![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
দুপুর,
সবাই লিখে দিনের মহিমা নিয়ে
লিখে রাতের ঐশ্বর্যকে নিয়ে
আমি,
লিখব দুপুরকে নিয়ে
হোক না সে গরম দেশের কলংক
করুক না সে মানুষের জীবন অতিষ্ঠ
তবুও দুপুর না থাকলে কিছুই হবে না জীবন্ত
দুপুর এবং কিছু ঘটনা,
ক্লান্ত সব মানুষ ঝিমুচ্ছে যেন
বিশ্রামের স্রোতধ্বনি বাজছে বুঝি
চোরেরা,
রাতের আগাম ঘুম পাড়ি দিচ্ছে
সতর্করা,
ভাবছে রাত্রে বিরাট মাল পাবে বুঝি
পকেটমাররা,
গরমের ক্লান্তি ভুলে মানুষের পকেট কাটছে
কেউ কেউ ধরা পড়ছে, মার খাচ্ছে
তবুও তারা জীবনের আশাকে জিইয়ে রেখেছে।
মরা কাঠের মতো জীবন্ত লাশ তারা হয়েছে।
শিল্পীরা,
সারা সকালের ঝঞ্ঝাটকে খেদাচ্ছেন
কেউবা তাদের কর্ম করছেন নিরলসভাবে
কেউবা ঘুমচ্ছেন, কেউবা প্রাত্যহিক রুটিন মানছেন
সারা জীবনের ব্যর্থটা খুঁজছেন আগ্রহভরে
কৃষকেরা,
মায়ের বুকে লাঙল চষছে
ক্লান্তি যা নিঃ সঙ্গতাকে হার মানাচ্ছে
সাধারণ মানুষেরা,
রোদে পুড়ে, ঘর্মাক্ত শরীরে, ক্লান্তি ভুলে
জীবনের তাগিদে শহরের এ মাথা থেকে ও মাথা ছুটে চলে।
পথে হোঁচট খায়, বাস-ট্রাকের চাকায় পিষ্ট হয়,
তবুও নির্বিকার দুপুর; বিকেল গড়িয়ে ক্রমশ সন্ধ্যা হয়।
রাতের শেষে আবারো ভোর হয়-
গত দুপুরের হিসেব নতুন দুপুরের কাছে জমা রয়।
পথিকেরা,
হাইড্রোলিক হর্নে হন্যে হয়ে
নিস্তব্ধতা অথবা ঘুঘুর ডাক খুঁজে ফিরছে
ভ্রান্তিবিলাসিতা জেনেও
হ্যালুসিনেটিভ হতে চাইছে
ক্লান্ত দুপুর ভ্রান্তিতে নেই
অস্তাচলে যাচ্ছে...
ব্লগররা,
..........
কবিতাটা অসমাপ্ত সমাপ্ত করার পরামর্শ চাচ্ছি ***
০৫ ই অক্টোবর, ২০১১ ভোর ৬:৪৬
তিথির অনুভূতি বলেছেন: হমমমম......
একটা দারুন বুদ্ধি দিলেন।
ধন্যবাদ***
২| ০৫ ই অক্টোবর, ২০১১ ভোর ৬:৫৪
হাসান মাহবুব বলেছেন: সাধারণ মানুষেরা
হাইড্রোলিক হর্নে হন্যে হয়ে
নিস্তব্ধতা অথবা ঘুঘুর ডাক খুঁজে ফিরছে
ভ্রান্তিবিলাসিতা জেনেও
হ্যালুসিনেটিভ হতে চাইছে
ক্লান্ত দুপুর ভ্রান্তিতে নেই
অস্তাচলে যাচ্ছে...
০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:০৫
তিথির অনুভূতি বলেছেন: হমমমম।।। ভাল বলেছেন,
আস্তাচলে যাচ্ছে।
৩| ০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:৫৭
যখন ভালবাসলাম বলেছেন: আপনার নিকটা খুব সুন্দর
০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:০৬
তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ **
কিন্তু লেখা কেমন লাগে????
