![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
আমি বলব
এ একাকীত্ব
শুধু তোমার জন্য;
তোমারি কারণে
আজ এই মন শুণ্য।
ভালোবাসো নি আমাকে
করেছো শুধু অভিনয়;
আমার এ জীবন
ভরিয়ে দিয়েছো বেদনায়।
বুঝবে কবে
আমার এ মন;
কবে করবে
এই আমাকে আপন।
আমার সাথে
করেছো শুধু ছলনা;
দিয়েছো এ মনে
শুধু কষ্ট, যন্ত্রণা।
তুমি দিয়েছো
এই আমাকে কষ্ট;
অভিনয় করে
এই আমায় করলে নষ্ট।
একটাই চাওয়া
তুমি ভালো থেকো;
যদি পারো
এই আমায় মনে রেখো! ♥
তুমি বলবে
ভেঙ্গে গেল আজ স্বপ্ন আমার,
চারিদিকে নিরাশার অন্ধকার ।
কী নিয়ে বাঁচব আমি ?
ভালবাসা করে হাহাকার ।
ভাবিনি তুমি আজ এইভাবে
মনটাকে ভেঙ্গে দিয়ে চলে যাবে,
আমাদের স্বপ্নের পৃথিবীটা
এইভাবে মরুভূমি হয়ে যাবে !
আজ শুধু বারে বারে
সেই কথা মনে পড়ে,
কিছু ভাল লাগে না যে আর
ভালবাসা করে যে হাহাকার ।
ভেঙ্গে গেল যত স্বপ্ন আমার...
হায়রে একা মন আজও ভাবে
আমাদের সাজানো স্বপ্ন-গুলোকে নিয়ে ।
আধারের বুক চিরে আশার আলো
এ মনের আকাশেতে দেখা দেবে ।
জানি সবই বৃথা আশা,
খুঁজি আজও ভালবাসা,
পথ চেয়ে থাকি যে তোমার ...
২| ১০ ই জুলাই, ২০১২ রাত ১১:০৫
তিথির অনুভূতি বলেছেন: কতবার ডাকলাম তোমাকে
তুমি ফিরেও তাকালে না,
কতবার বললাম তোমাকে
তুমি শুনেও শুনলে না,
কত ভাবে বুঝালাম তোমাকে
তুমি বুঝেও বুঝলে না,
সারা জীবন স্মরণ করলাম তোমাকে
তুমি মনেও রাখলে না!
এমন তো কথা ছিলনা,
এই কি তোমার ভালবাসা,
এই কি তোমার প্রতিশ্রুতি !
১০ ই জুলাই, ২০১২ রাত ১১:১২
তিথির অনুভূতি বলেছেন: স্মৃতির ধুলোয় উড়ে তোমার স্মৃতি
ভুলেও ভাবিনি
হারানো বিকেলের গল্পগুলো
ভুলতে চেয়েছি
বয়ে যাওয়া সেই ক্ষণগুলো
প্রয়োজন বলো কি আর ?
আমি চাই না তোমার প্রেম
আর চাইনা তোমাকে ।। .....................।
৩| ১০ ই জুলাই, ২০১২ রাত ১১:১২
তিথির অনুভূতি বলেছেন: আমি তোমারই মত করে
পারিনি যেতে ভুলে
দুঃখ আমার পিছু ছাড়েনি
স্বপ্ন নিয়ে চোখে
তুমি তো আছো সুখে
আমাকে ভেবে কভু কাঁদোনি
আমি ভুলতে পারিনি
আমি ভুলতে পারিনি
আমি ভুলতে পারিনি ......তোমাকে ......তোমাকে...... তোমাকে
১০ ই জুলাই, ২০১২ রাত ১১:১৩
তিথির অনুভূতি বলেছেন: কি করে স্বপ্ন দেখা সেই চোখে
স্বপ্নরা গেছে মরে
কি করে অভিমানী ঝড় রেখে গেলো
তাকে বেদনার বালুচরে
কি করে দিন গুনে গুনে
অবহেলায় কাটে বেলা
একদিন তুমি সময় করে এসো
আমি জানাবো আমার কথা
একদিন তুমি সময় করে এসো
আমি জানাবো আমার নীরবতা ..................
৪| ১০ ই জুলাই, ২০১২ রাত ১১:১৫
তিথির অনুভূতি বলেছেন: মৌনতা হলো আজ বড়ই আপন
ভুল পথে চলাফেরা তোমারই কারন
সবুজ শেওলা গুলো মানে না জোয়ার
চকচকে রোদ খোঁজে বারেবার ।।
সুন্দর এই পৃথিবীটা একঘেয়ে লাগে
বুক জুড়ে বোবা ব্যথা উপহাস করে
আকাশের মেঘগুলো বড়ই উদাসীন
দুঃখের পায়চারী তবু অমলিন
তোমাকে পাওয়ার আগে হারিয়ে ফেলেছি আমি
তোমাকে পাওয়ার আগেই হারিয়ে ফেলেছি আমি
আর দেখা হবে না......দেখা হবে না............দেখা হবে না।।
Photo: মৌনতা হলো আজ বড়ই আপন ভুল পথে চলাফেরা তোমারই কারন সবুজ শেওলা গুলো মানে না জোয়ার চকচকে রোদ খোঁজে বারেবার ।। সুন্দর এই পৃথিবীটা একঘেয়ে লাগে বুক জুড়ে বোবা ব্যথা উপহাস করে আকাশের মেঘগুলো বড়ই উদাসীন দুঃখের পায়চারী তবু অমলিন তোমাকে পাওয়ার আগে হারিয়ে ফেলেছি আমি তোমাকে পাওয়ার আগেই হারিয়ে ফেলেছি আমি আর দেখা হবে না......দেখা হবে না............দেখা হবে না।।
৫| ১০ ই জুলাই, ২০১২ রাত ১১:৪৪
শহিদুল ইসলাম বলেছেন:
৬| ১০ ই জুলাই, ২০১২ রাত ১১:৫৭
চাটিকিয়াং রুমান বলেছেন: কবিতায় ২য় ভালো লাগা রইলো।
৭| ১১ ই জুলাই, ২০১২ রাত ১২:০৮
রেভোল্যুশন ব্ল্যাক বলেছেন: ব্যাপার না
৮| ১১ ই জুলাই, ২০১২ রাত ১:১৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: চতুর্থ ভালোলাগা।যাক আজকে অন্তত নিজে লিখেছেন।শেষের কয়েকটা পোস্ট ফাকিঁবাজি করেছেন।ভালো থাকবেন।
৯| ১১ ই জুলাই, ২০১২ ভোর ৪:৩২
মুনসী১৬১২ বলেছেন: ++++++++++
১০| ১১ ই জুলাই, ২০১২ সকাল ৯:২২
সায়েম মুন বলেছেন: গুড!
১১| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ২:১৭
কাকঁন বলেছেন: khob shundor
১২| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ২:৪৯
এ যুগের শ্রীকান্ত বলেছেন: জানি সবই বৃথা আশা,
খুঁজি আজও ভালবাসা,
পথ চেয়ে থাকি যে তোমার ..
ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৬
তাহ্জীর ফাইয়াজ চৌধুরী বলেছেন: সুন্দর হয়েছে আপু । পোষ্টে ++