নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিগিমিকি নামের একটা বিড়াল ছানা আমি

চিগিমিকি

যুদ্ধপরাধী আর ধর্মব্যপসায়ীদের দাড়ি রাখার কোন অধিকার নাই; সবার আগে এদের দাড়ি কামিয়ে দিলেই জটিল অনেক সমস্যার সমাধান সম্ভব

চিগিমিকি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার থাবা বাবাকে (আহমেদ রাজীব হায়দার) নৃশংসভাবে জবাই করে হত্যা করে, তার বাড়ির সামনে ফেলে রেখে গেছে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

ব্লগার থাবা বাবাকে (আহমেদ রাজীব হায়দার) নৃশংসভাবে জবাই করে হত্যা করে, তার বাড়ির সামনে ফেলে রেখে গেছে (সোর্সঃ অমি রহমান পিয়াল)



শাহবাগের গণজাগরণের পর ব্লগারদের উপর জামায়াত-শিবিরের আক্রমণ তাহলে শুরু গেছে ?? এমন নৃশংসতা তো তাদেরই কাজ । ৭১ এ জাতিকে মেধাশুন্য করার জন্য ঠিক এভাবেই জাতির শ্রেষ্ঠসন্তানদের হত্যা করেছিল নরপশুরা । আর এখন ১৩ তে আবারো জাতিকে থামিয়ে দিতে জাতির আন্দোলনকে থামিয়ে দিতে তারা ঘৃণ্য নৃশংসতা শুরু করেছে । তবুও জয় এসেছিল আমাদের । এবারও জয় আমাদেরই হবে ইনশাল্লাহ



ব্লগার থাবা বাবা (আহমেদ রাজীব হায়দার)'র হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।



এইবার জাহানারা ইমামের গণআদালতের রায় কার্যকর করতে, কারাগার থেকে কুলাঙ্গার অপরাধী গুলারে ধইরা আইনা ফঁসি দিলে ওগো উচিত শিক্ষা হইবো- এই আন্দোলন বিপ্লবি রূপদিতে এই দাবি নিয়ে এগিয়ে আসতে কবার প্রতি আহবান জানাচ্ছি ... জয় বাংলা. .

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

ব্লগার রাইয়ান বলেছেন: আপনি কোন বিবেকে থাবার সাথে ১৪ই ডিসেম্বরের বুদ্ধিজীবীদের তুলনা করছেন!!!!!!!!
আপনি কোন বিবেকে থাবার সাথে ১৪ই ডিসেম্বরের বুদ্ধিজীবীদের তুলনা করছেন!!!!!!!!
আপনি কোন বিবেকে থাবার সাথে ১৪ই ডিসেম্বরের বুদ্ধিজীবীদের তুলনা করছেন!!!!!!!
আপনি কোন বিবেকে থাবার সাথে ১৪ই ডিসেম্বরের বুদ্ধিজীবীদের তুলনা করছেন!!!!!!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

চিগিমিকি বলেছেন: তুই একটা ছাগু ফালতু

তুকে ধরা হবে

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

এ জাফর বলেছেন: আমি এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই, যদি ও তার মতাদর্শের সাথে একমত নই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

চিগিমিকি বলেছেন: আমিও

বিচার চাই
দিতে হবে

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ১৬ই ডিসেম্বর এর আগে কিন্তু ১৪ই ডিসেম্বর আসে... সময় এসেছে প্রত্যয়টাকে আরও দৃঢ়ও করার..জয় আমাদের হবেই হবে.।.।.।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

চিগিমিকি বলেছেন: জয় বাংলা

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ১৬ই ডিসেম্বর এর আগে কিন্তু ১৪ই ডিসেম্বর আসে... সময় এসেছে প্রত্যয়টাকে আরও দৃঢ়ও করার..

জয় আমাদের হবেই হবে.।.।.।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

চিগিমিকি বলেছেন: জয় বাংলা

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯

চিগিমিকি বলেছেন:
ওরা থাবা বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, এবং একই সঙ্গে সব ব্লগারের তালিকা ধরে হত্যা করার হুমকি দিয়ে আসছে অনেক আগে থেকেই !

আজকে নতুন করে মনে সন্দেহ উঁকি দিচ্ছে -বিগত ক'মাস ধরে যেসব ব্লগার স্বভাবিক ভাবে বা রোগে ভুগে মৃত্যুবরন করেছেন তাদের মৃত্যু স্বাভাবিক তো ?????????????????????????
(ইমন ভাই তো আমাকে নিজেই বলে ছিলেন এবং আরো অনেকের কাছে এইএকই কথা বলেগেছেন বলে শুনেছি -বিভিন্ন পোস্টের কারণে উনাকে কারা যেন হত্যার হুমকি দিয়েছিল .... )

এবার পড়ায় পাড়ায়, অলিতে গলিতে ওদের সবার তালিকা তৈরি করা হোক। যা থেকে ব্লগ বা অনলাইনের আইডি গুলাও বাদ যাবে না। আর সেই তালিকা পাড়া মহল্লার দেয়ালে দেয়ালে ঝুলিয়ে দেয়া হোক, অনলাইনেও ...

ছাগু এবং ওগুলার বংশবদদের বিরুদ্ধে সবাত্মক যুদ্ধে এই তালিকা ব্যাবহার করে নিজ নিজ এলাকাতেই সবাই ওদের রুখে দিতে পারেন, এভাবেই ওদের খুব সহজে রুখে দেওয়া সম্ভব হবে ............

জয় বাংলা !!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.