নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

মুহাম্মদ তমাল

একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।

মুহাম্মদ তমাল › বিস্তারিত পোস্টঃ

করোনা নিয়ে ১০ টা বিষয়ে গুজব ছড়িয়ে দিনঃ

২৯ শে মার্চ, ২০২০ রাত ৯:০৪


১. দেওয়ান বাগী, কুতুব বাগী, এন্টারকটিক মুফতি, তেহারী হুজুর, রকেট হুজুর, হেলিকপটার হুজুর, নারীবাদী, পাকি পন্থী, দাদা পন্থি যারা যারা আছেন তাদের যদি আল্লাহর নামে বুড়িগঙ্গা নদীতে প্রতিদিন তিনবার করে চুবানো হয় তাহলেই করোনা থেকে মুক্তি মিলবে।

২. দেশের সব মানুষের ১ বালতি করে বুড়িগঙ্গার পানি বাড়িতে নিয়ে ৩ বার বিসমিল্লাহ্ বলে গোসল করেন মিলবে করোনা থেকে মুক্তি।

৩. দেশে যত ময়লা আবর্জনা আছে সব গুলো যদি ৩ বার বিসমিল্লাহ বলে পরিষ্কার করা হয় তাহলে করোনা থেকে চিরতরে মুক্তি মিলবে।

৪. দেশে যদি সব প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের বাধ্যতামূলক আল্লাহর নামে বিয়ে দিয়ে দেয়া হয় তাহলেই করোনা থেকে মুক্তি মিলবে।

৫. যারা দূর্নিতীবাজ, ঘুষখোর, সুদ খোর, ব্যাংক লুটপাট করেছেন তারা যদি সব টাকা গৃহহীন, সর্বহারা, গরিবের মাঝে আল্লাহর নামে বিলিয়ে দেন তবেই করোনা থেকে চিরতরে মুক্তি মিলবে।

৭. দেশের যত পথ শিশু আছে, প্রতিটা শিশুকে যদি দত্তক বা লালনপালন এবং শিক্ষার সুব্যবস্থা করা হয় তাহলেই করোনা থেকে মুক্তি মিলবে।

৮. দেশের সব মানুষ যদি আগামী ১০০ বছরের জন্য সবসময় সত্য আর ন্যায়পথে চলতে আরম্ভ করার শপথ নেয় তবেই করোনা থেকে মুক্তি মিলবে।

৯. যাদের কর্মসংস্থান সৃষ্টি করার সামর্থ্য আছে, তারা তা সৃষ্টি করে দেশের সব বেকারকে চাকরির ব্যবস্থা করে দেয় তবেই মিলবে করোনা থেকে চিরতরে মুক্তি।

১০. খাদ্যদ্রব্যে যারা ফরমালিন, বিষ এবং ভেজাল দেন তারা যদি এটা থেকে আজীবনের জন্য বিরত থাকেন তবেই করোনা থেকে মিলবে চিরতরে মুক্তি।

উপরোক্ত গুজব গুলো ছড়িয়ে দিন এবং তা সবাইকে বাধ্যতামূলক মানতে বলুন, আমি নিশ্চিত এ গুলো মানলে ১০০ ভাগ করোরা থেকে মুক্তি মিলবে।
গুজব হোক কল্যানের।
ধন্যবাদ।

(সম্ভব হলে শেয়ার করে এই গুজব গুলো ছড়িয়ে দিন।)

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: থাক এতটা রাগ করবেন না।
দেশের অবস্থা এখন ভালো না।
সবাই আল্লাহ আল্লাহ করেন।

২৯ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৯

মুহাম্মদ তমাল বলেছেন: রাগ কেন করবো ভাই?

