![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৭ মার্চ ১৯৭১। তদানীন্তন রেসকোর্সের মাঠে, মুক্তির সংগ্রামের নির্দেশে বঙ্গবন্ধু যা বললেন, এরপর থেকে সেই ভাষণই বাঙালির পরবর্তীকালের রুখে দাঁড়াবার প্রেরণা। '...যার যা কিছু আছে...' কী দৃপ্ত নির্দেশ। সেদিনের সেই ভাষণটি ছিল একটি (পাকিস্তানি) সামরিক-বেসামরিক প্রতিষ্ঠিত শক্তির বিরুদ্ধে। সেই ঘোর ক্রান্তিকালে এ রকম সাহস শুধু তাঁরই ছিল। আজকেও, ৭ মার্চের ভাষণ শুনলেই টের পাওয়া যায়, বঙ্গবন্ধু ভয়েচের মধ্য দিয়ে এক কী বিপুল উত্তাল যুদ্ধ-প্রণোদনা ছড়িয়ে দিয়েছেন। ...কোনো লিখিত বক্তব্য নয়, বাঙালির ভেতর থেকে উঠে আসা মুক্তিমন্ত্রধ্বনি। 'আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না...' এই মন্ত্র পরম্পরায় ছড়িয়ে যাবে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৪
আমি ব্লগার হইছি! বলেছেন: সাতই মার্চ ফিরে এলো
উজ্জ্বল দিন,
এই দিন ইতিহাসে
চির অমলীন!
বছর ঘুরেতো সেই
আসে দিন ফিরে,
মুজিব আসেনা হায়
নিয়ে নাও তীরে!
৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫
কাজী মামুনহোসেন বলেছেন: রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এদেশকে রাজাকার মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ...
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১২
সৃজনশীলপ্রয়াস বলেছেন: অপূর্ব শালিন বস্তুনিষ্ট দিকনির্দেশনা মুলক একটা প্রতিবাদী ভাষন, ঠাকুর! অনেকদিন পর আপনার লেখা পড়লাম।