![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন কৃষকের ছেলে, এই হাতে হাল চালাই, এই হাতেই কলম চালাই আবার এই হাতেই কীবোর্ড চালাই। সবকিছুই করার প্রচেষ্টা আমার মধ্যে রয়েছে।
আমি তখন ক্লাস ফোরে পড়ি। মনের মধ্যে নানা কিছু নিয়ে চিন্তা ভাবনা ঘুরে বেড়ায়। ছোট থেকেই আমি খুব কল্পনা প্রবন। কল্পনা করতে ভালবাসি। বাংলা সিনেমার ভক্ত ছিলাম; মহানায়ক শালমান শাহ্ কিংবা জসীমের জায়গাই নিজেকে তো হরহামেশায় কল্পনা করতাম। সেই কেয়ামত থেকে কেয়ামত ছবির নায়ক নায়িকার বনের মধ্যে হারিয়ে যাওয়া দেখে আমারও মনে হত ‘আমিও হারিয়ে যাই।’ কিন্তু হারাবো কার সাথে? নায়ক শালমান শাহের তো নায়িকা মৌসুমি আছে, আমার তো কেও নেই। কিভাবে নায়িকা পাওয়া যায় সেই চিন্তায় বিভোর থাকত আমার সেই ছোট্ট মনটা। আমার এক চাচাত ভাই ছিল তার সাথে আমার খুব সখ্যতা ছিল। একদিন তাকে বললাম, “আচ্ছা ভাইয়া নায়িকা কোথাই পাওয়া যাই বলতে পারবা?”
ভাইয়া তার দুচোখ প্রায় বিস্ফোরিত করে বললেন, “নায়িকা? তোর নায়িকার কি দরকার?”
- “আছে, বলনা...’’
- 'না আগে বল কি প্রয়োজন?'
- 'আমি হারিয়ে যেতে চায় কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মত, কিন্তু আমার তো কোন নায়িকা নাই। নায়িকা ছাড়া কি ওভাবে হারানো যাই বল?'
ভাইয়া আমার মুখে এমন ধরনের কথা শুনে পুরো অফ! একটু পর শুরু করলেন সে কি হাসি। হাসি যেন আর থামতেই চায় না। মনে মনে ভাবলাম, আরে! এমন কি হাসির কথা বললাম? ততক্ষণে পুরো বাড়ি হাজির। সবার সামনে ভাইয়া আমার মনের গুপ্ত বাসনা প্রকাশ করলেন। লজ্জা কাকে বলে প্রথম বারের মত টের পেলাম।
তারপর সবাই চলে যাবার পর ভাইয়া আমাকে ডেকে বললেন, নায়িকা কি বড় নিবি নাকি ছোট?
- বড় হলেও চলবে, ছোট হলে ভাল হয়।
- তাহলে তোর স্কুলে খোঁজা শুরু কর, যাকে তোর পছন্দ হয় তাকে গিয়ে বল যে তুই তার সাথে হারিয়ে যেতে চাস।
ভাইয়ার এই কথাটা আমার ভীষণ মনে ধরল। আমি শুরু করলাম নায়িকা খোঁজা। আমার এক বান্ধবী ছিল নাম হিমা, প্রথমে মনে করেছিলাম তাকে বলব কিন্তু সে খুব ঝগড়াটি, এই কারনে তাকে বাদ দিলাম। বেশ কয়েকদিন চলে গেল, নাহ! কাওকে পেলাম না। যখন “মিশন নায়িকা” প্রায় বাতিল ঠিক সেই মুহূর্তে একটা নতুন মেয়েকে দেখলাম। যাকে দেখে প্রথম বারের কিছু একটা অনুভব করলাম, মনে হল একেই আমার দরকার। মেয়েটা কিন্তু আমার উপরের ক্লাসে পড়ে আর লম্বায় আমার চেয়ে অনেক বড়। আমার তাকে বলা দরকার আমার সেই মিশনের কথা কিন্তু কোনভাবেই তার সাথে কথা বলতে পারতাম না। তার কাছে গেলেই আমার বুকে কম্পন ধরত। এভাবে দিন গেল, মাস গেল কিন্তু তাকে কিছুতেই আমার মনোভাব জানাতে পারলাম না।
ক্লাস ফোরের ফাইনাল পরীক্ষার পর স্কুল মাস খানিকের জন্য ছুটি দিল। জানুয়ারির ১ তারিখে ক্লাস শুরু হল। আমি গেলাম ৩ তারিখে। অনেক প্ল্যান মাথায় নিয়ে। আজ তাকে বলবই বলব। কিন্তু স্কুলে তাকে সেদিন অনেক খুজলাম, পেলাম না। ও যেখানে যেখানে বসত সব স্থানগুলো দেখলাম কিন্তু পেলাম না। পরে জানতে পারলাম, ওর বাবা কোথায় যেন ট্রান্সফার হয়েছে তাই ও টিসি নিয়ে স্কুল ছেড়ে চলে গেছে।
এভাবেই আমার প্রথম প্রেম শুরু হবার আগেই শেষ হয়ে গেছে, আসলে তখন যেটা ঘটেছিল সেটা ছিল ভাল লাগা। আমার প্রথম ভাল লাগা। সেই দিনটার কথা আমার আজও মনে আছে কারন সেদিন ছিল আমার জন্মদিন।
প্রতিবার জানুয়ারির ৩ তারিখ আসে আর মনে হয়, আরে আজ তো আমার জন্মদিন। তার পরেই মনে হয় আমার প্রথম প্রেমের কথা। আজ জানুয়ারির ৩ তারিখ!!!
