![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পান করার কতিপয় সুন্নত
১। পানপাত্র ডান হাতে ধরা। আবু
দাউদঃ ২/৫৩০
২। বসে পান করা । আবু
দাউদঃ ২/৫২৩
৩। পান করার পূর্বে বিসমিল্লাহ
ও পরে আলহামদু লিল্লাহ বলা।
তিরমিযীঃ ২/৭
৪। তিন শ্বাসে পান করা। শ্বাস
গ্রহণের সময় পাত্রকে মুখ
থেকে দূরে রাখা।
শামায়েলে তিরমিযীঃ পৃষ্ঠাঃ ১৪
৫। পাত্রের ভাঙ্গা দিক
দিয়ে পান না করা। মিশকাত
শরীফঃ ২/৩৭১
৬। মশক, বদনা, জগ প্রভৃতি পাত্র
যেগুলি বেশী পরিমাণ
পানি ধারণ
করে অথবা ভেতরে কোন পোকা –
মাকড় থাকার সম্ভাবনা থাকে,
এমন পাত্রে মুখ লাগিয়ে পান
না করা। ইবনে মাজাহঃ ১/২৪৪
৭। শুধু মাত্র পানি পান করার পর
নিম্নোক্ত দুআ পড়া সুন্নত।
ﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺍﻟﺬﻱ ﺳﻘﺎﻧﺎ
ﻣﺎﺀ ﻋﺬﺑﺎ ﻓﺮﺍﺗﺎ ﺑﺮﺣﻤﺘﻪ
ﻭ ﻟﻢ ﻳﺠﻌﻠﻪ ﺑﺬﻧﻮﺑﻨﺎ
ﻣﻠﺤﺎ ﺃﺟﺎﺟﺎ
৮। পানি অথবা শরবত জাতীয়
জিনিস নিজে পান করার পর ডান
দিকে পরিবেশন করা।
তিরমিযীঃ ২/১১
৯। দুধ পান করার পর নিম্নোক্ত দুআ
পড়া। আবু দাউদঃ ২/৫২৪
ﺍﻟﻠﻬﻢ ﺑﺎﺭﻙ ﻟﻨﺎ ﻓﻴﻪ ﻭ
ﺯﺩﻧﺎ ﻣﻨﻪ
১০। পরিবেশনকারী সবার
শেষে পান করবে।
শামায়েলে তিরমিযীঃ পৃষ্ঠাঃ ১৩
১২। অযু করার পর অবশিষ্ট
পানি দাঁড়িয়ে পান করা।
বুখারী শরীফঃ ২/৮৪০
(আল্লামা শামী রহ. লিখেছেনে,
অযুর অবশিষ্ট পানিতে রোগের
প্রতিষেধক রয়েছে।
স্বয়ং তিনি তা পরীক্ষা করেছেন।)
পরিশিষ্টমূলক কিছু আদব।
*অন্য মুসলমান ভাইয়ের
বিষেশভাবে নেককার-পরহেজগার
মানুষদের পান করে অবশিষ্ট
পানি বরকত মনে করে পান করা।
অনেকে অন্য মুসলমান ভাইয়ের
পান করার পর অবশিষ্ট পানি পান
করতে খারাপ মনে করে থাকে।
এটা ঠিক না।
*পান করার পর
অন্যকে দিতে হলে আদব হল
ডানপাশের
ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া।
অবশ্য তার
অনুমতি সাপেক্ষে বামপাশের
জনকেও দেয়া যায়।
*যমীনের উপর বসা এবং বসার
স্থান বরাবর খাদ্যের বর্তন রাখা।
চেয়ার টেবিলে খাওয়া নিষিদ্ধ
না হলেও যেহেতু চেয়ার
টেবেলে খাওয়াতে অনেক
গুলা সুন্নাত ও আদব বর্জিত হয় তাই
তা পরিত্যাগ করা উচিত।
*প্রথমেই খাবার দিয়ে শুরু করা,
কেউ কেউ লবণ দ্বারা শুরু এবং শেষ
করাকে সুন্নাত বলেন, এটা ঠিক
নয়।
*প্রথমেই খাবারের মাঝে হাত
না দেওয়া। বরং একপাশ
তথা নিজের ডান পাশ
থেকে খাওয়া।
*খেজুর বা এ জাতীয় খাদ্য যেমন
বিস্কুট মিষ্টান্ন
একটা একটা করে খাওয়া,
একসংগে একাধিক সংখ্যক
না খাওয়া।
*নবী করীম [সা] খাওয়ার
শেষে হাত এবং মাথায়
ভিজা হাত বুলিয়ে নিতেন, রুমাল
ইত্যাদি দ্বারা হাত
মুছে নেয়াতেও দোষ নেই।
বর্তমানে প্রচলিত হাত পরিস্কার
করার জন্য টিস্যু পেপার ব্যাবহার
করাতেও কোন ক্ষতি নেই।
©somewhere in net ltd.