নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

মুহাম্মদ তমাল

একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।

মুহাম্মদ তমাল › বিস্তারিত পোস্টঃ

প্রবাস ডাইরিঃ ২য় পর্ব

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০৮



স্বপ্ন সত্যি হবার এক বছর।
আগস্ট ২০২২,
গতবছরের এই অগস্ট মাস ছিলো জীবনের কঠিনতম মাস গুলির একটা।
কতটা বিষণ্ণা, মর্মান্তিক, কঠিন ছিলো এই মাস এটা আমি জানি। জুলাই মাসে মা চলে গেলেন,
সপ্তাহ দুয়েক বাড়িতে থাকার পরে চলে এলাম ঢাকায়।
আমি আর আমার সহধর্মিণী। আমাদের বাসায়।
দুজনই পুরোপুরিভাবে বিপর্যস্ত।
কি খাই, কি রান্না করি, কি করি আর না করি কিছুই ঠিক নাই।
ভিসা ইনটারভিউ জুনের ১৭ তারিখ, সবাই ২৫-৩০ দিনে ভিসা পায়। আমার ২ মাসেও কোন খোজখবর নাই।
এমন একটা ভয়ানক পরিস্থিতি, একদিকে হাটি আর একদিকে চলে যাই। অফিসে থেকে বাসায় হেটে আসতে ২০ মিনিট লাগতো, তবে ঐ দিনগুলিতে পথ যেন ফুরাতে চাইতো না।
রাতের পর রাত জেগে থাকি, ঘুম আসে না।
মায়ের কথা মনে পড়ে, ফুফড়ে ফুফড়ে কাঁদি আর আল্লাহর কাছে সাহায্য চাই।
চাকরিবাকরির বেহাল দশা।
অফিস যাই, বসে থেকে চলে আসি। একটা ফাইল চেক করতে গেলে চোদ্দবার ভুল করি। একটা অফিসিয়াল লেটার করতে যেখানে আমার ১০ মিনিটের বেশী লাগে না সেখানে আমি সারাদিনে একটা লেটার করতে পারি না। অফিসের বস ছিলেন এক জঘন্য, নিকৃষ্ট মহিলা, যে কিনা কাজের বেডি হবারও যোগ্যতা রাখেন কি না আমার সন্দেহ। আমি একটা মেন্টাল ট্রমা পার করছি, কাজে মন নেই, চাইলেও পারছি না, তবুও মুখের উপরে জঘন্য ভাবে অপমান অপদস্থ করতো। আমার অবশ্য অপমান গায়েই লাগতো না, কারন তখন আমার কোন ফিলই কাজ করতো না। যা বলতো চুপ করে সইতাম। কারন বোবার কোন শত্রু নেই, আর আল্লাহরর কাছে ধৈর্য্য ধরার সামর্থ্য চাইতাম। অপেক্ষা করতাম, এক অনিন্দ্য মুক্তির।
জার্মান এম্বাসিতে জুন মাসে যারা একসাথে ইনটারভিউ দিয়েছিলাম, সবাই ভিসা পেয়েছে, কেউ জার্মানী চলেও এসেছে, ভার্সিটিতে এসে ছবি আপলোড দিচ্ছে, আর আমি তখন শেওড়া পাড়ার রাস্তায় একাএকা হেঁটে বেড়াই। হতাশা কাকে বলে, কত প্রকার কি কি বুঝে গেছি। বুঝে গেছি ডিপ্রেশন কাকে বলে, চিনে গেছি, বিপদে মানুষের আসল চেহারা, পর কিংবা আপন কারা।
জীবনে এত নির্মম দিন কখনই আসেনি। দাঁতে দাঁত চেপে দিন পার করেছি, ধৈর্য্য ধরেছি, যাকে বলে এক্সট্রিম, আল্টিমেল লেভেলের ধৈর্য্য, কারন, আমি জানি, এবং মনেপ্রাণে বিশ্বাস করি, " ইন্নাল্লাহা মা'আস সবেরিন।"
অর্থাৎ, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
অবস্থাটা এমন, কিছুই হচ্ছে না, একটা অবস্থায় আছি,
তবুও হাল ছাড়িনি, আশায় ছিলাম, ভাল কিছুই হবে।
