নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।
লাশ পড়ে রবে পথে, মাঠে, ঘাটে, গলে পঁচে যাবে লোক?
দূর্গন্ধ নাকে এলেও, জয় বাংলা বলে নাক চেপে রবো,
জয় বঙ্গবন্ধু বলে এক সাথে সব, বন্ধ রাখবো চোখ।
তবুও প্রচুর টাকা পয়সা আসুক,
তবুও উন্নয়ন হোক, আমরা সরকারি দলের লোক ।
৩০ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২৭
মুহাম্মদ তমাল বলেছেন: লাশ পড়লে আমজানতার পড়বে, সরকারি দলের লোকের কি! সরকারী দলের লোকজন তো সব করোনাপ্রুফ এবং মৃত্যু প্রুফ। এদের কিছুই হবে না। লাশ পড়লে পড়ুক গে। জয় বাংলা বলে আমরা ঘুমাই।
২| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ২:৪৮
রাজীব নুর বলেছেন: সব কিছুর বিনিময়ে উন্নয়ন হলে দেশের মঙ্গল এটাই তো জানি।
৩০ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২৮
মুহাম্মদ তমাল বলেছেন: হ্যা, উন্নয়নে আমরা ঘুমাই, খাই, উন্নয়ন নিয়ে টয়লেটে যাই, তাই যে কোন মূল্যে উন্নয়ন চাই।
৩| ৩০ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:০৯
নেওয়াজ আলি বলেছেন: সব উন্নতি হয়েছে । লাশ এখনো রাস্তাঘাটে ,কাঁচা ধান, চাল ও তেল চুরি উন্নয়ন সবইতো হলো।
৪| ৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:০৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার মতো সরকারী লোকদের,গালে গালে তালে তালে।
৫| ৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫১
সাইন বোর্ড বলেছেন: সামনে আরো উন্নয়ন আছে ।
৬| ৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫১
রাজীব নুর বলেছেন: এবারের বাজেটে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেয়া প্রয়োজন
স্বাস্থ্য ও চিকিৎসা খাতে ।পর্যায়ক্রমে কৃষি ও খাদ্য, শিল্প ও বানিজ্য,শিক্ষা ।
মানুষ বাঁচলে দেশ বাঁচবে ।
৭| ১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
আল-ইকরাম বলেছেন: বেশ। অনেক মজা পেলাম।
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ২:৪৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: যেকোন লাশ দেখলেই যদি ভয় পান,তাহলেতো লাশ পথে,ঘাটে পড়ে থাকবেই।
ভয় নাপেয়ে,লাশ দেখলেই সৎকারের জন্য হামলে পরবেন।তাহলে আর দুর্গন্ধ
ছড়াবেনা।সরকারী দলের লোক হিসাবে প্রচুর টাকা পয়সাও পাবেন।দেশের ও
পরিবারের উন্নয়ন করবেন।