্রমান দিয়ে দিয়েছে।

অনেক ধন্যবাদ সরকার ভাই।

৭| ০৩ রা মে, ২০১৩ সকাল ৮:০০

কামরুল হাসান শািহ বলেছেন: জাতীয়তাবাদীরা সংগঠিত হচ্ছে, এইটা তাদের মাঝে কি পরিমাণ ভয় ডুকিয়ে দিয়েছে এ লিষ্টই তার প্রমান।এইটা এক ধরণের স্বীকৃতি

০৩ রা মে, ২০১৩ সকাল ৮:২২

ধীবর বলেছেন: ঠিকই বলেছেন কামরুল ভাই। তবে আরো ভয়ের কারণ হচ্ছে এই নোংরামি করার জন্য নাকি অনেকে এখন ব্লগের বাইরেই ফয়সালা করার সিদ্ধান্ত নিয়েছেন। অনেক ধন্যবাদ ।

৮| ০৩ রা মে, ২০১৩ সকাল ৮:০২

জাতির চাচা বলেছেন: একদিকে বাকশালী সরকার অন্যদিকে তথাকথিত মুক্তমনা তোষোণকারী সামুর মর্ডারেশন প্যানেল ।ভয়ংকর শাহবাগী চক্রের বিষাক্ত ছোবলে বিক্ষত হতে হবেই.।.।।।তবে ভয় নাই .।।।আসিতেছে শুভ দিন ,দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ।

০৩ রা মে, ২০১৩ সকাল ৮:২৩

ধীবর বলেছেন: ধন্যবাদ চাচা। পুর্ণ সহমত। ঋণ শোধরাতে হবেই হবে।

৯| ০৩ রা মে, ২০১৩ সকাল ৮:০৯

আশিকুর রহমান ১ বলেছেন: মিথ্যা আর ষড়যন্ত্র করাই আওয়ামী পেইড ব্লগারদের বৈশিষ্ট। এরা সারাদিন ব্লগে পড়ে থাকে আর মিথ্যার বেসাতি সাজিয়ে কোন আওয়ামীপন্থী পোষ্ট এলে ব্লগে যাইয়া তালিয়া বাজাতে শুরু করে আর ভিন্নমতের ব্লগারদের পোষ্টে গিয়ে যুক্তিতে না পেরে ল্যাদানো শুরু করে। উপরে অলরেডী একজনকে দেখা যাচ্ছে! বাই দ্যা ওয়ে যত ষড়যন্ত্র যত নির্যাতনই হোক শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী জাতীয়তাবাদী ব্লগারদের কোনো ভাবেই দমানো যাবে না।

০৩ রা মে, ২০১৩ সকাল ৮:২৪

ধীবর বলেছেন: পুর্ণ সহমত আশিক ভাই। ঠিকই বলেছেন। অনেক ধন্যবাদ।

১০| ০৩ রা মে, ২০১৩ সকাল ৮:১৭

আকাশ চুরি বলেছেন: বাকশালি ব্লগারদের একটি তালিকা করা হোক

০৩ রা মে, ২০১৩ সকাল ৮:২৪

ধীবর বলেছেন: সেই তালিকা যথাযথ যায়গায় যথাযথ ভাবেই সংরক্ষিত আছে :)

১১| ০৩ রা মে, ২০১৩ সকাল ৮:৩৪

সীমানা ছাড়িয়ে বলেছেন: ভাই, আমার নাম তো দুই লিস্টেই আছে মনে হয়। কারন আমি সব অন্যায়েরই প্রতিবাদ করি। সে আওয়ামী হোক আর জাতীয়তাবাদীই হোক। আর জামাত-শিবিরকে তো পুছিই না।

০৩ রা মে, ২০১৩ সকাল ৮:৪১

ধীবর বলেছেন: জাতিয়তাবাদিরা , আওয়ামিদের মত নোংরা না যে, প্রতিবাদ করলেই আপনার পেছনে লাগবে। সো সেই দিক থেকে অন্তত নিশ্চিত থাকতে পারেন। বাংলাদেশের মানচিত্রে যে দুস্ট ক্ষত তার নামই আওয়ামি লিগ।

