নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

ধীবর

সাংবাদিক কলামিস্ট

ধীবর › বিস্তারিত পোস্টঃ

উদরপুর্তির সাত কাহন (ছবি ব্লগ) রন্ধনপটু প্রণয়ি খোজা ললনাদের প্রবেশ নিষেধ। ;)

১০ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১৮

ঈদ মানেই আনন্দ। আর আমার আনন্দ হলো খাওয়া দাওয়া। তবে কিনা নিজের হাতে রান্না ছাড়া পুর্ন তৃপ্তি করে খাওয়া হয় না আমার। এইবার দেশি বিদেশি অতিথিদের আমন্ত্রন করেছিলাম। তাই স্বাভাবিকের চেয়ে বেশ পদই রান্না করতে হয়েছিল।



তার কিঞ্চিত নমুনা দেখাচ্ছি।



মেডিটেরিয়ান র‍্যাপ (কোমড়ের অনেক অনেক নীচে প্যান্ট পরে জামার ভেতর শুয়াপোকা ঢুকিয়ে শরির নাড়ানো র‍্যাপ নয় কিন্তু)







মেডিটেরিয়ান সালাদ







স্পেশাল মুগ ডাল







টুনা মাছের কাবাব







শিক কাবাব









চিকেন রোস্ট







খাসির বিরিয়ানি









গরুর রেজালা







ফিরনি (এই আইটেমে দুই একটা বাদে প্রায় সব বাদাম ব্যাবহার করা হয়েছে)







রসমালাই







পান্তুয়া









চমচম









সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারাক

















মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০৯

Kawsar Siddiqui বলেছেন: ঈদ মোবারক !!!!!!!!!!

আপনার ঈদ আনন্দ ময় হোক!
গাপেলুশচিপিরিচ সালাত টা থাকলে ভালো হতো:

গাজর, পেপে , আলূ , শশা , চিচিঙ্গা, পিয়াজ, মরিচ এর সমন্বিত সালাত থাকা প্রয়োজন !!!

১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮

ধীবর বলেছেন: হাহাহা। সালাদের নামটা তো জোস ! ভাই, আপনি যখন রেসিপি জানেনই, বানিয়ে ফেলুন। আমি একলা হাতে আর কত করবো বলুন? ঈদ মোবারাক :)

২| ১০ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: খেয়ে তো ভাই পেটে গ্যাস হয়ে গেলো, একটা গ্যাষ্টিকের ট্যাবলেট হবে ?

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০

ধীবর বলেছেন: বলেন কি? শুনেছি জুয়ান মানুষ নাকি লোহা খেলেও হজম করে ফেলে। :) ঈদ উপলক্ষ্যে ফার্মেসি বন্ধ, তাই দুঃখিত ট্যাবলেট নাই। :)

৩| ১০ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৯

মাজহারুল হুসাইন বলেছেন: ঈদ মুবারক ভাই । আমার ডিজিটাল খাবারে পেট ভরবে না উদরপুর্তির দাওয়াত চাই ।

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১

ধীবর বলেছেন: কোন সমস্যা নেই মাজহার ভাই। খালি আমার দরজা পর্যন্ত আসুন, বাকিটা আমি দেখবো :) ঈদ মোবারাক

৪| ১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৯

না পারভীন বলেছেন: বিস্মিত হলাম ভাই । ব্লগারদের দেখি মেলা গুন । আহারে কোন গুন ই নাই :( আমার !!

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২

ধীবর বলেছেন: বিস্মিত হবার কিছু নেই। ব্লগাররা সমাজেরই মানুষ :) আর মানুষের ভেতর ত্রুটির সাথে সাথে গুণ থাকবেই। আপনারও আছে, খুজে দেখুন :)

৫| ১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: হাঁসের মাংস বাদ গেছে মুই মাইন্ড খাইছি X(( X( X((

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩

ধীবর বলেছেন: পলাশ ভাই, হাসের মাংস তো আপনি রাধলেনই। আমিও হাসের মাংস রাধতে কি করে হবে? এত গুলি আইটেম রান্নার পর, আমি বেহুস হয়ে গিয়েছিলাম ;)

৬| ১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩২

রিভানুলো বলেছেন: ঈদ মুবারক ভাই :)

