![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
কে ভালবাসিবে এত তোমায় জানি না গো
দুষ্টু তারা না জেনে শুনে তাই বুঝি।
আমি হারাই সদা তোমার মাঝে ।
অভিমানগুলি সব ঝড়ে পড়ে তোমার গলে
তুমি সহ্য করবে কিনা ভাবি না?
ঝেড়ে দিয়ে হালকা হয়ে আবার বলি সরি।
এই মান অভিমানের পালা চলে আমার
তুমিও কর বুঝি মোরে নিয়ে এমনি,
অন্য কারো কাছে ডালা নিয়ে বস আমার
আমার সামনে বল না পিছে বলে বেড়াও সবাইকে,
আর আমি জানতে পারি সবশেষে তুমি
বুঝি বা গাল ফুলিয়েছিলে, অশ্রু ঝড়েছিল বলে
আমাকে শাপ তুমি দূর থেকে আর পালিয়ে আছো
ওই দূর নক্ষত্রে তাই আমি খুঁজি নাকো তোমাকে !!
০৭ ই মার্চ, ২০১২ রাত ১০:৫৫
তিথির অনুভূতি বলেছেন: দুষ্টু তারা,
"তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার
জনমে জনমে যুগে যুগে অনিবার ।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার-
কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার
জনমে জনমে যুগে যুগে অনিবার ।"
২| ০৭ ই মার্চ, ২০১২ রাত ১২:০৬
সকাল বেলার ঝিঝি পোকা বলেছেন: কারো কানের কাছে গিয়ে কপি পেস্ট মারবো কি না ভাবতেছি!!
বেশি ভালো লাগলো
পেক পেক পেক
০৭ ই মার্চ, ২০১২ রাত ১০:৫৮
তিথির অনুভূতি বলেছেন: মিথ্যে বলবো না...!
আমার প্রতিটি ভোর আসে তোমাকে ভেবেই
আমার প্রতিটি রাত কাটে তোমাকে কাছে পাবার প্রার্থনায়…
৩| ০৭ ই মার্চ, ২০১২ রাত ১২:০৯
আল ইমরান বলেছেন: গানের লিরিক এর মত মনে হল। বেশ ভালো।
০৭ ই মার্চ, ২০১২ রাত ১১:০০
তিথির অনুভূতি বলেছেন: ভালবাসি”
কথাটা বলার দরকার নেই,
শুধু হাত দুটি ধরে রেখ।
আমি তোমার নীল দুটি চোখের মাঝে হারিয়ে যাব,
অনন্ত কালের জন্য ।
৪| ০৭ ই মার্চ, ২০১২ রাত ১২:১৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নিয়মিত কবিতা লিখা চাট্টিখানি কথা না।
তারপর কবিতা গুলো ও বেশ হচ্ছে।
০৭ ই মার্চ, ২০১২ রাত ১১:০১
তিথির অনুভূতি বলেছেন: যেদিন আমাকে বলেছিলে
I Hate U..
সেদিন থেকে তোমাকে আরও
বেশী ভালবাসতে শিখেছি। কেননা সেদিন থেকেই
তো জানতে পারলাম,
আমার জন্য কিছু
অনুভূতি তো তোমার মনের বাগানে রয়েছে।
হোকনা সেটি in the
negetive scence.
তবুও কিছুতো একটা বাসো। তাইতো আমি বারবার
আসি ফিরে প্রহর ফুরাবার আগে, শুধু জানিয়ে দিতে,
এই আমি যে অন্য
কারো হতে পারি না।
আমি তোমাকে ভালবেসে যাবো, তুমিও বাসবে জানি,
হয়তো আমাকে নয়। কিন্তু
তাতে কি??
আমার ভালবাসা না হয়
......তোমাকেই দিলাম।
৫| ০৭ ই মার্চ, ২০১২ রাত ১২:৩৫
ঈষাম বলেছেন: আফুতো ভালো কবিতা লিখো +
০৭ ই মার্চ, ২০১২ রাত ১১:০২
তিথির অনুভূতি বলেছেন: মন ভালো নেই বারে বারে মনে হয়
তুমি পাশে নেই ভাবি ধুর ছাই কেনো কাটেনা সময়
সাতটি রঙ্গে তোমাকে খুজে বেরাই
বিস্টি শেসে দেখা না পেলে বরো অভিমান হয়.
