নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিগিমিকি নামের একটা বিড়াল ছানা আমি

চিগিমিকি

যুদ্ধপরাধী আর ধর্মব্যপসায়ীদের দাড়ি রাখার কোন অধিকার নাই; সবার আগে এদের দাড়ি কামিয়ে দিলেই জটিল অনেক সমস্যার সমাধান সম্ভব

চিগিমিকি › বিস্তারিত পোস্টঃ

দেখুন দাড়ির কি অপমান; এদের কি তারপরও বুজুর্গ টাইপ দাড়ি রাখার কোন অধীকার আছে ? (একটি দাড়িকাটিং প্রযোজনা)

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২০

View this link



'শিবিরের পরিকল্পনাতেই রাজীব হত্যা!' - বাংলানিউজ২৪ ডটকম

‘রাজীবকে খুনের পেছনে ছাত্রশিবির নেতা’ - বিডিনিউজ২৪ ডটকম

(আর কিচ্ছু বলার নাই)

ছবি কৃতজ্ঞতা: বাংলা নিউজ ২৪ ডটকম



শয়তান গুলা সব দাড়ি রেখে হুজুর সেজে ঘুরতাছে

এদের কি দাড়ি রাখা সাজায়

গ্রেপ্তারকৃত ৫ ছাত্র স্বীকার করেছে তারা এক বড় ভাইয়ের প্ররোচনায় খুন করেছে ব্লগার রাজীব হায়দারকে। এরা ৯তারিখে শাহবাগ যায় সনাক্ত করতে। প্রথম দিনে পারেনি, কিন্তু পরে সনাক্ত করে এবং ফলো করে বাসা চিনে নেয়। নিজেরা দুইটি গ্রুপ করে--গোয়েন্দা ও খুনী গ্রুপ।



একদিন রুপসী বাংলা হোটেল থেকে বাসে উঠে রাজীবের পেছনে যায় এক খুনী। বাসা চিনে নেয়।



শব্দ যেন না হয় তাই তারা দুটি চাপাতি ও একটি ছুড়ি কেনে। ব্যাগে নিয়ে ঘুরতো এগুলো।



১৫তারিখে তারা নিশ্চিত হয় রাজীব শাহবাগ যাবেনা। রাজীব ঘুরতে গিয়েছিল, তাকে ফলো করছিল।



প্রথম চাপাতি দিয়ে কোপ দেয় দ্বীপ, গলার ডানপাশে লাগে, আরো কয়েকটি কোপ দেয়ার পর রাজীব পড়ে যায়। তার মনে হয়েছিল সে একজন দক্ষ কাঠুরিয়া।



আরেকজন অনিক ছুড়ি দিয়ে আঘাত করে, কিন্তু এলোপাথাড়ি ছুড়িকাঘাত করার কারনে তার জুতা কেটে পায়ে আঘাত লাগে।



পথচারী কেউ দেখে বলেছিল "খুন", পালাতে গিয়ে দ্বীপের হাতের চাপাতিটি পড়ে যায়।



তারা ভেবেছিল ধরা পড়বেনা।



মোটিভ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত নই। আরো দুই-তিনজন আছে, এদের মধ্যে একজন শিবিরের কর্মী, যার পরিকল্পনাতেই সব ঘটেছে।



৫জনের মধ্যে ৩জন জানায় যেহেতু বড়ভাই বলেছে হত্যা করাটা তাদের কাছে দায়িত্ব মনে করেছে। এদেরকে রিমান্ডে নিয়ে আরো তথ্য জানা যাবে।



প্রশ্নোত্তরঃ

চুলগুলো রাজীবেরও হতে পারে মাথায় কোপ লাগার কারনে।



কিছু আলামত ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছিল -- চাপাতি। বাকি একটি চাপাতি ও ছুড়ি কাছেই একজনের বাড়ি থেকে পাওয়া গিয়েছিল।



ওরা নূরানী চাপা নিয়ে বিশেষ জানতো না।



এক-দেড় মাস আগে থেকে পরিকল্পনা চলছিল।



পরিকল্পনাকারী ছাত্র শিবিরের সাথে জড়িত ছিল।



এই ৫জনের ফেসবুক প্রোফাইল পর্যালোচনা চলছে।



বিশ্বস্ত গুপ্তচরের তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ কাজ শুরু করেছিল।



আমরা সব যাচাই-বাছাই করবো।



হত্যাকান্ডের আগে একদিন ক্রিকেট খেলে ইচ্ছা করে রাজীবের বাসায় ফেলেছিল।



(ডিবি কার্যালয় থেকে সরাসরি দেখালো সময় টিভি)



কে কাটবে এদের দাড়ি, সবগুলা যে শয়তানের ধাড়ি ..।





ব্লগার রাজীব হায়দার হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া পাঁচজনকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।



নর্থসাউথ ইউনিভার্সিটির ওই পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতারের পর শনিবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে তিনি এই রিমান্ড মঞ্জুর করেন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

রওনক বলেছেন: দয়া করে দেশে গৃহ-যুদ্ধ আরম্ভ করবেন না। অনেক হয়েছে, আসুন সবাই দেশটাকে নিজের বলে ভাবতে শিখি।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২৭

চিগিমিকি বলেছেন: দেশটাকে নিজের ভাবলে কেউ এই কাজ করতে পারে ?

Click This Link

২| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

আখিলিস বলেছেন: এরাই ইসলামের বারোটা বাজাচ্ছে এই দেশে

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

চিগিমিকি বলেছেন: সেই জন্যই তো এদের দাড়ি কাটতে হবে সবার আগে

তখন আর মানুষের ভক্তিটুকু চুরি করতে পারবে না

৩| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: সন্ত্রাস ইসলাম নয়
দাড়ি রাখা ছুন্নত
দাড়ি রেখে অপরাধ করা ইসলাম নয়
সুতরাং ইসলামে আঘাত করে কমেন্ট করা মুর্খামি ।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪

চিগিমিকি বলেছেন: সরাসরি এদের দাড়ি কেটে দিলে শয়তানের হাত থেকে ইসলামের হেফাজত হবে

৪| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

দুখ বিলাসি বলেছেন: আপনি তো অনেক ভালো। আপনি নিশ্চয়ই দাঁড়ি রেখেছেন। দেইখেন আপনার দাঁড়ি না আবার কেউ কোদাল দিয়া কোপায়।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫

চিগিমিকি বলেছেন: তোমার দাড়ি কই মিঞা

কিসের মইদ্যে কি তুই রাজাকার নি; শিবির করিস কি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.