নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

মুহাম্মদ তমাল

একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।

মুহাম্মদ তমাল › বিস্তারিত পোস্টঃ

নীতি

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:১০

অগণতান্ত্রিক ভোটের রাজনীতি,
বিরোধীদের প্রতি সুস্পষ্ট দমননীতি,
চড়া ভ্যাট নিভর্র পঙ্গু অর্থনীতি,
পোস্টার-ব্যানারের সম্প্রতি,
মৃত প্রায় মুদ্রানীতি,
অাইন শৃঙ্খলতার চরম অবনতি,
মানবিকতার অপূরনীয় ক্ষতি,
চোর বাটপারের বিপুল অর্থনৈতিক অগ্রগতি,
বিচার বিভাগে জটিল হস্তক্ষেপে সহজ ভয়ভীতি,
শিরা-উপশিরায় প্রতিটা ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি,
অপরাধীদের প্রতি মধুর দলীয় স্বজনপ্রীতি,
শিরদাঁড়াহীন, মাজা ভাঙা কুটনীতি,
অার লাগামহীন মূল্যস্ফীতি,
লাখো বেকার হতাশার সাগরের ডুবে কোটি সপ্নের ইতি,
জিপিএ ফাইভ অার পাশের ভারে অসহায় ছাত্রের অাত্মহুতী,
পতিতা অার চরিত্রহীনদের সংসদ সদস্য হিসেবে পদন্নোতি,
ইহাই অাওয়ামিলীগ সরকারের মূলনীতি।

জয় বাংলা, বাশ খাও বাঙালী, কারন তোমার পূর্ব পুরুষ চোদ্দগুষ্টি কামলা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.