নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝংকার

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক **

তিথির অনুভূতি

মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **

তিথির অনুভূতি › বিস্তারিত পোস্টঃ

পুডিং দিলাম, চুটিয়ে খাও **

২৬ শে আগস্ট, ২০১২ রাত ১০:৪২









সেই ক্লাস নাইনে কি টেনে পুডিং বানিয়েছিলাম। এতদিন পড়াশুনা, অনুষ্ঠান, ব্যস্ততা এতই ছিল যে আর এর মধ্যে নিজের হাতে বানাইনি।

আজ বুলবুল আপু আসার পর মনে হল একটু রাধি। ঠিক মনে নেই আন্দাজটা। বুলবুল আপুকে জিজ্ঞেস করে করে আমি আর নওশিন(বুলবুল আপুর মেয়ে) ও বুলবুল আপু আর পাশের বাসার আপু সবাইকে নিয়ে প্রথম পুডিংটা বানালাম। আর দ্বিতীয়টা আমি নিজেই বানালাম।

আর সবার সাথে আলাপ করে বেশ কিছু টিপস ও ট্রিকসও শিখলাম।



পুডিং রান্না



[sb]উপকরন ঃ

১/ এক টিন কনডেন্সড মিল্ক(২৫০ মিলিলিটার)/গুড়ো দুধ(৩০০ গ্রাম)

২/ ডিম -৪/৫টা

৩/ টোষ্ট বিস্কুটের গুড়ো(ছোট সাইজ ৪টা বড় ২টা)/ পাউরুটি (চারপাশের কালোটা ফেলে মাঝেরটা দিয়ে )ও সামান্য ময়দা

৪/ এলাচি ও দাড়চিনি মিহি গুড়ো -৩টা করে

৫/চিনি – ১ কাপ

৬/ক্যারামেল



রন্ধন প্রস্তত পর্ব ঃ আগে ঠিক করুন কি খাবেন

নরম পুডিং নাকি শক্ত পুডিং ।

শক্ত পুডিং এ পাউরুটি ও ময়দা দেয় টোস্ট বিস্কুটের বদলে।

আর বাকী জিনিস একই ভাবে করে থাকে।



১/ ডিম ফাটুনঃ একটা বাটিতে ৪/৫ টা ডিম ভেঙ্গে ফাটাতে থাকুন। এগ ফিটার দিয়ে ভালো করে করুন।

২/ টোষ্ট বিস্কুট গুড়া করুনঃ ভালো করে টোষ্ট বিস্কুট মিহি করুন।

অথবা পাউরুটি গুলি মিহি করুন।

৩/ দারচিনি ও এলাচি গুড়া করুন।

৩/ কন্ডেন্সড মিল্ক/দুধ এক কাপ পানি মিশিয়ে একটি পাত্রে ঢেলে তাতে চিনি মেশান। এবার তাতে ফেটানো ডিম, দারচিনি ও এলাচের গুড়া , ও টোষ্ট বিস্কিট/পাউরুটি ও সামান্য ময়দা মিশান।



ক্যারামেল তৈরি:

দু চামচ চিনি সামান্য পানিতে মিশিয়ে সসপেনে চড়ান ।অল্প আচে সসপেনকে বার বার ঘুড়ান। তা হাল্কা খয়েরী কালার ধারন করলে নামিয়ে ঠান্ডা করুন।

চুলায় রান্না:

চুলায় ৪/৫ কাপ পানি বড় ডেকচিতে চাপান। পানি ফুটলে তাতে সস্পেনটি ডেকচির টগবগে পানির উপরে বসিয়ে দিন। তার উপর ঢাকনী দিয়ে দিন। এবার পুরা ডেকচির উপর ঢাকুনি দিয়ে পুতা দিয়ে চেপে দিন। এক ঘন্টা রেখে নামিয়ে দিন।

সসপেনটি ঠান্ডা হতে দিন। এবার একটা প্লেট উপরে রেখে তা উল্টিয়ে দিন। টোকা দিন । এবার সসপেনটি উঠান। ক্যারামেলের অংশটি উপরে থাকবে। এবার ইচ্ছে মত কেটে নিজেরা নরমাল খেতে পারেন। বা ফ্রিজ়ে রেখে ঠাণ্ডা করেও খেতে পারেন।



মাইক্রোওভেনে রান্না:

চুলায় ক্যারামেলটি বানিয়ে তা মাইক্রোওভেনের বাটিতে ঢেলে দিন। ঠান্ডা হলে তাতে মেশানো অংশটি ঢেলে দিন। এবার ৫-১০ মিনিট রাখুন। আপনার পুডিং রেডি।



টিপস

কেউ যদি ফ্রুটস খেতে চান তবে সেই ফ্রুটস কেটে সাজিয়ে দিন গোলানো পুডিং এ চুলায়/ওভেনে দেবার আগে।

আর চকোলেট লেয়ারের জন্য চকোলেট গলিয়ে রাখুন। পুডিংটা একটু জমলে তার উপর চকোলেটের লেয়ার দিয়ে আবার চুলায় দিন।

আর কেউ কেউ আকর্ষনীয় শেপে বানাতে চাইলে সেই ছাচের বাটি কিনুন। আর তাতে চড়ালেই পুডিং সেরকম দেখতে হবে।

আমার আজকের পুডিংটা এরকম দেখতে হয়েছিল





ভ্যানিলা পুডিং





ম্যাঙ্গো পুডিং





চকোলেট পুডিং





ব্ল্যাকবেরি পুডিং



লেমন পুডিং কেক **



ডাবল চকোলেট পুডিং

এবার নিজেরা রেধে রেধে প্রেকটিস করুন । প্রথমবারের থেকে দ্বিতীয়বার বেশি ভাল হবে **



