নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

ধীবর

সাংবাদিক কলামিস্ট

ধীবর › বিস্তারিত পোস্টঃ

লন্ডনে বিলাতি বাচ্চু ! (প্রাপ্ত বয়স্ক/মনস্কদের জন্য)

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬

জানেনই তো ! চাকরি আছে কাজ নেই। তাই সকাল বিকাল মহল্লা বেড়াই। সেদিনও বেড়িয়েছিলাম। পথের ধারে দেখি বেশ ডাসা ডাসা পেয়ারা নিয়ে এক পাব্লিক বসেছে।



বেতন যা পাই আর জিনিসপত্রের যা দাম, তা দিয়ে যাই হোক, ফল কিনে খাওয়া চলে না। তাই মাঝে মাঝে ফাপড় দিয়ে ফাও খাবার চেস্টা করি :)



- ওই মিয়া, ফরমালিন দেওয়া ফল বেচতাছো। আমি কিন্তু পুলিশরে কল দিমু !



- আরে বাইজান, বেগগুইন আড় গাছের ফেয়ারা। আন্নে খাই টেস্ট করি লন। কুনো ভেজাল হাইতেন্ন।



হুম চিড়ে ভিজেছে তাহলে।



এক খাবলায় এক হালি বড় বড় পেয়ারা হাতিয়ে নিলাম। দুইটা দুই পকেটে, আরেকটা বুক পকেটে রেখে বাকিটা চিবুতে চিবুতে সামনে এগিয়ে যেতে থাকলাম।



ওমা, কোত্থেকে দেখি পুলিশের গাড়ি আমার সামনে এসে দাড়ালো। কেমনে কি? দেশে লোক জন হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেললেও পুলিশ কারো টিকিটি পর্যন্ত ছোয় না। আর আমি মাত্র ৪টা পেয়ারা নিয়েছি এতেই দোষ?



তাছাড়া এই পুলিশই এখানে আসলো কোত্থেকে? এদের তো সব গাজিপুরে থাকার কথা !



চিলের মত ছো দিয়ে আমাকে গাড়িতে বসিয়ে উল্কার গতিতে গাড়ি ছুটলো। কি সর্বনাশ। শেষমেস কোন কেসে পড়ি আল্লাহ মালুম। যা দিনকাল চলছে। পান থেকে চুন খসলেই তো সন্ত্রাস, গাড়ি ভাংচুর্‌ প্রধানমন্ত্রির কার্যালয়ে বোমা হামলা কিংবা তার প্রাণনাশের চেস্টার ষড়যন্ত্র এমন হাজারটা কেসে ফেসে যাচ্ছে অনেকেই।



নাহ ! থানার বদলে দেখলাম আমাকে সিধা এয়ারপোর্টে নিয়ে গেছে।



কি বিষয় কি আশয় জানার আগেই দেখি শামিম ভাই দাঁড়িয়ে আছেন।



- বাচ্চু ভাই, কোন কথা নাই। এমনি অনেক লেট হয়ে গেছে। জলদি ওই গেট দিয়ে ইমিগ্রশনে চলে যান।



আরে ! কথা নাই বার্তা নাই। কই যাচ্ছি কেন যাচ্ছি খবর নাই। কোন চক্করে পড়লাম রে বাবা !



ইমিগ্রশন অফিসাররা দেখলাম পাসপোর্টে সিল দিচ্ছে আর বলছে,

সিল মারো ভাই সিল মারো, নৌকা মার্কায় সিল মারো।



এটা আবার কিসের মধ্যে পড়লাম। গাজিপুরের ইলেকশন তো আরো দুই দিন পড়ে। এর মধ্যে মার্কায় সিল দেবার কথা আসছে কেন?



একজন অফিসার শুধু বললেন, আরে আগামি নির্বাচনের জন্য প্রাকটিস করছি আর কি ! বুঝেনই তো সরকারি চাকরি করছি। সরকারের কথা না মানলে হয়?



পাসপোর্টে সিল দেয়া শেষ হতেই শামিম ভাই একদম প্লেনে নিয়ে গেলেন। সেখানে দেখি আত্মিয় স্বজন নিয়ে বুবু বসে আছেন।



- বাচ্চু আইছোস? ভালা হইছে। চল বিয়া খাইয়া আসি।



বিয়ে? কার বিয়ে? কেমন বিয়ে?



