নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার মতো কিছুই নাই। সাধারণ থেকেও অতিসাধারণ আমি।

রুরু

আমার মত আমপাব্লিকের ব্লগই ভরসা।

রুরু › বিস্তারিত পোস্টঃ

জগাবাবুর পণ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৫

জগাবাবুর পণ

জগা বাবু পণ করেছে
হবে ভীষণ জ্ঞানি
এখন থেকে পান করে নয়
চিবিয়ে খাবে পানি।

চর্ব চুষ্য লেহ্য পেয়
এক সাথে সে পাবে
পানি খেয়েই মাশাল্লাহ
পেটটা ভরে যাবে।

খাওয়ার চিন্তা দূর হলেই
হবে আসল জ্ঞান
একদিন সে ঠিকই হবে
বুদ্ধির মস্ত ভ্যান।

এখানেও যে জগা বাবুর
কারিশমা যে অতি
জাহাজ সে হবে না মোটেই
পানিতে তার ক্ষতি।

হলকা মৃগী রয়েছে তার
পানিকে করে ভয়
জাহাজ নয়, ভ্যান হয়েই
বিশ্ব করবে জয়।

বিশ্বটাকে জয় করে সে
রাখবে সাজিয়ে ঘরে
প্রতিবেশীদের বলে রোজই
দুঃখ বুঝে কি পরে?

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

হাতুড়ে লেখক বলেছেন: ছড়া ভাল লেগেছে। তবে অন্য সবার ভাল নাও লাগতে পারে। তারা পরিচিত কবির পরিচিত ছন্দ ভালা পায়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫০

রুরু বলেছেন: হ্যা ব্লগে এটা দেখা যায় যে পরিচিত ব্লগাররা হিট বেশি পায়।
আপনারা সাথে থাকলে আমিও একদিন ব্লগে পরিচিত কেউ হয়ে উঠবো।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর।
মজার।
এমন ছড়া পড়লেই মন ভাল হয়ে যায়

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫২

রুরু বলেছেন: মন ভালো করতে পেরে ভালো লাগছে খুব।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:

জগা বাবু পণ করেছে
হবে ভীষণ জ্ঞানি
এখন থেকে পান করে নয়
চিবিয়ে খাবে পানি।


পড়ে বেশ মজা পেলাম । B-) =p~

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫২

রুরু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.