১২| ০৩ রা মে, ২০১৩ সকাল ৮:৫১

রামন বলেছেন:
ক্ষমতা হাতে পেলে কে না বড়াই করে। আর হ্যাঁ, ক্ষমতা অবশ্যই বদলাবে, পরাশক্তিদের প্রভাবে পরিচালিত এই দেশে এক মেয়াদের বেশি কোনো সরকারই ক্ষমতায় থাকতে পারেনি এবং পারবেও না। এখন কথা হচ্ছে, বি এন পি ক্ষমতায় আসার জন্য যেভাবে মরিয়া হয়ে উঠেছে তারা কি ক্ষমতায় আসার পর ভঙ্গুর অর্থনীতির এই দেশের মানুষের ভাগ্য রাতারাতি পরিবর্তন করতে পারবে ? হরতাল, জ্বালাও পোড়াও এবং অবরোধে দেশ এমনিতেই পিছিয়ে গেছে ২০ বছর। তবে এবার বি এন পি-জামাত জোট ক্ষমতায় এলে দেশে বেশ কিছু অভাবনীয় দৃশ্য দেখা যাবে যা বর্তমান সরকারের বেলায় কল্পনাতীত।

১.দুর্নীতির শিরোমনি তারেক-কোকোর বিজয়ের বেশে দেশে আগমন।

২.যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত সকল আসামীদের মুক্তি এবং একই অপরাধে আ লীগের কিছু নেতাদের জেলে প্রেরণ এবং বিচার শুরু।

৩.বিভিন্ন স্থানে বিরোধী দলের পাতি নেতা ও উপনেতাদের হাত পায়ের রগ কর্তন এবং নতুন নতুন কসাইখানার উৎপত্তি।

৪.দেশের প্রগতিশীল ও উন্নয়নশীল নারী সমাজকে পশ্চাৎপদ তালেবানি মহিলা সমাজে রুপান্তরিত করার পদক্ষেপ গ্রহণ।

১০ ই মে, ২০১৩ সকাল ৯:৫৩

ধীবর বলেছেন: আরে রামন ভাই, কেমন আছেন? অনেকদিন পর দেখলাম আপনাকে। আশা করি ভালো আছেন।

আওয়ামি লিগ যা করছে, তাকে বড়াই বলে অনেকটা লঘু করে ফেলা হলো না ভাই? যদি বলতেন অন্যায়ের চুড়ান্ত তাও সত্যের কাছাকাছি হতো।

তারেক কোকোর মামলার রায় হলেই তো ল্যাঠা চুকে যায়। আর যুদ্ধাপরাধীদের বিচার করে ফাসিতে লটকালেই আর ছাড়া পাবার উপায় থাকে না। আর আওয়ামি লিগের যুদ্ধাপরাধীদেরও যদি লটকানো হয় তাহলে তো খুশির কথা। জাতি পুর্ণ মাত্রায় কলংকমুক্ত হতে পারে। ছাত্রলিগ যে আকাম করছে, তাতে সাধারণ মানুষ ক্ষোভে ফুসছে। সেক্ষেত্রে তাদের পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। এতে আপত্তির কিছু আছে বলে মনে করি না। আর তথাকথিত নারীবাদিদের ব্যাক্তিগত যে সব তথ্য আমার কাছে আছে, তাতে বেশিরভাগই কান্দুপট্টির বাসিন্দাদের থেকে ভালো কিছু নয়। তাই ওরা আমাদের নারীদের প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে না। আর বাংলাদেশ কোনদিন উগ্রবাদি ছিল না আর হবেও না। তাই তালেবানি জুজু তুলেও লাভ নেই।

১৩| ০৩ রা মে, ২০১৩ সকাল ৮:৫৯

আবিরু সাবীল বলেছেন: ‍‌‌‌‌‌‌‌এবং নেহায়াত পৃথিবি উলটে না গেলে এই আওয়ামি লিগ সরকার আর ক্ষমতায় থাকছে না।" ক্ষমতার অন্ধমোহে পড়ে থাকাদের কেন জানি একথাটা বিশ্বাস করতে এখনও কষ্ট হয়।