আপনারা যারা কষ্ট করে এই লিখাটি পড়লেন তাদের জন্য একটা ছোট্ট উপহার।
দেয়ার মত কেক নাই সব শেষ হয়ে গেছে।
(বিঃদ্রঃ লেখাটি সম্পূর্ণ সত্য নয়। ফিল ইন দ্যা গ্যাপ পলিসি চালিয়েছি।)
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
"আগে কি সুন্দর দিন কাটাইতাম!"
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: ভাল লাগছে!!
শুভ জন্মদিন।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
গ্রাম্যবালিকা বলেছেন: ছেলেরা ছোট বেলায় বয়সে বড় মেয়ের প্রেমে পড়ে! মেয়েরা মনে হয় উলটা।
আমার প্রথম ভালোলাগা, বিটিভির সংবাদপাঠক চিকনা মোবারক হোসেন। :!> :#>
শুভ জন্মদিন।
লেখা সুখপাঠ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০
তন্দ্রা বিলাস বলেছেন: আপনের অবস্থা দেহি আরও গুরুত্বর
ধন্যবাদ, ভাল থাকবেন সবসময়।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
ভোরের রোদ বলেছেন: শুভ জন্মদিন বস!!
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাংক ইউ বস।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
কাজের পুলা বলেছেন: আমি এখনও কারও প্রেমে পড়ি নাই; প্রেমই আমার উপর পড়সে!
শুভ জন্মদিন!
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।
আপনের তো দেহি লাকি কপাল!
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
হিহিহি মজারু -- প্রেমে উস্টা + শুভ জম্মদিন
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ+ধন্যবাদ। ভাল থাকবেন।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
দিগন্ত নীল বলেছেন: হ্যাফি বার্ডে
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাংক ইউ।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
পলক শাহরিয়ার বলেছেন: হে হে মজা পাইলাম। আমার প্রেম পতন দিবস ১৫ ফেব্রুয়ারী।
এনিওয়ে হ্যাপি বাড্ডে।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
তন্দ্রা বিলাস বলেছেন: ১৪ তারিখে কি করসিলেন?
ধন্যবাদ।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
ভিয়েনাস বলেছেন: জন্ম দিনেও পলিসি মারলেন ...
শুভ জন্মদিন।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
তন্দ্রা বিলাস বলেছেন: পলিসি!!
অনেক ধন্যবাদ।
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
শূন্য পথিক বলেছেন: গুড! মজা পাইছি!
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
হবু ইঞ্জিনিয়ার বলেছেন: ভালও লিখেছ বন্ধু ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ বন্ধু।
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
আমি যে আমার মতো, কারো মতো নই! বলেছেন: ভালো লাগল।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাঙ্কস।
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
সপ্নাতুর আহসান বলেছেন: বেশ মজার লিখেছেন।
আমার লেখাটি পড়তে পারেনhttp://www.somewhereinblog.net/blog/AhsanulH/29745137
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।
১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
সপ্নাতুর আহসান বলেছেন: বেশ মজার লিখেছেন।
আমার লেখাটি পড়তে পারেনhttp://www.somewhereinblog.net/blog/AhsanulH/29745137
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
তন্দ্রা বিলাস বলেছেন:
১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যাপি বার্থ ডে
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
১৬| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৫
জাওয়াদ তাহমিদ বলেছেন:
মজার কাহিনী। ছোটবেলায় সবার ই এরকম ১ টা ২ টা কাহিনী থাকে।
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১
তন্দ্রা বিলাস বলেছেন: কি মজার সেই ছোট্ট কাল!
১৭| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:৪২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
এমনে মিস করলেন...........
১২ ই জুন, ২০১৩ রাত ৯:৪৭
তন্দ্রা বিলাস বলেছেন: হ্যা ভাই, একটা কথা আছে না, ত্যাগেই প্রকৃত সুখ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০
মোহাম্মদ বলেছেন: শুভ জন্মদিন ভাই....
কেক নিজ দায়িত্বে খাইয়া নিমুনে
স্কুল লাইফের কথা মনে করায় দিলেন...আহারে, কি দিনগুলি না ছিলো..