আমি ভিসা পাবো, এই আশা আমার পরিবারের লোকজন ছেড়েই দিয়েছিলো। আমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন লাগতো, যদি কেউ জিগ্যেস করতো, "কি রে জার্মানী কবে যাবি?"
আমি উপরে কনফিডেন্স, আর ভিতরে ফ্রাস্টেশন নিয়ে বলতাম- আল্লাহ রিজিক যেদিন রাখছে, ঠিক সেদিন যাবো।"
এমনই এতদিন, ২৫শ আগস্ট, অফিসে গেছি, সকাল ১০:১০
সিনিয়র কলিগ লুৎফর ভাই জিগ্যেস করলো, শুনছিলাম, তমাল তুমি না জার্মানীর জন্য চেষ্টা করছিলা, খবর কি?
এই প্রশ্নটা আমার কাছে খু্বইভয়ংকর রকমের ভারি মনেহচ্ছিলো সেদিন, তবুও প্রচন্ড ব্যর্থা, হতাশা, কষ্ট, আর তীব্র যন্ত্রনা নিয়ে বললাম ভাই, ইনশাল্লাহ প্রায় সবই কমপ্লিট, এখন শুধু সুসংবাদের অপেক্ষায়। ফুল ফুটলে সুবাস এমনিতেই পাবেন।
ঠিক ১৫ মিনিট পরে,
একটা টেলিফোন নম্বর থেকে কল আসছে,
বললো, আমি জার্মান এম্বাসি থেকে বলছি,
মোল্লা মোহাম্মাদ তমাল বলছেন?
আমি বললাম জ্বি।
বললো, আপনার পাসপোর্টটা রেডি নিয়ে যান।
আমি প্রচন্ড রকমের ভয়, হতাশা, ক্ষোভ, রাগ, দুঃখ নিয়ে কাপাকাপা গলায় বললাম, আমাকে কি রিজেক্ট করা হইছে?
তিনি বললেন কেন? কেন? রিজেক্ট করা হবে কেন?
আমি বললাম, প্রায় আড়াইমাস হয়ে গেলে ইনটারভিউয়ের, কোন খোঁজখবর নাই, তাই বললাম।
তিনি বললেন, আপনার ভিসা হইছে।
আলহামদুলিল্লাহ্ বলে ফোনটা রেখে দিলাম।
ছ্বলছল করে চোখ দিয়ে অনাবরত পানি ঝরছিলো।
মনেহচ্ছিলো এতদিনে বুকে চেপে রাখা পাহাড় সমান এক যন্ত্রনার পাহাড় নেমে গেলো। শেষ হলো অপেক্ষার, শেষ হলো প্রশ্নের,
শেষ হলো চরম অনিশ্চয়তার, চিন্তা, হতাশা, অপেক্ষা, ধৈর্য্য ধরতে ধরতে বিরক্ত হয়ে যাবার দিনগুলি।
সে দিন ছিলো শুধুই আনন্দের।
তারপরের গল্পটা সবারই জানা,
চলছি এভাবে, চলছে জীবন স্বভাবে,
আমার পৃথিবীর প্রান্তরে।
জীবন থেকে আমার সবচেয়ে বড় শিক্ষা এখান থেকেই হয়েছে,
বুঝেছি অপেক্ষা কাকে বলে, শিখেছি ধৈর্য্য কিভাবে ধরতে হয়,
কিভাবে কঠিন সময় গুলো পার করতে হয়, কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়।
বিশ্বাস করেন, আপনি যদি আল্লাহর কাছে মন থেকে কিছু চান, আপনি তা পাবেনই, আল্লাহ আপনাকে দিবেই। এটা মনেপ্রাণে ধারন করুন, আপনার সবচেয়ে খারাপ অবস্থার পরেই আল্লাহ সুবহানাতায়ালা আপনাকে সবচেয়ে সেরা উপহার দেন।
শুধুই অপেক্ষা করেন, কারন নিশ্চিয়ই আমাদের প্রতিপালক আমাদের সৎকর্ম গুলোকে বিফল করেন না।
ইনশাল্লাহ লেগে থাকুন, ভাল কিছু হবে।
হতেই হবে, আপনি পারবেন, আপনাকে দিয়েও হবে।
আমার জন্য দোয়া করবেন।
---মোহাম্মাদ তমাল
ফ্র্যাঙ্কফূ্র্ট, জার্মানি।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লাগলো আপনার পোস্ট। সামনে আরও পর্ব আসবে নিশ্চয়ই। আরও বর্ণনা পাবো আপনার প্রবাস জীবনের।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৩০

