নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতই জ্বর আসে , কাঁপুনি দেয় শরীর ততই কবিতাকে আষ্টেপৃষ্টে ধরার জন্য আসফাস করি । ফুল পাখি নদী এবং নারী ছেড়ে ক্রমশ দূরবর্তী কোথাও যেতে চাই । কোথায় যাবো ? অরণ্যে ? নদী ছেড়ে তীর ধরে নদীকে ছাড়িয়ে যেতে গিয়ে দেখি হঠাৎ মোহনা । এক যৌনগন্ধা নারী । ছোঁবল হানতে করে আকুলি বিকুলি ।
জীবনের গলিগুপচি পায়ে দলে যত সামনে এগোই আরো দূর-পথ হাত উচিঁয়ে ডাকে । দূরের ডাক বড়ই মোহনীয় । দূরত্বের দাসত্ব মেনে নিয়ে আকাশগঙায় চোখ রেখে দিশেহারা আমি হাত বাড়িয়ে কাকে যেনো খুঁজি । প্রাণপণ খোঁজে মরি । চোখের সামনে অনেক অনেক দূরে নিভু নিভু করে জ্বলে কাদের প্রাণ যেনো । অসীম শূণ্যে বড় একা লাগে । দূর ডেকে ডেকে দূরে এনে একা করে গেছে বহুকাল আগে ।
এসব ভ্রান্তিবিলাপ খাঁ খাঁ শূণ্য মাঠের হাহাকার । চোখের পাতায় শিশির জমে থাকে ,তবুও পলক পড়ে না । কাকে দেখার প্রতীক্ষায় থাকে চোখ ?
অবশেষে আমাকে মাটিতেই আসতে হয় । মাটিতে চোখ রাখি । মাটির গন্ধ শুকতে শুকতে পাই নারীর চোখে চোখ তার নাভীমূল ।
সেখানে শাবল গেড়ে - পেয়েছি পেয়েছি বলে বুক চাপড়িয়ে আস্ফালন করি ।
নিরস জমিনে কবিতার জন্য কোন বুক পাতা নেই ।
মাঠ ,ঘাস , লতা , নারী , কবিতা । ওদের সাথেই চলে সর্পসঙ্গম । নুনতা দেহ চাটতে চাটতে আমি রমনযোগ্যসব লতার মত , সাপের মত পেঁচিয়ে বের করি বীর্যগন্ধা কবিতা , জল আর কাদায় মাখামাখি । এভাবেই পথচলা । কবিতা পৃথিবীর আদর্শতম মেয়েটির নাম , নারীটির নাম , প্রেমিকার নাম , আকাঙ্খার নাম । শত সহস্র কর্ষন করে করেও - তাকে পাই পাই করেও পাই না । ধরা দিয়েও সে অধরা ।
কবিতা ক্রমশ দূর গামিনী নদীর মত ছেনাল
২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৫
ইমন তোফাজ্জল বলেছেন: ঠিকাছে
ধন্যবাদ
২| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৭
হাসান মাহবুব বলেছেন: তাই নাকি?
২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৮
ইমন তোফাজ্জল বলেছেন: তাই নয় কি ?
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কবিতা ক্রমশ দূর গামিনী নদীর মত ছেনাল।
সহমত।