নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার কবি

তোমার কবি › বিস্তারিত পোস্টঃ

বর্ষা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩

বর্ষা
-তোমার কবি

মেঘলা আকাশ কাঁপছে যে
গুড়ুম গুড়ুম ধ্বনিতে
বৃষ্টি হয়ে ঝরছে যে মেঘ
শীতল শীতল পানিতে।

বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ে
জমতে জমতে বন্যা
সেই পানিতে নেচে বেড়ায়
মেঘকুমারি কন্যা।

আকাশ থেকে ঝড়ে আলো
আলোয় আলোয় ফর্সা
ব্যাঙ ডাকে ঐ ঘ্যাঙর ঘ্যাঙ
এলো বুঝি বর্ষা।

ছাতা নিয়ে পথিকরা যায়
দৌড়ে দৌড়ে বাড়িতে
গাঁয়ে তাদের কাঁপন ধরে
ঠাণ্ডা ঠাণ্ডা বারিতে।


টিনের চালে শুনতে পাই
টাপুর টুপুর শব্দ
কানের মাঝে বাজলে ধ্বনি
হয়যে কান স্তব্ধ।

এমন দিনে ফুটে গাছে
সাদা সাদা কদম ফুল
শাপলা ফোটে ভরে যায়
ছোট বড় নদীর কূল।

বর্ষাকালে খেতে মজা
গরম গরম খিচুরি
আরো খেতে ভালো লাগে
চা,পাকোড়া,ঝালমুড়ি।

মনের আনন্দে বেজে ওঠে
বর্ষাকালের গান
হোক বসন্ত ঋতুর রাজা
বর্ষা তারই প্রাণ।

-২৬.০৯.২০১৬

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
কিন্তু কদম তো বাসন্তি হলদু আর উপরে সাদা

শুভেচ্ছাকবিকে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২২

তোমার কবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য
ছন্দ মিলানোর জন্যই শুধু সাদা লিখছি।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭

মাকার মাহিতা বলেছেন: দারুন চেষ্টা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৩

তোমার কবি বলেছেন: ধন্যবাদ। স্বরবৃত্ত ছন্দে লেখার চেষ্টা করেছি। যদিও কিছু জায়গায় নিয়ম মানি নাই।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০

ডঃ এম এ আলী বলেছেন: ব্লগে স্বাগতম । বর্ষা মঙ্গলের কবিতা ভাল লাগল । ছবিটা শীরোনামের পরে হলে বেশী ভাল লাগত , ছবি কবিতাকে অনুধাবন করতে অনেক সহায়তা করে, তবে অবশ্য এটা একান্তই আপনার ইচ্ছার উপর নির্ভর করে ।
শুভেচ্ছা রইল ।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৭

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........ !:#P

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৯

তোমার কবি বলেছেন: ধন্যবাদ :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.