![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই পুরোনো, মন ভরানো,
সোনা মাখা রং ছড়ানো,
শরীর জুড়ে প্রফুল্লতার অনন্য এক
ঘোর জাগানো,
ছেলেবেলার স্মৃতি...
ছোট্ট কাঁধে ব্যাগ ঝুলিয়ে
স্কুলেতে পা বাড়ানো,
পড়া শুধুই?
ক্লাসে বসে ফিসফিসিয়ে দল পাকানো,
বন্ধুযোগে চুপিসারে স্কুল পালানো,
পালিয়ে গিয়ে ঝাউবনেতে কত খেলা,
দুষ্টুমি আর ঘাম ঝরানো,
কখনো বা নীল সাগরের ঢেউ খেলানো-
বালুচরে, অসীমতার প্রান্তভাগে জল ঝাপানো,
ছোট্ট দাঁতে বাদামগুলির ছাল ছাড়ানো,
এমন করে কত সময়, কাল গড়ানো...
আমার ছেলেবেলা--
কত্ত রকম খেলা!
সিগারেটের খোলস দিয়ে বক্কা খেলা,
বরইবীচির মার্বেল আর
পলিথিনের ঘুড়ি উড়িয়ে,
পেরিয়ে গেছে কত বেলা!
আন্টিস, ফিল আর সাতচারা,
পাড়ায় পাড়ায় ফুটবল ম্যাচ,
কত জেতা, কত হারা..
আর,
দিনের শেষে-
পাড়ার পুকুরে ঝাঁপ......
.............
স্মৃতি নিয়ে বেচে থাকি_
আসলে কী,
দিন শেষে দেখি,
চারপাশে শুধু বেদনার মাখামাখি।
সুখ খুজতে গিয়ে টের পাই-
স্মৃতিটাই আছে বাকী।
সেপ্টেম্বর 7, 2012
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
ঠোঁটকাটা কাকাতুয়া বলেছেন: অনুপ্রাণিত হলাম। অসংখ্য ধন্যবাদ।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
রহস্যময়ী কন্যা বলেছেন: হুম ছেলেবেলার সেই সুন্দর দিন গুলো খুবই মিস করি
লেখা ভালো লেগেছে
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১
ঠোঁটকাটা কাকাতুয়া বলেছেন: অনেক খুশি হলাম। কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: স্মৃতিময় লেখা ভাল লাগল