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩

ধীবর বলেছেন: ঈদ মোবারাক রিভানুলা ভাই :) সাথে কোলাকুলি

৭| ১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫০

টুম্পা মনি বলেছেন: বাহ! আপনি তো দেখছি অনেক গুনবান লোক। B:-) B:-)

ঈদের শুভেচ্ছা রইল।

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৮

ধীবর বলেছেন: গুণ কোথায় দেখলেন? আমি খালি খেতে আর ঘুমাতে পারি। খালি পেটে তো ঘুম ও সম্ভব না :) আর খেতে গেলে তো রান্না করতেই হবে, তাই না? অনেক ধন্যবাদ টুম্পা মনিকে। ইয়ে মানে আপনি কি দিপুমনি্র আত্মিয়? ঈদের শুভেচ্ছা আপনার জন্যও। :)

৮| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৪

টুম্পা মনি বলেছেন: তার আত্মীয় হলে তো ভালোই হত। খালি উড়াল দিয়া বেড়াতাম। বিভিন্ন দেশের রাজপুত্ররা আমার জন্য এমন রান্না করে রাখত। আমি গিয় খালি খেতাম।

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪

ধীবর বলেছেন: ওহ। সেইম লাস্ট নেইম তো ! তাই কৌতুহল হলো আর কি ! এই এক্সেপশনাল লাস্ট নেম তো খুবই বিরল। :) ধন্যবাদ।

৯| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কিছু কইলাম না..............

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৭

ধীবর বলেছেন: ভরা পেটে খাবারের আবেদন থাকে না বর্ষণ ভাই ;)

১০| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪

ভিয়েনাস বলেছেন: ভাই সব গুলো আইটেম আপনি রান্না করছেন !!!! করেছেন কি :| B:-) আপনি তো মেলা গুনী একজন মানুষ :)

একদিন দাওয়াত করুন ভাই :D

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২১

ধীবর বলেছেন: ভিয়েনাস ভাই, না, সব আমি রান্না করিনি। মিস্টিগুলি কেনা হয়েছে। দাওয়াত? আচ্ছা ঈদ আসুক। কারণ আমি বছরে ওই একদিনই ঘটা করে রাধি :)

১১| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:





১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২২

ধীবর বলেছেন: )কান্ডারি ভাই, শুধু ঈদ শুভেচ্ছা না, আসুন কোলাকুলিও করি :)

১২| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭

স্বাধীকার বলেছেন:

ঈদ মোবারক প্রিয় ব্লগার।

কেমন আছেন ধীবর ভাই।

অনেক অনেক মিস করি।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৩

ধীবর বলেছেন: স্বাধীকার ভাই, ঈদ মোবারাক আর বিশাল একটা কোলাকুলি। :)

১৩| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এখন প্রিয় ধীবর ভাইয়ের বাসায় হানা দেওয়া ফরজ হয়া গেছে :)

ঈদ মোবারক ভাই!

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৩

ধীবর বলেছেন: অবশ্যই সুস্বাগতম বা জি ভাই।

১৪| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩০

সরকার৮৪ বলেছেন: হবু ভাবীজানের কথা মনে হইয়া হিংসা হইতাসে ধীবর ভাই।

;)


১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৪

ধীবর বলেছেন: বিয়ে করার পুর্ব শর্ত দিবো যে মেয়েকে রুপবতি এবং রন্ধনপটু হতে হবে। ;)

১৫| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৮

মনিরা সুলতানা বলেছেন: ভাই ১ নাম্বার টার রেসিপি দেন ......

ভাবীর তো দেখতাছি রাজ কপাল ... :)

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৬

ধীবর বলেছেন: প্রথমটার রেসিপি জানি না। আরবি বা মেডিটেরিয়ান দোকানে রেডিমেইড পাওয়া যায়। খেতে জঘণ্য লাগে। পুরা টাকা জলে গেছে।

১৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪২

রহস্যময়ী কন্যা বলেছেন: ঈদ মোবারক ভাইয়া। দেশে আসলে কিন্তু দাওয়াত দিতে হবে............ :) :)

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৯

ধীবর বলেছেন: আচ্ছা দাওয়াত দিবো। কিন্তু রান্নাটা তুমিই কইরো :)

১৭| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:২২

রহস্যময়ী কন্যা বলেছেন: রান্না যদি আমিই করলাম তাইলে কিসের দাওয়াত হলো ভাইয়া?? :( :(

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৯

ধীবর বলেছেন: কে কাকে দাওয়াত দিচ্ছে? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.