![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও
ডাক্তার বলেছেন, 'খাওয়ার অাগে পরে দু চামচ করে চারবার চুমু খাবেন। সারাশরীর ওর সঙ্গে অালিঙ্গনে বাঁধবেন পাঁচবার। তাকিয়ে থাকবেন ওর চোখের দিকে।'
বললাম, 'ও কে? ফার্মেসিতে পাওয়া যায়?'
'ওহ...অাপনার কোনো ও নেই?'
'নাহ।'
'তাইলে তো অসুখ ভালো হবে বলে মনে হয় না...'
২| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা! বেশ!
৩| ০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪২
রঈসুল ওমর বলেছেন: ও কে আনার ব্যবস্থা করা লাগবে নাকি !!!!!!
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১১
ঢাকাবাসী বলেছেন: হাই থট!