নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছু জানতে চাই।

টমাটু খান

আপন মনে ছবি আঁকি

টমাটু খান › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১২


রক্ত ঢেলে অপমান ঘোঁছায় যে জাতি
সে জাতির প্রিয়নেতা কীর্তিতে অম্লান
যাঁর নীতি কর্মে বাঁচে জাতির সম্মান
তিনি সেই মহামান্য জাতির জনক।
ইতিহাস ধন্য তিনি সমগ্রে সুখ্যাতি
চিরকাল স্বজাতির মঙ্গল সন্ধান
করেছ যে ওহে প্রিয় বঙ্গের সন্তান
তাই ছিলে মহামান্য, হে রাষ্ট্র নায়ক।
অকুলের ওহে কুল শত্রুর নকুল
ধন্যজাতি পেয়ে যাঁর বলিষ্ঠ নেতৃত্ব
স্বাধীণতা আসে যাঁর আদর্শে নির্ভুল
স্বদেশেতে ফিরে আসে স্বদেশী কর্তৃত্ব।
ওহে বন্ধু বঙ্গবন্ধু তোমার নির্দেশ
এনেদিল স্বাধীণতা পেয়েছি স্বদেশ।
# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা মন্দ হয়নি।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬

টমাটু খান বলেছেন:
খুশী হলাম। মিষ্টি খান।

২| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চালিয়ে যান।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪১

টমাটু খান বলেছেন:
জি আচ্ছা!

৩| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আগে টমেটো খান। তারপর কবিতা লেখেন।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

টমাটু খান বলেছেন:
আপনি আঙ্গুর খান।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪২

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!:)

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

টমাটু খান বলেছেন:
আপনার জন্য শুভেচ্ছা।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১১

সাহিদা সুলতানা শাহী বলেছেন:
আমারে লইয়া সনেট! আমার আত্মা শান্তি পাইলো।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৩

সাহিদা সুলতানা শাহী বলেছেন:
ভাবছি কি পুরস্কার দেওয়া যায়।

৭| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৪

সাহিদা সুলতানা শাহী বলেছেন:
এই সনেট আমার খুব ভালো লেগেছে।

৮| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৬

সাহিদা সুলতানা শাহী বলেছেন:
জিয়াউর রহমানকে নিয়ে সনেট লেখা হলোনা। এ কবি নিরপেক্ষ নয়।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৭

সাহিদা সুলতানা শাহী বলেছেন:
বি এন পি কবিতা নিয়েও ষড়যন্ত্র করে।

১০| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৯

সাহিদা সুলতানা শাহী বলেছেন:
বি এন পি কতটা নীচে নামলে একজন কবির কবিতায় এমন কথা বলতে পারে!

১১| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২১

সাহিদা সুলতানা শাহী বলেছেন:
আমাকে নিয়ে সনেট না লিখলে কবির খবর আছে।

১২| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২২

সাহিদা সুলতানা শাহী বলেছেন:
ওমা কি সুন্দর কবিতা।

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৪

সাহিদা সুলতানা শাহী বলেছেন:
এই কবিতা পড়ে আমি খুশি হইছি!

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৬

সাহিদা সুলতানা শাহী বলেছেন:
কবিতা ভালো হয়েছে।

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৮

সাহিদা সুলতানা শাহী বলেছেন:
এই কবিতা ইত্যাদিতে চাই।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩০

সাহিদা সুলতানা শাহী বলেছেন:
বলেন কি এ কবিতা ইত্যাদিতে না দেখালে হয় নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.