নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নদীর নাম

মুক্ত আকাশ দেখব বলে বয়ে চলা। আকাশ কেন মুক্ত হয় না।

তিতাস একটি নদীর নাম

নদীর মত বয়ে চলা--এ প্রান্ত থেকে ও প্রান্ত। দিগন্ত দেখা হয় না। কিন্তু উৎস পিছু টানে। ফিরে যেতে পারি না। একবার যার চলন শুরু হয়েছে সে যে আর ফিরে যেতে পারে না। এইতো নদীর নিয়ম।

তিতাস একটি নদীর নাম › বিস্তারিত পোস্টঃ

আজ আমাদের প্রথম বিয়ে বার্ষিকী

২১ শে জুন, ২০১১ রাত ৯:৩১





বিয়ের আগে কত স্বপ্ন--সে কেমন হবে, কেমন করে কথা বলবে, কেমন করে গাইবে-গাইবেতো? কেমন হবে তার চলন, কেমন করে ঝগড়া করবে--আমি পারবতো মানিয়ে নিতে!!







ভেবেছিলাম জীবনে সবকিছু গুছিয়ে নিয়ে বিয়েটা করব। বাড়ির মানুষ কি শুনে সে কথা! বয়স হলে ছেলের বাবা-মায়েদের ঘুম থাকে না। আমার বাবা-মায়েদেরও একি অবস্থা হয়েছিল।







তাই আর বেশী না ভেবে শেষ পর্যন্ত করেই ফেললাম। কিন্তু একি! দেখতে দেখতে এক বছর পার হয়ে গেলো। সময় বড় দ্রুত বহমান-তিতাস নদীর মত-আমি যে নদী।







ভালতে-মন্দতে

সুখে-শান্তিতে

হাসিতে-আনন্দে

চঞ্চলতায়-নির্ভরতায়।

------ভালইতো আছি।







আমাদের জন্যে দোয়া করবেন ব্লগার ভাই বন্ধু সবাই।







ভার্চুয়াল মিষ্টিমুখ করে নিন।



মন্তব্য ৮৩ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১১ রাত ৯:৩৩

কালাম আজাদ বেগ বলেছেন: বিবাহিত জীবন আরো সুখের হোক এই কামনায়................

২১ শে জুন, ২০১১ রাত ৯:৪৯

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

২| ২১ শে জুন, ২০১১ রাত ৯:৩৮

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: শুভ কামনা রইল :)

২১ শে জুন, ২০১১ রাত ৯:৫০

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ২১ শে জুন, ২০১১ রাত ৯:৩৯

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: বিবাহিত জীবন সুখ আর ভালোবাসায় ভরে থাকুক।

২১ শে জুন, ২০১১ রাত ৯:৫০

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ
সুখী যেন হতে পারি দোয়া করবেন।

৪| ২১ শে জুন, ২০১১ রাত ৯:৪২

ভুলো মন বলেছেন: আপনাদের দেখেই তো আমরা বিবাহ করতে সাহস পাবো!!

বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।

২১ শে জুন, ২০১১ রাত ৯:৫১

তিতাস একটি নদীর নাম বলেছেন: করে ফেলুন---খারাপ না।
ধন্যবাদ মন্তব্যের জন্যে

৫| ২১ শে জুন, ২০১১ রাত ৯:৪৪

বটতলার টারজান বলেছেন: সুদীর্ঘ বিবাহিত জীবন কাটান, এই কামনা

ডিজিটাল মিষ্টির ডিজিটাল স্বাদ পাইলাম, চরম তো !!! ;)

২১ শে জুন, ২০১১ রাত ৯:৫২

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

মিষ্টি নিজেও ভালা পাই।

৬| ২১ শে জুন, ২০১১ রাত ৯:৪৬

খাই দাই বলেছেন: জানতে মুন চাই, সে কি পরে গান গাইছিল? অভিনন্দন ভাবিসহ আপনাকে

২১ শে জুন, ২০১১ রাত ৯:৫৪

তিতাস একটি নদীর নাম বলেছেন: হ ভাই গান গাইছিল----সে নাকি একাডেমী আর বাসায় গান শিখত।
বিয়ের আগে জানা ছিল না।
পরে জেনে মনে মনে অন্নেক খুশি হয়েছিলাম। এখনো ভাল লাগে।

২১ শে জুন, ২০১১ রাত ৯:৫৪

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ২১ শে জুন, ২০১১ রাত ৯:৪৭

এন ইউ এমিল বলেছেন: বিবাহ বার্ষিকীর মিষ্টিখাওয়াইলে, নতুন অতিথি আসবে কবে? আবার মিষ্টি খাওয়াইবেন কবে?

