নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নদীর নাম

মুক্ত আকাশ দেখব বলে বয়ে চলা। আকাশ কেন মুক্ত হয় না।

তিতাস একটি নদীর নাম

নদীর মত বয়ে চলা--এ প্রান্ত থেকে ও প্রান্ত। দিগন্ত দেখা হয় না। কিন্তু উৎস পিছু টানে। ফিরে যেতে পারি না। একবার যার চলন শুরু হয়েছে সে যে আর ফিরে যেতে পারে না। এইতো নদীর নিয়ম।

তিতাস একটি নদীর নাম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ফলঃ বরই/কুল

১৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৪

অনেক দিন পর ব্লগ লিখতে বসলাম।

আমাদের চারদিকে অস্থিরতা--বিশ্ববিদ্যালয়ে মারামারি, হানাহানি, টাকার অবমূল্যায়ন, বান্দরবানে দূর্ঘটনায় নিহত মানুষ।

লেখার অনেক বিষয়। আর আমি কিনা লিখতে বসলে লিখতে পারিনা, বিষয় আসে না।

অনেক ক'দিন ধরে ভেবে দেখলাম বাংলাদেশের প্রচলিত ফল নিয়ে একটা সিরিজ লেখা যায়। আইডিয়াটা অবশ্য রাজা মশাইয়ের (Click This Link) থেকে পাওয়া। তিনি ফুল নিয়ে লিখেছেন। অনেক লেখা তার। আমি তার লেখার দারুন ভক্ত।



আসুন তাহলে আজকে বাংলাদেশের বরই/কুল সম্পর্কে কিছু তথ্য জেনে নেই আর ছবি দেখি।

বাংলাদেশী রসালো কুলঃ





বাংলা নামঃ বরই বা কুল

ইংরেজী নামঃ Jujube

বৈজ্ঞানিক নামঃ Ziziphus mauritiana



বাংলাদেশী রসালো কুলঃ





বাংলাদেশে পাওয়া যায় এমন জাতের নামঃ কুমিল্লাকুল, বাউকুল, আপেলকুল, নারিকেলীকুল, সাতক্ষীরাকুল, রাজশাহীকুল, ঢাকা-৯০, বারিকুল ১ ও বারিকুল ২।



কুল মাঠের পাশে বরই প্রক্রিয়াকরনঃ





বরই পছন্দ করেন না এরকম মানুষ কম আছে বাংলাদেশে। ২ ধরনের বরই আছে আমাদের দেশে। মিষ্টি বরই আর টক বরই। মানুষে মানুষে পছন্দেরও রকমফের দেখা যায়। আমরা অনেকেই সাধারনতঃ মিষ্টি কুল পছন্দ করলেও আমাদের মায়েদের কাছে বা মেয়েদের কাছে কিন্তু টক বরই বেশি প্রিয়।



নাটোরে বাংলাদেশের সর্ববৃহত কুল আড়তে কুলঃ





যারা বরই চাষ করতে চান--অনেক বড় জায়গা হলে পছন্দমত যে কোনাটাই করতে পারেন। আপনার বাড়ির আশে-পাশের নার্সারী থেকে চারা কিনে লাগিয়ে দিন। ৪/৫ বছর পর থেকেই ফুল ধরতে শুরু করবে। আপনি ইচ্ছা করলে টবেও চারা লাগাতে পারেন।



পাবনার আপেল কুলঃ





এই সময়ে জনপ্রিয় আর ভাল বরইয়ের জাতগুলো হচ্ছে--, বাউকুল, আপেলকুল, ঢাকা-৯০, বারিকুল ১ ও বারিকুল ২, কুমিল্লাকুল ইত্যাদি।



বিদেশী কুলঃ দক্ষিন কোরিয়াতে দেখেছি





(লেখা যদি ভাল লাগে তাহলে আগামীতে নতুন কোন ফল নিয়ে আপনাদের সামনে আসব। সামুতে ফলের বাগান করার ইচ্ছা আছে)

