![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাশেঁর কেল্লা'র অসভ্য মিথ্যাচারের পরিবর্তে শহীদ জিয়ার জীবনাদর্শ আর ১৯ দফা প্রচার করুন, এত অন্ত:ত বিএনপিকে লেবাসে নয়, অন্তরে ধারণ করা কিছু কর্মী পাবেন। যারা বিএনপি করার নামে অন্য দলের কাছে বিক্রি হয়ে যাওয়া কিছু পণ্য হিসেবে ম্যা ম্যা করবে না।
একটি আয়তাকার টেবিলের একপাশে বেগম খালেজা জিয়া আর তার ডান আর বাম পাশে বড় বড় পোস্টধারী নেতা। সবাই কথা বলছে। পরামর্শ দিচ্ছে। কথার সুর পরিস্কার। বাম পাশের নেতারা লীগের কন্ঠে আর ডানের নেতারা জামাতের কন্ঠে কথা বলছে। কারণ বিক্রি হয়ে গেছে সব। তাই খালেদা জিয়া ছাড়া বিএনপির জন্য কথা বলার কেউ নাই। তিনি এখন এতিম। একা একা বয়ে চলেছেন শহীদ জিয়ার ১৯ দফা।
আপনারা মন্ত্রী হবেন, বড় পোস্ট নেবেন, কোটি কোটি কালো টাকা বানাবেন, ভর্তি বাণিজ্য, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজিসহ নানান সিন্ডিকেট বাণিজ্য করবেন। আপনি মরলে, কোনদিন রাজনীতি না করলেও আপনার সন্তান সে আসনে এমপি নমিনেশন পাবে! রাজনীতির সব কু সুবিধা নিতে সবার আগে থাকবেন, কিন্তু দলের জন্য পথে নামবেন না। স্বেচ্ছা কারাবরণ তো দূরের কথা, পুলিশের ভয়ে খাটের নিচে গুম হয়ে যান। কারণ হয় আপনি লীগ না হয় আপনি জামাতের কাছে নিজেকে বিক্রি করেছেন। আপনি আজ শুধুমাত্র বিএনপি করতে অপারগ।
আপনার অন্তরে ১৯ দফা নেই, নেই শহীদ জিয়ার জীবনযাপনের সততা নেই। আপনি একজন বিএনপি কর্মী হিসেবে শহীদ জিয়ার জীবনদর্শন প্রচার করেন না। আপনার কাছে সততার সর্বোত্তম দৃষ্টান্ত বাশেঁর কেল্লার মিথ্যাচার। তাই শহীদ জিয়া এবং বিএনপির আদর্শের প্রচারের চেয়ে জামাতী বাশেঁর কেল্লার অসভ্য মিথ্যাচার প্রচারে আপনার যত আগ্রহ। আপনি নিজেকে মস্ত বড় বিএনপি প্রেমী প্রমাণ করতে আওয়ামীলীগকে গালি দিয়ে কথা বলেন! মানে বিএনপি করেন প্রমাণ করতে জিয়ার জীবনযাপন বা ১৯ দফার বাস্তবায়ন এবং প্রচারের চেয়ে লীগকে গালি দেয়াকে বিএনপি হবার সবচেয়ে বড় যোগ্যতা মনে করেন। তাই আপনারা ধান্দাবাজদের সঙ্গী করেছেন। দলকে হৃদয়ে ধারণকারীদের দূরে সরিয়েছেন।
আজ বেগম খালেদা জিয়া, যে ভাষায় কথা বলেছেন..... সেটাকে শিশুসুলভ আচরণ বৈ আর কিছুই বলা যাচ্ছে না। কারণ, তিনি একাকী, নি:সঙ্গ বয়ে বেড়াচ্ছেন শহীদ জিয়ার ১৯ দফা। আশেপাশে সব ধান্দাবাজ। রাজনীতিবিদ নাই। দলের কর্মী নাই।
খালেদা জিয়ার উচিত ৩০ ডিসেম্বর সকাল ১০ টায় ঘোষণা দেয়া, দলের চেয়ারপার্সন ব্যতিত বিএনপি সহ তার সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের কমিটির সব পদ বিলুপ্ত ঘোষণা করা এবং বিবৃতি দেয়া: আগামী ৫ জানুয়ারীর পর দলের সকল পোস্ট নতুন করে পূরণ করা হবে দলীয় কর্মীদের নিয়ে। আর দলীয় কর্মীদের মাঝে কারা নেতা হবে, তা নির্ধারিত হবে আজ থেকে ৫ তারিখ পর্যন্ত তাদের আত্মত্যাগ এবং দলের প্রতি কমিটমেন্ট দেখে।
''আমি সৃষ্টিকর্তাকে তোমাদের সব বলে দেব''
(বোমার আঘাতে মারাত্মকভাবে আহত ৩ বছরের এক সিরিয়ান শিশু হাসপাতালে চিকিৎসারত অবস্থায় কাঁদতে কাঁদতে পুরো পৃথিবীর উদ্দেশ্যে তার জীবনের শেষ কথাটি বলেছিল)
©somewhere in net ltd.