২১ শে জুন, ২০১১ রাত ১০:১১

তিতাস একটি নদীর নাম বলেছেন: হাহা----নতুন অতিথি প্রজেক্ট আপাতত নাই। তবে আশা করি আপনাদের আবারো মিষ্টি খাওয়াতে পারব।
দোয়া কইরেন।

৮| ২১ শে জুন, ২০১১ রাত ৯:৪৭

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: সুখে থাকুন আজীবন। পরিপুর্ণ সুখী যেন হতে পারেন, এই প্রত্যাশা। :)

২১ শে জুন, ২০১১ রাত ৯:৫৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: আপনাকে ধন্যবাদ।
দোয়া করবেন ভাল যেন থাকতে পারি।

৯| ২১ শে জুন, ২০১১ রাত ৯:৫০

বকুল০৮ বলেছেন:
অনেক অভিনন্দন ভাই।
আমৃত্যু সুখী থাকুন, মধুরতম সান্নিধ্যে থাকুন...

২১ শে জুন, ২০১১ রাত ১০:৩০

তিতাস একটি নদীর নাম বলেছেন: আমৃত্যু দেশকে ভালবাসতে পারি যেন।
ধন্যবাদ আপনাকে

১০| ২১ শে জুন, ২০১১ রাত ৯:৫১

হাসানুর বলেছেন: মিষ্টি ভাল হইছে.....

২১ শে জুন, ২০১১ রাত ১০:৩০

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ ভাই

১১| ২১ শে জুন, ২০১১ রাত ৯:৫৪

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: শুভকামনা রইল।

২১ শে জুন, ২০১১ রাত ১০:৩০

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ

১২| ২১ শে জুন, ২০১১ রাত ৯:৫৪

উণ্মাদ তন্ময় বলেছেন: আশা করি ডিভোর্স ল ইয়ারদের ভাত মাইরা খাইবেন ;) ;) ;) ;)



মিষ্টি ভালা হইছে

২১ শে জুন, ২০১১ রাত ১০:৩১

তিতাস একটি নদীর নাম বলেছেন: ল ইয়াররা আমার থেকে ১০০০ হাত দূরে থাকবে আশা করি।

১৩| ২১ শে জুন, ২০১১ রাত ১০:০৮

রাখালীয়া বলেছেন: বিবাহবার্ষিকীর শুভেচ্ছা
শুভকামনা রইলো.....।

২১ শে জুন, ২০১১ রাত ১০:৩১

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ধন্যবাদ

১৪| ২১ শে জুন, ২০১১ রাত ১০:১০

মো: আবু জাফর বলেছেন: মিস্টি খাইতে মুন্চায়

২১ শে জুন, ২০১১ রাত ১০:৩২

তিতাস একটি নদীর নাম বলেছেন: আজকে আমি মিষ্টি খাইছি----কোন একদিন ভাল করে খাওয়াব।

১৫| ২১ শে জুন, ২০১১ রাত ১০:১১

নাহিয়ান বিন হোসেন বলেছেন: অভিনন্দন আপনাদের দু'জনকেই! অনেক অনেক ভাল থাকুন সব সময়!

২১ শে জুন, ২০১১ রাত ১০:৩৩

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধপ্ন্যবাদ অনেক অনেক

১৬| ২১ শে জুন, ২০১১ রাত ১০:১৯

আইজউদদীন বলেছেন: মিস্টি খাইতে মুন্চায় দেখতে মুন চায়না :(( :((

২২ শে জুন, ২০১১ সকাল ৯:২২

তিতাস একটি নদীর নাম বলেছেন: হেহে জনাব আপনার ঠিকানা দিয়েন---আপনার সাথে যোগাযোগ করে খাওয়ানোর ব্যবস্থা করব।
যাই হউক ধন্যবাদ মন্তব্যের জন্যে।

১৭| ২১ শে জুন, ২০১১ রাত ১০:৩১

ৈজয় বলেছেন:

এত মিস্টির ছবি দিছেন, আমার ল্যাপটপে পিঁপড়া উইঠ্যা গ্যাছে।

অনেক অনেক শুভেচ্ছা।

২২ শে জুন, ২০১১ সকাল ৯:২৩

তিতাস একটি নদীর নাম বলেছেন: হায় হায় পিপড়াদের মাইনাস--আপ্নেরে প্লাস।
ধন্যবাদ

১৮| ২১ শে জুন, ২০১১ রাত ১০:৩৩

অনিক আহসান বলেছেন: আপনাদের দুইজনের প্রতি শুভ কামনা রইল

২২ শে জুন, ২০১১ সকাল ৯:২৪

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ধন্যবাদ

১৯| ২১ শে জুন, ২০১১ রাত ১০:৪২

কাউসার রুশো বলেছেন: বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা
সব সময় অনেক অনেক ভাল থাকুন :) !:#P :)