....বিশ্বাস করি এ কথায়, ।।।তবে ভয় নাই .।।।আসিতেছে শুভ দিন ,দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ।

১০ ই মে, ২০১৩ সকাল ৯:৫৬

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ সাবীল ভাই।

১৪| ০৩ রা মে, ২০১৩ সকাল ৯:০৭

ভারসাম্য বলেছেন: আমার নাম নাই। /:)

১০ ই মে, ২০১৩ সকাল ৯:৫৬

ধীবর বলেছেন: অসুবিধা নেই। বুবুর কানে কথাটা দিয়ে দিচ্ছি। ;)

১৫| ০৩ রা মে, ২০১৩ সকাল ৯:০৯

উপপাদ্য বলেছেন: একটা বিষয় নিশ্চিত হলাম যে আওয়ামী কুকুরেরা ভয় পেতে শুরু করেছে। ফটিকছড়ি স্টাইলের পর থেকেই এটা শুরু হয়েছে। এবার জাতীয়তাবাদী ব্লগারদেরও ভয় পাচ্ছে।

শুভ লক্ষণ।

১০ ই মে, ২০১৩ সকাল ৯:৫৭

ধীবর বলেছেন: আওয়ামি লিগের পাপের ঘড়া এতটাই পরিপুর্ণ হয়ে গিয়েছে যে, ওরা নিজের ছায়াকেও ভয় পাচ্ছে। অনেক ধন্যবাদ উপপাদ্য ভাই।

১৬| ০৩ রা মে, ২০১৩ সকাল ৯:৩৮

রমনা টেক বলেছেন: সাত সকালে ঘুম ঘুম চোখে ভুল করে ছাগলের খোয়াড়ে ঢুকে গেলাম।

১০ ই মে, ২০১৩ সকাল ৯:৫৮

ধীবর বলেছেন: ডাইল খেয়ে উঠেছেন তো। তাই নেশার ঘোরে ভুলে গিয়েছেন যে, আপনি থাকেনই ছাগলের খোয়াড়ে। ভাগ এইখান থেকে।

১৭| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:১৮

জাহাঙ্গীর জান বলেছেন: আঃ লীগ বি,এন পি, একই মুদ্রার এপিট, ওপিট সব সময় দুই দলের পক্ষে বিপক্ষে মন্তব্য করেছি দেখা যাক কি হয় ।

১০ ই মে, ২০১৩ সকাল ৯:৫৯

ধীবর বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গির ভাই।

১৮| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:২২

রিয়াজ৩৬ বলেছেন: নেতা- নেত্রীর প্রতি এত আনুগত্য বোধয় আওয়ামী লোকজন ছাড়া আর কারো কাছে পাওয়া যাবেনা। খারাপ জেনেও নেতারা যে সিদ্বান্ত নিবেন, যে চুক্তি স্বাক্ষর করবেন তাতেই হ্যা হ্যা, ইয়েস ইয়েস।

দেশপ্রেম ও জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হোন!

১০ ই মে, ২০১৩ সকাল ৯:৫৯

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ রিয়াজ ভাই। এটাই মুল কথা। দেশপ্রেম ও জাতিয়বাদের সবাইকে উদ্বুদ্ধ হতে হবে। নইলে বাংলাদেশ টিকবে না।

১৯| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:১৩

ধ্রুব মহাকাল বলেছেন: হাঁচিনার দালার আর কাস্টমাররা দেখি তাদের দাদার মতই হইছে ।
দাদাকা দালাল ।
জয় হিন্দ !

১০ ই মে, ২০১৩ সকাল ১০:০১

ধীবর বলেছেন: হ্যা এক্ষেত্রে তাদের নেত্রিপ্রেমের তুলনা হয় না ধ্রুব ভাই। অনেক ধন্যবাদ।

২০| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:২০

নেয়ামূল হক বলেছেন: পত্রিকা খাইল, টিভি খাইল, এবার সাইবারের পালা আর পিছু হটা নয় এবার সম্মুখ যুদ্ধ।

