নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার কবি

তোমার কবি › বিস্তারিত পোস্টঃ

আমার ভালোবাসার গ্রীক মিথ তুমি

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২১

আমার ভালোবাসার গ্রীক মিথ তুমি_________________
তুমি আমার অ্যাফ্রোদাইতি
তুমিই আমার রাণী
তোমার সাথে করব প্রেম
হবে জানাজানি।
তোমার সৌন্দর্যে মুগ্ধ আমি
বাসবো তোমায় ভালো
আমার জীবনে অ্যারোরা হয়ে
দিবে ঊষার আলো।
.
তুমি আমার ঈরা
তোমায় বিয়ে করব আমি
চাইনা কিছু আর
তোমায় নিয়ে গড়বো আমি
সুখী পরিবার।
.
তুমি আমার অ্যাথিনা
জীবন যুদ্ধে সাহায্য কর
বাড়িয়ে দিয়ে হাত।
আমার সংসার রক্ষা কর
প্রতিটি দিন-রাত।
.
তুমি আমার আর্তেমিস
চিরকুমারী তুমি
নানানরূপে চষে বেড়াও
আকাশ,পাতাল,ভূমি।
.
তুমি আমার হিস্তিয়া
ভালোবাসি তোমায়
তোমার কোমল উষ্ণতা
উষ্ণ করে আমায়।
.
তুমি আমার ডিমিতির
আমি তোমার চাষা
আমার ফসল উর্বর করে
তোমার ভালোবাসা।
.
তোমার জন্য বানাবো আমি
আমার ওলিম্পাস
অনন্তকাল সেখানে আমরা
করব বসবাস।

Allusions:
1.Afrodite(অ্যাফ্রোদাইতি): Goddess of love and beauty বা প্রেম ও সৌন্দর্যের দেবী।
2.Aurora(অ্যারোরা): Goddess of dawn বা ঊষার দেবী।
3.Hera(ঈরা): Goddess of marriage and family বা বিয়ে ও পরিবারের দেবী।
4.Athena(অ্যাথিনা): Goddess of war and wisdom বা যুদ্ধ এবং জ্ঞানের দেবী।
5.Artemis(আর্তেমিস): Goddess of hunt and virginity বা শিকার ও কুমারীত্বের দেবী।
6.Hestia(হিস্তিয়া): Goddess of hearth and right ordering বা অগ্নিকুন্ডের দেবী।
7.Demeter(ডিমিতির): Goddess of fertility and agriculture বা উর্বরতা বা চাষাবাদের দেবী।
8.Olympus(অলিম্পাস): Home of the twelve Olympian Gods and Goddesses of the ancient Greek in Greek mythology বা গ্রিক পুরাণের 12 জন অলিম্পিয়ান দেব-দেবীদের বসবাসের স্থান।
{This poem is written by the based on 6 Olympian Goddesses(Without Aurora) from 12 Olympians of Greek mythology}

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০০

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৫

তোমার কবি বলেছেন: চেষ্টা করেছি ☺ ধন্যবাদ ভইয়া।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতা

তুমি আমার ঈরা
তোমায় বিয়ে করব আমি
চাইনা কিছু আর
তোমায় নিয়ে গড়বো আমি
সুখী পরিবার।


কামনা করি ঈরাকেই নিয়ে গড়েন সুখী পরিবার

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৭

তোমার কবি বলেছেন: ওয়াও! এই ছবিতে তো ঈরাকে দেখতে দারুন

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৮

তোমার কবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.