মুহাম্মদ তমাল বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়জন। ভালো থাকবেন ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৩

কামাল১৮ বলেছেন: এখন কেমন মনে হয়।বেহেস্তের টিকেট পেয়েছেন নাকি নরকের।আমার এক বন্ধু কিছু দিন আমেরিকা,কিছু দিন কানাডা এবং কিছু দিন জার্মান থেকে দেশে গিয়ে বলে।ওসব দেশে মানুষ থাকে।নিজে কানাডায় থেকে বুঝতে পারছি খারাপ কিছু বলে নাই।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৪০

মুহাম্মদ তমাল বলেছেন: আপনাকে একটা গল্প বলি শোনেন, "জার্মানিতে বসবাসরত দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে, এদের একজন আস্তিক বা ধর্মভীরু, অপরজন কর্মবিমুখ বা নাস্তিক।
১ম বন্ধুঃ আচ্ছা দোস্ত এই যে তুই সৃষ্টি কর্তার প্রার্থনা করিস না, মদ পান করিস, নারী সঙ্গে করিস, মিথ্যা বলিস, ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ করিস, তোর কি নরকের ভয় নাই? তুই কি স্বর্গে যেতে চাস না?
২য় বন্ধুঃ আমি স্বর্গে কেন যাবো? আমি তো জার্মানিতেই আছি। আর স্বর্গে সব করা যায়, যা করি সব জায়েজ। "

এবার আমার প্রেক্ষাপটে আসি, আমার মতে সাকসেস কোন গন্তব্য না, সাকসেস একটা গন্তব্য পথ। জার্মানি আমার সেই পথেরই অংশ । জানিনা আল্লাহ রিজিক কোথায় রাখছে। কি হবে ভবিষ্যতে জানিনা তবে আপাত দৃষ্টিতে খারাপ কাজ করিনি জার্মানি এসে। আমার জীবনের বেস্ট ডিসিশন ছিলো । ধন্যবাদ ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: নিশ্চয়ই আল্লাহ্‌ ধৈর্যশীলদের সাথে আছেন । খুঁজলে আল্লাহ্‌ পাওয়া যায় কিন্তু ধৈর্যশীল পাওয়া যায় না । মানুষ ধৈর্যশীল সাজে উপায় না পেয়ে । ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টের জন্য ।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৪১

মুহাম্মদ তমাল বলেছেন: অন্তিম কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকবেন ।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনাকে গোলাপ ছুড়ে মারবার কোন ক্ষমতা বা সাধ্য আমার নেই , তবে এক নিরাশায় ডুবে থাকা মানুষের অভিনন্দন জানুন । নিরাশাগ্রস্থ মানুষের অভিনন্দন বড়ই তিক্ত ঠিক ধৈর্যের মত তবুও এর সুবাস কিন্তু গগন প্রসারি হয়ে থাকে ।

পরম-ধৈর্যশীল আপনার ধৈর্যকে কবুল করুক । ভালো থাকবেন সময়ে আর দুঃসময়ে !!!

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৪২

মুহাম্মদ তমাল বলেছেন: অনেক ধন্যবাদ । আপনার মন্তব্যে আরো বেশি অনুপ্রেরণা পেলাম। দোয়া রইল আপনার জন্য । ভালো থাকবেন।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৬

জ্যাক স্মিথ বলেছেন: ধৈর্য থাকলে কষ্টের পরে সুখ আসবেই। আপনার প্রবাস জীবন এখন কেমন কাটছে ? কি মনে হয়, বাংলাদেশ জার্মানির মত হতে কত বছর সময় লাগতে পারে?

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৪৬

মুহাম্মদ তমাল বলেছেন: নিজের দেশে, পরিবার রেখে প্রবাস জীবন মোটেও সুখের নয়। তবে, সবদিক বিবেচনা করলে জার্মানি আসা আমার লাইফের বেস্ট ডিসিশন । আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবমিলিয়ে। সরি, বাট দিস ইজ ট্রু, বাংলাদেশ কখনোই জার্মানির মতো হতে পারবে না। কারন বাংলাদেশ একটা নষ্ট রাষ্ট্র ।ধন্যবাদ ভালো থাকবেন ।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৪৬

মুহাম্মদ তমাল বলেছেন: অনেক ধন্যবাদ গুণী মানুষ । ভালো থাকবেন ।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৩২

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আপনাকে জার্মানিতে স্বাগতম। আমি মিউনিখ থাকি। তবে প্রবাস ভাল লাগে না। দমবন্ধ লাগে। পড়াশোনা করতে এসে আর ফিরতে পারি নি। শুভ কামনা থাকবে যেন আপনার নতুন যাত্রা সফল হয়। জীবনকে সাজিয়ে নিতে পারেন যেমনটা চেয়েছিলেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৫০

মুহাম্মদ তমাল বলেছেন: হ্যা আপা, ঠিকই বলেছেন, প্রবাস জীবন মোটেও সুখের নয় । তবে বাংলাদেশের যে বর্তমান অবস্থা তাতে প্রবাস জীবনই ভালো ।
অনেক ধন্যবাদ আপা। বড় বড় বিল্ডিংয়ের শহর ফফ্রাঙ্কফুর্টে দাওয়াত রইল। ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.