১০ ই মে, ২০১৩ সকাল ১০:০৩

ধীবর বলেছেন: েনয়ামুল ভাই, তাজউদ্দিন নাকি শেখ মুজিবকে বলেছিলেন বাকশাল গঠন করে আপনি গণতান্ত্রিকভাবে আপনাকে উৎখাতের পথ রুদ্ধ করে দিলেন। ফলাফল তো জানেনই। এখন হাসিনাও একই পথে হাটছে। অনেক ধন্যবাদ।

২১| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৩৮

চাচু বলেছেন: অই লিস্টের উপর আমি খাড়ায়া মুতি ।

১০ ই মে, ২০১৩ সকাল ১০:০৩

ধীবর বলেছেন: ধন্যবাদ চাচু। শুধু লিস্ট না, লিস্ট যারা বানিয়েছে ওদের উপরেও...

২২| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৫৭

শিরিষ গাছ বলেছেন: আপনার নিজ দ্বায়িত্বেই যখন সীমা অতিক্রমের ঝুকি নিয়েছেন, তাহলে সেটা সামলানোর ভারটাও আপনাদেরই।
পূর্ণ সহমত। বাংলাদেশ জিন্দাবাদ।

১০ ই মে, ২০১৩ সকাল ১০:০৪

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ শিরিষ গাছ ভাই।

২৩| ০৩ রা মে, ২০১৩ দুপুর ২:৫৭

নিয়েল হিমু বলেছেন: জী ধীবর দা এই সব লিস্টি ফিস্টি করে কাউকেই কেউ দমাইতে পারবে না ।
ঠিক তেমনি ঐ লিস্টিটা জাতে তুলার লিস্টি এর বেশি কিছু না । তাদের কে টেনশন ফ্রি থাকার নির্দেশ দিয়ে দেন ।

১০ ই মে, ২০১৩ সকাল ১০:০৬

ধীবর বলেছেন: ধন্যবাদ নিয়েল ভাই। আফসোস আপনাদের কয়েকজন যদি আপনার মত বুঝতো। আদর্শের বৈপরিত্য থাকবেই, তাকে মেধা দিয়েই মোকাবেলা করতে হয়। নট বাই স্নিচিং। এই কাজটাই আপনাদের অনেকে করেছে। ক্রোধটা একারণেই।

২৪| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৩:১৪

আস্তবাবা বলেছেন: কয়েক মাস আগে আগে আমি নিজে লিষ্ট করেসিলাম জাতীয়তাবাদি ব্লগারদের। সেখানে ৫০ এর উপর ছিল স্বঘোষিত জাতীয়তাবাদি ব্লগার। কিন্তু তারা মাত্র কয়েকজনকে পেল!!! আমাদের বলুক, আমরা সবাই হাজির হব। জাতীয়তাবাদি ব্লগাররা ভন্ড নয়, যা সত্য তাই বলে। সামু সহ প্রায় সব ব্লগ বিএনপি বিরুধী হওয়া সত্যেও সরকারের রোষানলে পড়ার ভয় সরিয়েই জাতীয়তাবাদি ব্লগাররা লিখে। জামাতের ছুপা বা বালের মত সুশীলতার ভান করেনা। এটাই আমাদের গর্ব।

১০ ই মে, ২০১৩ সকাল ১০:১১

ধীবর বলেছেন: আস্তবাবা, সেই কামনা করবেন না। তারা লিস্ট করে আমাদের কন্ঠ স্তব্ধ করার জন্য। বাকশালি ফ্যাসিস্টরা অন্যমত সহ্য করে না। হত্য গুম খুন মামলা করে। লিস্ট টা সেই উদ্দেশ্যেই করা।

আপনার বাকি মন্তব্যের সাথে পুর্ণ সহমত। আমরা জাতিয়তাবাদে বিশ্বাসি হয়ে গর্বিত। অনেক ধন্যবাদ।

২৫| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৩:১৭

আস্তবাবা বলেছেন: রিয়াজ৩৬ বলেছেন: নেতা- নেত্রীর প্রতি এত আনুগত্য বোধয় আওয়ামী লোকজন ছাড়া আর কারো কাছে পাওয়া যাবেনা। খারাপ জেনেও নেতারা যে সিদ্বান্ত নিবেন, যে চুক্তি স্বাক্ষর করবেন তাতেই হ্যা হ্যা, ইয়েস ইয়েস।

দেশপ্রেম ও জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হোন!