আমার চোখে প্রশ্ন দেখে বুবু নিজেই বললেন



- আরে টিউলিপের বিয়া। তোর ভাগ্নি লাগে। চিনতে পারোস নাই?



ওহ ছোট বুবুর মেয়ে? মাশাল্লাহ। আসলে বুবুদের পরিবারটা আন্তর্জাতিক। বুবুর ছেলের বৌ আমেরিকান। আর ছোট বুবুর ছেলে মেয়ে দুই জনেরই আত্মিয়তা ইউরোপিয়ান !



প্রেম মহাব্বাত যে দেশ জাতি ধর্ম মানে না, বুবুর পরিবার তার যোগ্য উদাহারণ।



কিন্তু বিয়েতে এই অবস্থায় যাবো? আমার মনের কথা বুবু ঠিকই ধরে ফেললেন।



- শুন, হোটেলে তোর লাগেজ আগেই পাঠাইয়া রাখছি। সেইখানে তোর জামা কাপড় সবই আছে। কয়েকটা ঘণ্টারই তো ব্যাপার। মটকা মাইরা পইড়া থাক।



আসলেও আমার বুবুর মত বুবুই হয় না।



খালি পেটে মটকা মেরে পড়ে থাকা যায়? তাছাড়া ভাত খাওয়াও হয়নি। দেশি প্লেন যেহেতু ভাতই খাবো। সামনে এয়ারহোস্টেকে পেতেই বললাম,



- শুনুন, আমার জন্য গরম গরম ভাত, ভাজি, ডাল, মাছ, শুটকির ভর্তা যা যা আছে নিয়ে আসুন। আর হ্যা সাথে কাচা পিয়াজ আর মরিচ আনতে ভুলবেন না।



আমার কথা শুনে বেচারির মুখের অবস্থা দেখুন







ভাত পেয়েছিলাম ঠিকই, তবে এত দামি চালের ভাত বাপের জন্মের খাইনি। তাই মনে হয় এমন বেশিই খেয়েছিলাম যে এক ঘুমেই লন্ডন। ঘুম ভাংলো শামিম ভাইয়ের কথায়।



যাক এসে গেছি। আহা লন্ডন। আগে কত নাম শুনেছি। মুরুব্বিদের মুখে বিলাত বিলাত শুনে কত ইচ্ছা ছিল। কিন্ত এই গরিব না খান্দাকে বিলাত নেবে কে? বুবু ছিল বলে কত স্বপ্ন পুরণ হচ্ছে।



আল্লাহ বুবুকে চিরকার ক্ষমতায় রাখুক।



বুবুর সফর সঙ্গি সবার চেকিং হচ্ছে। হু হু বাবা, এতো আর বাংলাদেশ নয় যে, ভি আই পি হলেই আইন কানুন সব মাফ।



চলবে...।









মন্তব্য ৩৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৩

গেস্টাপো বলেছেন: ভালু হয়েছে :|

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯

ধীবর বলেছেন: থেঙ্কউ গেস্টাপো ভাই। আপনার একটি পোস্টে কমেন্ট না করে পারছি না। দুর্দান্ত লিখেছেন।

২| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বেবাকে কয় আপনার বুবু নাকি আপনাকে লগে লইছে পরবর্তী ৫ বছর লন্ডনে থাকবার লাইগা জুতসই একখান বসা খুজবার লাইগা ;) B:-/ #:-S

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০০

ধীবর বলেছেন: পলাশ ভাই, যদি এমন হইতো, তাইলে তো আমার ১৪ পুরুষের ভাগ্য ! দোয়া রাখিয়েন ! ;)

৩| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

বুবু কি আপনার পিছ ছাড়বনা ভাই ?

