নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

রাজপুত্তুর:: কে কোন ক্লাসে পড়ে বা পড়ায়?

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৬



সুকুমারের বাবা ডাক্তার নিতাই চান, তাঁর ছেলে বিলেতে গিয়ে অাইনবিদ্যা শিখে অাসুক। সুকুমার চায়, সে নন্দলাল বাবুর কাছে ছবি অাঁকা শিখবে। নিতাই বলেন, ছবি অাঁকা বিদ্যেয় অাঙুল চলে, পেট চলে না। ছেলে কয়, অামার ছবির খিদে যত, পেটের খিদে তত বেশি নয়। এদেশীয় বাপ-বেটার এ চিরদিনের লড়াই রবীন্দ্র-শিশুতোষ গল্প 'রাজপুত্তুর'-এও দৃশ্যমান। সুকুমারই অামাদের রাজপুত্তুর। টিনেজ সুকুমার চরিত্রে অভিনয় করেছে জয়তু। জয়তু সপ্তম শ্রেণীর ছাত্র। রাজপুত্তুর-এর কঠিন বাবা ডাক্তার নিতাই-এর চরিত্রে অভিনয় করেছেন চন্চল সৈকত। ছোট সুকুমার বা রাজপুত্তুর-এর ছেলেবেলার চরিত্রটি করেছে বিষ্ময় সরকার মুগ্ধ, দ্বিতীয় শ্রেণীর ছাত্র। পুপেদি বড়টা হচ্ছে সিনথী, বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় অনার্স সেকেন্ড ইয়ার এবং পুপেদি ছোটটা হচ্ছে তাপসী, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
ঋভু রোদ্দুর, জয়েত কল্যাণ, মানহা, নৈঋত, স্বপ্নীল, ইলি, পুষ্প, অানন্দিতা, প্রপা, মেধা, পার্থিব, রায়না--এরাও দ্বিতীয় শ্রেণীতে পড়ছে। 'রাজপুত্তুর' ছবির দাদু হচ্ছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, তিনি কোন ক্লাসে পড়েন না পড়ান, জানা যায়নি। অারো জানা যায়নি কামালউদ্দিন কবির, রেজা ঘটক, প্রশান্ত অধিকারী, বর্ষা বিভাবরী, এ্যাপোলো নওরোজ, অসীম গোস্বামী, গুপু ত্রিবেদী, করবী কোন ক্লাসে পড়ে না পড়ায়।
তবে, ছবির কাজও প্রায় শেষ হয়ে অাসছে। ফলে, ছবি দেখলেই হয়তোবা বাকিটা ধরা যাবে...

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

এহসান সাবির বলেছেন: ছবি দেখেই বাকিটা ধরব।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩১

মামুন রশিদ বলেছেন: শুভকামনা ভাই । ছবির নির্মান সফক হোক । দেখার অপেক্ষায় রইলাম ।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:






//'রাজপুত্তুর' ছবির দাদু হচ্ছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, তিনি কোন ক্লাসে পড়েন না পড়ান, জানা যায়নি।//
;) B-)


অপেক্ষায় থাকলাম আরও জানার..........

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অপেক্ষায় রইলাম!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.