![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন কৃষকের ছেলে, এই হাতে হাল চালাই, এই হাতেই কলম চালাই আবার এই হাতেই কীবোর্ড চালাই। সবকিছুই করার প্রচেষ্টা আমার মধ্যে রয়েছে।
- আপনি কি জানেন আমি কে? Do you know who I am?
- সবটা জানিনা তবে কিছুটা জানি।
- পুরোটা জানলে এখনও এখানে থাকতেন না।
- যাক, ভাগ্যিস পুরোটা জানি না।
- আপনি কি আমার সাথে ফাজলামু করছেন?
- না আমি সিরিয়াস।
- আপনি তো জটিল জিনিষ?
- অবশ্যয় আমি জটিল তবে জিনিষ নয় প্রেমিক।
- আপনার সাথে কথা বলাটাই আমার বড় ভূল।
- আর আপনার সাথে কথা বলতে পেরে আমি নিজকে পুণ্যবান মনে করছি।
- তাই!
- হ্যাঁ
- দেখুন এখনও সময় আছে সরে যান।
- আমিতো সরে যাবার জন্য আসিনি। আমি এসেছি আমার প্রশ্নের জবাব নিতে।
- আমি কারও কাছে জবাবদিহি করতে চাচ্ছি না।
- একটু বসুন না প্লিজ।
- আমি বসব না আপনি সরে যান।
- আচ্ছা নীলা আপনি এত কঠিন কেন? আপনি কি জানেন হাসলে আপনাকে কত সুন্দর দেখায়? আমি শিউর আপনার হাসি মোনালিসার চেয়ে সুন্দর না হলেও কাছাকাছি।
- যদিও ধন্যবাদ দিতে ইচ্ছা করছে না তারপরেও দিলাম। আপনার হাতে ওগুলো কি?
- ও সরি, আপনার জন্য একটা সাদা শাপলা ফুল এনেছিলাম। এই নিন
- কি! শাপলা! এটা আবার ফুল হল? জংলী!
- আরে! শাপলা আমাদের জাতীয় ফুল। আমার মনে হয় এই পর্যন্ত কেও তার প্রিয় মানুষটিকে এই ফুলটি দেয়নি। জাতীয় ফুল এটাই তো আমাদের সবাইকে বেশি বেশি ব্যবহার করতে হবে। তা না করে আমরা গোলাপকে আমাদের জাতীয় ফুল মনে করছি। আমি জানি এই শাপলাটার মতো আপনার অন্তরও সাদা। কি তাই নয় কি?
- ধন্যবাদ দিলাম ফুলটি দেওয়ার জন্য। তো থাকেন আমি যায়।
- কি বলেন? আমার সেই প্রশ্নের উত্তরটি কি আজও দিবেন না?
- আন কমন প্রশ্ন।
- কিছুই কি বলা যাবে না?
- না।
নীলা উঠে চলে গেল বেচারা রনির আজও কিছু হল না প্রায় এক বছর ধরে এই মেয়েটির পেছনে সে লেগে আছে, প্রেমের প্রস্তাব দিয়েছে প্রায় ১০ মাস আগে। রনি জানে মেয়েটি তাকে পছন্দ করে কিন্তু সে এমন করে কেন? আর কত দিন!
নোটঃ যা মনে হয়েছে তাই লিখেছি। মনটা ভাল নেই । কিছুতেই মন বসছে না তাই চোখ বন্ধ করে কী বোর্ড টেপা ।(ভাইবেন না যে এই কারনে আমার মন খারাপ, হইলে রনির হবে আমার না।) গল্প করতে ইচ্ছা করছে আসেন গল্প করি।
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
তন্দ্রা বিলাস বলেছেন: মাইয়ারা এমনই!!
হুদাই পারটেক্স খায়
২| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
নির্ভীক আহসান বলেছেন: গল্পের বাকিটা কই?
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
তন্দ্রা বিলাস বলেছেন: হিজিবিজি লেখা শুরুও নাই শেষও নাই।
৩| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
গ্রাম্যবালিকা বলেছেন: - আপনি তো জটিল জিনিষ?
- অবশ্যয় আমি জটিল তবে জিনিষ নয় প্রেমিক।
- আপনার সাথে কথা বলাটাই আমার বড় ভূল।
- আর আপনার সাথে কথা বলতে পেরে আমি নিজকে পুণ্যবান মনে করছি।
হে হে হে, এইখানে মজা পাইছি!
শাপলা ফুলের আইডিয়া সুন্দর। এইটা কিনতে সবজি বাজারে জেতে হবে! হা হা
মন খারাপ ক্যান?
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:০০
তন্দ্রা বিলাস বলেছেন: কোন কারণ নাই। কারণ ছাড়ায়।
"শাপলা ফুলের আইডিয়া সুন্দর। এইটা কিনতে সবজি বাজারে জেতে হবে! " এখন পাবেন না বর্ষাকালে পাবেন।
৪| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
মাক্স বলেছেন:
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৪
তন্দ্রা বিলাস বলেছেন:
৫| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৬
জাতির মামু বলেছেন: বাকি গল্পের জন্য অপেক্ষায় রইলাম ।
১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
তন্দ্রা বিলাস বলেছেন: অপেক্ষা করেছি নদীর ...
কইরা থাক পাইবা!
৬| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২০
ইউসুফ আলী রিংকূ বলেছেন: ভালো লাগলো।
+++++++++++
Do you know who I am?
১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৪
তন্দ্রা বিলাস বলেছেন: আরে আপনে কেডা?
৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৯
শায়মা বলেছেন: +++
আপুনি!
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ। কেমন আছেন?
৮| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:৩৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম
১২ ই জুন, ২০১৩ রাত ৯:০৪
তন্দ্রা বিলাস বলেছেন: বাহ! আপনার কমেন্টের নতুন ধরন "হুমম " ভালই লাগে।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০
পেন্সিল চোর বলেছেন:
মাইয়ারা এমনই!!
হুদাই পারটেক্স খায়