নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরাজয়ে ডরেনা বীর!

বীর সেনানী

নিজে ঠিক থাকলে সব ঠিক!

বীর সেনানী › বিস্তারিত পোস্টঃ

আসন্ন মেয়র ও কাউন্সিলর নির্বাচন-২০১৫ জনগনদের ছাগলের তিন নম্বর বাচ্চা বানিয়ে

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩২

আসন্ন মেয়র ও কাউন্সিলর নির্বাচনে ঢাকা'র উত্তর ও দক্ষিন এবং চট্টগ্রাম এ পুরাদমে চলছে প্রচার প্রচরোনা । ঢাকা চট্টগ্রাম সহ রাস্তা ঘাট অলিতে গলিতে ইপায় চিপায় ছেয়ে গেছে ছোট থেকে বড় পর্যন্ত লিফলেট পোষ্টারে । প্রত্যেক প্রার্থী তার নিজের প্রচারের জন্য রাস্তায় রাস্তায়, বাসায় বাসায় ঘুড়ে ঘুড়ে ভোট ভিক্ষা চাচ্ছেন এবং বলছেন আমাকে একবার সুযোগ দিন দেখুন আমি আপনাদের জন্য কি করি । আমি ক্ষমতায় আসলে এলাকার চেহারাই পাল্টে দিবো । আর কেউ কেউ এমন সব আজব আজব কর্মকান্ড করছেন যে মানুষ এসব দেখে হাসবে না সমবেদনা জানাবেন ? এবং অনেকে ঠিকভাবে প্রচার ও করতে পারছে না । যারা প্রচার প্রচরোনায় ব্যর্থ হচ্ছেন তাদের কে একটি কৌশল বলে দিচ্ছি এখন সবার ঘরে ঘরে ডিশ সংযোগ তাই নেটওয়ার্ক ক্যবলদের সাথে যোগাযোগ করে আপনাদের ভিডিও ডিশের মাধ্যমে প্রচার করতে পারেন এতে বেশি উপকৃত হতে পারেন । এখন সব প্রার্থীর কাছে আমার প্রশ্ন তোমরা যদি সত্যিকার অর্থে দেশদরদী হতে তাহলে সবসময় দেশের মঙ্গল কামনার্থে দেশের জনগনদের সার্বিক সহযোগিতা আপামর করে যেতে কিন্ত তোমরা কখনো তা করোনি । যেই নির্বাচন হবে তোমরা কে কি করবে তা স্লোগান করে বলে বেড়াচ্ছ তাও নিজের স্বার্থকে হাসিল করার উদ্দেশে সহজ সরল জনগনদের ছাগলের তিন নম্বর বাচ্চা বানিয়ে । শুধু মনে রেখ এই দুনিয়ার সুখ মরিচিকা,দুখটাই আসল আবাসস্থল ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:

শেখ হাসিনা ও খালেদা জিয়া ডাকাতদের নমিনেশন দিয়েছে; ভোট না দিয়ে, লাথি মারেন।

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪১

বীর সেনানী বলেছেন: সহমত পোষন করি আপনার সাথে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.