আর আমাকে দাওয়াত দিতে ভুলবেন না কিন্তু

মন্তব্য ২৩ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ১০:৪৮

দূর্যোধন বলেছেন: ২য় পুডিং দেখে পিসির সামনে বসেই খিদে পেয়ে গেলো :|

২৬ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৯

তিথির অনুভূতি বলেছেন: এটা চকোলেট পুডিং এটাতে উপরে আর নীচে চকোলেট লেয়ার দিয়ে বানানো হয়েছে।

২| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ১০:৪৯

আমি রাইন বলেছেন: অনেক আগে একবার বানিয়ে ছিলাম। কেন যেন জমেনি ভালমত। এরপর আর ট্রাই করিনি।

২৬ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৯

তিথির অনুভূতি বলেছেন: ভাল করে না ঢাকলে জমে না

৩| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ১১:০১

ই=এমসিস্কয়ার বলেছেন: ছবি গুলো দেখে লোভ লাগছে ... ... বউরে পটাইতে হবে ... ... যদি বানায়া খাওয়ায় ... ... প্রিয়তে নিলাম

২৬ শে আগস্ট, ২০১২ রাত ১১:০২

তিথির অনুভূতি বলেছেন: পটান ভালো করে
শুভকামনা রইল ;) ;)

৪| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ১১:০৬

মিজভী বাপ্পা বলেছেন: +++++++++++

২৬ শে আগস্ট, ২০১২ রাত ১১:১০

তিথির অনুভূতি বলেছেন: ধন্যবাদ**

৫| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ১১:১২

ঘুমন্ত আমি বলেছেন: আহারে রেসিপি তুমি থাকো কেবল বইয়ে :)

২৬ শে আগস্ট, ২০১২ রাত ১১:১৮

তিথির অনুভূতি বলেছেন: কেন কেন ???
রাধলেই হয় ***
ট্রাই করেন ;) ;)

৬| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ১১:২২

নাফীস কাজী বলেছেন: প্রথম ৪ টা ছবির পুডিং গুলো কেমনে বানায় ?
আম্মা শুধু আপনার মত ট্রেডিশনাল পুডিং বানায়।:|
পোস্টে +++

২৭ শে আগস্ট, ২০১২ রাত ১:৫৯

তিথির অনুভূতি বলেছেন: এই টা দেখতে পারেন
*

৭| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ১১:২৬

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: ইয়ে ...কিছু মনে না করলে বাসার ঠিকানা টা দিবেন? উপকরন সব আমিই নিয়ে আসব :#>

৮| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩০

আসির মোসাদ্দেক সাকিব বলেছেন: আমি খাইতে চাই :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

৯| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪৯

ভবোঘুরে বলেছেন: আমারে একটু দিবেন?

১০| ২৭ শে আগস্ট, ২০১২ রাত ১২:১৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: পুডিং তো খাই না :( ঝাল টক খাইতে মুন্চায় :)

তবে লাস্টের পুডিং টা দেখতে সেরাম হৈছে :) হেভি টেস হৈবো মনে লয় :) ++++

১১| ২৭ শে আগস্ট, ২০১২ রাত ১:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

পডিং এর ছবির জন্য প্লাস :)


আর রন্ধন টিপস কোন কামে লাগবে না তাই মাইনাস B-)) B-))

আর ভালো কথা আপনি কখনো এইরকম পুডিং বানাইতে পারছেন #:-S

২৭ শে আগস্ট, ২০১২ রাত ২:১৩

তিথির অনুভূতি বলেছেন: ইনশাল্লাহ পারব খুব সোজা
সময় পেলে এরপর ভিন্ন কিছু করা যাবেই।
গুগল আছে কি জন্য
মানুষের দ্বারা সব সম্ভব ** ;) ;)

১২| ২৭ শে আগস্ট, ২০১২ সকাল ৮:২৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: উরিব্বাস.....বানাতে হবে........ধন্যবাদ ..... সত্যি সত্যি ট্রাই করব সময় পেলে......

১৩| ২৭ শে আগস্ট, ২০১২ সকাল ৮:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আপু, আপনি কি জানেন আমি রাগলে... X(( X((

প্রিয়তে, ট্রাই করবো :)

১৪| ২৭ শে আগস্ট, ২০১২ দুপুর ২:২৭

সায়েম মুন বলেছেন: আমার পিরিয় খাদ্য। /:)

১৫| ২৭ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৪

Kawsar Siddiqui বলেছেন: :-< :-< :-<

১৬| ০২ রা অক্টোবর, ২০১২ দুপুর ১:৩৭

রঙ তুলি ক্যানভাস বলেছেন: আমার কাছে পুডিংকে একটা আদর্শ খাবার মনে হয়।কেন জানেন?
খেতে মজা,দুধ-ডিম দুইটারই পুষ্টি পাওয়া যায় আবার আমার মতন যাদের রান্নার ব্যাপারে আলসেমি তাদের জন্য তৈরী করাটাও খুব সহজ :P

আপু প্রেসার কুকারে কখনো করে দেখেছেন?অনেক কম সময় লাগে।ভালও হয়।
১৫থেকে ২০মিনিটেই হয়ে যায়।
আপনার সাথে অবশ্য আমারটার উপকরনের পরিমানের অমিল আছে। :P
আমি সহজে রান্না করিনা,একবার এক আপু দেখতে চেয়েছিল বলে তার জন্য ছবি তুলে রেখেছিলাম পুডিংয়ের,সেটার ছবি দিলাম :P প্রেসার কুকারে করা,খুব সম্ভবত ১৫মিনিটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.