নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।
পৃথিবীতে সৌন্দর্যের কোন সংজ্ঞা নেই,পৃথিবীতে সবাই সুন্দর,
অাঁধার সুন্দর তার নিস্তব্ধতায়, অালো সুন্দর তার উজ্বলতায়।
সৌন্দর্য উপভোগ করতে দূরবীনের দরকার হয় না,
দরকার সৌন্দর্য উপভোগ করার দৃষ্টিভঙ্গি।
অাফ্রিকার কৃষ্ণাজ্ঞ মেয়েদের প্রেমেও মিলিয়ন বছর ধরে বিলিয়ন সুপুরুষ হাবুডুবু খেয়ে অাসছে........
অথচ সৌদি-অার ইরানী সুন্দরীরা পাত্র সংকটে ভোগে........
বারাক ওবামা তো মিশেল ওবামার উপরে সকাল বিকাল রাতে তিনবার করে প্রেমে পড়ে........
অামি হয়তো তেমনই অনেকের কাছে তুচ্ছ সামান্য এক রংহীন সাদা কালো ছবির ফ্রেমের প্রেমে অন্ধ হয়েছি.......
অচেনা মেয়ে,
"কল্পনা জুড়ে অাল্পনা মেখেছি,
রং দিয়েছি তোমার সেই সাদা কালো ছবির ফ্রেমে"
সত্যিই কখনোই ভাবিনি,
তোমার সাদা কালো ঐ ছবিটা অামার প্রতিটা নিঃশ্বাস নেয়ার শক্তি সঞ্চার করবে....
অামি যেন মহা বিশ্ব যুদ্ধের সৈনিকের মতোই অদ্ভুত মাদকতায় অাটকে গিয়েছি,
তোমার সাদা কালো ছবির ফ্রেমকে অধিষ্ঠিত করেছি অামার জরাগ্রস্ত শ্বেত পূজান্তে।
তোমার সাড়ে সাত সেকেন্ডের ঐ হাসির মাধূর্য যে নয়নে গেঁথেছি অপলক অজান্তে।
বিশ্বাস করো,
অামি কল্পলোকের গল্প কথায় বিশ্বাসী নই.....
অামি শুধুই বিশ্বাস করতে চাই তোমার ঐ অপলোক দৃষ্টিকে,
যে দৃষ্টি তপ্ত সাহারা কে করে দিবে স্নিগ্ধ মরুদ্বীপ।
অনেকটা পথ তো চলেই এসেছি, অার তো মাত্র কিছু পথ বাকী,
তারপরই তো বুকের মাঝে চেপে থাকা জমাটবদ্ধ বরফ গলে যাবে।
এ নয়নের চরম স্বীকারোক্তি,
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, বৃহত থেকে বৃহত্তম এ সৃষ্টিকূলে যত অপরূপ সুন্দর অাছে,
তার থেকেও অংসজ্ঞায়িত সুন্দর তুমি......
যে তুমি শুধুই অামার।
ভালবাসা শুধুই তোমার জন্য,
অামার অজান্তে পাওয়া রংহীন ছবির ফ্রেমের অচেনা মেয়ে......
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩০
মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ গুণী। এটা কবিতা নয়। আমার ড্রাইভে থাকা ছোট্ট একটা আর্টিকেল। ফেইবুক এর দেয়ালে পোষ্ট করা হয়ছিলো, তাই এই রকম প্যারা হয়েছে। ভাল থাকুন সব সময়।।
২| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি। সুন্দর কবিতা।
১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৫
মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই, শুভাচ্ছা রইল।
৩| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৪
বিজন রয় বলেছেন: অনেক ভাল লাগল।
কবিতাটির বিশালতা অনেক।
+++
১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬
মুহাম্মদ তমাল বলেছেন: সাধারণের মাঝে অসাধারণ কিছু খোঁজা। ধন্যবাদ।
৪| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
লিখা ও ছবি দুটাই ভালো লাগলো +
১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৮
মুহাম্মদ তমাল বলেছেন: ছবিটা আমার অনেক প্রিয়। আসলেই ছবিটার প্রেমে পড়েছি। আর লাইন গুলা আমার সমসাময়িক ভাবনা।। ধন্যবাদ ভাই।
৫| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছবি ও লিখনিতে ।+
১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯
মুহাম্মদ তমাল বলেছেন: অনেক ধন্যবাদ ভ্যাই। পৃথিবীর সব ভাল লাগা হৃদয় স্পর্শ করুক। ভাল থাকুন সব সময়।।
৬| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৪
আখেনাটেন বলেছেন: সুন্দর কথার গাঁথুনি। অসীম ভালোলাগা পোষ্টে।
১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০১
মুহাম্মদ তমাল বলেছেন: এভাবেই পৃথিবীর সব ভাল লাগায়, সব স্নিগ্ধতায় পরিপূর্ণ হোক হৃদয়। শুভাচ্ছা রইল। রইল ভালবাসা।
৭| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: ছবি ও কবিতা দুটোই সুন্দর
১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৬
মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকুন সব সময়।
৮| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৭
ডার্ক ম্যান বলেছেন: চেনা মানুষই অচেনা হয়ে যায় । আপনার আর্টিকেল ভাল হয়েছে
১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৮
মুহাম্মদ তমাল বলেছেন: কে কখন কি ভাবে বদলে যায়, তা সে হয়তো জানে না, এটাই নিয়ম। ধন্যবাদ ভাই। ভাল থাকবেন সবসময়। সুভেচ্ছা রইল ভাই।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২১
নাইট রাইটার বলেছেন: পড়ে ভালো লাগলো। এটা কি কবিতা?