নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

মুহাম্মদ তমাল

একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।

মুহাম্মদ তমাল › বিস্তারিত পোস্টঃ

বসন্তের প্রহরে: স্মৃতি, বাস্তবতা ও মানবিক বোধের আলেখ্য

১৯ শে এপ্রিল, ২০২৫ ভোর ৪:২৮



জার্মানির শীত এখনো গুটিয়ে নিতে পারেনি তার সব পর্দা। হাড্ডি-ঘেঁষা ঠাণ্ডা কেটে গেলেও বাতাসে রয়ে গেছে এক নিঃশব্দ শীতলতার ছোঁয়া-যা শরীরকে নয়, মনকে স্পর্শ করে,সে এক অন্তিম প্রশান্তি। তবু, প্রকৃতি আপনার মতোই অচল থাকে না। ফ্রাঙ্কফুর্টের ফ্রিডরিখশ্ট্রাসেতে হেঁটে গেলে বোঝা যায় বসন্ত আসে সবার অলক্ষ্যে-চেরি গাছের নরম গোলাপি পাপড়িতে ঢেকে যাচ্ছে রাস্তাঘাট, যেন প্রেমিক প্রকৃতি নিজ হাতে আঁকছে ভালোবাসার এক অনন্ত ক্যানভাস, রং, রূপ আর সৌন্দর্যের যেন সে কি প্রতিযোগিতা !

মানুষ থেমে দাঁড়ায়, সৌন্দর্যে মুগ্ধ হয়, বুক ভরে নিঃশ্বাস নেয়, সুবাস টানে, তারপর আবার হাঁটতে শুরু করে। জীবনও কি ঠিক তেমন নয়? কিছু ক্ষণ থেমে যাওয়ার ভান করেও ফের ছুটে চলে-শহর পেরিয়ে প্রান্তরে, আর প্রান্তর পেরিয়ে অচেনা বন্দরে, রাতের ট্রেনের মতো নীরবতাকে চিড়ে এগিয়ে যায়।

সূর্যের কোমল কিরণ যখন চেরি পাপড়িতে পড়ে প্রতিফলিত হয়, তখন মনে হয়-সৌন্দর্যটা কী আমাদের কাছে না, বরং আমাদের শূন্যতাকে জাগিয়ে তোলে? কেন এত স্নিগ্ধতার মাঝেও মনে বিষণ্নতার সুর বাজে? রাত্রির ট্রেন, করুন শঙ্খের মতো। কেন মনে হয় নিজের কাছেই আমি এক অপরাধী, যেখানে বিচারকও আমি নিজে? হাস্যকর ও নির্মম-তবু এটিই বাস্তব।আই ওম রিপন বিডিওর মতো, একান্তে হেসে উঠি-“হা হা! এটাই বাস্তব!”

দিনশেষে যখন নিঃশব্দে নিজের অস্তিত্বকে মাইক্রোস্কোপে দেখি, মনে প্রশ্ন জাগে-এই অবিরাম দৌড়ে আমি আসলে কী খুঁজছি? নিশ্চিন্ত জীবিকা, নিরাপত্তা, নাকি শুধুই কিছুটা শ্বাস নেবার ছুতো?

ঘুমোতে চাই, অথচ ঘুম আসে না। চোখ বন্ধ করলেই দেখি-
গা জা য় শিশুর ক্রন্দন, ধ্বংসস্তূপের মাঝে হারিয়ে যাওয়া স্বপ্ন। দেখি মা-বাবার খোঁজে ছোটাছুটি করা দিশেহারা মুখ। পাশে দেখি বিশ্ব মোড়লদের ঠাণ্ডা হাসি-যেন মানবতার আর্তনাদ তাদের কোনো চুক্তিপত্রেই স্বাক্ষর খুঁজে পায় না। ধ্বংস আর দাম্ভিকতার দেয়ালে ধাক্কা খেয়ে বারবার ফিরে আসে সেই আর্তচিৎকার-