.
রাত কাটে নির্ঘুম,
আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই
ভালবাসি….
তোমায় এতটাই….*
তোমার হাসিতে হাজার ফুল ফুটে জায়
তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায়
তোমার জন্নো বেদনার গান লিখেছি
বুকে সব স্রিতি গুলো এক করে সূর বেধেছি
মনে একটাই সুখ আমাকে ও খুব ভালোবাসো তুমি তাই
ভালোবাসি ...
তোমায় এতোটা....*
জানি তুমি ভালো নেই আমায় একা রেখে
ভীসন কস্টে আছো আমাকে না দেখে
কতদিন দেখিনি তোমার মুখ এখানে
খনিকের জন্নো থাকো আর যে খানে.
ফিরে তুমি আসবে আমার এ জীবনে কারন
ভালোবাসো
আমায় এতোটা....*
রাত কাটে নির্ঘুম,
আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই
ভালবাসি….
তোমায় এতটাই….*
৬| ০৭ ই মার্চ, ২০১২ রাত ১:২৩
জোবায়ের নিয়ন বলেছেন: লিরিকাল।
ভাল লাগা রইলো।
০৭ ই মার্চ, ২০১২ রাত ১১:০২
তিথির অনুভূতি বলেছেন: তোমায় কত ভালবাসি জানিনা, তবে,
তোমায় পেয়ে আমি হারাতে চাই না।
আমার বিশ্বাস তুমি আমার কাছে আসবে।
হয়তো বা কোনো এক বিকেলে..
হয়তো বা এক বর্ষার সন্ধ্যায়..
হয়তো বা কোনো এক
কুয়াশা ভেজা ভোরবেলায়..
হয়তো বা কোনো এক জ্যোৎস্না রাতে.. ।
প্রকৃতির সব রূপে তোমায় দেখতে চাই,
সব সময় তোমায় ভালবাসতে চাই। সূর্য
যখন অস্ত যাবে, দিগন্ত দেখবো তখন
আমি তোমার চোখে ।
ভালবাসি তোমাকে…..... ♥
৭| ০৭ ই মার্চ, ২০১২ রাত ২:০৭
আমি তানভীর বলেছেন:
০৭ ই মার্চ, ২০১২ রাত ১১:০৪
তিথির অনুভূতি বলেছেন: প্রতিদিন সুর্য উঠবে অস্ত যাবে
দিনের পর দিন হারিয়ে যাবে
হারিয়ে যাবে মাসের পর মাস
বছরের পর বছর
একদিন আমাদের অনেক বয়স হবে
হিসেব করার মতো বয়স
তবু দেখা বোধহয় আর হবে না
ফিরে ফিরে দেখা হবে
ছয়টি ঋতুর সাথে
তবুও কোনো ঋতুতে
হয়তো আমাদের আর দেখা হবে না
পৃথিবীর কোনো পথে
কোনো মনোরম বিকেলে
এই জীবনে হয়তো আর দেখা হবে না।
৮| ০৭ ই মার্চ, ২০১২ রাত ২:২৫
আকাশ০৭ বলেছেন: খুঁজি না বললেই কি তার কাছ থেকে পালিয়ে থাকা যায়? দূর নক্ষত্রে না খুঁজে মনের আকাশে তার জন্যে একটা বাড়ি বানিয়ে দেন আর আপনি একটা পঙ্খিরাজ ঘোড়া কিনে নেন।
কে ভালবাসিবে এত তোমায় জানি না গো
ভালো লাগলো। (+) *(-) *(-)=? জানালাম
০৭ ই মার্চ, ২০১২ রাত ১১:০৬
তিথির অনুভূতি বলেছেন: প্রত্যেক মানুষের নিজস্ব একটি আকাশ থাকে, আমার সেই আকাশ তুমি।....
নিজস্ব যে অরণ্য আমি গড়েছি, তাতে শুধু তোমারই বিচরণ.....
মিথ্যে বলবো না...! আমার প্রতিটি ভোর আসে তোমাকে ভেবেই......
