নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

২০০৬-২০১৬

আলী

© ALI 2006, ALL Rights Reserved

আলী › বিস্তারিত পোস্টঃ

তিন কোটি টাকার ওজন কত ?

১০ ই এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৫৭

পাঁচ শ' টাকার নোটের 100টির একটি বান্ডিলে হয় 50 হাজার টাকা। ছোট আকারের নোট হলে এক বান্ডিলের ওজন 95 গ্রাম, বড় আকারের 115 গ্রাম। সে হিসাবে তিন কোটি টাকার জন্য মোট 6 শ' বান্ডিল পাঁচ শ টাকার নোট লাগবে, যার ওজন দাঁড়ায় 57 বা 69 কেজি। আর এগুলো বহনের জন্য লাগবে একটি বিশালাকৃতির সুটকেস। অতএব তিন কোটি টাকা ওই রকম একটি সুটকেসে ভরে একজন লোকের পক্ষে গণভবনের গেট থেকে প্রায় 2 শ' ফুট দূরে শেখ হাসিনার অফিস কক্ষে নিয়ে যাওয়া কীভাবে সম্ভব? 'ওয়েসটমন্ট বাংলাদেশ লিমিটেড' নামের কোমপানির চেয়ারম্যান কাজী তাজুল ইসলাম ফারুক সোমবার আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদধে 3 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেন। মামলার এজাহারে তিনি জানান, 50 হাজার টাকা করে মোট 600 বান্ডিলে তিনি 3 কোটি টাকা একটি বড় সু্যটকেসে ঢুকিয়ে সাবেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। সাধারণত একটি সু্যটকেস লম্বায় দেড় ফুট, উচ্চতায় 14 ইঞ্চি এবং চওড়ায় দেড় ফুট হয়ে থাকে। এই হিসাব অনুযায়ী একটি সু্যটকেসে সর্বোচ্চ 500 টাকার নোটের 300 বান্ডিল রাখা সম্ভব। এর মানে একটি সু্যটকেসে দেড় কোটি টাকা রাখা যাবে। সেখানে কীভাবে 600 বান্ডিলে 3 কোটি টাকা রাখা সম্ভব হলো!বর্তমানে বাংলাদেশে যে ধরনের সু্যটকেস ব্যবহার করা হয়ে থাকে তাতে একটি সু্যটকেসে 500 টাকার 600 বান্ডিল বহন করা সম্ভব নয়। 600 বান্ডিল বহনের জন্য আলাদাভাবে অর্ডার দিয়ে নতুন সু্যটকেস তৈরি করতে হবে। 500 টাকার নোট ওজন করেছেন। একেকটি বান্ডিলের ওজন 95 গ্রাম। ওই হিসাবে বর্তমানে চালু ছোট আকৃতির 500 টাকার 600 বান্ডিলের ওজন 57 কেজি। আর বৃহদাকৃতির নোটের এক বান্ডিলের ওজন 115 গ্রাম। সু্যটকেসসহ 600 বান্ডিলের ওজন 89 কেজি। গণভবনে প্রবেশের সিঁড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিস প্রায় দু শ' ফুট দূরত্বে।একজন ব্যক্তির পক্ষে ওই পরিমাণ ওজনের সু্যটকেস বহন করা একেবারেই অসম্ভব।





পরিমার্জিত ঃ সমকাল

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০০৭ রাত ২:৩৯

অতিথি বলেছেন: টাসকি খাইলাম ... ভালো প্যাঁচ বাইর করছেন :-)

২| ১১ ই এপ্রিল, ২০০৭ রাত ২:৫৩

অতিথি বলেছেন: হুম, সমকালের এই আর্টিকেলটা পড়ে মনে হলো প্যাঁচ জটিল হচ্ছে। দেখা যাক খেলা কদ্দুর গড়ায়।

৩| ১১ ই এপ্রিল, ২০০৭ ভোর ৪:২৯

অতিথি বলেছেন:

৪| ১১ ই এপ্রিল, ২০০৭ ভোর ৪:৫৯

ইয়াসির রাজন বলেছেন: সাজানো মামলা !

