![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরতে গেলে পাইনা তোমায়
-তোমার কবি
চাইযে আমি তোমার হতে
ওগো আমার প্রিয়
তোমার মনের দুয়ার খোলে
আপন করে নিয়ো।
তোমার মনের চিলেকোঠায়
দিয়ো আমায় ঠাঁই
তোমার মনের ছোট্ট কুটিরে
আশ্রয় নিতে চাই।
তোমার মনের জানালার
শীতল হাওয়া হবো
তোমার মনের দরজাতে
ঘাপটি মেরে রবো।
তোমার মনের আকাশে
হবো আমি তারা
মনের আকাশ খুলে দিয়ে
দাওগো প্রিয় সাড়া
তোমার মনের বেদনাকে
করবো পুড়ে ছাই
সুখের সাগরে ভাসিয়ে দিব
দাওগো আমায় ঠাঁই।
যখন তুমি হাতটি বাড়াও
দেখতে আমি পাই
দুহাত বাড়িয়ে ধরতে যাই
ধরতে গেলে নাই।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৭
তোমার কবি বলেছেন: ধন্যবাদ।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৪
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।
ভালো থাকুন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৫
তোমার কবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৯
ভ্রমরের ডানা বলেছেন: ছড়াটি বেশ হয়েছে!