নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঠোঁটকাটা কাকাতুয়া

ঠোঁটকাটা কাকাতুয়া › বিস্তারিত পোস্টঃ

খাওয়ার আদব

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২২

খানা খাওয়ার কতিপয়

সুন্নতী আদব।

১। দস্তরখান

বিছিয়ে খানা খাওয়া।

বুখারীঃ ২/৮২০

২। উভয় হাত কব্জি পর্যন্ত ধোয়া।

ইবনে মাজাহঃ ১/২৩

৩। শুরতে বিসমিল্লাহ

এং শেষে আল-হামদুলিল্লাহ

বলা। তিরমিযীঃ ২/৭

৪। ডান হাতে খাওয়া।

তিরমিযীঃ ২/৭

৫। খানার মজলিসে যিনি বড় ও

বুযুর্গ, তাঁকে দিয়ে খানা শুরু

করানো। মুসলিম শরীফঃ ২/১৭১

৬। একই রকম খানা হলে নিজের

সম্মুখ থেকে খাওয়া।

বুখারী শরীফঃ ২/৮১০

৭। যদি কোন অংশ পড়ে যায়

তবে তা উঠিয়ে পরিস্কার

করে খাওয়া। আবু দাউদঃ ২/৫৩৭

৮। হেলান দিয়ে না খাওয়া।

বুখারী শরীফঃ ২/৮১২

৯। খানার কোন ত্রুটি না ধরা।

ইবনে মাজাহঃ ২৩৪

১০। খানা খাওয়ার পর

পেয়ালা চেটে পরিস্কার

করে খাওয়া।

এভাবে খেলে পেয়ালা আহারকারীর

জন্য দুআ করে। দারামীঃ ১/৫২৯

১১। খানা খাওয়ার পর নিম্নোক্ত

দুআ পড়া। আবু দাঊদ শরীফঃ ২/৫৩৮

ﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺍﻟﺬﻱ ﺃﻃﻌﻤﻨﺎ

ﻭ ﺳﻘﺎﻧﺎ ﻭ ﺟﻌﻠﻨﺎ ﻣﻦ

ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ

১২। খানা খাওয়ার পর নিম্নোক্ত

দুআটি পড়লে সগীরা গুনাহসমূহ

মাফ হয়ে যায়।

ইবনে মাজাহঃ ১/২৩৬

ﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺍﻟﺬﻱ ﺃﻃﻌﻤﻨﻲ

ﻫﺬﺍ ﺍﻟﻄﻌﺎﻡ ﻭ ﺭﺯﻗﻨﻴﻪ ﻣﻦ

ﻏﻴﺮ ﺣﻮﻝ ﻣﻨﻲ ﻭ ﻻ ﻗﻮﺓ

১৩। খানা খাওয়ার পর নিম্নোক্ত

দুআ পড়লে উক্ত খানার কোন

হিসাব হবে না।

ﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺍﻟﺬﻱ ﻫﻮ

ﺃﺷﺒﻌﻨﺎ ﻭﺃﻧﻌﻢ ﻋﻠﻴﻨﺎ

ﻓﺄﻓﻀﻞ

১৪। দস্তরখানা উঠানোর সময়

নিম্নোক্ত দুআ পড়া।

বুখারী শরীফঃ ২/৮২০

ﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺣﻤﺪﺍ ﻛﺜﻴﺮﺍ

ﻃﻴﺒﺎ ﻣﺒﺎﺭﻛﺎ ﻓﻴﻪ ﻏﻴﺮ

ﻣﻜﻔﻲ ﻭ ﻻ ﻣﻮﺩﻉ ﻭ ﻻ

ﻣﺴﺘﻐﻨﻲ ﻋﻨﻪ ﺭﺑﻨﺎ

১৫। খানা খাওয়ার পর উভয় হাত

ধোয়া। ইবনে মাজাহঃ ১/২৩৫

১৬। খানা খাওয়ার পর কুলি করা।

বুখারী শরীফঃ ২/৮২০

১৭। যদি শুরুতে ‘বিসমিল্লাহ’

বলতে স্মরণ না থাকে তবে স্মরণ

হওয়ামাত্র নিম্নোক্ত

দুআটি পড়া।

তিরমিযী শরীফঃ ২/৭

ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺃﻭﻟﻪ ﻭ ﺁﺧﺮﻩ

১৮। একত্রে বসে খানা খাওয়া।

বুখারী শরীফঃ ২/৮১০

১৯। জুতা-স্যান্ডেল

খুলে খানা খাওয়া।

দারামীঃ ১/৫৪২

২০। (সন্দেহযুক্ত মাল না হলে)

মুসলমানের দাওয়াত কবুল করা।

বুখারী ও মুসলিম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.