রাতে ঘুমের দেশে যাবার সময়,
যে ভাবনা আমাকে আচ্ছন্ন করে , তা শুধুই তুমি ......
তোমাকে পাবার আশায় পৃথিবী ছাড়তে ও কোন আপত্তি নেই....
তোমাকে ছাড়া যে বাঁচবো না এর চেয়ে বড় কোন সত্যি নেই...
৯| ০৭ ই মার্চ, ২০১২ সকাল ৮:০৩
পড়শী বলেছেন: ভাল হয়েছে।
০৭ ই মার্চ, ২০১২ রাত ১১:০৮
তিথির অনুভূতি বলেছেন: জীবন আমাকে অনেক কিছু দিয়েছে,
কখনো কেঊ ভালোবেসে আগলে রেখেছে,
কখনো সেই ভালোবাসা আমাকে নিঃশেষ করেছে,
কেওবা তার প্রয়োজনে ব্যাবহার করেছে।
কখনো বন্ধুরা অনেক সুখ দিয়েছে,
আবার তাদেরই কেও আত্মহত্যা করার জন্য বাধ্য করেছে।
কখনো ভালবাসার মানুষের চোখে অবহেলা দেখেছি।
কখনো কারো অসীম ভালোবাসায় নতুন জীবন পেয়েছি।
জীবনে অনেক কিছু দেখেছি,
খুব প্রিয় মানুষের মৃত মুখ দেখেছি।
কারো মুখে হাসি ফুটিয়েছি।
তো কাওকে অনেক কষ্ট দিয়েছি।
দেনা পাওনার হিসেব এখন আর মিলাই না।
চাওয়া পাওয়ার হিসেব কসতে সাহস হয়না।
সব কিছুই হয়ত পেয়েছি জীবন থেকে,
শুধু পাইনি খুঁজে আমার মাঝে লুকিয়ে থাকা আমিকে ।
১০| ০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫১
ডেভিড বলেছেন: লাইক
০৭ ই মার্চ, ২০১২ রাত ১১:০৮
তিথির অনুভূতি বলেছেন: যদি আকাশের রং নদীতে মিলায়,
যদি মৃত্তিকার গন্ধ বাতাসে মিলায়
যদি সূর্যের আলো অন্ধকারে মিলায়,
যদি রাতের তারা মেঘে লুকায়...
...ভেবো না আমি গেছি হারায়।
...
কোনো দূর প্রান্তে খুলে দ্বার আছি দাঁড়ায়
রব দারিয়ে তোমার প্রতিক্ষায়
ভালোবাসা যদি দেয় ডাক তোমায়,
ফিরে দেখো ঠিক ওখানটায়
আজো আছি সেখানে তোমার জন্য দাড়ায়।
চোখের কোন যদি ভরে যায় দু ফোঁটা জলে
মুছোনা সে অশ্রু অন্য কারো আঁচলে
গড়িয়ে পড়তে দিও সে অশ্রুকে...
ভেবে নিও আজ পর্যন্ত আগলে রাখা আমার স্মৃতিকে
মুক্ত করে দিলে ওই নোনা জলের মধ্য দিয়ে।
১১| ০৭ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৫০
এস এম ফারুক হোসেন বলেছেন: সুন্দর।
০৭ ই মার্চ, ২০১২ রাত ১১:০৯
তিথির অনুভূতি বলেছেন: হয়তো হাতের রেখাতেই তুমি ছিলে না।
হয়তো একথাটি আমি বুঝতে পারি নি।
হয়তো তোমার ভালোবাসায় কোন খাঁদ ছিল না।
হয়তো আমিই তোমাকে বুঝতে পারি নি।
হয়তো তোমার চোখে যে অফুরন্ত ভালবাসা ছিল।
হয়তো তাতে আমার নাম লেখা ছিল না।
হয়তো যে আবেগে আপ্লুত হয়ে আমি সুখের সাগরে ভেসেছিলাম।
হয়তো সে আবেগ আর সেই সাগর আমার জন্য ছিল না।
হয়তো আমাকে ভালোবেসে প্রিয়া বলে ডাকা মিথ্যা ছিল।
হয়তোবা আমিই তোমার কাছে মিথ্যে ছিলেম।
হয়তোবা তুমি জান না কিন্তু আমি জানি
আমার প্রতিটি অশ্রু সত্যি ছিল।
১২| ০৭ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০০
মাহমুদা সোনিয়া বলেছেন: বেশ গোছানো অনুভূতি!!