“আল্লাহু আকবার…” “আল্লাহু আকবার…”- শুধু কী ধর্মীয় বাক্য, নাকি মানবিক যন্ত্রণার চূড়ান্ত প্রকাশ?
কি জবাব দিবো? সেই আর্তচিৎকারে!
আবার চোখের পর্দায় ভেসে আসে আফ্রিকা মহাদেশ-সেখানে দেখি ক্ষুধার্ত শিশুদের মুখ, তৃষ্ণার্ত মানুষের দীর্ঘশ্বাস। নিজের ভূমিতে যেখানে তারা যেন আজন্ম গোলাম। মৃত্যু সেখানে এক পার্বণের মতো প্রতিদিনের ব্যাপার। অথচ সেই ভূখণ্ডেই জেগে ওঠে বুরকিনা ফাসোর ৩২ বছরের টগবগে তরুণ নেতা ক্যাপ্টেন ইব্রাহীম ট্রাওরের দৃঢ়তা-যিনি সাম্রাজ্যবাদকে চোখ রাঙিয়ে বলেন, “গেট আউট ফ্রম মাই ল্যান্ড! ইউর টাইম ইজ ওভার!” শাট দ্য ফা*ক অফ....
এই উচ্চারণ শুধু এক নেতার নয়, এক রাষ্ট্রের পুনর্জন্মের প্রতীক।
এমন মুক্তি কবে পাবে পুরো বিশ্বের সব মজলুম !

এইসব দৃশ্য আমার চোখের ঘুম কেড়ে নেয়, কিন্তু নতুন করে খুলে দেয় মানসচেতনার দুয়ার। এদিকে আবার বসন্ত- নানা রঙে সেজে ডাকে আমাকে। ফসলের মাঠে, ঘোড়ার খুরের টকটক টকটক শব্দে, সুদূর মহাদেশে উড়ে যাওয়া পরিযায়ী পাখি অথবা লুফথ হানজা বিমানের ডানায় এক অলক্ষ আশা যেন ভেসে বেড়ায়। আমার পথচলার সঙ্গী হয়ে কখনো সে আমাকে নিয়ে যায় ফ্রাঙ্কফুর্টের ব্যস্ত রাস্তা মাইজারল্যান্ড স্ট্রাসে, কখনো ঢাকার ইকবাল রোডে-যেখানে হঠাৎ দেখা মেলে পুরোনো বন্ধুদের। আবার কখনো পা বাড়াই শামীম স্বরনী নামটায় যেন এক ধরনের ঘরোয়া উষ্ণতা, কিছুটা স্নেহময় স্মৃতি। ঐসব রাস্তার বাঁকে বাঁকে জড়িয়ে থাকে বাল্যকালের হাসি, কাচপোকার ডাক, আর ভর্তাভাতের সুবাস।

সব মিলিয়ে মনে হয়- সব শেষ হয়ে যায় না, সব হারিয়েও যায় না। স্মৃতি আর বাস্তবতার মাঝখানে একটা সূক্ষ্ম রেখা আছে, আর সেই রেখার ওপর দিয়েই আমরা হেঁটে চলি। সঙ্গে থাকে আশা, যন্ত্রণা, প্রেম, যৌনতা, প্রবৃত্তি, বিদ্রোহ ও অন্তহীন প্রশ্ন। আজন্ম অতৃপ্তি আর অভিযোগের এই পথচলায় কখনো কখনো জেগে ওঠে মানবতার জন্য শোক, কখনো ব্যক্তিগত সুখের ক্ষণিক কামনা।

তবু এক চূড়ান্ত প্রশ্ন থেকে যায়-
এই সৌন্দর্য আর এই বেদনার মাঝে আমি কোথায় দাঁড়িয়ে?

আমার শেষ কোথায়?
নাকি কোনো শেষই নেই, শুধুই পথ চলা, না বলা কথা গুলো বুকে চেপে, আরেকটা চেরি ব্লোসম দেখার অপেক্ষায় বাঁচি....
এ এক শুধুই অনন্তের দিকে মনোজাগতিক অভিযাত্রা।

-মুহাম্মদ তমাল
ফ্রাঙ্কফুর্ট, জার্মানী

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর লেখা। আবেগ আছে। ভালোবাসা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.