২| ২৯ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

২৯ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৬

মুহাম্মদ তমাল বলেছেন: এইটা বেশ ভাল ছিলো চাচা। প্রথমে ওনাকে দিয়ে এইটা শুরু করা হোক।

৩| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:০৫

শাহারিয়ার ইমন বলেছেন: মহামারীতেও মানুষ গুজব ছড়িয়ে মজা পায়, এই হল বাংগালির চরিত্র

২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:০৯

মুহাম্মদ তমাল বলেছেন: সেই গুজব যদি কল্যাণের হয় তাতে আমি ক্ষতি দেখি না।

৪| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:১৭

শাহারিয়ার ইমন বলেছেন: গুজব মানেই প্রতারনা, প্রতারনা ভাল কিছু নিয়ে আসেনা

২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:২০

মুহাম্মদ তমাল বলেছেন: গুজব হল আমেরিকান ইংরেজিতে rumor বা ব্রিটিশ ইংরেজিতে rumour; অর্থ হল, জনসাধারনের সম্পর্কিত যেকোন বিষয়, ঘটনা বা ব্যক্তি নিয়ে মুখে মুখে প্রচারিত কোন বর্ণনা বা গল্প। "

সামাজিক বিজ্ঞানের ভাষায়, গুজব হল এমন কোন বিবৃতি যার সত্যতা অল্প সময়ের মধ্যে অথবা কখনই নিশ্চত করা সম্ভব হয় না। অনেক পন্ডিতের মতে, গুজব হল প্রচারণার একটি উপসেট মাত্র। সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞান শাস্ত্রে গুজবের ভিন্ন ভিন্ন সংজ্ঞা পাওয়া যায়।

ধন্যবাদ।

৫| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:৪০

সুপারডুপার বলেছেন: মুখে দাড়ি থাকলেও নূরু মুরুব্বী বিকৃত মনের ও রুচির মানুষ। ব্লগ মডারেটর তার পোস্ট মুছে ফেলার পরও এখন আইছে ভাস্তে সমতুল বয়সের ব্লগাররের সাথে সেটা শেয়ারে।

২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:৫৭

মুহাম্মদ তমাল বলেছেন: আমি এ ব্যপারে কিছুই জানতাম না। সবারই শিষ্টাচার মেনে চলা উচিত। ধন্যবাদ।

৬| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ সবাইকে ক্ষমা করে।

২৯ শে মার্চ, ২০২০ রাত ১১:০৮

মুহাম্মদ তমাল বলেছেন: সুম্মা আমিন।

৭| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১১:০২

শাহারিয়ার ইমন বলেছেন: তার মানে বলতে চাচ্ছেন গুজব সত্যায়িত করে সমাজে প্রতিষ্ঠিত করা উচিত?

২৯ শে মার্চ, ২০২০ রাত ১১:০৭

মুহাম্মদ তমাল বলেছেন: আপনি বহুত সিরিয়াস ব্রাদার। হাউ কিউট। ধন্যবাদ।

৮| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১১:১৩

নেওয়াজ আলি বলেছেন: দিনমজুর আর রিক্সা চালক ভালো ব্যমায় করে। পুষ্টিকর খাবার খায় না ।

২৯ শে মার্চ, ২০২০ রাত ১১:২০

মুহাম্মদ তমাল বলেছেন: জ্বি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ৩০ শে মার্চ, ২০২০ রাত ১২:০১

বাকপ্রবাস বলেছেন: গুজব ছড়াতে হয় একটার পর একটা, এতোগুলো এক সাথে ছড়ালে সেটা পাবলিক গজব ধরে বসে থাকবে

৩০ শে মার্চ, ২০২০ রাত ৩:৫৪

মুহাম্মদ তমাল বলেছেন: এগুলো পর্যায়ক্রমে ছড়ানো যেতে পারে।

১০| ৩১ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪৩

সোনালি কাবিন বলেছেন: সুপারডুপার বলেছেন: মুখে দাড়ি থাকলেও নূরু মুরুব্বী বিকৃত মনের ও রুচির মানুষ। ব্লগ মডারেটর তার পোস্ট মুছে ফেলার পরও এখন আইছে ভাস্তে সমতুল বয়সের ব্লগাররের সাথে সেটা শেয়ারে।

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২০

মুহাম্মদ তমাল বলেছেন: ওনারে আমি চিনি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.