ভাই তাদের গ্যান শেইখ মুজিব পরযন্তই সীমাবদ্ধ

১০ ই মে, ২০১৩ সকাল ১০:১২

ধীবর বলেছেন: ধন্যবাদ আবারও আস্তবাবা। :)

২৬| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৩:৪২

ক্ষুধিত পাষাণ বলেছেন: ধীবর ভাইয়া, আমি খুবই হতাশ হয়েছি "সরকারী খাতায়" আমার নাম ওঠেনায় দেখে :(( :(( :(( না উঠুক আর না উঠুক আল্লাহ বাঁচাইলে আওয়ামী জালেমদের বিরুদ্ধে আছি এবং থাকবো।

১০ ই মে, ২০১৩ সকাল ১০:১৫

ধীবর বলেছেন: হতাশ? কেন ক্ষুধিত পাষান ভাই? আপনার কি ধারণা আওয়ামি লিগের সমর্থকদের বিয়ে হয় না এমন কন্যাদের জামাই বানানোর জন্য আমাদের লিস্ট করেছে? ;)

তবে আওয়ামি লিগের বিরুদ্ধে সংগ্রাম চলছে এবং চলবে। দমাতে পারবে নাই ইনশাল্লাহ ! :) অনেক ধন্যবাদ।

২৭| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৩:৪৫

তাসবীর আহমাদ বলেছেন: যতই লিস্ট ফিস্ট করুক-হায়েনাদের মাঠ ছেড়ে দেবোনা। +

১০ ই মে, ২০১৩ সকাল ১০:১৬

ধীবর বলেছেন: পুর্ণ সহমত তাসবীর ভাই। অনেক ধন্যবাদ।

২৮| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৪:১৪

দ্রুতগামী উল্কা বলেছেন: ধীবর ভাই অতি সামান্য কারনে আমার নিক এখনো সেফ করলেও সেটা দিয়ে কমেন্ট করতে পারি না, কোনো পোষ্ট করলে প্রথম পাতায় আসে না, অথচ নিক কিন্তু সেফ।

আমাকে থামিয়ে দেয়া হয়েছে নিক ব্যান করে, ঐ নিকের প্রতি যে ইমোশোন কাজ করে এই নিকে সেটা করে না। যাই হোক আমার এক্টিভিটি কমিয়ে দিয়েছি, শুধু ফেবুতে লিখি ওটার মানো তেমন ভালো না।

তাও আমি শুধু এইটা এনশিউর করতে চাই যাদের যাদের নাম আমার হাতে এসেছে, এই লিস্টের কারনে আমি যদি কোনোভাবে হ্যারাজমেন্টের শিকার হই, তাহলে সেটা আমি ব্যক্তিগতভাবেই সামলাবো।

আরো হ্যা আমার অনেক ক্লোজ কয়েকজন আমার সাথে সাথে এসেছেন ব্লগে, যাদের অনেক অনুরোধ করে আমি ফিরিয়ে এনেছি, কেউ কেউ আগে চুপ করে থাকতো এখন উচ্চকিত তাদের সাথেও যদি কোনো রকম বিরুপ আচরন করা হয় আমি সেইটাও ব্যক্তিগতভাবে নিবো।

এখানে আমি জানি মডারেশন প্যানেলের কেউ আসবে, আমি এইটা একটা ক্লিয়ার কাট মেসেজ দিলাম।

আর হ্যা আমারি সহব্লগার কিছু পাবলিক ফেবুতে ব্লগে পিপিতে ঝুলায় স্টপ ব্লগার নির্যাতন, বাকস্বাধীনতার বুলি আওড়ায়, সেই সকল মৌলবাদী ব্লগারদের বলছি, আমাদের নামে অনেক রিপোর্ট করেছো এবার গলার নিচে হাতটা ভালোভাবে বুলিয়ে নাও।