৫| ১১ ই এপ্রিল, ২০০৭ ভোর ৫:২০

অতিথি বলেছেন: সোজা ব্যাপার:

ধরা যাক আওয়ামীলীগ ক্ষমতায় গেল। এখন হাসিনার বিরুদ্ধে এই মামলাটি চলবে না,কারন যুক্তি অনুসারে এটি একটি ভূয়া মামলা।

তার মানে তত্বাবধায়ক সরকার হাসিনার বিরুদ্ধে ভূয়া মামলা করেছিল। যে সরকার একটি ভূয়া মামলা করতে পারে ,সে আরো ভূয়া মামলা করতে পারে।

অতএব,তারেকের বিরুদ্ধে করা মামলাগুলোরও নৈতিক জোর থাকে না...
তারপর সেই আগের লুটপাট আবার...

৬| ১১ ই এপ্রিল, ২০০৭ সকাল ১০:২৩

অতিথি বলেছেন: ধন্যবাদ আলী আমাকে উপদেশ দেওয়ার জন্য পারভেজ আমার নাম সেটা তো জেনেছেন কি করে আপনাদের সবার সাথে আরো বেশী করে যোগাযোগ করা যাবে সেটা বললে খুশী হবো নো01720552998

৭| ১১ ই এপ্রিল, ২০০৭ সকাল ১০:৩৯

এহহামিদা বলেছেন: তারেক যদি তথাকথিত অনেকদিনের বন্ধুর কাছ থেইকাও 1 কোটি টাকা চাদা নিতে পারে। তাহলে এক জনের পক্ষে 89 কেজি ব হন করা কোন ব্যাপারই না।
সমকাল কি এত দিন দিবা স্বপ্ন দেখতাছিল নাকি।
এবার নিজেগো পায়ে কুড়াল পড়ায় কথার ফুলকী বাহির হইতাছে মনে হয়।
মজার ব্যাপার এত বন্ধু ধরা খায়, এই বন্ধু ধরা খায় না।

৮| ১১ ই এপ্রিল, ২০০৭ সকাল ১১:০০

রাকিব হাসনাত সুমন বলেছেন: 10বছর আগের ঘটনা তো ! তাই হিসেবে ভুল হইয়া গেছে হয়তো !!! পত্রিকাগুলো এটা বাইর কইরা ফেলবো বুঝলে তো কিছু বান্ডিল কমাইয়া না হয় কইতো !!!

প্রায় 60 কেজি ওজনের টাকা নিয়া গেছে একাই তাও আবার একটা ব্রিফকেসে কইরা.....

তাজুল মিয়ারে তাই আমাদের জাতীয় ভারোত্তলক দলের সদস্য ঘোষনা করার প্রস্তাব করছি।

৯| ১২ ই এপ্রিল, ২০০৭ সকাল ৯:৪৪

অতিথি বলেছেন: যুক্তি আমার কাছেই টিকলো না । ট্রলি সু্যটকেইস কি পাওয়া যায় না ?
চাদাবাজি কেবল তারেকই করে ?

১০| ১২ ই এপ্রিল, ২০০৭ সকাল ৯:৫৫

আবুল বাহার বলেছেন: বাসার দেখি ঘুম থেকে উঠে এসেছে !!মামলার এজহারে বাদী বলেছেন , একটি সুটকেসে করে এক সাথে পুরো তিন কোটি ..................... । সেই জন্যেই তো এই হিসাব । ট্রলি বললে টাকা মাইপা এত হিসাব করার দরকার ছিল কি ?

চাঁদা বাজি শুধু তারেক করে এই কথা আপনারে কে কইল ? এ দেশে যদু মদু রাম শ্যাম সব নেতাই করে । তয়
তারেকেরটা সিমা ছাড়াইয়া গেছিল ।

১১| ১৩ ই এপ্রিল, ২০০৭ সকাল ৯:৫০

অতিথি বলেছেন: যদি সবাই করে তা হলে এত মায়া কান্না কেন ? এই সরকারকে এগুলো পরিষ্কার করার সুযোগ দেন । আশা করি কেউই মিথ্যা শাস্তি পাবে না । অভিযোগ যদি মিথ্যা হয় তা হলে অভিযোগকারির শাস্তি হওয়া উচিৎ বলে আমি মনে করি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.