নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরাজয়ে ডরেনা বীর!

বীর সেনানী

নিজে ঠিক থাকলে সব ঠিক!

বীর সেনানী › বিস্তারিত পোস্টঃ

ওমা !!! এই দেখি যে লাউ সেই কদু

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১০



দীর্ঘ সাত(৭) মাস পর আবার গ্রামীনফোন মডেম সংযোগটি পুনরায় চালু করা হলো, এই দীর্ঘ সময় বন্ধ রাখার কারণ ছিল খুবই খারাপ অবস্থা নেটওয়ার্ক ঠিকমত কভারেজ করতে পারতোনা বলে । কোন কিছু আপলোড বা ডাউনলোড শান্তিতে করা যেতনা । এই ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে সাত(৭) মাস সংযোগটি বন্ধ করে রেখেছিলাম । আজ আবার চালু করলাম এইভেবে যে, গ্রামীনফোন এখন থ্রীজি হয়েছে নেটওয়ার্ক ও ভালো হবে, তাই আজকের পত্রিকা থেকে ২জিবি ৫১২কেপিবিএস স্পীড চারশত(৪০০) টাকায় কিনে মডেমটি চালু করি । চালু করে তো পুরোটাই আহম্মক হয়ে গেলাম । ওমা !!! এই দেখি যে লাউ সেই কদু, থ্রীজি তো বহুদূর, ২জি ও ঠিকমত চলছে না । কোন পেজই ঠিকমত আপলোড ডাউনলোড হচ্ছেনা মিনিটের পর মিনিট পার হয়ে যাচ্ছে অথচ এমবি ঠিকঠাক মতই শেষ হয়ে যাচ্ছে । গ্রামীনফোন মানুষদের কাছ থেকে যে হারে টাকা আত্মসাত করছে কিন্তু মানুষদের সেভাবে সেবার মান দিচ্ছে না । জানিনা আমার মতো আর কতজন এরকম ভুক্তভোগী আছেন ? যদি থাকেন তাহলে মন্তব্য করে প্রতিবাদ করুন । যেসব এলাকায় মডেমটি ব্যবহার করছি বেইলী রোড, ফুলবাড়িয়া, কায়েতটুলী । সর্বশেষ এইবলে লেখাটি শেষ করতে চাই গ্রামীনফোন আগে বলতো কাছে থাকুন এর মানে ছিলো কাছে থাকলে পি,এম (পু-মারতে) ভালো লাগবে, আর এখন বলছে চলো বহুদূর এর মানে হলো কাছে নিয়ে পি,এম (পু-মারতে) আর ভালো লাগছে না, এখন দূরে নিয়ে পি,এম (পু-মারতে) সুযোগ সুবিধা ভালো ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪

সাদা কলো বলেছেন: থ্রিজি স্পিড পেতে হলে আপনাকে থ্রিজি কভারেজের ভিতর থাকতে হবে। জিপি শুধু মাত্র কয়েকটি এলাকায় থ্রিজি শুবিধা দিচ্ছে। আপনার এলাকায় থ্রিজি আছে কি না আগে দেখুন, সাথে মডেম এর নেটওয়ার্ক মোড WCDMA select করুন

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

বীর সেনানী বলেছেন: জ্বি ভাই আমি জানি থ্রীজি পেতে হলে উচ্চবৃত্তশালীদের আওতায় থাকতে হবে । যেমন শুলশান, বারিধারা, ডিওএইচএস,বনানী ইত্যাদি যারা এখানে বসবাস করেন তারা হলো রাজারপুত সব সুযোগ সুবিধাভোগ করবে। আমরা যারা সাধারন এলাকায় বসবাস করি তারা হলো হালারপুত শুধু পু-মারা খেয়েই যাবো। ২জি সুবিধাও ঠিকঠাক ভাবে পাবোনা ।

২| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১

রাজীব বলেছেন: থ্রিজি পেতে হলে গ্রামীন অফিসের ১০০ গজের মধ্যে থাকতে হবে।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

বীর সেনানী বলেছেন: তাহলে ভাই বলতে আমরা যারা গ্রামীনফোনের গ্রাহক, তাদের সবাই কে ১০০ গজের মধ্যে গ্রাহক কোয়াটার করে দেয়া প্রয়োজন । একসাথে রতও দেখা হবে কলাও বিক্রি হবে ।

৩| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:২০

সুমন কর বলেছেন: B:-) B:-)

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

বীর সেনানী বলেছেন: B:-) B:-)

৪| ০৩ রা নভেম্বর, ২০১৩ ভোর ৬:০০

আমিই মিসিরআলি বলেছেন: লাগবনা তিরিজি X( X( X( X(( X(( X((

৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

কিরিটি রায় বলেছেন: লেখক বলেছেন: তাহলে ভাই বলতে আমরা যারা গ্রামীনফোনের গ্রাহক, তাদের সবাই কে ১০০ গজের মধ্যে গ্রাহক কোয়াটার করে দেয়া প্রয়োজন । একসাথে রতও দেখা হবে কলাও বিক্রি হবে । =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আবার বিল্ডার্স ব্যাবসাটাও দিতে চান ;)

পরে সব শুদ্ধ রানা প্লাজা বানাইয়া টেকা নিয়া ভাগলপুর যাবে গ্রামীন!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.