১০ ই মে, ২০১৩ সকাল ১০:১৯

ধীবর বলেছেন: উল্কা ভাই, বাকস্বাধীনতার পথ এমন করে রুদ্ধ করলে, যে পথ খোলা থাকে, সেই পথে যেতে আমাদের বাধ্য না করলেই মঙ্গলজনক। অবশ্যই আপনার অধিকার আছে আপনার সম্মান ও নিরাপত্তা সংরক্ষণ করা। সেক্ষেত্রে যা যা করার দরকার আপনি করবেন। এটাই হওয়া উচিত। অনেক ধন্যবাদ।

২৯| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৫:০৬

নষ্ট শয়তান বলেছেন: ধীবর ভাই একটা মেসেজ ক্লিয়ার দিয়া দেন, এই ব্লগ থেকে আমাদের নামে রিপোর্ট গেছে কেন আমরা অন্যায়ের প্রতিবাদ করি বলে, আমার ফেবুতে আমি বেগম জিয়াকে ছেড়ে ও কথা বলি না যদি আমার ভাল না লাগে। তাই বলছিলাম আমরা মাথা বেচে রাজনীতি করি না, সে ক্ষেত্রে কোন দল যদি দেশকে ভারতের কাছে বিক্রি করার পায়তারা করে সেটা কিভাবে সহ্য করব?

আওয়ামী ব্লগারদের কাছে খোলা আহবান পারলে দেখাক আমরা কোনটা ভূল লিখছি, কোনটা মনগড়া? কেউ আসবে না, কেউ পারবে না?

আজকে যারা আমার/আমাদের নামে মিথ্যা রিপোর্ট করছে তাদেরকে বলছি তোমাদের নামও কিন্তু আমার/আমাদের নামে অভিযোগকারী হিসাবে আছে। সময় মত তোমাদেরো কিন্তু জবাব্দিহী করতে হবে যে অভিযোগ করছ সে সন্মন্ধ্যে।

পারবা আমাদের সামনে এসে আমাদের মিথ্যা দেশোদ্রোহী প্রমান করতে? যদি না পার ইতিহাসে কিন্তু তোমরা আর জামাত এক হিসাবে ট্রিট হবা। যদিও এখন অলরেডী সবাই জানে জামাত-পাকিস্তানের কাছে আর তোমারা ভারতের কাছে দেশ বিক্রি করে দিচ্ছ। সব প্রমান সহ আনতে আছি।

হাম্বার বাচ্চারা তোমাগো মত চুপি চুপি ডিবিতে রিপোর্ট হবে না। রাষ্ট্রদ্রোহীতায় তোমাগো নামে বুক ফুলাইয়া জাতির কাছে বিচার দেব।


১০ ই মে, ২০১৩ সকাল ১০:২৭

ধীবর বলেছেন: দুর্দান্ত মন্তব্য করেছেন শয়তান ভাই। ফেবুলাস। আপনার সাথে ১০০০০০০ ভাগ সহমত। অনেক অনেক ধন্যবাদ।

৩০| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৪০

দ্রুতগামী উল্কা বলেছেন: গুড শট শয়তান ভাই, মারলে ছক্কা। ;)

১০ ই মে, ২০১৩ সকাল ১০:২৭

ধীবর বলেছেন: যেমন তেমন ছক্কা তো না, একদম স্টেডিয়ামের বাইরে বল ;)

৩১| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: লিস্ট তো বানায় লিডার বাঁশের কেল্লা এডমিন। :-P :-P :-P

হিট খাওয়ার আর কতো রাস্তা!

নষ্ট শয়তান বলে ব্লগার তাও আবার লিস্টের চাঙ্গে ! হাঁসতে হাঁসতে যায় বেলা।

১০ ই মে, ২০১৩ সকাল ১০:৩০

ধীবর বলেছেন: আপনি কি নিজেকে ব্লগার মনে করেন? আমার তো মনে হয় বড়জোর আপনাকে ব্লগের অহেতুক ঘোরাঘুরি করা বলে মনে হয়। যার নিজের অবস্থান এত নীচে, তাকে কি অন্যের সমালোচনা করা সাজে?

