নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঠোঁটকাটা কাকাতুয়া

ঠোঁটকাটা কাকাতুয়া › বিস্তারিত পোস্টঃ

পান করার আদব

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫২

পান করার কতিপয় সুন্নত

১। পানপাত্র ডান হাতে ধরা। আবু

দাউদঃ ২/৫৩০

২। বসে পান করা । আবু

দাউদঃ ২/৫২৩

৩। পান করার পূর্বে বিসমিল্লাহ

ও পরে আলহামদু লিল্লাহ বলা।

তিরমিযীঃ ২/৭

৪। তিন শ্বাসে পান করা। শ্বাস

গ্রহণের সময় পাত্রকে মুখ

থেকে দূরে রাখা।

শামায়েলে তিরমিযীঃ পৃষ্ঠাঃ ১৪

৫। পাত্রের ভাঙ্গা দিক

দিয়ে পান না করা। মিশকাত

শরীফঃ ২/৩৭১

৬। মশক, বদনা, জগ প্রভৃতি পাত্র

যেগুলি বেশী পরিমাণ

পানি ধারণ

করে অথবা ভেতরে কোন পোকা –

মাকড় থাকার সম্ভাবনা থাকে,

এমন পাত্রে মুখ লাগিয়ে পান

না করা। ইবনে মাজাহঃ ১/২৪৪

৭। শুধু মাত্র পানি পান করার পর

নিম্নোক্ত দুআ পড়া সুন্নত।

ﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺍﻟﺬﻱ ﺳﻘﺎﻧﺎ

ﻣﺎﺀ ﻋﺬﺑﺎ ﻓﺮﺍﺗﺎ ﺑﺮﺣﻤﺘﻪ

ﻭ ﻟﻢ ﻳﺠﻌﻠﻪ ﺑﺬﻧﻮﺑﻨﺎ

ﻣﻠﺤﺎ ﺃﺟﺎﺟﺎ

৮। পানি অথবা শরবত জাতীয়

জিনিস নিজে পান করার পর ডান

দিকে পরিবেশন করা।

তিরমিযীঃ ২/১১

৯। দুধ পান করার পর নিম্নোক্ত দুআ

পড়া। আবু দাউদঃ ২/৫২৪

ﺍﻟﻠﻬﻢ ﺑﺎﺭﻙ ﻟﻨﺎ ﻓﻴﻪ ﻭ

ﺯﺩﻧﺎ ﻣﻨﻪ

১০। পরিবেশনকারী সবার

শেষে পান করবে।

শামায়েলে তিরমিযীঃ পৃষ্ঠাঃ ১৩

১২। অযু করার পর অবশিষ্ট

পানি দাঁড়িয়ে পান করা।

বুখারী শরীফঃ ২/৮৪০

(আল্লামা শামী রহ. লিখেছেনে,

অযুর অবশিষ্ট পানিতে রোগের

প্রতিষেধক রয়েছে।

স্বয়ং তিনি তা পরীক্ষা করেছেন।)

পরিশিষ্টমূলক কিছু আদব।

*অন্য মুসলমান ভাইয়ের

বিষেশভাবে নেককার-পরহেজগার

মানুষদের পান করে অবশিষ্ট

পানি বরকত মনে করে পান করা।

অনেকে অন্য মুসলমান ভাইয়ের

পান করার পর অবশিষ্ট পানি পান

করতে খারাপ মনে করে থাকে।

এটা ঠিক না।

*পান করার পর

অন্যকে দিতে হলে আদব হল

ডানপাশের

ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া।

অবশ্য তার

অনুমতি সাপেক্ষে বামপাশের

জনকেও দেয়া যায়।

*যমীনের উপর বসা এবং বসার

স্থান বরাবর খাদ্যের বর্তন রাখা।

চেয়ার টেবিলে খাওয়া নিষিদ্ধ

না হলেও যেহেতু চেয়ার

টেবেলে খাওয়াতে অনেক

গুলা সুন্নাত ও আদব বর্জিত হয় তাই

তা পরিত্যাগ করা উচিত।

*প্রথমেই খাবার দিয়ে শুরু করা,

কেউ কেউ লবণ দ্বারা শুরু এবং শেষ

করাকে সুন্নাত বলেন, এটা ঠিক

নয়।

*প্রথমেই খাবারের মাঝে হাত

না দেওয়া। বরং একপাশ

তথা নিজের ডান পাশ

থেকে খাওয়া।

*খেজুর বা এ জাতীয় খাদ্য যেমন

বিস্কুট মিষ্টান্ন

একটা একটা করে খাওয়া,

একসংগে একাধিক সংখ্যক

না খাওয়া।

*নবী করীম [সা] খাওয়ার

শেষে হাত এবং মাথায়

ভিজা হাত বুলিয়ে নিতেন, রুমাল

ইত্যাদি দ্বারা হাত

মুছে নেয়াতেও দোষ নেই।

বর্তমানে প্রচলিত হাত পরিস্কার

করার জন্য টিস্যু পেপার ব্যাবহার

করাতেও কোন ক্ষতি নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.