২২ শে জুন, ২০১১ সকাল ৯:২৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ
আপনাদের সবার দোয়া থাকলে অবশ্যই ভাল থাকব।

২০| ২১ শে জুন, ২০১১ রাত ১০:৫৫

তুজাম বলেছেন: বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।

২২ শে জুন, ২০১১ সকাল ৯:২৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ধন্যবাদ

২১| ২১ শে জুন, ২০১১ রাত ১০:৫৫

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
ভার্চুয়াল মিষ্টি খাওয়ার মজাই আলাদা
যতই খাই না কেন পেট ভরে না।

বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা

২২ শে জুন, ২০১১ সকাল ৯:২৭

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ধন্যবাদ

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
ভার্চুয়াল মিষ্টি খাওয়ার মজাই আলাদা
যতই খাই না কেন পেট ভরে না।

হে হে কোন এক শুভক্ষনে আসল মিষ্টির ব্যাবস্থা করবনে আশা করি।

২২| ২১ শে জুন, ২০১১ রাত ১১:৫৪

নীরব 009 বলেছেন: আহারে মিষ্টি :| :| :| :|


পেটে আর জায়গা নাই, একটু পর আবার আসছি খেতে।


শুভ কামনা রইল আপনাদের প্রতি।

২২ শে জুন, ২০১১ সকাল ৯:২৭

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ধন্যবাদ

২৩| ২২ শে জুন, ২০১১ রাত ১২:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভার্চুয়াল মিষ্টি দেখে বড্ড লোভ লাগছে।
জেনুয়িন মিষ্টি চাই :)

বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ।
আপনাদের সুখী জীবন, আমাদের জন্য অনুপ্রেরণা হবে। :)

২২ শে জুন, ২০১১ সকাল ৯:৩৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: জেনুইন মিষ্টি কেমনে যে পাঠাই আপনাকে!!
দেখি কোন এক সময় তিতাস নদীর পাড়ে বসে মিষ্টির ব্যবস্থা করা যায় কিনা।

ধন্যবাদ

২৪| ২২ শে জুন, ২০১১ রাত ১২:৫৩

কামরুল হাসান শািহ বলেছেন: শুভ কামনা রইল

২২ শে জুন, ২০১১ সকাল ৯:৩৬

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ ভাই

২৫| ২২ শে জুন, ২০১১ রাত ১:০৪

নাফিজ আমিন বলেছেন: অন্যদের হাসিখুশি দেখলে নিজের মনটাই ভালো হয়ে যায় ।

ভালো থাকবেন ভাই...আর ভাবিকে অনেক অনেক ভালোবাসবেন ।

শুভকামনা আর "শুভ বিবাহ বার্ষিকী" :D :D

২২ শে জুন, ২০১১ সকাল ৯:৫৭

তিতাস একটি নদীর নাম বলেছেন: আশা করছি আপনার খুশি হোয়া দেখে আমাদেরও মন ভাল হয়ে থাকবে সবসময়।

অনেক অনেক ধন্যবাদ

২৬| ২২ শে জুন, ২০১১ রাত ২:১৫

আন্ধা পোলা বলেছেন: এমুন পুসটু আর এতো মিসটি দেখলে বিয়া করতে মুন চায়!! :!> :#>
(আপনেগো মতোন সুখি বিয়া :#> :#> :#> )

২২ শে জুন, ২০১১ সকাল ৯:৫৯

তিতাস একটি নদীর নাম বলেছেন: বিয়া কইরা ফালান---ডরাইয়েন না।
বিয়া করলে আমাদের থেকেও বেশি ভাল থাকবেন এই দোয়া করি।

২৭| ২২ শে জুন, ২০১১ ভোর ৫:১৭

এ হেলাল খান বলেছেন: "শুভ বিবাহ বার্ষিকী। আমার বিয়া হয় না ক্যান?

২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:২২

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ধন্যবাদ।
ধৈর্য হারাবেন না। অবশ্যই হবে।

২৮| ২২ শে জুন, ২০১১ ভোর ৫:২৫

রিয়েল ডেমোন বলেছেন: শুভকামনা :)

২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:২৬

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ধন্যবাদ।

২৯| ২২ শে জুন, ২০১১ ভোর ৫:২৯

নাআমি বলেছেন: শুভকামনা অনেক অনেক.......



ভাল থাকেন সারাজীবন......

২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:২৭

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ অনেক অনেক

৩০| ২২ শে জুন, ২০১১ ভোর ৫:৩১

কালো বলেছেন: শুভ বিবাহ বার্ষিকী ঃ)
ভাই বিয়া কৈরা কি আসলে পোসায়?