০৭ ই মার্চ, ২০১২ রাত ১১:১০
তিথির অনুভূতি বলেছেন: এমন অনেক সকাল আছে যে সকালে
সূর্য ঢাকা পরে মেঘের আড়ালে,
পাখিরা ডাকেনা,
রোদের হাসি শিশিরের অশ্রুকে মুছে দেয়না...
এমন অনেক রাত আছে যে রাতে চাঁদে গ্রহণ লাগে,
জোনাকিরা অভিমান করে..
তারারা লুকিয়ে থাকে.,
কিন্তু এমন কোন সকাল এখনো আসেনি
যে সকাল তোমাকে পাওয়ার প্রার্থণা ছাড়া শুরু হয়েছে,,
আর এমন কোন রাতের ও সমাপ্তি ঘটেনা
"তোমাকে ভালোবাসি" না বলে।।
১৩| ০৭ ই মার্চ, ২০১২ রাত ১০:৪৬
ইসরা০০৭ বলেছেন: অনুভূতি ভালো লাগলো।
০৭ ই মার্চ, ২০১২ রাত ১১:১০
তিথির অনুভূতি বলেছেন: আরও কিছু স্বপ্ন দেখব বলে তোমার হাতটি ছোঁয়া,
আরও কিছু গান লিখব বলে তোমায় খুঁজে ফেরা,
আরও কিছু ক্ষণ কাটাবো বলে তোমার পাশে বশা,
আরও কিছু জীবন আছে বলে তোমায়,
আরও বেশী ভালবাসা.........।।
১৪| ০৭ ই মার্চ, ২০১২ রাত ১১:০২
শোশমিতা বলেছেন: ভালো লাগলো +
০৭ ই মার্চ, ২০১২ রাত ১১:১০
তিথির অনুভূতি বলেছেন: ভোলা যায় না তোমাকে,
শত কষ্টের মাঝে,
যে সুখ দিয়েছিলে তুমি,
তা ভুলি কি করে...
কষ্টের ভার যতই বেশী হোক না কেন,
ভুলতে চাই না কখনো তোমাকে...............।।
আসবে তুমি আবার আমার পৃথিবীটা আলো করে,
সেই মিছে আশায় শুধু দিন গুনি...............।।
কল্পলোকে রেখেছি তোমায় অনেক যতনে,
আমার কল্পলোক আমার একার গড়া তোমাকে নিয়ে,
তাইতো আমাদের গড়া পৃথিবীর মতন তুমি তা,
পারবে না ভাঙতে কোনোদিন.................।।
১৫| ০৭ ই মার্চ, ২০১২ রাত ১১:১৬
হিবিজিবি বলেছেন: কেমন যেন একটা অভিমানী অগোছালো অনুভূতি!!
০৮ ই মার্চ, ২০১২ ভোর ৬:২২
তিথির অনুভূতি বলেছেন: কোনদিন, আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,-
‘চলো যেদিকে দুচোখ যায় চলে যাই’,
যাবে?
১৬| ০৮ ই মার্চ, ২০১২ রাত ১:২৪
রাতুল_শাহ বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নিয়মিত কবিতা লিখা চাট্টিখানি কথা না।
তারপর কবিতা গুলো ও বেশ হচ্ছে।
সহমত।
আমার সামনে বল না পিছে বলে বেড়াও সবাইকে।
বিরাট অন্যায়। তাকে শাস্তি পেতে হবে।
০৮ ই মার্চ, ২০১২ ভোর ৬:২৪
তিথির অনুভূতি বলেছেন: আমি তো ভেবেছিলাম কেউ না বুঝুক তুমি অন্তত আমায় বুঝবে ,
আমি তো ভেবেছিলাম কেউ না ভালো বাসুক তুমি অন্তত আমায় ভালোবাসবে ,,
আমি তো ভেবেছিলাম কেউ না থাকুক শেষ পর্যন্ত তুমি আমার পাশে থাকবে ,
আমি তো ভাবেছিলাম কেউ না মুছুক তুমি অন্তত আমার চোখের জল মুছবে !!