অ্যান্ড আই ডু নট অ্যাপ্রিটিসিয়েট দা প্রেসেন্স অফ অ্যা ডাফার লাইক ইউ ইন মাই পোস্ট।

৩২| ২০ শে মে, ২০১৩ রাত ১০:৫৪

বাংলার এয়ানা বলেছেন: আওয়ামী লিগ সবসময়ে জনগনের বিপক্ষে ই ছিল ও থাকবে।

জামাত কে সাথে নিয়া প্রথম কে জোট গঠন করে?
জাতিয় পার্টি কে সাথে নিয়া প্রথম কে জোট গঠন করে?

২২ শে মে, ২০১৩ সকাল ১০:৫৩

ধীবর বলেছেন: আরে বাংলার এয়ানা ভাই, চেতনার মেশিনে ঢুকলে সবাই স্বাধীনতার স্বপক্ষ্যের হয়ে যায়। কিন্তু বের হলেই রাজাকার। তখন জামাত ভালো ছিল, এখন খারাপ। আর এরশাদ যেদিন বের হয়ে যাবে, সেদিন দেখবেন তাকেও রাজাকার বানিয়ে দেবে আঃ লিগ। বাংলা মায়ের সব চেয়ে বড় কলংকের নাম বাআলি

৩৩| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:১৬

কাঙ্গাল মুরশিদ বলেছেন: "বুঝিনা এতে আপনাদের লাভটা কোথায়। বিএনপি বা খালেদা জিয়া আপনাদের কোথায় কোন সুবিধা দেবে বলতে পারেন? বুঝিনা আপনাদের উদ্দেশ্য কি?"

আওয়ামী ব্লগারের চমৎকার মন্তব্য!! ওনারা চিন্তাই করতে পারেন না যে কোন সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা ছাড়া সুধুমাত্র আদর্শিক কারনে নি:স্বার্থ ভাবে কেউ কোন কাজ করতে পারে!!!

হায় সেলুকাস! সত্যিই বড় বিচিত্র এই আওয়ামী চেতনা!!

২২ শে মে, ২০১৩ সকাল ১১:৩০

ধীবর বলেছেন: হাহাহাহা। আসলে যারা লাভের হিসাব করে বেনিয়াদের মত, তারা এর বাইরে কি করে চিন্তা করবে? আপনার মন্তব্যে হাজারটা প্লাস দিলাম :) অনেক ধন্যবাদ।

৩৪| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:১১

সাইবার অভিযত্রী বলেছেন: অনেক দিন পর পোষ্টটা নজরে এলো !
কিছয় দায়িত্ববান ভারতীয় নাগরিক বা দিকভ্রান্ত কথিত ব্লগার কে মনে হচ্ছে চুলকানিতে ধরছে !

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩২

ধীবর বলেছেন: ওদের দুই পয়সা দাম দিবেন না অভিযাত্রি ভাই। ওরা শ্রেফ তোতাপাখি বৈত নয় !

৩৫| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৯

একজন ঘূণপোকা বলেছেন: আমিও যেদিন আমার নাম লিস্টে দেখলাম, তখন হাসিনা আপা ও তার চেলা মুন্ডাদের অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ দিছি। রাজনীতি করার কারনে এলাকায় যেতে পারি না, এর এইবার দেখলাম ব্লগিং ও করতে পারব না। দে সব জাতিয়াতাবাদিদের ধুয়ে দে।



এইসব বাল ছাল করে আমাদের দমানো যাবে না। আমারা অমি জেবতিক না, যে সরকার নাখোস হলে পালিয়ে যাব, ভয়ে মুতে দেব। আমরা যা বলি বিশ্বাস করি আর এই বিশ্বাস এর জন্য সব করতে পারি।

বাংলাদেশ জিন্দাবাদ।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৫

ধীবর বলেছেন: আরিফ জেবতিক জাতিয়তাবাদি কোনদিনই ছিল না। আওয়ামি লিগ ক্ষমতায় আসার পর তার আসল চেহারা উন্মোচিত হয়েছে।

আর আমাদের ব্লগিং বন্ধ করার অপচেস্টাকে খুব শক্তভাবেই রুখে দেয়া হবে। তাই নিশ্চিন্তে ব্লগিং করুন। এটা আওয়ামিদের বাপের দেশ না, এটা ৩০ লাখ শহিদের রক্তে স্নাত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। অনেক ধন্যবাদ ঘুণেপোকা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.