![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চোখের জলে কেউ ভাসবে না
-তোমার কবি
যতই কষ্ট পাই আমি কাঁদবো না
আমার চোখের জলে কেউ ভাসবে না
হয়তো এ হৃদয় ফেটে হবে চৌচির
আমার দেহখান কষ্টেরই নীড়।
নীরবে এসব আমি করে যাব সহ্য
বর্ষার এ বৃষ্টি শুকোবে গ্রীষ্ম
শ্রাবণ অঝরের ধারায় বইবে না
আমার চোখের জলে কেউ ভাসবে না।
কষ্ট নদের সব জল পান করব
মনের কষ্ট ভুলতে গান ধরবো
হয়তো এ মুখখান আর হাসবেনা
দুচোখ দৃষ্টি মেলে কিছু দেখবেনা
কানেতে বাজবে ঘুম পাড়ানির গান
চলে যাবো আমি সেই না ফেরার দেশে
মুড়িয়ে দেবে আমায় কাফনের বেশে
আমার চোখের জলে কেউ ভাসবে না।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৫
তোমার কবি বলেছেন: ধন্যবাদ ভাই। চেস্টা চালিয়ে যাচ্ছি।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১২
বিলিয়ার রহমান বলেছেন: ভালো ।আরও ভালো পারতো।
লেখা অবিরত রাখুন।