![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হচ্ছে দেশটা অচিরেই
ধ্বংস হতে যাচ্ছে। এখানে আপনাকে কেও যদি রাস্তায়
প্রকাশ্যে কুকুরের মত মেরে ফেলে,
আপনি সবার সহানুভূতিটুকুও
পাবেননা। এক পক্ষ আপনার
শোকে মাতম করবে, আর অন্য পক্ষ আনন্দ উদযাপন করবে!
কিছুদিন আগে পুলিশ ২ দিনে জামাত-শিবিরের শতাধিক
লোককে গুলি করে মেরেছিল।
আমরা দেখেছি তাদের জন্য কেউ
কেঁদেছিল, আবার কেউ চরম পুলকিত হয়েছিল।
ফটিকছড়িতে আওয়ামীলীগের
শতাধিক লোক খুন হয়। তখনও
দেখেছি অনেকে পাশবিক আনন্দ
করেছে। হেফাজতের সমাবেশে অন্তত জনা পঞ্চাশেক লোক নিহত হয়েছে। আমরা দেখছি, এক পক্ষ তাদের সংখ্যা নিয়ে ব্যবসা করছে, আরেক পক্ষ তো স্বীকার করতেই চাইছেনা ওই রাতে কেও মরেছে।
তবে কি আমরা এখন থেকে বাংলাদেশি নামের একটি জাতি আর নই! আমরা কি নিজেদেরকেই দুটি ভাগে ভাগ করে ফেলছি, যেখানে নিজ দেশেরই ভিন্নমতের ভাইদের চরম দুর্যোগেও আমরা উল্লাস করি?
©somewhere in net ltd.