নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

রাজপুত্তুর বার্তা

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০১

'রাজপুত্তুর' বার্তা

ডাবিং শেষ হলো না অাজও। ডায়লগে ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের অংশই বেশি, তিনি 'রাজপুত্তুর' ছবিতে পুপেদির দাদুমশাই। ১৯ ডিসেম্বর বিকেলবেলায় ভাস্বর দা'র বাকি অংশ ডাব হচ্ছে। মানে অাজই। শেষবয়সে রবীন্দ্রনাথ উত্তমপুরুষে লিখেছেন 'সে'। 'সে'র দশম পরিচ্ছেদই লীলা মজুমদার সম্পাদিত রবীন্দ্রশিশুতোষ-কোষগ্রন্থ 'কৈশোরক' এর একটি গল্পের নাম 'সুকুমার'। সুকুমারই অামাদের রাজপুত্তুর। অাজ মেসেজ পেলাম রাজপুত্তুর চরিত্রের অভিনেতা বিষ্ময় সরকার মুগ্ধ দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উঠে গেল। পুপেদি মনে হয় তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীতে উঠবে এবার। পুপেদি চরিত্রের তাপসীর একটা দাঁত পড়েছে শুটিং এর পরই, গত অক্টোবরে। দাঁত পড়েছে রাবণ চরিত্রের অভিনেতা জয়েত কল্যাণেরও। 'বীরপুরুষ' স্বপ্নীল এর মা মানহারও দাঁত পড়েছে বলে খবর পাওয়া গেছে। ঋভু রোদ্দুর যশোর থেকে খেজুরের পাটালি খেয়ে ফেরেনি এখনো। ইলির দাদু মারা গেছেন, সেই দাদুর শ্রাদ্ধকার্যে ওরা এখন ময়মনসিংহে। দইওয়ালা অসীম গোস্বামী ও অমল চরিত্রের অভিনেতা ইলির ডাবিং কিন্তু বাকি অাছে। কিন্তু ডাকঘর-অংশে সাউন্ডলেভেল ডাবিং না করলেও অাপাতত চলে মনে হয়।
কিন্তু দুই টুকরো রবীন্দ্রগীতিকার গায়কী, মিউজিক, অ্যানিমেশন, সাউন্ড মিকসিং-কারেকশন এন্ড কালার কারেকশন তো করতে হবে। সাবটাইটেল করা হবে।....












মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.