নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

মুহাম্মদ তমাল

একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।

মুহাম্মদ তমাল › বিস্তারিত পোস্টঃ

বর্তমান সময়ে রাজনীতি করা লোকজনেরা সোস্যাল মিডিয়া/ফেইসবুক চালায় সাধারনত ৫ টা কারনেঃ-

৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৭


১. নেতার সাথে ছবি আল্পোড দিয়ে সবাইরে দেখাতে, দেখ আমি কতবড় হ্যাডাম ওয়ালা নেতা।

২. ভাইদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে।

৩. কোন পাতি নেতা কোন পদ পাইলে তারে অভিনন্দন জানাতে।

৪. ভাইদের ফেইসবুক স্টাটাসে সহমত ভাই বলে কমেন্ট করতে, লাইক এবং শেয়ার দিতে।

৫. ভিন্নমতের লোকজনেরে বিশ্রী ভাষায় গালাগাল এবং থ্রেট দিয়ে নিজের বংশ পরিচয় দিতে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৫

সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা, বাস্তব গবেষণা।

৩১ শে মার্চ, ২০২০ রাত ৮:১০

মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই

২| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: হে হে হে----

৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:২০

মুহাম্মদ তমাল বলেছেন: বহুদিনের গবেষণার ফসল ভাই।

৩| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৯

নেওয়াজ আলি বলেছেন:

৪| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১২:১৯

মুহাম্মদ তমাল বলেছেন: ভেবেই অবাক হই, ঐ দলটার লোকজন কতটা স্টুপিড!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.