![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বি. দ্র. ১. ২. ৩.
যে দূরত্ব রচনাপূর্বক ভালো থেকে যাও, অামি তাতে মন্দ থাকি বটে, মনে-মনে অমুগ্ধ অাদতে এবং দেখতে পাই সেই দূরত্বেরও বয়স বাড়তে থাকে। এই তুরীয়ং-ফুরিয়ং বিচরণশীলতার দিনগুলো কি ইতিহাস হয়ে যাবে? সে-উপাদান অাছে এহেন সম্পর্কের প্রতিভাসে? নিত্যনৈমিত্তিক কথার ফাঁকে ফাঁকে দুএকটি অন্যরকম কথা, কথার অাড়ালে পাওয়া গরল দুঃখলিপি কি জাতীয় জাদুঘরে স্থান পাবে অামাদের অবর্তমানে?
এসবের অার দরকারই নেই, কারণ, যে কোনো দূরত্বকে স্বাগত জানানোর ভাষা অামি শিখে ফেলেছি। ফলে, তুমি যতখানি দূরতে যেতে পারবে বা যেতে চাও, অামার স্বাগত ততখানি।
বি. দ্র. ১. এর মধ্যে কোনো কবিতা নেই, অবস্থান অাছে
বি. দ্র. ২. কবিতায় থাকা কাকে বলে জানি না, অবস্থানে থাকি
বি. দ্র. ৩. সবই জানালাম তো
©somewhere in net ltd.