৪| ০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ৮:৩৬
লেখোয়াড় বলেছেন: দুপুরের অসমাপ্ত গান ভাল লাগল।
কবিতাটি সমাপ্ত করুন।
ধন্যবাদ।
০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৪৫
তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ লেখোয়াড়**
আরও কিছু পরামর্শ চাই।।।
তারপর ভাবছি কবিতাটার সমাপ্তি করব।।
৫| ০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৪২
ফাইরুজ বলেছেন: দুপুর কাব্য সুন্দর।
০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৪৩
তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ ফাইরুজ**
৬| ০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৫১
সাকিন উল আলম ইভান বলেছেন: অনেক ভালো লাগলো ,তবে আপু শেষে স্টার দেন কেন ?
০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:২০
তিথির অনুভূতি বলেছেন: ভাইয়া ** টা আমার পছন্দ, একটা স্টাইল ওও বলতে পারেন
আমি ছোট্ট থেকে তারা খুব ভালবাসি তও তাই।।।
কবিতাটার কিছু সাজেশন দিন আরও কি কি বিষয়
বা লাইন যুক্ত করা যায় ***
৭| ০৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:২০
আরিয়ানা বলেছেন: ভাল লাগলো দুপুর কবিতা
০৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৩৪
তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ আরিয়ানা **
৮| ০৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:১৪
অনিরূদ্ধ বলেছেন:
*********
মানে কী বলেন তো??
০৫ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৩৩
তিথির অনুভূতি বলেছেন: *** একটু বেশি ভাল লাগা
৯| ০৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:২১
জিসান শা ইকরাম বলেছেন: দুপুর কথন বেশ হয়েছে।
০৫ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৩২
তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ জিসান শা ইকরাম **
১০| ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ৯:০৯
নীলাঞ্জনানীলা বলেছেন: খুব সুন্দর কবিতা
০৬ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪৮
তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ নীলাঞ্জনানীলা**
১১| ০৮ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:২২
অনিক বলেছেন: ভাল লাগলো।
০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১২:০৬
তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ অনিক **
১২| ০৮ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:৩১
অনিক বলেছেন: সাধারণ মানুষেরা,
...........
রোদে পুড়ে, ঘর্মাক্ত শরীরে, ক্লান্তি ভুলে
জীবনের তাগিদে শহরের এ মাথা থেকে ও মাথা ছুটে চলে।
পথে হোঁচট খায়, বাস-ট্রাকের চাকায় পিষ্ট হয়,
তবুও নির্বিকার দুপুর; বিকেল গড়িয়ে ক্রমশ সন্ধ্যা হয়।
রাতের শেষে আবারো ভোর হয়-
গত দুপুরের হিসেব নতুন দুপুরের কাছে জমা রয়।
০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১২:০৬
তিথির অনুভূতি বলেছেন: নিয়ে নিলাম***
১৩| ১১ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০৮
পটল বলেছেন:
একটি দুপুরের ব্যবচ্ছেদ
১১ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:০৩
তিথির অনুভূতি বলেছেন: হমমমম ব্যবচ্ছেদই বটে ***
ভালো বলেছেন**
১৪| ১৬ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৪৩
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: শেষ নাই হোক। ইস! জীবনও যদি কখনো শেষ না হত। জীবনকে আমরা কতটা ভালোবাসি, কিন্তু আজীবন জীবন ধরে রাখতে পারিনা।
১৭ ই অক্টোবর, ২০১১ ভোর ৫:৪৩
তিথির অনুভূতি বলেছেন: জীবনকে ধরে রাখা যায় না, কিন্তু জীবনের সৌন্দর্যগুলি সুখময় স্মৃতিতে রূপান্তর করা যায়,,,, অর স্মৃতি তো আজীবন ধরে রাখে,,, আমাদের পরবর্তী বংশধরেরা ***
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১১ ভোর ৬:৩০
অণুজীব বলেছেন: ব্লগাররা কি করে, সেটাও লিখিয়েন