বুবুরে মাইনাচ আপনারে যন্ত্রণা দেবার লাইগা।

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০১

ধীবর বলেছেন: অর্থব বাই, ইয়া আন্নে কি কন? বুবু না থাইক্লে আরে বিদেশ গুড়াইতো কে? ;)

৪| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৯

হাছুইন্যা বলেছেন: মেহমান হিসেবে একবার বিলেত যাওয়ার শখ ছিলো, শুনলাম জামানত নাকি কত লাখ লাগবে!! এই কথা শুনার পর গরীবের ঘোড়া রোগ ঠিক হয়ে গেছে।

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩১

ধীবর বলেছেন: বুবুকে বুবু বানিয়ে ফেলেন হাছুইন্যা ভাই :) সব মুশকিল আসান হয়ে যাবে :)

৫| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৫

সোহানী বলেছেন: আহ... স্বপ্নে এমন সফরসঙ্গী হয়েও শান্তি +++++

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩

ধীবর বলেছেন: আমি গরিব বলে বিলাত যাওয়া খালি স্বপ্নেই সম্ভব ? :( আমি গরিব হতে পারি, কিন্তু আমার বুবু অনেক অনেক বড়লোক !

৬| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চলুক ।

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৮

ধীবর বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই

৭| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭

রহস্যময়ী কন্যা বলেছেন: আপনার বুবু তো অনেক ভাল দেখছি, আপনাকে খালি দেশ বিদেশ ঘুরায়।এরকম বুবু আর কোথাও পাবেন নাকি?? B-) B-)

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৯

ধীবর বলেছেন: এমন বুবু কোথাও খুজে পাবে নাকো তুমি ! সকল বুবুর রানী সে যে আমার বুবুমনি, সে যে আমার বুবুমনি, সে যে আমার বুবুমনি ;)

৮| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫২

স্পেলবাইন্ডার বলেছেন: শুরু না হতেই কিস্তি শেষ.... |-)

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০০

ধীবর বলেছেন: আরে স্পেল ভাই, আমি কি জ্যোতিষি নাকি? কিছু না ঘটলে কি লিখবো? দ্বিতীয় পর্ব দেয়া হয়েছে :)

৯| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

এস এইচ খান বলেছেন: আহা! আপনার বুবু কত্ত ভালু, আমার যদি এমুন এক্টা বুবু থাকত ;)

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০১

ধীবর বলেছেন: হু খান ভাই। তো বুঝে দেখেন কত্ত ভালু লুক আমার বুবু। আর আপনেরা খামাখা তার বদনাম করেন ;)

১০| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই দুনিয়া উলট পালট হয়া যাক হাসিনা মুজিবের বেটী! :)

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০১

ধীবর বলেছেন: হু এইটাও সত্য কথা :) তবে উনার পরিচয় শুধুই আমার বুবু

১১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৮

তূর্য হাসান বলেছেন: জুত্ করে বসেছিলাম পড়বো বলে। কিন্তু শুরুতেই শেষ। তাড়াতাড়ি শেষ করেন। আপনি লেখেন অসাধারণ।

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০২

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই। দ্বিতীয় পর্ব দিয়ে দিয়েছি :)

১২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :-/ :-/ :-/ :-/


এইডা কি হইলো???????


পরের পর্ব দেন তাড়াতাড়ি।

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০২

ধীবর বলেছেন: দিয়ে দিয়েছি বর্ষণ ভাই :)

১৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৬

গেস্টাপো বলেছেন: ইউ আর ওয়েলকাম ব্রাদার :)
কোন পোস্ট আপনার কাছে দুর্দান্ত লেগেছে বললে ভাল হত।তাহলে বুঝতে পারতাম মানুষে কোণ ধরনের লেখা পছন্দ করে :|


যাক ভাই ভাল থাকবেন সব সময় এই কামনা করি

ধন্যবাদ

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৪

ধীবর বলেছেন: আপনার সত্য বলার সৎ সাহস সাথে ক্ষুরধার লেখনি সমুন্নত থাকুক, এই শুভ কামনা করছি। ওই লেখাটা দুর্দান্ত হয়েছে, ওই যে নাস্তিকতার আড়ালে কারা ইসলাম নিয়ে উলটা পালটা লিখে।

১৪| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৩৮

দূর দ্বীপবাসীণি বলেছেন: বিলাত যাবার খুব শখ ছিলো।কি আর করা,আমার বুবুও নেই ,তাই নিয়ে যাওয়ারো কেও নেই।
পরের পর্বের অপেক্ষায় থাকলাম।

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৫

ধীবর বলেছেন: ভাই, ঢাকার শহরের গলি ঘুপচিতে থাকি। কত ভালো থাকতে পারি। তাই বুবুর দয়া হলেই উনার সাথে বেড়াতে যাই আর কি ! পরের পর্ব দেয়া হয়েছে। অনেক ধন্যবাদ দূর দ্বীপবাসীণি :)

১৫| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৫

তোমোদাচি বলেছেন: ২য় পর্ব পড়ার জন্য এটা পড়লাম; কমেন্ট পেতে পরের পর্বে আসুন!! ;)

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৫

ধীবর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমোদাচি ভাই :)

১৬| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৫

জুল ভার্ন বলেছেন: মারহাবা! সত্যি আপনার বুবু ভাগ্য ভাল!

