নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছু জানতে চাই।

টমাটু খান

আপন মনে ছবি আঁকি

টমাটু খান › বিস্তারিত পোস্টঃ

খয়রাতি ব্লগারেরা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬



আমরা খয়রাতি ব্লগারেরা ব্লগ পাড়ায় অবহেলিত রহিয়া গেলাম। কাহারো নজরে পড়িলাম না বলিয়া আমাদের পরিসংখ্যান বাড়িয়া ফুলিয়া ফাঁফিয়া ঢাঁহুশ হইলো না। নির্জন নিরালায় আমরা বেঁহুশ হইয়া পড়িয়া থাকি কেহ এতটুকু খবর লইতে আসে না। মনে হয় মরিয়া গেলেও কেহ আমাদের কবর দিতে আসিবেনা। অবশেষে আমাদের লাশ শিয়ালে শকুনে ছিঁড়িয়া ফাঁড়িয়া খাইবে। এমন দুঃখের কথা কাহার কাছে বলিব, শুনিবার যে কেহ নাই। তাই নিজে নিজে কথা বলি। আপন মনে মনের কথা বকিয়া যাই।বিধাতা যোগ্যতা দিল না বলিয়া আমাদের অপমান সহিতে হইবে ইহা যে আমাদের কপালের লিখন। আমার মতন খয়রাতি কেহ থাকিলে যদি মাঝে মাঝে আসিয়া অভাগা অধম নরের কিঞ্চিত খবর লইতে আসেন। তবে কিছু না বলিলেও বুঝিবেন কৃতজ্ঞ হইয়াছি।অবশেষে পরের কারনে এ জীবন মন সকলি প্রদানের মনস্থ করিয়াছি, ততাপি যদি কিছুটা সুখ মিলিয়া যায় খতি কি? চলুন হে সর্বহারা ব্লগারেরা আমরা মন্তব্য বিলি করিয়া বেড়াই। ইহাতে যদি ধনাঢ্য ব্লগারের কিঞ্চিত মনঃতুষ্টি ঘটে তবে মন্দ কি?
গুগুলে খয়রাতি লেখিয়া সার্স দিতেই প্রথমেই উপরোক্ত ছবি বাহির করিয়া দিল। গুগুলের কি ইহাকেই খয়রাতি মনে হইলো?

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গুগুলে খয়রাতি লেখিয়া সার্স দিতেই প্রথমেই উপরোক্ত ছবি বাহির করিয়া দিল। গুগুলের কি ইহাকেই খয়রাতি মনে হইলো? গুগুল মনে হয় খয়রাতি বলতে ধনী বুঝেছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

টমাটু খান বলেছেন: আমারো তাই মনে হয়।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৯

রফিকুল ইসলা৯৩ বলেছেন: খুব সুন্দর বলেছেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

টমাটু খান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯

এম সাইফুল রাজাপুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

টমাটু খান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩১

বিলিয়ার রহমান বলেছেন: গুগুলে খয়রাতি লেখিয়া সার্স দিতেই প্রথমেই উপরোক্ত ছবি বাহির করিয়া দিল। গুগুলের কি ইহাকেই খয়রাতি মনে হইলো?

হা হা হা :):)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

টমাটু খান বলেছেন: গুগুল কান্ডে এমনটাই মনে হয় প্রিয় কবি।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: আত্মবিশ্বাসী হোন!:) মনের আনন্দে লিখতে থাকুন!:) একদিন অবশ্যই ভালোকরা শুরু করবেন!:)

অনেক ানেক শুভকামনা রইলো!:)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

টমাটু খান বলেছেন: আপনার শুভ কামনায় অনু প্রাণীত হলাম কবি। তবে আসলে লেখালেখির তেমন সময় হয়ে উঠেনা।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯

ওমেরা বলেছেন: দু:খ করিয়েন না ভাইয়া লিখতে থাকুন এক সময় নজরে আসবেন ই । ইনশা আল্লাহ !

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭

টমাটু খান বলেছেন: জি ইনশা আল্লাহ।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: নিয়মিত লিক-কমেন্ট দিয়ে ব্লগে এক্টিব থাকুন ফ্রান্স! পাসা থাকুন।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৩

টমাটু খান বলেছেন: ধন্যবাদ।ভালো থাকবেন।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই নতুন নতুন লেখা লিখতে থাকুন।

একদিন অবশ্যই অনেক ভালো হবে।

শুভেচ্ছা রইলো।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪০

টমাটু খান বলেছেন: চেষ্টা করব ভাই।আপনার জন্য ও রইল আন্তরিক শুভেচ্ছা।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

শেয়াল বলেছেন: অবশেষে আমাদের লাশ শিয়ালে শকুনে ছিঁড়িয়া ফাঁড়িয়া খাইবে। এমন দুঃখের কথা কাহার কাছে বলিব, শুনিবার যে কেহ নাই। তাই নিজে নিজে কথা বলি। আপন মনে মনের কথা বকিয়া যাই।

আমি খাইব না 8-|

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৪

টমাটু খান বলেছেন: ভাল বলিয়াছেন।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৫

জোকস বলেছেন: আহেন ভাই মোলাকাত করি।

২১ শে মে, ২০১৭ সকাল ১০:৩৩

টমাটু খান বলেছেন: খুবই সুন্দর

১১| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:১০

টুনটুনি০৪ বলেছেন: :D

ভালো বলেছেন।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৫

টমাটু খান বলেছেন: ধন্যবাদ।

১২| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৯

সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনার সাথে একমত।

২১ শে মে, ২০১৭ সকাল ১০:২৭

টমাটু খান বলেছেন: আপনার সাথে একমত।

১৩| ১১ ই মে, ২০১৭ দুপুর ২:২১

হাফিজ রাহমান বলেছেন: এত অভিমানী ব্লগার আপনি ! আপনার সুন্দর অভিমান ও রোমান্টিকতার জন্য ধন্যবাদ।

২১ শে মে, ২০১৭ সকাল ১০:৩০

টমাটু খান বলেছেন: আপনার সুন্দর অভিমান এর জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.