![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইনটেলেক্টচুয়ালিটির ধার ধারে না হাওয়া
...
'যাও তবে' লিখেই মনে হলো, 'যাও' ও 'তবে'র মধ্যে
যে-টুকু ফাঁকা, যে-একান্ত সর্বনাম লুক্কায়িত, তা 'তুমি'
এখন প্রশ্ন:
এক. এই 'তুমি'টা কে?
দুই. 'তুমি'টা কোথা থেকে এসেছিল?
তিন. 'তুমি'কে অাসলে কোথায় যেতে বলা হচ্ছে?
চার. 'তুমি' থাকলে কি হতে পারত? 'তুমি' গেলেই বা কি?
পাঁচ. রবীন্দ্রনাথও, 'তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে' বলতে কোন 'তুমি'র কাছে কি চেয়েছিলেন?
ছয়. 'যাও তবে'র 'তুমি'র সঙ্গে 'তুমি কিছু দিয়ে যাও...'এর 'তুমি'র রিলেশন অাছে?
সাত. তুমি কি টের পাচ্ছ, অামি কেন প্রশ্ন করে যাচ্ছি, সব প্রশ্ন 'তুমি'ময়?
যাও তবে, না-হয় থেকে যাই প্রশ্নহীন, দূরে
চলে যায় বসন্তের দিন
ইনটেলেক্টচুয়ালিটির ধার ধারে না হাওয়া
সারাদিন হাওয়া ঝিরিঝিরি, হাওয়া কুড়কুড়ে...
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২২
বেলা শেষে বলেছেন: যাও তবে, না-হয় থেকে যাই প্রশ্নহীন, দূরে
চলে যায় বসন্তের দিন।
-- কবিতা চমৎকার হয়েছে।