এই ভাবনা গুলো কি শেষ পর্যন্ত ভাবনা হয়েই থেকে যাবে নাকি পাবো কিছু তোমার কাছে ,
বুঝবো সেদিন যেদিন আমার শরীর টা জ্বলন্ত আগুনের ভিতর পুড়বে ।।
১৭| ০৮ ই মার্চ, ২০১২ রাত ২:৩৩
ঘুমকাতুর বলেছেন: ভালো লাগলো
০৮ ই মার্চ, ২০১২ ভোর ৬:২৫
তিথির অনুভূতি বলেছেন: মুখোর নীরবতায়
তোমার তুখোড় সরব হাসির ঢেউয়ে
অনেক ভিজেছি
মলীন গোমরা আকাশে
তোমার রঙীন প্রজাপতি হয়ে ওড়া
অনেক দেখেছি
জীবনের জটিল সমীকরন মিলাতে
তোমার তরল সমাধানের কাছে
অনেক হাত পেতেছি
কিন্তু কখনো কল্পনাও করিনি
ঐ হাসির আড়ালে বয়ে যায়
নোনা জলের নদী নিরবধি
স্বপ্নেও ভাবিনি
ঐ রঙীন পর্দার আড়ালে দাড়িয়ে
একটি পুরোনো সাদাকালো দেয়াল
ভাবিনি যে তোমার জীবন সমীকরন
এখনও সূত্র আবিষ্কারের অপেক্ষায়
দিন গোনে।
১৮| ০৮ ই মার্চ, ২০১২ ভোর ৪:৫৬
শোশমিতা বলেছেন: মেঘে ঢাকা ঐ চাঁদ জানে
কত ব্যাথা এই মনে
কেন গেলে এত দূরে
অজানা কোন অভিমানে
কখনো কি মনে পড়ে ।।
ফেলে আসা স্মৃতি জুড়ে
তুমি শুধু তুমি ছিলে
আধারের মাঝে ডুবে আজো তোমাতেই
আলো খুজে যাই নীরবে ।
তুমি ছিলে সারাক্ষণ পাশাপাশি
স্বপ্ন ছিলো তাই রাশি রাশি
সময়ের স্রোতে ভেসে হারালে কোথায়
এখনও ভুলিনি সেইসব দিনগুলি
পারিনা বোঝাতে নিজেকেই ।।
বাজিয়ে কত যে কথার নুপুর
কেটে যেত দুজনার সকাল দুপুর
সবই আজ হৃদয়ের ছেড়া কবিতা
এখনও ভুলিনি সেইসব দিনগুলি
পারিনা বোঝাতে নিজেকেই ........
গান .......
কমেন্টের জবাবের কবিতা গুলো সুন্দর।
০৮ ই মার্চ, ২০১২ ভোর ৬:২০
তিথির অনুভূতি বলেছেন: কথা দিলাম তোমায় আমি ফেরাব না ,
ফেরাব না তোমার কাছে ডাকা কে ,
ফেরাব না তোমার ভালোবাসার মৃদু ছোঁয়া কে ।
কথা দিলাম তোমায় আমি কাঁদাব না ,
দেব না কোনো দিন দুঃখের সাগরে ভাস্তে ।।
কথা দিলাম সারা জীবন থাকব তোমার পাশে ,
ঠিক যেভাবে তুমি আছ আমার স্বপ্ন পাশে ।।
১৯| ১০ ই মার্চ, ২০১২ রাত ১২:৪৭
হিবিজিবি বলেছেন: লেখক বলেছেন: কোনদিন, আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,-
‘চলো যেদিকে দুচোখ যায় চলে যাই’,
যাবে?
এইতা কিতা কয়.........আমার বউ পিডাইবো!!
১০ ই মার্চ, ২০১২ রাত ১:৫২
তিথির অনুভূতি বলেছেন: ওই আপনাকে কই নাই
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১২ রাত ১২:০০
শিশিরের শব্দ বলেছেন: কে ভালবাসিবে এত তোমায় জানি না গো
দুষ্টু তারা না জেনে শুনে তাই বুঝি।
আমি হারাই সদা তোমার মাঝে।
চমৎকার,আপু...