তা ‘"খানা"র’ সাথে ‘"পিনা"’র কোনো আয়োজন ছিলনা? অত্যন্ত আনন্দের কথা- আপনার বুবু মানে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী কন্যার ভাব সাবদেখে মনে হচ্ছে- তিনি তার পরিবার থেকেই বাংগালীয়ানাকে নির্বাষণ দিয়ে বাংগালীত্বকে শতভাগ শংরায়ন করে “"হাজার বছরের বাংগালী শংকরায়ন"” এর হোতা হিসেবে আরো একটা খাউজাইন্যা ডিগ্রী অর্জন করতে যাচ্ছেন!

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪২

ধীবর বলেছেন: নাহ ! আমার বুবুকে দেখি আপনারা কেউই দেখতে পারেন না। :( কি করছে উনি? না হয় একটু লন্ডনেই গেছে। তাই নিইয়ে আপনাদের কত নিন্দা? :(

আর বাংলাদেশের লোক কালো মানুষকে শাসন ক্ষমতায় দেখতে চায় না। আর মানুষের এই চাওয়া পাওয়াকে মুল্য দিতে গিয়ে তিনি আর তার পরিবারের মানুষজন জীবন যৌবন, সাদাদের দিয়ে দিচ্ছে। যাতে সাদা সাদা হবু বংশধরেরা এসে বাংলাদেশের সিংহাসনে বসতে পারে। কই প্রশংসা করবেন, তা না। খালি নিন্দা আর নিন্দা।

আর ডিগ্রি না থাকলে, বিশ্বের ডিগ্রিধারি বাকি শাসকদের কাছে মান সম্মান কিছু থাকবে? এইজন্য শত ব্যাস্ততার মাঝে দিন ররাত নেকাপড়া করে, এত কস্ট করে ডিগ্রি নিয়েছেন এবং নিচ্ছেন আমার বুবু।

এত নির্দয় হলে আমি কিন্ত গলা ফাটিয়ে কান্না শুরু করবো। দশটা না পাচটা না, আমার মোটে একটাই বুবু।

১৭| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৭

মনিরা সুলতানা বলেছেন: আমার জন্য গরম গরম ভাত, ভাজি, ডাল, মাছ, শুটকির ভর্তা যা যা আছে নিয়ে আসুন। আর হ্যা সাথে কাচা পিয়াজ আর মরিচ আনতে ভুলবেন না।


ভাগ্যিস শেষ পাতে দই চান নাই :-0

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৩

ধীবর বলেছেন: সেটাও চাইতাম। কিন্ত এয়ারহোস্টেসের গোমড়া মুখ দেখে আর সাহসে কুলাইয়নি ;)

১৮| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৯

ক্ষুধিত পাষাণ বলেছেন: আপ্নেরা কেমুন লোক বলেন্তো-বুবু দেশে এত আকাম কুকাম কইরা কয়টা দিনের জন্য লাটবহর লইয়া প্লেজার্স ট্রিপে বিলাত গেসে মুর্গীর ঠ্যাং চিবাইতে তা আপনাদের জন্য শান্তিমত চিবাইতেও পাররেনা! :(( :(( :((


@ জুল ভার্ন ভাইয়া, খাউজাইন্যা ডিগ্রী সম্পর্কে একটু ব্যাখ্যা দেওন যাইবো? :P :P :P

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৬

ধীবর বলেছেন: আমার মাথায় ঢুকে না, আপনারা সবাই মিলে আমার বুবুর পিছে এমন করে কেন লাগলেন। ক্ষমতায় র মাত্র কয়েক মাস আছেন উনি? একটু শান্তি তে থাকতে তো দিবেন? :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.