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৯

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: ভালো ভাই, আরো লিখেন

১৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৩

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ ভাই।
লিখব আশা করি।

২| ১৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৬

পাগলা দাশু০০৭ বলেছেন: কুল খাব, কুল দেন

১৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: এতো কুল দিলাম আর কত চান!! =p~ =p~ =p~ =p~
আর সময় থাকলে একটু বাজার থেকে ঘুরে আসেন--অনেক ভাল ভাল কুল পাবেন।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩০

জেনন বলেছেন: দাদা, এইখানে কুলের তেমন কোন কূল পাওয়া যায়না X(( X( । এখনতো দেখি, দেশে যাওন লাগবো :( , না হয় কুলের জন্য কূল খোজা লাগবো!!!! সেদিন জেএনইউ-তে বরই গাছ দেখে বড়ই বরই খাইতে মন চাইছিলো :!> , তাও আবার ঢিল মেরে!!!! বড়ই আফসোস!!! গাছে বরই ছিলো না!!!! :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

১৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৯

তিতাস একটি নদীর নাম বলেছেন: আমাদের বাড়িতে পড়ার ঘর ছিল একটা। সেটা বাড়ির বড় ঘরের থেকে একটু দূরে। তো পরার ঘরের বাইরের ২কোনায় ২টা বরই গাছ ছিল। একটা মিষ্টি আরেকটা টক বরই এর গাছ। এতো বুই ধরত!! কি আর বলব। আর আমাদের পাড়ার ছেলে-পেলেদের জ্বালায় থাকতে পারতাম না। একটু পর পর টিনের চালে শব্দ---ঢিল দিয়ে দৌঁড়--আর বরই ঝরঝর করে পরছে।
আমি নিজেও অই সময়গুলো খুব মিস করি। আমি ক'বার কোরিয়ান বরই খেয়েছি---একদম ভাল লাগেনি।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৩

বৃষ্টিধারা বলেছেন: এই শীতে এখনো খাওয়া হয় নি বড়ই.... :( :(

১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৪

তিতাস একটি নদীর নাম বলেছেন: এই শীতে পাওয়া যায় কিনা আমার জানা নেই।
আমি পাকে বৈশাখে কুল পাকে ফাল্গুনে-----তার মানে সামনে আসতেছে কুলের সময়।
তবে কুল চাষ মতে জানুয়ারীর শেষের দিকেই বাজারে কুল থাকার কথা। আশা করি পেয়ে যাবেন।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৩

বাল্যবন্ধু বলেছেন: অনেক কিছু জানলাম।
পোষ্টে পিলাচ।

১৭ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০০

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ।

ছবি দেখে ভাল লাগেনি?
ছবিগুলো অনেক লোভনীয় তাই না?

৬| ১৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:০৫

কাকঁন বলেছেন:
ভাল লাগল:)

১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:২৭

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ দেখার জন্যে।

৭| ১৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫০

জিসান শা ইকরাম বলেছেন:
বরইর যে ছবি দিলেন, এখনইতো বরই খেতে ইচ্ছে করছে .....
পেলাস.....।
শুভকামনা আপনার জন্য.......।

১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:২৭

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ।
পরের বার কাঁঠালের জন্যে আমন্ত্রন।

৮| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৬

রেজোওয়ানা বলেছেন: আমার কাছে ভাল লাগে দেশি হালকা টক টক বড়ই গুলো, পাকলে হালকা হলুদাভ লাল হয় যেগুলো। এই ধরনটার কি নাম।

আপনার উদ্যোগটা ভাল লাগলো

চলুক :)

২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৩

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ আপনার ভাল লাগছে জেনে। কাল আবার একটা নতুন ফল নিয়ে আপনাদের সামনে হাজির হবো।

আমার নিজেরো ভাল লাগে। আলাদা করে এই টক বরইটার নাম জানি না। দুঃখিত।

আশা করছি চালিয়ে যাব।

৯| ২৪ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:১৬

সুরঞ্জনা বলেছেন: কুল বড়ইএর চাইতে দেশী বরই খেতে মজার!

২৫ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫২

তিতাস একটি নদীর নাম বলেছেন: টক বরই নাকি মিষ্টি কোনটা বেশী ভাল লাগে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.