![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এডিটর গোলাম ফারুক চলে গেলেন
প্রিয় ফারুক ভাই চলে গেলেন। গোলাম ফারক 'বণিক বার্তা'য় ছিলেন। একসময় অামরা সহকর্মী ছিলাম, অবশ্য তারও অাগে নতুন ধরনের স্মার্ট বিনোদন পাক্ষিক 'অানন্দ ভুবন' এর সফল প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। মধ্যে 'ভোরের কাগজ'এও ছিলেন আমাদের অারেক অকালপ্রয়াত শিল্পী-সাংবাদিক সঞ্জীব চৌধুরীর সঙ্গে। এ-সব তো ছিল পেশাদারি জীবন। ফারুক ভাইয়ের সঙ্গে কাটল যে কতরকম সময়। সঞ্জীব দা মারা যাওয়ার পর সঞ্জীব দা'কে নিয়ে অামাকে অনেকগুলো লেখা লিখিয়েছেন ফারুক ভাই। রিয়েলি, হি ইজ অ্যা এসেন্সিয়াল এডিটর। একবার, অামরা তখন সমকাল-এ, দুজনে গেলাম সিলেটে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে বক্তৃতা করতে। ছিলাম কদিন ঢাকার বাইরে। লাস্ট, কিছুদিন অাগে প্রয়াত সঞ্জীব দা'র জন্মদিনে'রেডিও স্বাধীন'এ রাব্বির সঙ্গে ফারুক ভাই, বাপ্পা ও অামি প্রায় দু'ঘণ্টা কথা বললাম 'নিঃস্ব রাতের সঞ্জীব' অনুষ্ঠানে। স্টুডিও, স্টুডিওর বাইরে কত যে কথা হলো। অনেক পরিকল্পনার কথা বললেন। অামার ছবিতে একটা 'পাট' গাবেন, সে কথাও হলো।
কিন্তু ফারুক ভাই চলে গেলেন। অসময়ে। এটা তো যাবার সময় নয়, ফারুক ভাই! কষ্ট পাচ্ছি।
(এখন রাত ২.২৯ মি. ফোনে তথ্য পাচ্ছি, এই মুহূর্তে ফারুক ভাইয়ের বডি অাছে ময়মনসিংহে। সকাল ১০ টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ফারুক ভাইয়ের বডি অানা হবে। তারপর ফারুক ভাইয়ের বডি ফের ফিরে যাবে ময়মনসিংহের ফুলবাড়িয়ায়, ওখানে কলেজ প্রাঙ্গণে কবর দেয়া হবে।)
২| ০৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৬
ঢাকাবাসী বলেছেন: ভাল মানুষের অকাল প্রয়ানে কষ্ট পেলুম। তাঁর আত্মার শান্তি কামনা করছি।
৩| ০৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৪
মামুন রশিদ বলেছেন: উনার আত্মার শান্তি কামনা করছি । ব্যক্তিগত ভাবে ফারুক ভাই আমার বন্ধু কামালের বড় ভাই ।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৫
ঢাকাবাসী বলেছেন: ভাল মানুষের অকাল প্রয়ানে কষ্ট পেলুম। তাঁর আত্মার শান্তি কামনা করছি।