নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

কমরেড হুগো চ্যাভেজ

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩

ধরেন গুলশান-বনানী-বারিধারা কিম্বা ধানমণ্ডি হচ্ছে ইউরোপ-অ্যামেরিকা, ঔপনিবেশিক, তাই আগায়ে গেছে। উত্তরা হয়তো অস্ট্রেলিয়া- কানাডা। অভিবাসন উপযোগী। টঙ্গি-সাভার-নারায়ণগঞ্জ চীন-রাশিয়া মার্কা। জি ৮ এ জায়গা পেলেই খুশি। মোহাম্মদপুর-মিরপুর-ভেড়িবাঁধ, কামরাঙ্গিররচর, পুরোন ঢাকা, কাঁঠালবাগান বা ঢাকার প্রতিপার্শ্ব--এসব এরিয়াই উপমহাদেশ। যেমন মনে হতে পারে মগবাজার বা বাইতুল মোকাররম এলাকা কখনো কখনো মধ্যপ্রচ্য। কিন্তু নীলক্ষেত, ঢাবি এলাকা তথা দোয়েল চত্বর, ৭ মার্চ উদ্যান ( সোহরাওয়ার্দি উদ্যানকে আমি ব্যক্তিগতভাবে বলি '৭ মার্চ স্বাধীনতা উদ্যান'), টিএসসি-চারুকলা-মধুর ক্যান্টিন থেকে শাহবাগ--এটাই ল্যাতিন অ্যামেরিকা। এখানকার অনেক মন্ত্রী-প্রেসিডেন্টও মেইনস্ট্রিম লিটারেচার করে, ভবঘুরেরাও অবলীলায় আইন পরিষদের সদস্য হয়। এখানে অসংখ্য শিল্পী-দার্শনিক-ছবির মানুষ স্রেফ চা-সিগারেটেই দশ-বিশ বছর পার করে দেয়। এরা ভালোবাসা চায়, তাই ভালোবাসার থেকে দূরে গিয়ে ভালোবাসাকে চিঠি লেখে, মেসেজ পাঠায়। অন্যদিকে, দূরের স্ট্যাবলিস্টমেন্টের চেয়ারগুলো প্রকাশ্যে এদের যতই সমালোচনা করুক,গোপনে মুগ্ধ হয়, সো, ঈর্ষা করে। এসব কথা পুলকের সঙ্গে আলাপে আলাপে, চা খেতে খেতেই উঠে আসে। পুলক আর্টিস্ট।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কমরেড হুগো চ্যাভেজকে নিপীড়িত পৃথিবী মনে রাখবে...

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৮

আহসান২২ বলেছেন: valo,plus.

২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৯

জাহিদ গাছবাড়ী বলেছেন: valo,

৩| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪১

মায়াবী রূপকথা বলেছেন: আমি এইলোকটাকে অনেক পছন্দ করি। গরীবের জন্য কাজ করতে গিয়ে স্বৈরশাসক হলেও তাকেই আমি সমর্থন করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.