২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:২৯

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ

আমারতো হয়েছে----আশা করছি আপনারও পোসাবে।
সাহস করে বিয়েটা করে ফেলুন

৩১| ২২ শে জুন, ২০১১ সকাল ৯:৩২

কাজীহা বলেছেন: শুভ কামনা…আপনার কাছে দেখি অফুরন্ত মিষ্টি আছে। আপনাদের জীবনেও সেই মিষ্টি একইভাবে ছড়িয়ে পড়ুক।

২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩০

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ ভাই।
মিষ্টিময় হউক বাংলাদেশ।
কথাতে মিষ্টি--কাজে মিষ্টি।

৩২| ২২ শে জুন, ২০১১ সকাল ৯:৪৮

জিসান শা ইকরাম বলেছেন:
প্রথম বিয়ে বার্ষিকীতে অভিনন্দন

ভালো থাকুন প্রতিটি মুহুর্ত :)

২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৪

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনাদের দোয়া আমাদের চলার পথের পাথেয়।

৩৩| ২২ শে জুন, ২০১১ সকাল ৯:৫৫

আরিফইসলাম বলেছেন: শুভ বিবাহ বার্ষিকী। সুখে থাকুন আজীবন। পরিপুর্ণ সুখী যেন হতে পারেন, এই প্রত্যাশা রইল।

২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ

৩৪| ২২ শে জুন, ২০১১ সকাল ৯:৫৫

সাইফ হাসনাত বলেছেন: সারাটা জীবন ভালো কাটুক। অনাবিল সুখ-সমৃদ্ধিতে। বিত্ত-বৈভবে ভরে থাকুন প্রতিটি ক্ষণ...

গানে গানে কান ভরে থাকুক!

২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: আপনার ভাবী গান খারাপ গায় না। শুনে ভালই লাগে।
ধন্যবাদ আপনাকে

৩৫| ২২ শে জুন, ২০১১ দুপুর ১:৩৫

এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: শুভকামনা রইলো.....।
তয় গরম রসগোল্লা খাবার মন চায়।

২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৯

তিতাস একটি নদীর নাম বলেছেন: আপনার ফুল আমাদের ২জনের খুব পছন্দ হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ।

৩৬| ২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৬

বিপ্লব কান্তি বলেছেন: শুভকামনা

২২ শে জুন, ২০১১ রাত ৯:১০

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৩৭| ৩০ শে জুন, ২০১১ সকাল ১০:৩৭

ঐশীকা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ...দেরি করেই দিলাম...

০৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:২৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
তাও তো দিলেন।

৩৮| ৩০ শে জুন, ২০১১ সকাল ১০:৪৮

বিবর্ন বেদনা বলেছেন: বিয়া করতে মন চায়।কিন্তু মাইয়া মানুষকে ভই পাই।বিয়ের পর যদি আমার সুন্দর জীবনটা তছনছ করে দ্যায়

০৭ ই জুলাই, ২০১১ দুপুর ১২:১৬

তিতাস একটি নদীর নাম বলেছেন: সাহস করে বিয়ে করে ফেলেন, দেখবেন কোন ভয়ের ব্যাপার নেই। আর আমরা বড়রা আছি না!! সুন্দর জীবন সুন্দর রাখার ব্যাবস্থা হয়ে যাভে দেখবেন।

৩৯| ০৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:৫৩

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
এত মিষ্টির ছবি দিয়ে বলছেন ভার্চুয়াল মিষ্টিমুখ করে নেন! আপনাকে মাইনাস। তবে বিবাহিত জীবনের প্রতি শুভেচ্ছা রইলো।

০৭ ই জুলাই, ২০১১ দুপুর ১২:১৮

তিতাস একটি নদীর নাম বলেছেন: হা হা ভাইরে এবারের মত ভার্চুয়ালটাই সারেন। পরের বার আসলটা হবেনে।
ধন্যবাদ আপনাকে

৪০| ১৫ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪১

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: আপনি কি সেই যাকে আমি চিনি? দাদাভাই ! :|

১৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:২৩

তিতাস একটি নদীর নাম বলেছেন: হুম সেইতো!!
বাহ তুমি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তোমার ভারত ভ্রমন পর্ব দেখছিলাম--আসলে ছবিগুলো দেখেছিলাম এক নজর। সময় ছিল না। পরে দেখবো ভেবে মন্তব্য করা হয়নি। এবার তাহলে ভাল করে দেখতে হয়।

বুঝতেইতো পারিনি তুমি।

৪১| ১৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: :-B তোমার লেখাগুলোও আমার পড়তে হবে। ভাল লাগছে তোমাকে খুঁজে পেয়ে B-)

১৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:০৩

তিতাস একটি নদীর নাম বলেছেন: হুম আমারো ভাল লাগছে তোমাকে দেখে।
আমিও পড়ব তোমারগুলো।

আমি আসলে বেশী লিখতে সময় পাই না। তাই আমার এখানে ভাল কোন লেখা নেই তেমন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.